নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারী দল: জনগনকে সাথে নিয়ে বিরোধীদলের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
বিরোধী দল: জনগনকে সাথে নিয়ে সরকারকে টেনে গদি থেকে নামানো হবে।
জনগন: গান পউডার খেয়ে আল্লার কাছে কেদে নিজের মৃত্যু কামনা করা নয়ত এমনভাবে বেচে থাকা যার কাছে দোযকের যন্ত্রনা তুচ্ছ।
রাজনীতিক হায়েনারা দেশের ইজারা নিয়ে কামড়া কামড়ি করুক আর আমরা বসে বসে দিন গুনি কবে সেই উৎসবের দিন আসবে। মহাউৎসবমুখর পরিবেশে, বিপুল উৎসাহ উদ্দীপনায়, হাসিমুখে, নিজের গাটের পয়সা খরচ করে বিনা লাভে ভোটদিয়ে ওনাদের ক্ষমতায় বসিয়ে পাচ বছর বাশ খাওয়ার দিন শেষ। কিভাবে?
এমনিতেই আমরা দূর্নিতীবাজ, টেবিলের নীচে সবকিছু হয়, উপরে সুফী ভাব নিয়ে থাকি। তারচেয়ে কিছু টাকা পয়সা নিয়ে দেশ হায়েনাদের কাছে ইজারা দেওয়া ভালো। এর নাম হবে ' দেশ টেন্ডার' । নিদৃষ্ট দিনে মাথা পিছু প্রতিজনগনকে যে দল সবচেয়ে বেশী টাকা দিতে পারবে সে পাবে দেশের ইজারা। ইলেকশন কমিশন টেন্ডারের আয়োজন করবে, আমরা পায়ের উপর পা তুলে বসে থাকবো।
টেন্ডার শুরু......
আওয়ামীলীগ: এক হাজার
একহাজার এক, একহাজার দুই....
বিএনপি: এগারোশো..
জাপা : বারো শ
এভাবে বাড়তেই থাকে....
সর্বোচ্চ বিডার দেশের লিজ পাবে, হারু পার্টি কিছুদিন পর জনগনকে আবার গোপনে ঘুষ দিয়ে লিজ বাতিল করাবে, দেশের সব জনগন টাকা খেয়ে একঘন্টার জন্য রাস্তায় নামলে সবকিছু করতে পারবা, আর পুলিশ, সেনাবাহিনী তারাও টাকা খাবে, তাই তারা কিছু করবেনা।
এভাবে চক্র চলবে, আমরা জনগনও ধনী হতে থাকবো, সুখে থাকবো, দেশের অর্থনীতি সুপার সনিক গতিতে চলবে, সবাই সুখী, খালি দোজখের যন্ত্রনায় থাকবে রাজনীতিবিদরা।
আল্লাহ সেই দিন দেখাও... একবার...প্লীজ !!
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
ময়না বঙ্গাল বলেছেন: ভাই, আল্লা সেই দিন দেখাবে না যতদিন না আমরা ব্লগার- ফেসবুকধারীরা নিজেরা একপ্লাটফর্মে একটি সুস্থধারার রাজনৈতিক দল গঠন না করছি। আসুন এলক্ষ্যে মতগঠন আরম্ভ করি।