নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোর্শেদ শেখ

মোর্শেদ শেখ

আমি সিনেমা দেখি

মোর্শেদ শেখ › বিস্তারিত পোস্টঃ

সুখ, আপেক্ষিকতা, তরমুজ ও একটি ফেসবুকজনিত গবেষণা

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

১. একটি স্ট্যাটাস: “সুখী হতে চান? কম বুঝেন! যত বেশি বুঝবেন তত দুঃখ।”
২. একটি কমেন্টস: “ সুখী হওয়ার জন্য অন্ততঃ সুখ জিনিসটারে চেনা লাগে। এইটাতো জগতের জ্ঞান।”
৩. একটি রিপ্লাই: “সুখ জিনিসটা ভাই আপেক্ষিক, যার বুঝ তার তরমুজ।”

অতঃপর গবেষণা

সুখ হইলো জগতের জ্ঞান। যাহা আপেক্ষিক। যদি বুঝেন তা এক বা একাধিক তরমুজরে মতো; বাজার থিকা কিনা বা তরমুজের ক্ষেতসহ; আপনার। আবার এই আপেক্ষিকতা নিয়া মহান আইনস্টাইন যে সূত্র দিছেন তা হইলো E=mc2

এইবার আমার বুঝ বা বাগানসহ তরমুজ


(বি.দ্র.- ছোট ছোট কাল অসংখ্য বিচির জন্য তরমুজ আমার প্রধানতম অপ্রিয় ফল)

মহান আইনস্টাইনের সূত্র মতো-

সুখ= নিজের বুঝের সাথে তরমুজে তরমুজে স্কয়ার।



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্যাফক জ্ঞানী বাণী।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: বুঝলামনা কিছুই :(

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪২

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.