নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার.... হে ......

ঊষার দুয়ারে হানি আঘাত.. আমরা আনিব রাঙ্গা প্রভাত...

মরু বালক

ধু ধু বালুময় মরুভুমি ..আমার আকাশ

মরু বালক › বিস্তারিত পোস্টঃ

প্রায় ৭০ বৎসরের এক বৃদ্ধা মহিলা আমাকে এসে বলল বাবা আমি সারা দিন কিছু খাই নাই , অনেক খিদা লাগছে তখন.....

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮





মুমিন, তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত, এতীম ও বন্দীকে আহার্য দান করে।



প্লিজ সবাই লিখাটি সম্পূর্ণ পড়বেন ...... যদি নিজের দৃষ্টিভঙ্গি একটু বদলাতে চান , আর দৃষ্টিভঙ্গি বদলালেই জীবন বদলে যাবে ......বদলাবে সমাজ ...... আমার জন্মভূমি বাংলাদেশ... থাকবে না বৈষম্য ...দূর হবে ভেদাভেদ ...



নববর্ষের প্রথম দিনটা বাসায় বসে অলস ভাবেই পার করছিলাম, হটাৎ জরুরি কাজে বাসা থেকে বের হলাম বিকালে, ভালবাসা দিবস নাকি পহেলা বৈশাখ ঠিক বুঝতে পারলাম না । পার্থক্য শুধু ভালবাসা দিবসে কপোত-কপতিরাই বের হয় আর এই দিন পরিবারের সবাই ... গালে আঁকা রঙ বেরঙের ট্যাটু , বড়ই সৌন্দর্য ... ভালই লাগছিলো মানুষের আনন্দ দেখে ... ঠিক তখন প্রায় ৭০ বৎসরের এক বদ্ধ মহিলা আমাকে এসে বলল বাবা আমি সারা দিন কিছু খাইনাই , অনেক খিদা লাগছে তখন অনেক কষ্ট পাইলাম ...তখন নিজের দায়াবধ্যতা থেকে তাকে নিয়ে গেলাম ফার্মগেইট প্লাজা হোটেল এ … মাত্র ১০০ টাকা দিয়ে ভাত খাওালাম মাংস দিয়ে পেট ভরে ………তাতে আমি বৎসরের প্রথম দিন যে আনন্দ পেলাম আমার মনে হয় লাল পাঞ্জাবি কিংবা থ্রি-পিস পড়ে কেও এতো আনন্দ পায় নাই, আমরা সবাই যদি আজ সবাই রিকশায় না ঘুরে কিংবা একটা বাঁশি না কিনে কিংবা ৫০০ টাকা দিয়ে পান্তা না খেয়ে একজন ক্ষুধারত মানুষ কে খওয়াতাম তাহলে আজকের দিন অন্তত বাংলায় কোন মানুষ অনাহারে থাকতো না …… আমরা যারা facebook ব্যবহার করি তারা সকলেই কিন্ত প্রতি মাসে অন্তত ১ বেলা গরিব মানুষকে খাওাবার ক্ষমতা রাখি । আসুন আজ থেকে আমরা শপথ করি মাসে অন্তত একদিন ওদের পেট ভরে খাওয়াবো...... ভাই কতো টাকাই তো আমরা অযথা মোবাইল কিংবা সিগারেট পান করে নষ্ট করি...... নিচ্ছয়ই আল্লাহ্‌ ইচ্ছে করলে আমাদেরকেও ওদের মত গরিব করে দিতে পারেন।



(কপি/পেস্ট)

মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

আহলান বলেছেন: সুবহানাল্লাহ

২| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০

জাহাঙ্গীর জান বলেছেন: শুধু ফেইজ বুক কেনো আমরা যারা অন লাইন ব্যবহার করি তারা সবাই সক্ষম সবাই এগিয়ে আসা উচিত ।আল্লাহ তোমার ভালো করুক আমিন ।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

লিন্‌কিন পার্ক বলেছেন:

ভাল লাগল শুনে ।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১

আশরাফ উদ্দিন বলেছেন: খুবই ভালো কাজ। আল্লাহ আপনার সহায় হোন... আমিন।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১১

মো: আতিকুর রহমান বলেছেন: অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত ভালো একটি কাজ করার জন্য। আশা করবো এই প্রেরনা আপনার মধ্যে সারা জীবন বিরাজ করবে।



শেষে (কপি/পেস্ট) লিখেছেন এটার মানে বুঝলাম না!!

৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪

কোবা সামসু বলেছেন: সুবহানাল্লাহ

৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২

বিজয় বেষ্ট বলেছেন: আপনার কাজে আমি মুগ্ধ । :| :|

৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪

আমি শুধুই পাঠক বলেছেন: কপি পেস্টের মাজেজা বুঝলাম না। :|

৯| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫

ভিটামিন সি বলেছেন: আপনাকে কোন এক ব্লগে কড়া জবাব দিয়েছিলাম। তাই আপনার ব্লগে দেখতে এসেছি আপনি কি লিখেন। এটা যদি আপনার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে লিখে থাকেন তাহলে আপনাকে আমি ভিটামিন সি / (আহসান হাবীব) সালাম জানাই। দুঃখিত সেখানে কড়া জবাব দেয়ার জন্য। কারণ ২ ঘন্টা চেস্টা করে উত্তরটা বের করছি। আর যখন দেখছি আপনার "ধুর মিয়া" লেখা তখনই মেজাজটা বিলা হইয়া গিয়েছিলো। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পোষ্টে কমেন্ট করবেন।

আহসান হাবীব
সিংগাপুর থেকে।

১০| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ২:১৭

আরজু পনি বলেছেন:

কপি পেস্ট হলেও কিছু কিছু মেসেজের প্রয়োজন রয়েছে।

আমাদের মানবিকতাবোধের উদয় হোক।

শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ আপনাকে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.