নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সবাই ক্যাচাল করি

মশিউর মামা ১

এইটা মশিউর মামার ২য় নিক |

মশিউর মামা ১ › বিস্তারিত পোস্টঃ

আসেন , বাংলাদেশের সবচেয়ে খারাপ মানুষ খালেদা জিয়া সম্পর্কে করা দুই একটা অভিযোগ সম্পর্কে জানি .................. /:) /:) /:) /:)

০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:১৪

খালেদা জিয়া , জীবিত বাংলাদেশী রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে খারাপ | উনার নামে অভিযোগের শেষ নাই । আসেন তো জানি ওইসব অভিযোগের কিছু কিছু সম্পর্কে ।



এইট পাশ খালেদা জিয়া -



বাংলাদেশের এক নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের ঘুম হারাম হয়ে যায় খালেদা জিয়া কেন এইট পাশ করে প্রধান মন্ত্রী হয় এই জন্য । এর জবাবে নানা কথা বলা যায়, নানা দেশের উদাহরণ দেয়া যায় যেখানে অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত মানুষেরা নিজ যোগ্যতায় রাষ্ট্র ক্ষমতায় আসছেন ।

আমি এই সব কিছুই বলবো না । শুধু অনুরোধ করব পাঠকদের আমার বলা কথাগুলি ভেবে দেখার জন্য-

খালেদা জিয়ার বয়স এখন ৬৭ । ব্লগের অনেকের দাদি-নানী আছেন এই বয়সের । তাদের কাছে একটু জিজ্ঞাস করে দেখেন , ওই সময়ে মেয়েদের শিক্ষার হার কেমন ছিল । খুব ভাগ্যবান ছাড়া মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বা আগ্রহ এই দুইটার সম্মিলন ঘটা ছিল নেহায়েত হাতেগোনা । মেয়ে একটু বড় হলে তাকে উপযুক্ত পাত্রস্থ করাই ছিল বাবা মায়ের চিন্তা । এই অবস্থায় খালেদা জিয়া কেন হার্ভার্ড থেকে ইন্টারন্যাশনাল রিলেশন্স, ইকনমিক্স এবং ডেভেলপমেন্ট স্টাডিজে ট্রিপল মাস্টার্স এবং পরে ডিজাস্টার ম্যানেজমেন্ট এর উপর একটা পি এইচ ডি ডিগ্রি করল না বলে কান্না কাটি করেন, তাদের উদ্দেশ্যে বলি - বেশি করে মোল্লা লবণ খান । যদি এই বয়সে কিছু কমন-সেন্স না হয় তাইলে আর ভবিষ্যতে আশা নাই ।

আমরা যারা মনে করি গত শতকে বাংলাদেশে নারীদের অবস্থার উন্নয়ন , নারীর ক্ষমতায়ন শুরু হয়েছে তাদের জন্য এইট পাশ খালেদা জিয়ার চেয়ে আর ভাল রোল মডেল কে হতে পারেন ?



রাজনীতিতে অনভিজ্ঞ খালেদা জিয়া -



অনেকের আবার প্রশ্ন কেন খালেদার মত রাজনীতিতে অনভিজ্ঞ কেউ ক্ষমতায় আসবেন । জ্ঞানপাপী আর কাকে বলে । ভাব খানা এই যে , জিয়া মারা গেলেন ৮১ সালের মে মাসে আর জুন মাস থেকেই খালেদা প্রধানমন্ত্রী । এরা কেন যেন মনে করতে পারেন না যে জিয়ার মৃত্যুর পর প্রায় ১০ বছর এরশাদের মত এক প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে খালেদা রাজনীতি করে বিএনপিকে ধরে রেখেছিলেন ।



১৫ আগস্টের জন্মতারিখ -



এইটা একটা বিতর্কিত বিষয় । খালেদার জন্মদিন ১৫ই আগস্ট হতেও পারে , নাও হতে পারে । যারা না হতে পারের পক্ষে খালেদার সার্টিফিকেট দেখান তাদের বলি - বাংলাদেশের ৩৫ বছরের উপরে মানুষ যারা এদের প্রায় সবার জন্মদিন দুইটা । একটা অরিজিনাল , আর একটা স্কুলে ভর্তির সময় দেয়া যা অনেক ক্ষেত্রে এসএসসি পরীক্ষার সময় বদলে ফেলা হয় । ১৫-২০ বছর আগেও জন্ম নিবন্ধন নিয়ে কারো এত মাথা ব্যথা ছিল না । আর এমন তো না যে ১৫ই আগস্টে বাংলাদেশে কোন শিশু জন্ম গ্রহণ করে না । ইন ফ্যাক্ট , আমার স্ত্রীর জন্ম দিন ১৫ই আগস্ট । কাজেই খালেদা জিয়া ১৫ই আগস্ট জন্ম নিতে পারেন না , এইটা বলা হাস্যকর ।

এখন প্রশ্ন আসতে পারে এই ১৫ই আগস্টে জন্মদিন ঘটা করে পালন করা কতটুক যৌক্তিক । আপনি একজনের মুক্তিযোদ্ধা স্বামীকে রাজাকার বলবেন , তার চরিত্র নিয়ে নিয়মিত কুৎসা রটাবেন - পরিণামে কিছু পাটকেল খাবার জন্য প্রস্তুত থাকতে হবে যে ।



বিএনপি - জামাত রাজনৈতিক জোট-



এই রাজনৈতিক জোট নিয়ে খোদ বিএনপির তৃনমূল পর্যায়ের কর্মীদের তীব্র আপত্তি আছে । তবে এইটা কোন বিয়ের মাধ্যমে গড়া আত্মীয়তার বন্ধন নয় যে কোন দিন ভাংবেনা । আজ বিকেলে প্রেসক্লাবে ডেকে সংবাদ সম্মেলন করে জোট ভেঙ্গে দিলে সন্ধ্যা থেকে জোটের কোন অস্তিত্ব থাকবেনা ।

এই বার পাঠকদের জন্য একটা ছোটো কুইজ দেই-

খালেদা জিয়ার দুই পুত্র - এদের বিয়ে হয়েছে কোন পরিবারে আর

কারো কারো মেয়ের বিয়ে হয় রাজাকার পরিবারে, ছেলে থাকে এবং বিয়ে করে এমন এক দেশের নাগরিক যারা ১৯৭১ সালে বাংলাদেশের জন্মের দ্বিতীয় বিরোধিতাকারী ছিল । আফসোস - এরাই মুখে স্বাধীনতা -মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে অজ্ঞান হয়ে যায় । মুনাফেক আর কাকে বলে ।



তারেক কোকোর দুর্নীতি -



এইখানে হয়তো মায়ের অন্ধ স্নেহ কাল হয়ে দাঁড়িয়েছে । আর দুর্নীতির কতটুকু তারেক করেছে আর কতটুকু তার নাম ভাঙ্গিয়ে তার বন্ধুরা করেছে কে জানে । তবে ভেবে দেখুন - একজন মা ৫ বছর যাবত তার সন্তানদের থেকে বিচ্ছিন্ন , তারেক সারা জীবনের জন্য মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত - দুর্নীতির জন্য এর চেয়ে বেশি শাস্তিভোগ বাংলাদেশের আর কোন রাজনৈতিক পরিবারকে কি করতে হয়েছে ?

বর্তমান সময়ের দুর্নীতির তুলনায় আর নাইবা গেলাম ।



খালেদা জিয়ার অপ্রদর্শিত অর্থ সাদা করা



অপ্রদর্শিত অর্থ কি ?- যেই টাকা আইনগত ভাবে লিগ্যাল কিন্তু কর দেয়া হয় নাই । কালো টাকা কি ? - যেই টাকা আয় করা হইছে অন্যায় ভাবে । খালেদা জিয়া তার অপ্রদর্শিত অর্থ সরকারি নিয়ম নীতি মাইনাই কর ও জরিমানা দিছে । এই নিয়া ত্যানা পেঁচাইলে আবার বলতে হবে - অপ্রদর্শিত অর্থ ও কালো টাকার মধ্যে পার্থক্য বুঝে না আসলে এইটা আয়োডিনের অভাব । আমার কিছুই করার নাই কেবল মোল্লা লবণ খাওয়ার পরামর্শ দেয়া ছাড়া ।



এছাড়াও কিছু কিছু স্বল্প বুদ্ধির পেইড ব্লগার খালেদা জিয়া - ফালু নিয়ে মাঝে মধ্যেই কিছু কিছু পোস্ট দেন । এদের সম্পর্কে একটা কথাই বলার আছে - এরা হাই কমান্ডের নির্দেশ পেলে ঘরের মা- বোনকেও তুলে দেবেন দলের নেতাদের মনোরঞ্জনের জন্য ।



যৌক্তিক আলোচনা করবেন দয়া করে .................................।

মন্তব্য ১১৫ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:২৩

সবুজ সাথী বলেছেন:
আপনি একজনের মুক্তিযোদ্ধা স্বামীকে রাজাকার বলবেন , তার চরিত্র নিয়ে নিয়মিত কুৎসা রটাবেন - পরিণামে কিছু পাটকেল খাবার জন্য প্রস্তুত থাকতে হবে যে ।

ব্যাপক সহমত। :)

০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:২৫

মশিউর মামা ১ বলেছেন: ধন্যবাদ । :)

২| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:২৮

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: হে হে হে । আপনেও যে পেইড ব্লগার না সেইটার নিশ্চয়তা দিবেন কিভাবে ??? শাক দিয়া মাছ ঢাইকা লাভ নাই । এই দুই নেএীর অপরাজনীতি থেকে আমরা মুক্তি চাই , তার ওপর কোন EXCUSE থাকতে পারবে না । ভাল থাকেন । :-P :-P

০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৩২

মশিউর মামা ১ বলেছেন: আমি পেইড ব্লগার । =p~ =p~ =p~

হইলে খারাপ হয় না । কিছু তো ইনকাম করা যাবে । আছে নাকি কোনো লাইন ঘাট আপনার জানা মতে ? :-B :-B :-B

৩| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:২৮

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: চরম পোষ্ট মামা।

০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৩২

মশিউর মামা ১ বলেছেন: ধন্যবাদ । :)

৪| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৪১

নাহিয়ান বিন হোসেন বলেছেন: আসলেই কেন যে খালেদা জিয়া এইট পাশ! কেন যে তিনি গ্রাস মার্ক নিয়ে বি এ পাশ করে, তারপর রাষ্ট্রীয় টাকায় গন্ডায় গন্ডায় পি এইচ ডি কিনিলেন না! তবে হ্যাঁ, যতই পি এইচ ডি কেনা হোক না কেন, মুখের কথার নোঙ্গরামিতে যে পি এইচ ডি "শিক্ষিত(!)" আপার আছে তার কোন তুলনা নাই!

জামাতকে কবে যে বি এন পি লাথি মেরে বের করবে সেই অপেক্ষায় আছি। সেটা একবার হোক, এরপর ব্লগীয় স্বাধীনতার ইজারাদার গুলোরে দেইখা নিতাম।

তারেক-কোকোর দুর্নীতির ব্যাপারটায় বি এন পি যদি শিক্ষা নিয়ে সঠিক পথে ফিরে আসে তবেই কেবল বি এন পি আবার উঠে দাঁড়াতে পারবে।


অপ্রদর্শিত অর্থ! খিক খিক! কার পুত্রের কেলেঙ্কারী জানি পত্রিকায় ফাঁস হওয়ার পর, পত্রিকা বন্ধ কইরা সম্পাদকরে জেলে নিছিলো??? কার মেয়ের জামাই জানি পদ্মা সেতু কেলেঙ্কারীতে জড়িত বলে আকাশে-বাতাসে কথা উড়ে?? তত্ত্বাবধায়কের আমলে কার নামে জানি কে চেক নম্বর সহ টাকা নেয়ার কথা কইছিলো!

পোষ্টে প্লাস।

০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৬

মশিউর মামা ১ বলেছেন:
নাহিয়ান , এই প্রসঙ্গে আপনাকে একটা জানা গল্প মনে করাইয়া দিতে চাই -

শিক্ষক ছাত্রকে প্রশ্ন করছে - তুমি যদি কোথাও টাকা আর জ্ঞান দেখতে পাও তুমি কোনটা নেবে ?
ছাত্র উত্তর দেয় - স্যার আমি টাকা নেব ।
শিক্ষক হতাশ কণ্ঠে উত্তর দেন - আমি হলে জ্ঞান নিতাম ।
ফিচকে হাসি দিয়ে ছাত্র বলে - স্যার যার যেইটা দরকার সে সেইটা নেবে ।

কথাটাকে একটু ঘুরিয়ে বলা যায় - যার যেইটা নাই , সেতো সেইটা কিনবেই । ;)

৫| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৫

ফুরব বলেছেন: স্বাধীনতা যুদ্ভ চলা কালে আওয়ামীলিগের সব চোরগুলা ইন্ডিয়া পালিয়েছিল। ফিরে এসে আবার ব্যাপক লুটপাট চালাচ্ছে।জনতা কবে যে এদের থেকে মুক্তি পাবে?

০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:০০

মশিউর মামা ১ বলেছেন: যেদিন পাবলিক এদের বিরুদ্ধে ভোট দেবে :) :)

৬| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৫

ভাঙ্গা হৃদয় বলেছেন: এইট পাশ খালেদা জিয়া -যে নিজেই জানেনা শিক্ষা জিনিসটা কি সে কিভাবে শিক্ষার দাম দেবে।তাকে তো কেউ বলে নাই অশিক্ষিত হয়ে দেশ চালাতে।

রাজনীতিতে অনভিজ্ঞ খালেদা জিয়া -হিসাব মেলালে দেখবেন এরশাদের সময়টাই সবচেয়ে ভাল ছিল।

১৫ আগস্টের জন্মতারিখ - তারিখটা পরের ব্যাপার। যে দেশের মানুষ খাইতে পারে না সে দেশে দলীয় প্রধানের জন্মদিন ঘটা করে পালন করা কোন কমনসেন্সের আওতায় পরে না।আর পাটকেলের ব্যপারে বলি সরকার প্রধানরা এই কামড়া কামড়ি কি সারা জীবন করে যাবে?

বিএনপি - জামাত রাজনৈতিক জোট- যে জোটই করেন না কেন দেশের ভালটা একবার হলেও ভাবা উচিত।

তারেক কোকোর দুর্নীতি - একজন মানুষকে খুন করার শাস্তি ফাসি হতে পারে কিন্তু একটা দেশকে খুন করার শাস্তি শুধু ফাসি দিলেই তো শেষ হবে না।

আর ত্যানা প্যাচাইতে ইচ্ছা করতাছে না। এই দুই মহিলা দেশটার পু.. মাইরা শেষ কইরা দিছে। আপনার যারে ভাল মনে হয় তার কোলে মাথা রাইখা ঘুমান কোন আপত্তি নাই কিন্তু ব্লগে এই দুই মহিলার নাম আনবেন না।

০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:০৭

মশিউর মামা ১ বলেছেন: আপনার হাতে এই মুহুর্তে এর চেয়ে ভালো কোনো অল্টারনেটিভ আছে ? বা এমন কোনো আদর্শ রাজীতিবিদ যাদের পেছনে সাধারণ মানুষ একত্রিত হইতে পারে ?

৭| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৭

বাচাল মানব বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:০৭

মশিউর মামা ১ বলেছেন: ধন্যবাদ ।

৮| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৫০

বাচাল মানব বলেছেন: @ভাঙ্গা হৃদয় যদি সমান্য জ্ঞান বুদ্ধি থাকে তবে খালেদার সময়ের শিক্ষারহার দেখুন। আর নারী শিক্ষার জন্য উনি যা করছেন তা উনার দোশমনও স্বীকার করে । যদি এ সম্পর্কে না জানা থাকে জেনে আসুন

০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪০

মশিউর মামা ১ বলেছেন: যতদুর মনে পড়ে , মেয়েদের জন্য বিনা বেতনে প্রাথমিক শিক্ষা বেগম জিয়ার প্রথম শাসনামলে চালু হয়েছিল |

৯| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৫১

প্রজন্ম৮৬ বলেছেন: চরম পোস্ট দিছেন মামা, প্রিয়তে নিয়া রাখলাম।

রাজনীতিবিদদের সমালোচনা করবে মানুষ স্বাভাবিক, কিন্তু খালেদা জিয়া'কে নিয়া যা হয় ঐটা স্রেফ নোংরামী, চুড়ান্ত নোংরামী, সমালোচনা না। আরো দুঃখজনক যাদের সমাজে-মিডিয়ায় বা ব্লগে সুশীলতার বাণী কপচাইতে দেখা যায়, ওরা কোনদিনই খালেদা জিয়াকে নিয়ে করা নোংরামীর বিরুদ্ধে প্র‌তিবাদ করে না।

তবে, দেশে এখনো মানুষ আছে, তাই এমন পোস্ট আসে, আগামীতেও আসবে বলে বিশ্বাস করি। বাংলাদেশে গণতন্ত্র প্রবর্তনের প্রধান নেত্রী খালেদা জিয়া'কে ইতিহাস ঠিক ঠিক প্রযোজ্য সন্মানটা করবেই।

০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:০৩

মশিউর মামা ১ বলেছেন: আমার আগের পোস্টটা দেখেন প্রজন্ম | :)

লেখাপড়ার কি খবর ? :)

১০| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৫২

যোবায়ের বিন তারেক বলেছেন: :P

০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩২

মশিউর মামা ১ বলেছেন: :-P :-P

১১| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৪

ডিগবাজি বলেছেন: এই প্রশ্ন গুলি দালাল জনতারা এড়িয়ে যায়। মনে আছে সৈয়দ অয়ালিউল্লাহের লালসালুর মজিদের প্রশ্ন? এই মিয়া তোমার দাড়ি কই ?

সত্য কথা বলবেন তো হবেন ছাগু, পেইড ব্লগার , নানা কিচ্ছা কাহিনী.।।

পোষ্টে প্লাস

০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৬

মশিউর মামা ১ বলেছেন: কেউ অন্যায় ভাবে ট্যাগ করলে তার উপর ধরে মুতে দেবেন |

মুতের বন্যায় ভেসে যাবে অন্যায় |

১২| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৮

ভাঙ্গা হৃদয় বলেছেন: @বাচাল মানব উনি কি দেশের বাইরে যত বাংলাদেশী আছে তাদেরকে নিজ উদ্দ্যোগে দেশে আনার কথা চিন্তা করেছে? দেশে গবেষনা কার্যক্রম বাড়ানোর চিন্তা করছে। করবে কিভাবে ৮ পাশ তো গবেষনা কি সেটা বোঝার কথা না। আর বাংলাদেশে শিক্ষার হার না বলে বলুন অক্ষর চেনার হার। শিক্ষা বলতে যা বোঝায় ওটা র হার এখনও বাংলাদেশে অনেক কম।

০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

মশিউর মামা ১ বলেছেন: ভাই ২০/২২ টা ডক্টরেট ডিগ্রিধারী জ্ঞানী মানুষ যদি গবেষনার মুল্য না বোঝেন তবে শুধু খালেদার উপরে গোসা করে কি লাভ ? /:)

১৩| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:১২

রাহি বলেছেন: দুর্নীতির কতটুকু তারেক করেছে আর কতটুকু তার নাম ভাঙ্গিয়ে তার বন্ধুরা করেছে কে জানে । তবে ভেবে দেখুন - একজন মা ৫ বছর যাবত তার সন্তানদের থেকে বিচ্ছিন্ন , তারেক সারা জীবনের জন্য মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত - দুর্নীতির জন্য এর চেয়ে বেশি শাস্তিভোগ বাংলাদেশের আর কোন রাজনৈতিক পরিবারকে কি করতে হয়েছে ?

আপনি যেহেতু নিজেকে অন্ধভক্ত বলে দাবী করেন না। তাই আপনার মুখে কে জানে শব্দটা মানায় না। সারাজীবন ভাঙ্গা স্যুটকেসের কাহিনী শুনে এলাম। মাত্র ২০-২৫ বছরে একটা সাধারন ফেমিলির একজন সদস্য ২০০০কোটি টাকার মালিক হয়ে যায় তাহলে দূর্নীতির ক্ষেত্রে কে জানে ব্যবহার করা উচিত না। আর কোকো তো ওপেন ধরা খাইছে।

ভবিষ্যতে দেশ এই দুই পুত্রই চালাবে। তাই বিএনপির উচিত অন্যসব বিষয়ে সরকারের সমালোচনা করলেও দূর্নীতি বিষয়ে মুখ বন্ধ রাখা। কারন এই দুই চোরাই বিএনপির কান্ডারী।

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১০:৪০

মশিউর মামা ১ বলেছেন: রাহি ব্লগে লিগ সমর্থকদের মধ্যে হাতে গোনা দুই একজন আছে যাদের সাথে কথা বলা যায় | এদের মধ্যে আপনে একজন |

বাংলাদেশে এখন যেসব ধনী মানুষ দেখেন এদের প্রায় সবাই প্রথম জেনারেশনের বড়লোক | ২৫-৩০ বছর আগে সবারই ভাঙ্গা সুটকেস ছিল | এই ভাঙ্গা সুটকেসের ভেতরের জ্বিন সবাইরে হাজার কোটি টাকার মালিক বানাইয়া দিছে | আর এই জ্বিনের আরেক নাম দুর্নীতি |

আমাদের নৈতিক অবস্থার অধ:পতনের কারণে আমরা হিসাব করি কে কার চেয়ে কম খারাপ | আর বাংলাদেশের জনগণ এর মানসিকতা দাড়াইছে নেতারা কিছু টাকা পয়সা খাইলে খাক , কিন্তু কাজ যেন করে | আপনি কাজ করবেন না , কিন্তু গলাবাজি করবেন এইটা কারো ভালো লাগবে না |

আর যে তারেক - কোকোর দুর্নীতি নিয়ে এত হই চৈ , নিশ্চিত থাকেন ক্ষমতা থেকে নামলে বিএনপি তামা তামা করে ফেলবে লীগের দুর্নীতি প্রচারে | তখন তারেক কোকোরে নেহায়েত দুগ্ধ পানকারী শিশু বলে মনে হবে |


১৪| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:১৩

আকাশের তারাগুলি বলেছেন: এইট পাশ খালেদা জিয়া এইটা হইলে অসুবিধা ছিলনা, আসলে ৫ বিষয়ে ফেল। যেইগুলা পাশ দিছে সেই গুলা টেনে টুঁনে পাশ।
যেমন বেগম রোকেয়ার শিক্ষা গ্রহন প্রাতিষ্ঠানিক নয়, কিন্তু তিনি যে জাগরন ঘটিয়েছেন তা বিস্ময় কর।

খালেদা জিয়া বিএনপিকে ধরে রেখেছে এই কথা না বলে বলা যায় নানান সুবিধা বাদী গ্রুপ খালেদা জিয়াকে টিকিয়ে রেখেছে নিজেদের সুবিধা আদায়ের জন্যা।

১৫ই আগস্টের জন্মদিন, ১৫ আগস্টে কেউ জন্ম নেয় না? নেয় হাজার হাজার জন্মায়। কিন্তু বিবর্তন বাদের ধারাবাহিকতায় জন্মদিন পাল্টায় স্রেফ ইতরামির জন্য। খালেদা জিয়া যখন জন্ম দিন পাল্টায় ধরেনিতে পারি খালেদা কচি খুকু, কিন্তু বাস্তব হল প্রতিহিংসা পরায়ন হয়ে ইতর গোষ্ঠী দাড়া প্রভাবিত হয়ে বেগম জিয়া ১৫ই আগস্ট কে জন্মদিন করেছেন চতুর্থ ও পঞ্চম বারের মত। জন্ম দিনের এই দাঁতাল হাসি হিংস্রতায় পরিনত করেছে,

দুর্নীতির দায় নিয়ে তারেক কোঁকোঁ আয়েশে দিন যাপন করছে দুর্নীতির অর্থ দিয়েই। আহা সন্তানরা মা থেকে ৫ বছর দূরে। কি করুন অবস্থা। বেগম জিয়া নিজে যেতে পারেন না সন্তান কে দেখতে। ক্যামেরা ট্রায়ালে মাত্রিস্নেহ দেখেছি, ক্যামেরা একশন নামে। ইতিহাস কি বলে? জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, স্বাধীনতার কথিত ঘোষক, মানে ফাকিস্তানিদের চরম শত্রু। খালেদা জিয়া উদবিঘ্ন নয়। জিয়া নাকি লোক পাঠিয়েছিল বেগম কে নেয়ার জন্য। আজব, ক্যান্টনমেন্টে উনি সুখেই ছিলেন। খালেদার সুখ কোথায় অন্তত মাতৃত্বে কিংবা পত্নী রুপে নেই এটা শিওর।

খালেদা জিয়া কখন কালো টাকা সাদা করেছে, ঠেলায় পড়ে। এমনি এমনি করে নাই। কালো টাকা সাদা করার সুযোগ এর আগে অনেক এসেছিল কিন্তু তিনি করেন নাই। আর একজন পাবলিক ফিগার নিজে নিজের নৈতিকতা ঠিক রাখবেন না, নিজে আইন মানবেন না। অথচ জনগন কে বলবে আপনারা নিয়মিত কর প্রদান করুন, আইন কানুন মেনে চলুন। এতিমের টাকা মেরে খেয়েছে এই কথা আপাতত বললাম না, বললে বলবেন প্রমান করতে পারে নাই। ওয়েট এন্ড সি?!

আওয়ামীলীগ রাজকারের সাথে জোট করে নাই, করলে বিএনপি করেছে এবং রাজাকার জামাত বেনিফিটেড, বাংলাদেশ কলঙ্কিত।

মোদ্দা কথা যা দাঁড়াল খালেদা জিয়া আসলে সেরা নেত্রী, যিনি এই দেশের ইসলামের রক্ষক ও ভারত বিদ্বেষী নেত্রী,। যিনি এই দেশের ধর্মপ্রাণ নারিকুলের আদর্শ। প্রতিটি ধর্মপ্রান নারি তাঁকে ফলো করা উচিৎ। তিনি যেমন নিজের স্বজন বাদ দিয়ে প্রতিটি উমরাহ করতে ফালুকে নিয়ে যায়, তেমন তাবৎ রমনিদের উচিৎ একজন ফালুকে নিয়ে উমরাহ কিংবা হজ্জ পালন করা। ভারত বি্রোধিতার জন্য ক্ষমতা থাকাকালিন ভারতীয় পন্যের এক তরফা বাজারে পরিনত করেছেন।

ইতিহাস সাক্ষী সর্বকালের সুবিধাভোগী, ভোগ বিলাসি, লাস্যময়ী নেত্রী বেগম খালেদা জিয়া। নীতি, নিয়ম, নৈতিকতার কিংবা ভালো মন্দের তোয়াক্কা না করা সুবিধা বাদের শাশ্বত প্রতীক

-ইহা একটি কট্টর আওয়ামি সমর্থকের মন্তব্য ও বিশ্লেষণ।


০৩ রা আগস্ট, ২০১২ রাত ৮:২২

মশিউর মামা ১ বলেছেন:

সংবিধিবদ্ধ সতর্কীকরণ - বিচির চেয়ে ব্রেইনের সাইজ ছোট হলে তার সাথে রাজনৈতিক আলোচনা চলে না |

/:) :-< |-)

১৫| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:২৬

এসাসিন বলেছেন: এই দুই নেএীর অপরাজনীতি থেকে আমরা মুক্তি চাই.

০৩ রা আগস্ট, ২০১২ রাত ৮:১২

মশিউর মামা ১ বলেছেন: আপনার হাতে এই মুহুর্তে এর চেয়ে ভালো কোনো অল্টারনেটিভ আছে ? বা এমন কোনো আদর্শ রাজীতিবিদ যাদের পেছনে সাধারণ মানুষ একত্রিত হইতে পারে ?

১৬| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:২৭

একলা বগ বলেছেন: আচ্ছা খালেদা জিয়া নাকি এখন পর্যন্ত কোন আসনে নির্বাচনে দাড়ানোর পর হারেন নাই? ঘটনা সত্য নাকি?

শেখ হাসিনাও কি হারেন নাই, নাকি হারছেন? কেউ একটু খোলাসা কইরা দিবেন?

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:০১

মশিউর মামা ১ বলেছেন:
প্রথমটা আমিও শুনছি । :)

দ্বিতীয়টা ব্লগের লীগ সমর্থকরা ভাল বলতে পারবেন | ;)

১৭| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:২৮

একলা বগ বলেছেন: আকাশের ভাদাগুলি একটা গুরুত্বপূর্ন কমেন্ট করলেন। কমেন্টখানা নাকি উনার নিজের না, কোন একজন বাল কুকুরের করা কমেন্ট।

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:০৬

মশিউর মামা ১ বলেছেন: উনার বিচির চেয়ে উনার ব্রেইনের সাইজ ছোট তাই তার সাথে রাজনৈতিক আলোচনা চলে না | /:)

১৮| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৫

মাথা খারপ মানুষ বলেছেন: লে ঠ্যালা, ১৫ই আগস্ট আবার মামীরও জন্মদিন!! আর ২বছর একটু চুপেচাপে করেন, পরে ব্লগেই পার্টি দিব মামা। !:#P !:#P

পোষ্টখানা জব্বর হইছে, পুরাই কোপাকুপি। তবে কিনা আম্বাদের জন্য যুক্তি খাটেনা, এটা তো বুঝেনই। আকাশের ভাদাটারেই দেখেন, কোন মানসিক সমস্যা না থাকলে কি এতো জঘন্য ভাবে ল্যাদাতে পারে।
ব্লগে হাসিনার দালাল কিছু থাকতেই পারে, কিন্তু হর-গোবিন্দ কলেজের ভিপিরও যে দালাল আছে তা এইটারে দেইখা বুঝলাম। /:)

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:১১

মশিউর মামা ১ বলেছেন: আমাকে এই বছরেও বাসায় আয়োজন করতে হবে | :)

আসমানের তারার বিচির চেয়ে ব্রেইনের সাইজ ছোট তাই উনার সাথে রাজনৈতিক আলোচনা চলে না | /:)

১৯| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৮

প্রমোদ পোদ্দার বলেছেন: @আকাশের ভাদাগুলি
পোস্ট পইড়া poটকি দিয়া কি বাশ ডুকছে আবুলেরনাতি :>চিৎকুর না পাইড়া ব্যাথা পাইলে ভেসলিন লাগা আর দূরে গিয়া চুকচুক কর :>

টেনশন লইস না প্রনব দাদা আসপে :>

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:১৭

মশিউর মামা ১ বলেছেন:

আপনে লেখছিলেন - টেনশন লইস না প্রনব দাদা আসপে |

আর আমি চোখে দেখতেছিলাম প্রমোদ দাদা আসপে । /:)
আর ভাবতেছিলাম আসার পর আসমানের তারার কি অবস্থা হবে | ;)

২০| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৭

তামিম ইবনে আমান বলেছেন:

ভালো বিশ্লেষণ। এই পোস্ট যুক্তি যুক্ত আলোচনার দাবি রাখে

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৩১

মশিউর মামা ১ বলেছেন:
লীগের কেউরে কোন দিন যুক্তি দিয়ে আলোচনা করতে দেকছেন জীবনে ?

২১| ০৩ রা আগস্ট, ২০১২ বিকাল ৫:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: "তবে এইটা কোন বিয়ের মাধ্যমে গড়া আত্মীয়তার বন্ধন নয় যে কোন দিন ভাংবেনা ।"

;) ;) ;)

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৩২

মশিউর মামা ১ বলেছেন: :P :P :P

২২| ০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৭

স্পেলবাইন্ডার বলেছেন:

কুইজের উত্তরগুলো বড়ই জটিল! ;)

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৩৪

মশিউর মামা ১ বলেছেন: উত্তর এতই জটিল যে কোনো হাম্বা এই কুইজ পড়েই না | ;)

২৩| ০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

বেঈমান আমি বলেছেন: আলোচনা হইলো কই? ;) ;) ;) সেই তো ভাদা ভাদা করে হয়রান।যাই হোক আমরাও চাই বিএনপির লোকজন পোস্ট করুক ।এইভাবে বিএনপি র পক্ষে পোস্ট করলে আমরাও জাতীয়তাবাদী চিনতে পারুম।না হলে ছাগুরা জাতীয়তাবাদীর ভেক ধরে ব্লগে ঘুরবে।সেটা নিস্চয় আপনি ও চান না।তয় ১৫ আগস্ট জন্মদিন পালন করাটা আমার কাছে নিচু মনের পরিচয় মনে হইছে।যেই খালেদা আজ পর্যন্ত কোথাও মুজিব কে নিয়া একটা বাজে কথা বলে নাই তারি কিছু চামচা মুজিব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে।

আর দুর্নীতি নিয়া যা কইলেন সেটা পিছালানি মনে হইলো ;) সত্যি কথা বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি নাই।তবে ভান্গা স্যুট কেস ছেড়া গেন্জি থেকে কেমনে কোকো১ ২ কতো কিছু হইলো।সেটা ভাববার বিষয় মামা।

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৪২

মশিউর মামা ১ বলেছেন: “ ভান্গা স্যুট কেস ছেড়া গেন্জি থেকে কেমনে কোকো১ ২ কতো কিছু হইলো।সেটা ভাববার বিষয় মামা। “- অবশ্যই ভাববেন ।

সাথে আর ভাববেন- বিদেশে বাড়ি , ব্যবসা বা বিশ্ববিদ্যালয়ে পড়ার টিউশন ফি কোথা থেকে আসে | ;)

বাকি উত্তর রাহিকে দিছি । :)

২৪| ০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: কেউ ই তুলসি পাতা না,না হাসিনা না খালেদা।
তবে শুধু এতোটুকু বলতে চাই দূর্নিতী মুক্ত ,রাজাকার মুক্ত ,উন্নত বাংলাদেশ দেখতে চাই।

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৪৬

মশিউর মামা ১ বলেছেন:
দুর্নীতি মুক্ত ,রাজাকার মুক্ত ,উন্নত বাংলাদেশ - স্বপ্ন
দুর্নীতি যুক্ত , রাজাকার যুক্ত , অনুন্নত বাংলাদেশ - বাস্তবতা |

তবে স্বপ্ন যেদিন সত্যি হবে সেদিন কাউকে আমরা বিদেশ থাকতে দেব না । দেশের ছেলেকে দেশে ফিরিয়ে আনব । :)

২৫| ০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১০

বাচাল মানব বলেছেন: তারেক-কোকের দূর্নীতি নিয়ে কথা হয়? খালেদা জিয়ার দুই ছেলে মিলে দূর্নীতি অনেক করেছে। কিন্তু হাসিনার এক ছেলে জয় যা খেইল দেখাইলো অবৈধ ভিওআইপির ব্যাবসা কইরা। এই এক ব্যাবস্যাতেই কোটি কোটি টাকা কামিয়ে নেলোরে। নেপোয় ঠিকই দই মেরে যাচ্ছে। এটা আওয়া্মী ভাদাদের চোখ এড়িয়ে যাচ্চে।

১৫ আগষ্ট শুধু খালেদার জন্মদিন না, গনতন্ত্রের জন্মদিন পালন করা হোক। বাকশালের থেকে মুক্তির দিন হিসেবে পালন করা হোক।

জিয়া যদি রাজাকার হয়, তবে শেখ মুজিব ইয়াহিয়া।


আর জামাতী কুত্তাগুলারে লাথি মারা হবে। ক্ষমতায় এলে কুত্তাগুলাকে লাথি মেরে খোঁয়াড়ে পাঠানো হবে। তখন আবার একটা সমস্যা হবে। ভাছা চহিদ গোলাম আজম কুত্তার চাও, আওয়ামী নেতাগুলার সাথে সহবাস করবে।

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৫৭

মশিউর মামা ১ বলেছেন: এইভাবে বললে আদালত অবমাননার মামলা খাইতে পারেন | :||

২৬| ০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৫

কামরুল হাসান শািহ বলেছেন: চমৎকার পোষ্ট :)

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৫৮

মশিউর মামা ১ বলেছেন: ধন্যবাদ | :#)

২৭| ০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৬

গাজী খায়রুল হাসান বলেছেন: আপনার লেখা আমার বরাবরই ভালো লাগে।বি এন পি জামায়াতের সাথে আসার পর থেকে বি এন পি রে পছন্দ হয় না।তারেকের দুর্নীতি তো আছেই।আমিও আশায় আছি কবে বি এন পি কবে জামাতের পাছায় লাথি দিয়ে জোট ভেংগে দিবে?
পোস্টে ভালো লাগা।

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:০০

মশিউর মামা ১ বলেছেন: আমিও আশায় আছি কবে বি এন পি কবে জামাতের পাছায় এবং বিচিতে লাথি দিয়ে জোট ভেংগে দিবে | :)

২৮| ০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪১

ভুলোমন বলেছেন: যদি বিএনপির আর আউয়ামী তুলনা করি তাহলে বিএনপি চোর আর আউয়ামী ডাকাত ।

পোষ্টে প্লাস ।

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:০১

মশিউর মামা ১ বলেছেন: ধন্যবাদ | :)

২৯| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ৮:১২

নিভা* বলেছেন: যেখানে খা সেখানেই লেদা Click This Link

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:০৬

মশিউর মামা ১ বলেছেন:
ভোররাতে সেহেরি খাবো আর সকালে তোর মুখে ল্যাদাবো হারামজাদা । /:)

৩০| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ৮:৩০

গেন্না বয় বলেছেন: ১৫ আগস্টের জন্মতারিখ নিয়ে আওয়ামী গাধাগুলোর এত লাফালাফির কি আছে ? ৩০ মে হাসিনার জন্মদিন পালন করে। কয়েক মন ওজনের কাটলেই তো হয়ে যায়।

কয়টা খাপার কাজ করলে একজন মানুষকে খারাপ বলা হয়, জানি না। তবে খালেদার এই জন্মদিন পালন করার জন্য। মন থেকে প্রচন্ডভাবে ঘৃনা করি। এজন্যই মনে হয় শিক্ষা এত কথা বলা হয়। খালেদা যদি শিক্ষিত হতো, তা হলে অবশ্যই এধনের কাজ করতো না।

০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:০১

মশিউর মামা ১ বলেছেন: আমি নিজেও এই ব্যাপারটাতে বিব্রত বোধ করি ।

কিন্তু - আপনি একজনের মুক্তিযোদ্ধা স্বামীকে রাজাকার বলবেন , তার চরিত্র নিয়ে নিয়মিত কুৎসা রটাবেন - পরিণামে কিছু পাটকেল খাবার জন্য প্রস্তুত থাকতে হবে যে |

৩১| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ৯:০৫

ৈসকত ইসলাম বলেছেন: বরাবরের মত মামা তোমার পোস্ট মানেই আগুন ,,,,
+++++

০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:০৪

মশিউর মামা ১ বলেছেন: ধন্যবাদ । :)

৩২| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ৯:২১

ব্লগার ভাই বলেছেন: গেন্না বয় বলেছেন: ১৫ আগস্টের জন্মতারিখ নিয়ে আওয়ামী গাধাগুলোর এত লাফালাফির কি আছে ? ৩০ মে হাসিনার জন্মদিন পালন করে। কয়েক মন ওজনের কাটলেই তো হয়ে যায়।


চরম কইছেন +

০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:০৬

মশিউর মামা ১ বলেছেন: দরকার লাগলে আমরাও একটা কেক পাঠামু । ;)

৩৩| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ৯:২৯

জুল ভার্ন বলেছেন: খালেদা জিয়াকে ধন্যবাদ-তিনি অন্তত মাননীয় প্রধান মন্ত্রীরমত শিক্ষিত হবার জন্য কয়েক ডজন ডিগ্রী কিনে শিক্ষা আর সনদের অবমাননা করেননি।

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৫৪

মশিউর মামা ১ বলেছেন:
ভাই আমার একটা ডক্টরেট দরকার | কার সাথে যোগাযোগ করলে রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাবে ? :!> :!> :#> :#>

৩৪| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১০:৪৫

উদাসীফাহিম বলেছেন: +++++++++++++++++++
apnar likha ti ami fb te nite chai......note korte chai status dite chai..onumoti den

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১০:৫৭

মশিউর মামা ১ বলেছেন: অবশ্যই আমার লেখা আপনি ব্যবহার করতে পারবেন | শুধু দয়া করে নিচের দিকে আমার নাম আর এই পোস্টের একটা লিঙ্ক এড করে দেবেন তাইলেই আমি খুশি | :)

৩৫| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:০২

চাচু বলেছেন: ৬০-৭০ দশকের কয়জন মহিলার অনার্স পাস করার সৌভাগ্য হয়েছিল । শুধুমাত্র এইট পাস হওয়ার কারনে আমরা একজনের অর্জনকে ছোট করে দেখব ?। আসলেই ভাই আমরা মানুষ না আওয়ামী লীগ ?

০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:০৮

মশিউর মামা ১ বলেছেন: যারা এই ব্যাপারটা নিয়া ফালতু ত্যানা প্যচাবে এরা আওয়ামীলীগ । ;)

৩৬| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:০৪

আমি দর্পন বলেছেন: খালেদা জিয়ার উপদেষ্টারা ও দলীয় লোকজনই খালেদার মতো মোটা মাথাওয়ালা স্বল্পশিক্ষিত দলীয় প্রধান চায় । তাতে তারাই লাভবান হবে । বেশী শিক্ষিত হলে তারা বেনিফিট পাবে না ।

০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:১০

মশিউর মামা ১ বলেছেন: আপনার নামের অভিযোগ মারাত্মক । আপনি অনাকাঙ্খিত এই ব্লগে । X(

৩৭| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:১৭

কর্ন বলেছেন: অভিযোগ ১

ইফতার পার্টিতে রাজাকারের মুক্তি চাওয়ার দোয়ায় শরিক হওয়া

অভিযোগ ২

তার সরকারের আমলে রাজাকারের গাড়িতে পতপত করে দেশের পতাকা উড়ানো

অভিযোগ ৩

তুইও একটা রাজাকার

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:২৯

মশিউর মামা ১ বলেছেন:
অভিযোগের জবাব এক - কোন মিটিঙে উপস্থিত থাকার মানে এই না যে ওই মিটিঙের সব সিদ্ধান্তের সাথে একমত |

অভিযোগের জবাব দুই - ১৯৯৬ সালে রাজাকার ধর্ম প্রতিমন্ত্রির গাড়িতে কে পতাকা দিছিল ? এই আমলেও রাজাকার পুত্রের গাড়িতে কে পতাকা দিছে ?

অভিযোগের জবাব তিন - দুই হাতে নিজের অণ্ডকোষ চাইপা ধইরা ফার্মগেট ওভার ব্রিজের উপ্রে চিল্লাইতে থাক যে মশিউর মামা রাজাকার । রোজার দিন , কারো দয়া হইলে কিছু পয়সা দিতেও পারে | তবে এত জোরে চাইপা ধরিস না যাতে বিচি গলে যায় | /:) :-< |-)

৩৮| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:২৮

বৈকুন্ঠ বলেছেন: দঐ সতীনের দুই পোলা। অভাবের সংসারে দুই পোলাই সকালে একবার খায় আবার বিকালে একবার খাইতে পায়। দুই জনের একজন খুব ঝগড়াইট্যা স্বভাবের আছিল। ঝগড়া লাগলে সে সব সময়ই এমন সব উদ্ভট যুক্তি/অযুক্তি খাড়া করতো যে সাময়িকভাবে হৈলেও সবার মনে হৈত "তার কথাই ঠিক"

এমনি এক ঝগড়াকালিন সময়। একজনের আরেক জনের বিরুদ্ধে অভিযোগ হৈল অপর জনের ছেলে বেশি খায়া ফালায়। ঝগড়া পটিয়সী বল্লেন, আমার পোলা সে....ই সকালে একবার খায় আবার সে....ই বিকালে আরেকবার খায়। আর তোর পোলাতো সকালে খায় বিকালে খায়, সকালে খায় বিকালে

০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:১২

মশিউর মামা ১ বলেছেন:
আপনার কথার অর্থ আমার পক্ষে গেলে - :#)

আর বিপক্ষে গেলে - X(

৩৯| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৪৪

কর্ন বলেছেন: তুই বেটা অভিযোগের জবাব দেশ নাই , অন্যের বিরুদ্ধে অভিযোগ করছস .

আর ঘুমের ইমো দেইস না তর বাপরে যখন ঝুলাবে তখন ওই ঘুম আর থাকবো না

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৫২

মশিউর মামা ১ বলেছেন: তোরও বিচির চেয়ে ব্রেইনের সাইজ ছোট তাই তোরে আপাতত ইগনর করা হোল | /:) :-< |-)

তুই কুইজটা পড়তে থাক -

খালেদা জিয়ার দুই পুত্র - এদের বিয়ে হয়েছে কোন পরিবারে আর

কারো কারো মেয়ের বিয়ে হয় রাজাকার পরিবারে, ছেলে থাকে এবং বিয়ে করে এমন এক দেশের নাগরিক যারা ১৯৭১ সালে বাংলাদেশের জন্মের দ্বিতীয় বিরোধিতাকারী ছিল । আফসোস - এরাই মুখে স্বাধীনতা -মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে অজ্ঞান হয়ে যায় । মুনাফেক আর কাকে বলে ।

৪০| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৫২

হাদী নয়ন বলেছেন: মামা পোস্টে ডাবল প্লাস।

১৫ আগস্টে খালেদা জিয়া ১মণ ওজনের কেক কাটে ,ভাল কথা তার জন্য দেশের কয়জন মানুষ ভোগে? কেউ না। কিন্তূ বাপের মৃত্যূ দিবসের জন্যে দেশের প্রায় ৯০ ভাগ মানুষ বিভিন্ন যন্ত্রনায় ভোগে।

০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:১৫

মশিউর মামা ১ বলেছেন:
বঙ্গবন্ধুরে পচানোর জন্য একক কৃতিত্ব আওয়ামীলীগ ছাড়া আর কারো ভাগে যাবে না । /:)

৪১| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৫৭

chai বলেছেন: ++++

০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:১৫

মশিউর মামা ১ বলেছেন: ধন্যবাদ। :)

৪২| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:০৫

জর্জিস বলেছেন: লেখক বলেছেন:

সংবিধিবদ্ধ সতর্কীকরণ - বিচির চেয়ে ব্রেইনের সাইজ ছোট হলে তার সাথে রাজনৈতিক আলোচনা চলে না |

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:১৭

মশিউর মামা ১ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪৩| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:০৬

গ্রামের মানুষ বলেছেন:
তারেক কোকোর দূর্নীতির খবর যতটা আউয়ামীদের গালে দেখেছি, বাস্তবে তো কুনু পরমান পাইতেছি না।

১টা পাইছি ২১কোটি ট্যাকার ইনকাম টেকসো ফাঁকি! তাও জাস্ট মামলা হইছে, প্রমাণিত কিছু না।

বুঝতাছি, আউয়ামীরা তিল রে তাল করতে ঐতিহাসিকভাবে দক্ষ। ক্রমাগত মিথ প্রসবকারী দলটির সব প্রলাপ বিশ্বাস করা আর গোয়েবলস্ এর বলস্ চোষা একোই কতা!

০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:২১

মশিউর মামা ১ বলেছেন: হাতে ক্ষমতা থাকলে সিআইএ, এফবিআই, র কত জায়গা থেকে সাক্ষী আনা যায় আর কত রকমের যে হাইকোর্টের রুল পাওয়া যায় এইটা আমরা আওয়ামী লীগ থেকে শিখলাম । ;)

৪৪| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:০৯

নানাভাই বলেছেন: এদের সম্পর্কে একটা কথাই বলার আছে - এরা হাই কমান্ডের নির্দেশ পেলে ঘরের মা- বোনকেও তুলে দেবেন দলের নেতাদের মনোরঞ্জনের জন্য ।

এ্যাতো কঠিন কতা কইয়া ফালাইলেন????? :P
খিক খিক ,ওরে আমারে ধর। লুংগি খুইল্যা গেলো মনে হয়।

০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:২৪

মশিউর মামা ১ বলেছেন: কইশা লুঙ্গি বান্ধেন । ঠিকমত গিঁটটা দিতে না পারলে উনাদের থেকে পৈতা ধার নেন । ;)

৪৫| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:১৭

ইকরাম উল্যাহ বলেছেন: "আশায় আছি কবে বি এন পি কবে জামাতের পাছায় লাথি দিয়ে জোট ভেংগে দিবে"

আমি বিএনপি সমর্থক আপাততঃ ।
ওরা ক্ষমতায় আসলে আওয়ামী লীগরে সাপোর্ট করতেও পারি। দ্যাট মিনস আই এম অল টাইম বিরোধীদল সমর্থক ;)

০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:৩৮

মশিউর মামা ১ বলেছেন: আপনে হইতেছেন প্রকৃত বিপ্লবী ।

৪৬| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:২১

ইবনে 'উমার বলেছেন: এদের সম্পর্কে একটা কথাই বলার আছে - এরা হাই কমান্ডের নির্দেশ পেলে ঘরের মা- বোনকেও তুলে দেবেন দলের নেতাদের মনোরঞ্জনের জন্য ।

এ্যাতো কঠিন কতা কইয়া ফালাইলেন?????
খিক খিক ,ওরে আমারে ধর। লুংগি খুইল্যা গেলো মনে হয়।

০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:৩৮

মশিউর মামা ১ বলেছেন: কইশা লুঙ্গি বান্ধেন । ঠিকমত গিঁটটা দিতে না পারলে উনাদের থেকে পৈতা ধার নেন । ;)

৪৭| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:২৭

সাবু ছেেল বলেছেন: এই পোস্টের লেখক একজন ১০০% পেইড ব্লগার।এত কষ্ট করে এই চরম চামচামি মার্কা পোস্ট দেওয়ার জন্য তিনি লন্ডনে অবস্থানকারী "ভাইয়ার"কাছ থেকে কত পাউন্ড পাবেন সেটাই জানতে চাচ্ছি।অবশ্য আমরা জানি এই "গোপন তথ্য" তিনি কোনদিনই জানাবেন না।কারণ "মহাচোর"ভাইয়ার একটা "আদর্শ"আছে না !!

০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:৪২

মশিউর মামা ১ বলেছেন:

রতনে রতন চিনে

বরে চিনে বধু

শুয়োরে কচু চিনে

চিংড়ি মাছে কদু ।

** এক পেইড ব্লগারের পক্ষেই সম্ভব আরেক পেইড ব্লগারকে
চেনা ।
**

বুকে আয় ভাই বাভুল । :#) :#)

৪৮| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:২৮

রাহি বলেছেন: আজ বিকেলে প্রেসক্লাবে ডেকে সংবাদ সম্মেলন করে জোট ভেঙ্গে দিলে সন্ধ্যা থেকে জোটের কোন অস্তিত্ব থাকবেনা ।

বিএনপির সাংগঠনিক অবস্থা এত দূর্বল যে জামায়াত এখন বৃদ্ধ বিএনপির লাটি হয়ে দাঁড়িয়েছে। মনে হয়না কোনোদিন বিএনপি জামায়াতকে ত্যাগ করবে। বরং নিজে জামায়াতে বিলীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আজ বিএনপি জাতিয়বাদী সংগীতের সাথে ইসলামিক গজলের সংমিশ্রণ করে এক জগাখিচুড়ি অবস্থা ক্রিয়েট করেছে। যার কারনে আজ আপনাদের নেত্রীর মুখ দিয়ে বাহির হয় ''লীগ ক্ষমতায় আসলে মসজিদ থেকে উলু ধ্বনি শুনা যাবে'' একজন হিন্দু ধর্মালম্বীর তখন কষ্ট কেমন হবে চিন্তা করেন। চিন্তা করেন যখন একজন হিন্দু ছাত্রদল কর্মী আপনাদের মিছিল থেকে বের হয়ে আসে কারন মিছিলে স্লোগান ধরা হয়েছে ''হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম'' চিন্তা করেন কষ্ট কেমন পায় যখন জনসভায় সরাসরি সংখ্যলঘুদের এটাক করা হয়।

জাতীয়তাবাদের এই বিকৃতরুপের জন্য আপনাদের নেত্রীই দায়ী। লীগের কাছে যুদ্ধপরাধ একটা ইস্যু ব্যতীত আর কিছুনা। কিন্তু এই ইস্যু কে হাতে ধরিয়ে দিয়েছে? কে নিজে বীরাঙ্গনা হয়েও গুলাম আজমের মুক্তির জন্য মোনাজাত করেন?

এখন আপনি যদি বলেন গুলাম আজম রাজাকার না অথবা বিচারাধীন তাহলে কষ্ট পাব। সবসময় নেত্রীর সাথে একমত হতে হয়না।

যুদ্ধপরাধ বিষয়ে জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে তত্তাবধায়ক সরকারের আমলে। এর আগে জাহানারা ইমাম থেকে শুরু করে অনেকে বিচার চাইলেও বেশীরভাগ মানুষ ছিল সাইলেন্ট। যকহ্ন সুর উঠল তখন বিএনপি এগিয়ে এল তাদের রক্ষা করতে। বিএনপি যদি এদের ত্যাগ করত তাহলে কি ভোট একেবারেই কমে যেত? মনে হয়না। আমি একজনও বিএনপিকে ভোট দিতাম। দিত আমার মত অনেকে। একজন বাচাল নেত্রীকে পছন্দ না করলেও ভোট দিতে বাধ্য করার জন্যও আপনাদের নেত্রী দায়ী।

আপনি জামায়াতিদের ঘৃণা করেন। আমিও করি। আমি এবং আমার মত অনেকে এই ঘৃণা প্রকাশ করেছে নির্বাচনে। ফলাফল শুয়োর আজ তার খোয়াড়ে অবস্থান করছে। আপনিও নেক্সট নির্বাচনে ঘৃণার প্রকাশ ঘটাবেন। ফলাফল শুয়োরের গলায় ফুলের মালা। হয়ত সবথেকে বড় মালাটা আসবে আপনাদের নেত্রীর কাছ থেকে।

ব্যর্থ আওয়ামিলীগের কিছু না থাকলেও আছে এক স্বর্ণোজ্জল ইতিহাস। ভবিষ্যতে এতে এড হবে ''লীগ যুদ্ধপরাধের বিচার করতে চেয়েছিল। যেটা সম্ভব হয়নি বিএনপির কারনে''

বিএনপির আরেকটি বড় ব্যর্থতা ছিল নিরাপত্তা। জঙ্গি সংগঠনের কারনে এমন অবস্থা হয়েছিল যে মসজিদেও যদি একজন দাড়িওয়ালা ব্যক্তি একটি চটের ব্যাগ নিয়ে ঢুকত তাও মানুষ সন্দেহ করত। আতংকে ভুগত। জেএমবির হোতা আগে ছিল জামায়াতের আমীর। জামায়াত বিএনপির বন্ধু। সুতরাং এর দায়ভারও আপনাদের নেত্রীর কাঁধে যায়।

আপনি বললেন জামায়াতকে নিয়ে তৃণমূলের আপত্তি আছে। আমিও মানি। কিন্তু কতটুকু আন্তরিক? উপরেও দেখেন জ্বিহাদী ভাই কয়েকজন চলে এসেছেন। আপনিও তাদেরকে ওয়েলকাম জানাচ্ছেন। এখন যদি বলেন কে কই আপনি চিনেন না তাহলে অবাক হব। কারন আপনি পুরান ব্লগার।

আজ জ্বিহাদীরা যখন জিয়া সংক্রান্ত পোষ্টে ++ দেয় প্রশংসা করে আপনারা আনন্দ পান। ভুলে যাবেন না যে সময় জামায়াত চিপায় পড়েছিল তখন শেখ মুজিবকেও জাতির লীডার হিসেবে স্বীকৃতি দিয়েছিল। আজ তারা চিপায় বলে জিয়াকে নিয়ে ফালাফালি করে। ওয়েইট করেন একদিন আপনাদের আর তাদের প্রয়োজন হবেনা। তখন জিয়াকেও ছুড়ে ফেলে দেবে। গুলাম আজম হবে জাতির লীডার। বিষাক্ত সাপের সাথে বন্ধুত্বের ফলাফল কখনো ভালো হয়না। একসময় বিএনপিও বুঝতে পারবে। তখন বিএনপি একটা নামসর্বস্ব দল ব্যতীত আর কিছু থাকবে না। মাঝে মাঝে আপনাদের ছাত্রদল কর্মীরা যখন শিবিরের হাতে গণপিঠুনি খায় বুঝবেন ঝড়ের পূর্বে যে বাতাস দেয়। এটা সেই বাতাস। যেদিন ঝড় আসবে সেই ঝড়ের জন্যও আপনাদের নেত্রী দায়ী থাকবেন।

বিএনপির অবদান অনেক। অনেকেই সেটা স্বীকার করতে চান না। সিলেটের কথা বলতে পারব। যেখানে বিএনপি অনেক কাজ করিয়েছে। রামছাগল মুহিত নিজের বাড়ীর উঠোনটাও এখনো পাকা করতে পারেনি। এতসব অবদানও একদিন মানুষ ভুলে যাবে। কারন একসময় দেশ হবে শুয়োরের খোয়াড়। খোয়াড়ের মল মূত্রে সব অবদান ঢাকা পড়ে যাবে। আর আওয়ামিলীগের ময়নায়ে বুলি হবে হবে আমরা সাফ করতে চেয়েছিলাম। বিএনপির কারনে পারিনি। দায়ভার আপনাদের নেত্রীর।

অনেক কথা বললাম। ইজিলি নিবেন। ব্লগে আমিও কয়েকজন জাতিয়তাবাদীদের সাথে তর্ক করতে পছন্দ করি। আপনি, চান্দু, মাথা খারাপ, স্বাধিকার এবং আরও কয়েকজন। বাকীদের সাথে তর্ক করতে গেলে দিনে পাঁচবার মাথা ঠুকিয়াও শুনি ''ভাদার বাচ্চা মালাউন ইন্ডিয়া যা। এর দায়ভারও আপনাদের নেত্রীর কাঁধে যায়। কারন দেখে দেখে শিখা। জোটের ভাইরা যেমন মালাউন মালাউন করে তাই উনারাও মালাউন মালাউন করেন। এখন যদি এদের জাতিয়বাদ সংক্রান্ত কোনো সমস্যা আছে মনে করেন অথবা মনে করেন এরা জাতিয়বাদী খোলসে ছাগুর দল। তারপরও দায়ভার আপনাদের মানে জাতিয়বাদী ব্লগারগণের কাঁধে বর্তায়। কারন কে আসল কে নকল সেটা আইডেন্টিফাই আপনাদেরই করা উচিত।

যাইহোক ভালো থাকবেন সবসময় এটাই প্রত্যাশা। তর্ক হোক যুক্তির সাথে। বিএনপি টু লীগ। উইদাউট জ্বিহাদী ভাই বেরাদার। এদের সাথে তর্ক করা থেকে দুইটা গালি দেওয়া উত্তম।

০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৬

মশিউর মামা ১ বলেছেন: “বিএনপির সাংগঠনিক অবস্থা এত দূর্বল যে জামায়াত এখন বৃদ্ধ বিএনপির লাটি হয়ে দাঁড়িয়েছে। মনে হয়না কোনোদিন বিএনপি জামায়াতকে ত্যাগ করবে। বরং নিজে জামায়াতে বিলীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। “

বিএনপি কখনই কর্মী নির্ভর দল ছিলোনা । এরা সমর্থক নির্ভর দল । মাঠের মারামারি কাটাকাটিতে এরা কনদিন লীগের সমকক্ষ না। তবে ভোট আসলে দেখা যায় এদের সমর্থক কতজন । এত বিপদের মাঝেও ২০০৮ সালে এরা ৩৩ % ভোট পাইছে । মানে প্রতি ৩ জনে ১ জন বিএনপিকে ভোট দিছে । সামনে এইটা যত বাড়বে ( নিরপেক্ষ ও নতুন ভোটার ) লীগের ভোট তত কমবে ।

“আজ বিএনপি জাতিয়বাদী সংগীতের সাথে ইসলামিক গজলের সংমিশ্রণ করে এক জগাখিচুড়ি অবস্থা ক্রিয়েট করেছে। যার কারনে আজ আপনাদের নেত্রীর মুখ দিয়ে বাহির হয় ''লীগ ক্ষমতায় আসলে মসজিদ থেকে উলু ধ্বনি শুনা যাবে'' একজন হিন্দু ধর্মালম্বীর তখন কষ্ট কেমন হবে চিন্তা করেন। চিন্তা করেন যখন একজন হিন্দু ছাত্রদল কর্মী আপনাদের মিছিল থেকে বের হয়ে আসে কারন মিছিলে স্লোগান ধরা হয়েছে ''হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম'' চিন্তা করেন কষ্ট কেমন পায় যখন জনসভায় সরাসরি সংখ্যলঘুদের এটাক করা হয়। “

বিএনপি সবসময় বলে তারা ইসলামপন্থি দল , নিজেদের সেকুলার তারা কখনই দাবি করে না । আর -“লীগ ক্ষমতায় আসলে মসজিদ থেকে উলু ধ্বনি শুনা যাবে” - এই বক্তব্য যখন খালেদা জিয়া দিছে তখন কিন্তু জামাত-লীগ কাঁধে কাঁধে মিলাইয়া রাস্তায় তত্তা বধায়কের জন্য আন্দোলন করতেছে ।

“লীগের কাছে যুদ্ধপরাধ একটা ইস্যু ব্যতীত আর কিছুনা।“ - সত্যি কথা । এবং আর সত্যি কথা হচ্ছে বিএনপি-জামাত জোট থাকলেও আগামিবার আপনাদের একটা বড় অংশ এই জোটকে ভোট দেবেন । এই আপনাদের মানে যারা যুদ্ধাপরাধ ইস্যুতে গতবার লীগকে ভোট দিছেন ।


“ব্যর্থ আওয়ামিলীগের কিছু না থাকলেও আছে এক স্বর্ণোজ্জল ইতিহাস। ভবিষ্যতে এতে এড হবে ''লীগ যুদ্ধপরাধের বিচার করতে চেয়েছিল। যেটা সম্ভব হয়নি বিএনপির কারনে'' - ভুল ধারণা । আওয়ামীলীগ থেকে আমরা অনেক কিছু শিখছি । সায়দাবাদ-টঙ্গি-গাবতলি , ঢাকার তিন প্রবেশ মুখে তিন তোরণ বানাইয়া ছবিসহ আমরা মানুষকে খাওয়াইয়া হজম করাইয়া দেব যে লীগ মুখে যাই বলুক বিবাহ শাদী কিন্তু রাজাকারের নাতির সাথেই করায় ।

বিএনপির আরেকটি বড় ব্যর্থতা ছিল নিরাপত্তা। জঙ্গি সংগঠনের কারনে এমন অবস্থা হয়েছিল যে মসজিদেও যদি একজন দাড়িওয়ালা ব্যক্তি একটি চটের ব্যাগ নিয়ে ঢুকত তাও মানুষ সন্দেহ করত। আতংকে ভুগত। জেএমবির হোতা আগে ছিল জামায়াতের আমীর। জামায়াত বিএনপির বন্ধু। সুতরাং এর দায়ভারও আপনাদের নেত্রীর কাঁধে যায়। “ - প্রাথমিক ভাবে বিএনপির মধ্যে এই বিষয়ে অবহেলা থাকলেও পরবরতিতে তারা জঙ্গি দমনে কঠোর হয় । ফলাফল- বাংলা ভাই , শায়খ রহমানের ফাঁসী কিন্তু এই বিএনপি আমলেই হইছিল । আপনি জেএমবির হোতা যেমন জামায়াতের আমির ছিল তেমনি সাবেক যুবলীগ সভাপতি মীর্জা আজমের দুলাভাইও ছিল । কানেকশন তো উভয় দিকেই থাকতে পারে । দুষ্ট লোকেরা বলে বিডিআর ম্যাসাকারে কর্নেল গুলজার মারা যাবার একমাত্র কারণ ছিল তিনি শায়খ রহমানকে গ্রেফতার করছিলেন । তার উপর প্রতিশোধ নেয়া হইছে ।

“আপনি বললেন জামায়াতকে নিয়ে তৃণমূলের আপত্তি আছে। আমিও মানি। কিন্তু কতটুকু আন্তরিক? উপরেও দেখেন জ্বিহাদী ভাই কয়েকজন চলে এসেছেন। আপনিও তাদেরকে ওয়েলকাম জানাচ্ছেন। এখন যদি বলেন কে কই আপনি চিনেন না তাহলে অবাক হব। কারন আপনি পুরান ব্লগার।“ - এই সব ব্যাপারে আমি আমার নিজের লিস্ট ফলো করি । আপনি বললেন আর আমি বিশ্বাস করলাম ব্যাপারটা এত সোজা না । ২৯ নম্বর কমেন্টে নিভা* কে ঠিক গদাম দিছি । কারণ তার দেয়া লিঙ্ক দেখলে বুঝবেন । আবার কর্ণ রামছাগলটা আমারে রাজাকার বলে গেল । ব্লগের অধিকাংশ লীগ বিরোধীরা রাজাকার হইছে এইভাবে । এই কারনে আপনাদের দেয়া লিস্ট আমি পুঁছি না। কয়দিন আগে দেখলাম ব্লগার যেড ফ্রম এ এর এক লিস্টে আমার নাম । পরে যখন তার উপরে মুতব বইলা ঘোষণা দিলাম , তড়িঘড়ি করে সে আমার নাম ওই লিস্ট থেকে সরাইছে ।

জামাত কখন কারো বন্ধু হতে পারে না । এইটা যত তাড়াতাড়ি দল বুঝবে ততই মঙ্গল ।

আর - “ভাদার বাচ্চা মালাউন ইন্ডিয়া যা” এই কথাটা শোনার সম্পূর্ণ কৃতিত্ব যাবে কর্ণের মত ছাগলদের যারা লীগ বিরোধিতার কারনে দেদারছে ছাগু ট্যাগ মারছে পরিনামে আজকে গড়পড়তা লীগ - ভাদার বাচ্চা মালাউন হচ্ছে ।

আপনেও ভাল থাকবেন । :)

৪৯| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১:২০

স্বাধীকার বলেছেন:
ম। মামাঃ

রাজনীতিতে জামাত প্রশ্নে আম্লীগ বিএনপি কাউকে বিশ্বাস করিনা। ক্ষমতার জন্য এদের-
এক নেত্রী কুখ্যাত গো আযমের জন্য দোয়ায় অংশ নিয়েছে
আরেক নেত্রী কুখ্যাত গো আযমের কাছে দোয়া চাইতে গিয়েছে!! এটাই ইতিহাস।
ভন্ড জামাতকে বিএনপি দুধ খাইয়ে এখন পালতেছে,
একদিন কুখ্যাত জামাতকে আম্লীগ দুধ খাইয়ে বড় করেছে।

আম্লীগ বিএনপিকে জামাতকে ছাড়তে হবে। তবে বিএনপি সেদিনই জামাতকে ছাড়তে পারবে, যেদিন বিএনপি-র কেন্দ্রীয় নেতৃত্বে ছাত্রদলের খাঁটি জাতীয়তাবাদীরা আসবে। আম্লীগ কোনোদিনই জামাত বা স্বাধীনতাবিরোধীদের ছাড়তে পারবেনা। কারণ বিএনপির সাথে জামাতের রাজনৈতিক জোট হলেও, আম্লীগের সাথে আছে আত্মীয়তা-তাই তাদের ছাড়ার প্রশ্নই আসেনা। যদিও বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নন!!!

১৫ই আগষ্ট যে কেউ জন্মনিতে পারে, মৃত্যুও হতে পারে। তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নির্মম হত্যাকান্ডের একটি দিন এটি। এই হত্যাকান্ডকে কোনো সুস্থ্য মানুষ কিংবা শত্রুও সমর্থন করতে পারেনা, পারা উচিত নয়। এদিন যখন দেশের একটি বৃহৎ দল শোক হিসাবে পালন করে, শ্রদ্ধাভরে স্মরণ করে, সেদিন এমন ঘটা করে জন্মদিন পালন না করলে বিএনপির ভোট কমবে বলে মনে হয়না। বরং ১৫ই আগষ্ট নিয়ে জন্মদিন পালন না করলে, আম্লীগ খালেদা জিয়ার জন্মদিন নিয়ে মিথ্যাচার করার সুযোগই পেতো না বা প্রয়োজনও থাকতো না। এটি বিবেচনা করার দাবী জানাই।

ধর্মপ্রাণ বাংলাদেশে ভোট চাও্য়ার জন্য খালেদা জিয়াকে হিযাব পড়ে তসবীহ হাতে অভিনয় করতে হয়না, মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করতে হয়না। খালেদা জিয়াকে কোনো খোকার কাছে নির্বাচনে হারতে হয়না। মিথ্যাচার করতে হয়না, ডক্টরেট ডিগ্রি কিনতে হয়না। আযম জে চৌধুরী কিংবা নূর আলীদের কাছ থেকে চেক নিতে হয়না। গণতান্ত্রিক বাংলাদেশে প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রীত্ব পেয়েছিলো খালেদা জিয়া। এই ব্যক্তিত্বের কাছে বাচাল হিংসুক প্রতিহিংসাপরায়নদের শিক্ষা নেওয়া উচিত, ডক্টরেট ডিগ্রি যতই কেনা থাকুক।


পোস্ট জ্বালাময়ী+++ লিখতে থাকুন নিয়মিত।

০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:৪১

মশিউর মামা ১ বলেছেন: ভাই পোস্টের চেয়ে যে কমেন্ট জ্বালাময়ী হয়ে গেল । নিয়মিত কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবেন । হাজার হলেও আমি আপনার ভার্সিটির ছোট ভাই । :)

৫০| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১:৩৫

ইন২বাংলা বলেছেন: হুম....

০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:৪১

মশিউর মামা ১ বলেছেন: হাম ।

৫১| ০৪ ঠা আগস্ট, ২০১২ ভোর ৪:৩২

নাহিয়ান আহমেদ বলেছেন: আপনি যদি বাংলাদেশ আওয়ামীলীগের সমর্থক হন আম্র কিছু বলার নাই, কিন্তু যদি নিজেকে একজন সাধারন নাগরিক মনে করেন এতটুকু বলব যার ১০ টা ডক্টরেট ডিগ্রি আছে তার ভুলটা আপনি জীবনেও ধরতে পারবেন না। একটা কথা আছে বোকা শত্রু থেকে বুদ্ধিমান বন্ধু ভয়ঙ্কর। কারন বুদ্ধিমান বাক্তির ভুলটা বের করতে হলে তার থেকে বেশি বুদ্ধি আপনার দরকার।

০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৫

মশিউর মামা ১ বলেছেন: এত ডক্টরেট কিনার টাকা যে নাই আমার কাছে । :(

৫২| ০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:৫৪

শিপু ভাই বলেছেন:
মাইন্ড কইরেন না মামা।

খালেদা জিয়ারে আমার বরাবরই পুতুল পুতুল মনে হয়। তার রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষনতা বা দক্ষতার ভালো কোন নমুনা এখনো দেখি নাই।

০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৭

মশিউর মামা ১ বলেছেন: আমি মাইন্ড করিনাই কিন্তু আপনে খালেদা জিয়াকে পুতুল বলছেন । দেখেন লীগের ব্লগাররা মাইন্ড করে কি না । ;)

৫৩| ০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:৫৯

শিপু ভাই বলেছেন:
একটা জিনিস আমি খেয়াল করেছি- গ্রামে গঞ্জে নারীদের মধ্যে খালেদ জিয়ার ব্যপক জনপ্রিয়তা। দেখা গেছে স্বামী সন্তান আওয়ামীলীগ করে কিন্তু সে নিজে বি এন পি কে ভোট দেয়।


অনেকেই আছেন যারা তাদের কাজের মাধ্যমে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতাকে অতিক্রম করে যান। সেক্ষেত্রে বেগম জিয়া তা পারেন নি।

০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৮

মশিউর মামা ১ বলেছেন: যত মত তত পথ । মতপার্থক্য থাকবেই । :)

৫৪| ০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:৪১

সাদাকালোরঙিন বলেছেন: আপনার লেখাটা একজন নির্লজ্জ দলীয় বেহায়ার দ্বারা খালেদা জিয়া বা বিএনপির সব অপকর্মকে আওয়ামীলীগের ব্যর্থতা/অপকর্ম দিয়ে জাষ্টিফাই করার চেষ্টা । কোন শুভবুদ্ধির সুস্থ নাগরিকের বক্তব্য এমন হতে পারে না।

১) আমার নানি-দাদি চাচীরাও হয়ত খালেদা জিয়ার চেয়ে শিক্ষিত ছিলেন না। কিন্তু তারা তাদের চৌহদ্দিটা তাদের শিক্ষাগত যোগ্যতার চেয়ে বড় করেননি। হ্যাঁ অনেক স্বল্প শিক্ষিত রাষ্ট্রনায়ক তাদের নিজেদের প্রজ্ঞা দিয়ে দেশ চালনা করেছেন। কিন্তু দু:খজনক হলেও সত্য হাসিনা খালেদা তাদের শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন দেশ চালনায় কোন প্রজ্ঞা বা দর্শন এমনকি সততাও প্রদর্শন করতে পারেনি। তাই এই নানী দাদীর শিক্ষাগত যোগ্যতার দোহাই দিয়ে জাতির উপর এই একবিংশ শতাব্দীতে হাসিনা/খালেদার মত অযোগ্য অথর্ব নেত্রী চাপিয়ে দেয়ার সাফাই গাওয়া একটা নির্লজ্জ চামচামি মাত্র।

২) বিএনপি জামাত জোট খালেদা জিয়ার রাজনৈতিক দেউলিয়াত্বের জ্বলন্ত প্রমান। দয়া করে এখানে আওয়ামীলীগের সাথে আত্বীয়তার দোহাই দেবেন না। আওয়ামীলীগের জামাত সম্প্বক্ততাতে বিএনপি কোন প্রতিবাদী অবস্থান না নিয়ে বরং নিজেরাও জামাতকে প্রতিষ্ঠিত করেছে এদেশে। যতই বলুন যে জোট কোন বিয়ে নয় কিন্তু জোটের সুযোগ নিয়ে জামাত তাদের অবস্থানকে শক্তিশালী করেছে তার কৈফিয়ত খালেদা জিয়া কিভাবে দেবে ? একজন সচেতন নাগরিক হিসাবে খালি আওয়ামীলীগের সাথে আত্বীয়তার দোহাই দিয়েই কি আপনি জামাতের শক্তিশালী অবস্থান মেনে নেবেন ?

মনে রাখবেন দেশটা আওয়ামীলীগ বা বিএনপির নয় , দেশটা আমাদের জনগনের। তাই জনগনের চাওয়ার রাজনীতিই বিএনপিকে করতে হবে। খালেদা জিয়াকে জনগনের আশা বুঝতে হবে। শুধু আওয়ামীলীগের দোহাই দিয়ে রাজনীতির দিন শেষ।


৩) তারেক কোকোর দুর্নীতি নিয়ে খালেদা জিয়া কোন সততাই দেখাতে পারেনি । তাদের দুর্নীতিতে খালেদা জিয়ার সব সময় নীরব ও প্রছন্ন সমর্থন ছিল। তাহলে একজন রাষ্ট্রনেতা হিসাবে খালেদা জিয়ার গ্রহনযোগ্যতা কোথায় ?


৪) একজন খালেদা জিয়া যখন তার নিজের সম্পদের কর দেননা তাহলে তিনি কোন মুখে অন্যের কাছে কর চান ? তখন তার দেশ পরিচালনার অধিকার কতটুকু থাকে? একজন করদাতা হিসাবে আপনি কি তখন লজ্জিত হন না ? নাকি তখন খালেদা জিয়ার নির্লজ্জ সমর্থনে আপনিও লজ্জার মাথা খেয়ে বসে থাকেন আর অপেক্ষা করেন কখন হাসিনা তার অপ্রদর্শিত আয় সাদা করবে তখন আপনি খালেদার অপ্রদর্শিত আয়কেও বৈধতা দেয়ার সাফাই গাইতে পারবেন।



দয়া করে দলীয় অন্ধতার বাইরে গিয়ে নিজের বিবেক বু্দ্ধিকে কাজে লাগান। হাসিনা খালেদা আপনার মত অন্ধ ভক্তের জোরেই টিকে আছে। আপনার বাসার কাজের বু্যাও তার নিজের আয়টাকে হালাল ভাবে রোজগার করে। অথচ এইসব অর্থব নেত্রীরা আপনার মতো অন্ধভক্তের সাফাই দিয়েই নিজেদের অযোগ্যতাকে ঢেকে নিজেদের মহান মনে করে।


এই একবিংশ শতাব্দীতে শুধু অন্যের ব্যর্থতা দোহাই দিয়ে আর যাই হোক রাষ্ট্র পরিচালনা করা যায় না। হাসিনা/খালেদাকে বুঝতে হবে হয় তারা দেশের জন্য নিজেদের যোগ্য করুক অথবা সরে দাঁড়াক। অবশ্য এসব অথর্বদের সরে দাঁড়ানোর সাহস ও সততা টুকুও অবশিষ্ট নেই। জনগন এখন দুই পরিবারের কলহের কাছে জিম্মি থাকতে চায় না। সময় মত জনগন এদেরকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলবে।

০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:৫২

মশিউর মামা ১ বলেছেন: আপনার এই প্রশ্নের জবাব আমি দেব যদি কোনদিন দেখি আপনি লীগের কারো ব্লগে গিয়ে এইভাবে হাসিনার সমালোচনা করতেছেন এবং যখন খালেদা জিয়ার নামে কুৎসা রটানো হয় তখন মানুষ হিসেবে তার প্রতিবাদ করতেছেন । :)

৫৫| ০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১:১১

সাদাকালোরঙিন বলেছেন: তার মানে আপনার কাছে মানুষ হিসাবে কোন জবাব নেই। আপনি অপেক্ষা করছেন কখন আমি অমানুষ হব------------------আপনি নিজে দলীয় দৃষ্টিভঙ্গি ছাড়বেন না, বরং আমার দলীয় হওয়ার জন্য অপেক্ষা করবেন.......................একদম আপনার চরিত্রের সাথে মানানসই অবস্থান , এই না হলে অন্ধভক্তি !!


যাই হোক আমার অবস্থান পরিষ্কার করা আছে এখানে: Click This Link



৪. ১১ ই জুন, ২০১২ দুপুর ১২:৪২
সাদাকালোরঙিন বলেছেন: মাইনাস টু না শুধু , সব অসৎদের মাইনাস চাই । দেশের মানুষ তো হাপিয়ে উঠেছে।

১১ ই জুন, ২০১২ দুপুর ১:৩৪
লেখক বলেছেন: সব অসৎদের মাইনাস চাই। সহমত; ধন্যবাদ।


পারলে আমার অন্যান্য মন্তব্যগুলোও দেখেন।

০৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:২৮

মশিউর মামা ১ বলেছেন: কমেন্টের রিপ্লাই যতক্ষন না বুঝে আসবে ততক্ষন বারে বারে পড়বেন আবার কমেন্ট লেখার আগে ।

তারও আগে ব্লগ ভাল ভাবে পড়বেন ।

খুব সহজ ভাবে উত্তর দেন -
• আপনি কি বর্তমান সময়ের দুর্নীতির ব্যাপারে চিন্তিত ?
• চিন্তিত হলে এইসব দুর্নীতি নিয়ে কি কোথাও উচ্চকিত হয়ে বলেছেন ?
• ব্লগে মাঝে মাঝেই কিছু লীগের ব্লগাররা অতি কুৎসিত ভাষায় বেগম জিয়ার চরিত্রহনন করে পোস্ট দেয় । কোন দিন কি এই সব নারী অবমাননাকর পোস্টের আপত্তি করছেন ?

আপনার উত্তর যদি না হয় তবে - হঠাৎ এই পোস্টে আপনার সরব উপস্থিতি সন্দেহজনক ।

আপনার দেয়া লিঙ্ক আমি আপনি বলার আগেই চেক করে দেখছি । আপনার বক্তব্য যদি আন্তরিক হয় তাইলে তো আপনার আমার পোস্টে কমেন্টই করার কথা না । কারণ এইটা আপাদমস্তক রাজনৈতিক পোস্ট । কিন্তু আপনি করছেন । এই জন্য জানার আগ্রহ হচ্ছে আপনি কি একি ভাবে বর্তমান সরকারের সমালোচনা করেন ? একজন বর্তমান রাজনৈতিক ব্যাবস্থার প্রতি বীতশ্রদ্ধ নাগরিক হিসেবে ।

উত্তর যদি না হয় তবে - আপনি খুশি কবির, তানিয়া আমীর বা রামেন্দু মজুমদার টাইপের সুশিল যারা বর্তমান রাজনীতিকে খারাপ বলেন, বিএনপিকে অভিশাপ বলেন আর লীগের ব্যাপারে বলেন - এখনও উন্নতির সুযোগ আছে ।

৫৬| ০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১:২২

শিপু ভাই বলেছেন:
মশিউর মামা,
সাদাকালোরঙ্গিন ভাইয়ের মন্তব্যের জবাব দেখে খুব হতাশ হলাম!!! আপনি এম্নে একটা পিছলানী দিবেন- আশা করি নাই।

আপনিই বলেছেন যৌক্তিক আলোচনা করতে। কিন্তু আপনি পুরোপুরি অন্ধ সমর্থকদের মত আচরন করছেন।

৫৭| ০৫ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৪৪

হাছুইন্যা বলেছেন: @ সাদাকালোরঙিন ভাই আপনি বলেছেন - আমার নানি-দাদি চাচীরাও হয়ত খালেদা জিয়ার চেয়ে শিক্ষিত ছিলেন না। কিন্তু তারা তাদের চৌহদ্দিটা তাদের শিক্ষাগত যোগ্যতার চেয়ে বড় করেননি।

তারমানে খালেদা জিয়ার উচিত হয়নি বিএনপির হাল ধরা?? উনার উচিত ছিল চিরাচরিত বাঙ্গালি বধু হয়ে ঘরে বসে থাকা। আপনি হয়তোবা বলতে পারেন তখন বিএনপির হাল কোন শিক্ষিত নেতার হাতে যাওয়া উচিত ছিল। কিন্তু সেটা অন্য নেতারা কতটুকু মেনে নিত কিংবা বিএনপির সাধারন সমর্থকরাই বা কতটুকু মেনে নিত?? ওই সময়ে বিএনপিকে ভাঙ্গনের হাত থেকে বাচানোর জন্য খালেদা জিয়ার বিকল্প ছিল না।

আর আরেকটা কথা আপনি ১০ জন নেতার নাম বলুন যাদেরকে আপনি হাসিনা-খালেদার বিকল্প হিসেবে যোগ্য মনে করেন।

৫৮| ০৫ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৫০

সাদাকালোরঙিন বলেছেন: @হাছুইন্যা:
=======
আপনার কেন মনে হলো আমি বলেছি খালেদা জিয়ার উচিত হয়নি বিএনপির হাল ধরা ? হাল শুধু ধরার জন্য ধরলেই হয় না। হাল ধরার যোগ্যও হতে হয়। খালেদা জিয়া যখন বিএনপির হাল ধরেছেন তখন তার উচিত ছিল হয় নিজের প্রজ্ঞা ও সততা দিয়ে যোগ্যতার প্রমান দেওয়া অথবা কোন যোগ্য নেতৃত্বের হাতে হাল ছেড়ে দেওয়া। দু:খজনক হলেও সত্যি খালেদা জিয়া এবং হাসিনা দুজনেই এটা করতে খালি ব্যর্থই হননি বরং অনিচ্ছুকও। তাই তারা অযোগ্যতা সত্ত্বেও সিন্দাবাদের ভূতের মতই জাতির ঘাড়ে চেপে বসে আছেন।


মনে রাখবেন এই একবিংশ শতাব্দীতে সামান্য একটা ছোট একটা অফিসের দায়িত্ব চালাতেও আজকাল ম্যানেজমেন্ট দক্ষতার উপর ডিগ্রী লাগে। সেখানে আপনি দেশ চালাবেন কোন দক্ষতা ছাড়া শুধু অতীতের কিছু সেন্টিমেন্টের উপর ? দক্ষতা হয় ডিগ্রী/জ্ঞান দিয়ে অর্জন করুন অথবা প্রজ্ঞা/বিচক্ষনতা/মেধা দিয়ে প্রমান করুন। যেভাবেই করেন না কেন অন্তত দক্ষতার ব্যাপারে কোন ছাড় দেয়া উচিত না। অথচ এই দেশে দক্ষতার কদরই সবচেয়ে কম!


রাজনীতির পারিবারিক ধারার কথাই যদি ধরেন, তাহলে রাহুল গান্ধীকে দেখুন। মূলরাজনীতিতে আসার আগে কিভাবে উচ্চতর ডিগ্রী নিয়ে, রুট লেভেল রাজনীতি করে নিজেকে গড়ে তুলতে হয় তা দেখুন। অথচ আমাদের দেশের দুই বড় রাজনীতিক পরিবারে এসব পরম্পরা বা ঐতিহ্যের চর্চার কোন বালাই নেই।


আমার পছন্দের লিষ্ট যদি জানতে চান তাহলে বলবো আমাদের দেশেও অনেক গুনী ব্যক্তি আছেন যারা তিলে তিলে নিজেদের প্রতিষ্ঠান ও সুনাম গড়ে তুলেছেন। এসব ব্যক্তিদেরই দেশের হাল ধরা উচিত কারন তারা উদ্যোগ নিতে জানে, গড়ে তুলতে জানে।

৫৯| ০৬ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৮

আসফি আজাদ বলেছেন: এইট পাশ খালেদা জিয়া -
খালেদা জিয়া এইট পাশ নাকি ওয়ান ফেল সেইটা মোটেই বিবেচ্য নয়। শিক্ষা মানে ফি বছর ক্লাস পাশ করা না, সেইটা আমাদের বর্তমান গ্রাজুয়েট প্রধান মন্ত্রীকে দেখলেই বোঝা যায়। প্রাতিষ্ঠানিক শিক্ষা, শিক্ষার অন্যতম একটি মাধ্যম এবং বর্তমান সময়ের প্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। একটি বিষয় না বললেই নয়, শিক্ষা এবং অক্ষর জ্ঞানের মাঝে বিস্তর ফারাক। কেউ মেলা ডক্টরেট ডিগ্রী নিয়াও নিতান্তই মূর্খের মত আচরণ করতে পারে, সাম্প্রতিক সময়ে আমাদের অর্থমন্ত্রী চমৎকার উদাহরণ :-0 । এই জাতীয় লোককে শিক্ষিত বলা যাবে কিনা তা নিয়া তর্কের অবকাশ কম; বড় জোড় তাদের অক্ষর জ্ঞান সম্পন্ন বলা যাইতে পারে। প্রাতিষ্ঠানিক শিক্ষাকে অতিক্রম করা যায় অন্য অনেক ভাবে, এই দেশেই অনেক উদাহরণ আছে। আফসোস প্রাক্তন প্রধানমন্ত্রী সেই সুযোগ হেলায় হারাইছেন :| । এই সুযোগ হেলায় হারানোর তাফসীর হইল খালেদা জিয়া শিক্ষার গুরুত্ব অনুধাবনে পুরোপুরি ব্যর্থ। কাজেই তিনি একজন এইট পাশ অক্ষর জ্ঞান সম্পন্ন নারী ভিন্ন আর কিছু নন। তবে যারা এইট পাশ এইট পাশ এই নিয়া চিল্লা পাল্লা করে তাদের রুচি নিয়ে বলার কিছু নাই। তারাও উপরিউক্ত আলোচনার বিচারে অক্ষর জ্ঞান সম্পন্ন মাত্র।

রাজনীতিতে অনভিজ্ঞ খালেদা জিয়া -
অনভিজ্ঞ খালেদার সব মিলায়ে অভিজ্ঞতা কম হয় নাই। কিন্তু সেই অভিজ্ঞতা থিকা তিনি কোন শিক্ষা গ্রহণ করেন নাই। কাজেই এই অভিজ্ঞতার কোন মূল্য নাই। এই বিচারে যদি কেউ বলেন তিনি অনভিজ্ঞই রয়ে গেছেন, তাইলে ঠিক আছে নচেৎ ঠিক নাই।

১৫ আগস্টের জন্মতারিখ -
১৫ই আগষ্টে জন্ম দোষণীয় কিছু না, কিন্তু তিনি নিজেই সেখানে বিস্তর কাদা-পাঁক মাখিয়ে বসে আছেন :-& ; একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য এটা চূরান্ত আশোভন আচরণ। মুক্তিযোদ্ধা স্বামীকে রাজাকার বলার জন্য কিংবা তার চরিত্র নিয়ে নিয়মিত কুৎসা রটানোর যদি তিনি পাটকেল হিসেবে ১৫ই আগষ্টের জন্মদিন পালন করেন, তবে তাকে অত্যন্ত নিম্ন রুচির মানুষ হিসেবে চিহ্নিত করতে হয়। এই পাটকেল সব আসলে নিজের এবং তার দলের উপরেই পড়ছে, আপনি বোধহয় তা বুঝতে অপারগ, নইলে এই যুক্তি দিতেন না।

বিএনপি - জামাত রাজনৈতিক জোট-
আমি বরং ব্যক্তিগতভাবে জামাতকে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ দেখতেই বেশী পছন্দ করব !:#P । যে কালে আওয়ামী লীগের প্রেসিডেন্ট পদ প্রার্থী গোলাম আযমের পায়ের কাছে যাইয়া ভোট ভিক্ষা করছিল, সেই কালে আমি যত খুশি হইছিলাম সেই খুশী পানি হইয়া গেছে :|| । জামাত বিএনপির জন্য একটা বিষ ফোড়া। ওটাকে আওয়ামী লীগের সাথেই থাকতে দিলে বিএনপির মঙ্গল।

বিকেলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জোট ভেঙ্গে দিলে সন্ধ্যা থেকে জোটের কোন অস্তিত্ব থাকবে না সত্য; কিন্তু তাতে জামাতের সাথে জোট সিদ্ধ হয় না। এইটা যত দ্রুত বুঝে আসে, তত মঙ্গল।

আপ্নে দেখি বিয়া ভালা পান !:#P ! যাই হোক এই বিয়া আমিও ভালা পাইছি। দুই লাইন উপ্রেই কারণ ব্যাখ্যা করছি। তবে বেয়াইন কিন্তু বেয়াইরে সার্টিফিকেট দিছে! বেয়াই রাজাকার হইলেও যুদ্ধাপরাধী না!! (ক্যাম্নে কি, আমার বুঝে আছে না; কাজেই আমার মঙ্গল দূর অস্ত!!) :-& ।

তারেক কোকোর দুর্নীতি -
আপ্নের যুক্তি দাড় করাইছেন ‘শণ কাঠের’ উপর X( খালেদা সরকারের দূর্ণীতি হাসিনা সরকার টপকাইয়া যাইব, এই জাতীয় চিন্তা ভাবনা নিজের পায়ে কুড়াল মারা। এতে হাসিনা-খালেদার উপকার আছে, আমাদের মত আম জনতার কোন উপকার নাই।

একজন প্রধানমন্ত্রীর জন্য পুত্রস্নেহ বাতুলতা মাত্র। সেটা পুরো রাষ্ট্রের জন্যই কাল হয়ে দাঁড়ায়। স্বাধীনতার পর থেকে এই অবধি ইতিহাস আমাদের সেই শিক্ষাই দেয়; শিক্ষা নেব কি নেব না, তার উপর নির্ভর করতেছে আমদের উন্নতির চার্ট কোন পথে যাইব।

তারেক কতটুকু দুর্নীতি করছে আর কতটুকু তার বন্ধুরা করছে এই প্রশ্ন যখন করবেন, তখন পরবর্তী জনের একই প্রশ্নের জন্য প্রস্তুত থাকুন। বুঝতে পারতেছেন নিশ্চয়ই #:-S

খালেদা জিয়ার অপ্রদর্শিত অর্থ সাদা করা
অপ্রদর্শিত অর্থ ও কালো টাকার মধ্যে পার্থক্য কিন্তু আমার বুঝে আসল না! হইতে পারে এইটা আমার আয়োডিনের অভাবজনিত দূর্বলতা /:) । আপ্নের পরামর্শ মাইনা মোল্লা লবণ খাইতে আমার আপত্তি নাই। মাগার এইখানে একটা ‘কিন্তু’ আছে! ‘কিন্তুটা’ আপ্নের বুঝে আসলে আওয়াজ দিবেন।

খালেদা জিয়া - ফালু নিয়া আলোচনায় বিরত থাকলাম। বিষয়টা কোন পক্ষের (খালেদা/ফালু/রাষ্ট্র/জনতা) জন্যই রুচিশীল না।

একটা বিষয় লক্ষণীয় আপনি অপেক্ষাকৃত কম খারাপ তত্ত্বে বিশ্বাসী এবং সেটা তুইলা ধরার চেষ্টা করেন (এই পোষ্টে ৬ নং মন্তব্যের জবাব দ্রষ্টব্য)। আমি আপনার পোষ্ট “ব্লগের বি.এন.পি সমর্থক বা নিরপেক্ষ ব্লগারদের কাছে একটা প্রশ্ন - কে কে বিশ্বাস করেন বি.এন.পি এবার ক্ষমতায় আসবে ?” –এ এই প্রসঙ্গে আমার বক্তব্য বিস্তারিত বলছিলাম। দুঃখজনক হইলেও আপনার কোন জবাব পাই নাই। অপেক্ষাকৃত কম খারাপ তত্ত্ব সংক্রান্ত আমার অবস্থান আগের মতই।

প্রজন্ম৮৬ এই পোষ্টকে চরম পোস্ট বলছেন। আমি অবশ্য চরম তেমন কিছু দেখলাম না। হইতে পারে এইটাও আয়োডিনাভাব!!!

আপনারা সব সময় রাজনৈতিক লেখা-লেখি করেন। আপনাদের লেখার একটা বড় পাঠকশ্রেণী আছে এই ব্লগে। কাজেই আপনাদের লেখাগুলো আরো অনেক বেশী গঠনমূলক হওয়া দরকার। এটা একটা দায়, এই দায় মেটাবেন এই আশা করতেই পারি।

ধন্যবাদ।

৬০| ০৭ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪০

সাদাকালোরঙিন বলেছেন: বোঝাই যাচ্ছে অন্যের আয়োডিন নিয়ে প্রশ্ন করলেও আপনার নিজেরও অনেক আয়োডিন না শুধু মিনারেলের ঘাটতিও আছে।

আমি সুশীল নাকি কুশীল এই নিয়েই আপনার মাথা ব্যাথ্যা বেশি। আপনার এখনও অপেক্ষা যে আমাকে আওয়ামী বুদ্ধিজীবী সাজানোর। অথচ এই পক্ষ বিপক্ষ খেলা খেলতে গিয়ে বিএনপি আওয়ামীলীগ নয়, একজন নাগরিক হিসাবে রাজনৈতিক দলের কাছে কি প্রত্যাশা করা উচিত তাও ভুলে গেছেন।

আপনার বোধহয় ধারনাও নেই যে কেউ কেউ আওয়ামীলীগ বিএনপির বাইরেও চিন্তা করতে পারে। তাই সেই প্রত্যাশাও আপনার নেই।


যাই হোক আপনার পোষ্টে আসলেই আমার কমেন্ট করার কথা না। এখনি খেয়াল করলাম আপনার ব্লগের ট্যাগলাইন হলো " আসুন সবাই ক্যাচাল করি
। আপনার কাছে যুক্তি বিবেচনা তাই আশা করাও বৃথা কেননা আপনি যুক্তি না ক্যাচালেই বিশ্বাসী।

৬১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৪

আত্মার অতৃপ্তা বলেছেন: " জিয়া মারা গেলেন ৮১ সালের মে মাসে আর জুন মাস থেকেই খালেদা প্রধানমন্ত্রী । এরা কেন যেন মনে করতে পারেন না যে জিয়ার মৃত্যুর পর প্রায় ১০ বছর এরশাদের মত এক প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে খালেদা রাজনীতি করে বিএনপিকে ধরে রেখেছিলেন "
overal, চরম হইছে ()

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.