নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশুক মশিউর

আমি আমার আমিত্ব ছেড়ে বের হতে পারবোনা কখনো।।

এম মশিউর

মশিউর রহমান

এম মশিউর › বিস্তারিত পোস্টঃ

;) আমার প্রথম পোস্টে সামুর ইতিহাসে ব্লগারদের প্রথম পোস্টসমূহ B-)

০৮ ই জুন, ২০১৩ রাত ৩:০৯

৩ মাস আগে থেকে সামুতে ঘুরছি। একান্ট খুলতে অনেক ধকল গেছে। অবশেষে আমি পারলাম।।

কিন্তু.।

প্রথম পোস্ট কি দিয়ে শুরু করা যায় ভাবতে ভাবতে হঠাৎ মনে হল অন্য ব্লগারদের প্রথম পোস্ট কি ছিল একটু দেখে আসি। তাই, ইচ্ছা জাগলো, আমার প্রথম পোস্টে সামুর কিছু ব্লগারের প্রথম পোস্টসমূহ শৌকেসে তুলে রাখি। তারই কৌতুহল বশতঃ এই পোস্টের অবতারন।।

অনেকেই হয়তো তাদের প্রথম পোস্ট মুছে দিয়েছেন, তবু আমি যেটা প্রথমে পেয়েছি, সেটিই এখানে দিয়েছি।



প্রথমেই সামুর প্রথম পোস্ট

ব্লগার দেবরাঃ ইমরান ব্লগ স্রষ্ট া



অতঃপর...

প্রথমে জানা আপু দিয়েই শুরু করলাম, যাতে আমি অতিদ্রুত জেনারেল হয়ে যেতে পারি।



# জানাঃ চট্টগ্রাম দুর্যোগ - হেল্প ক্যামপেইন – ব্লগারদের উদ্দেশ্যে কিছু তথ্য



# অন্যমনস্ক শরৎঃ হারানো বিজ্ঞপ্তি



# ফিউশন ফাইভঃ সবার উৎসাহ পেলে নিয়মিত লিখব



# দূর্যোধনঃ বাবাগো !!!!! তেলাইয়া তোমার মান সম্মান খাইয়া দিমু ..... তুমি টেন্ছন লৈয়না



# তন্ময় ফেরদৌসঃ যখন খুব ইচ্ছা করে SUPERHERO হতে......



# আরজু পনিঃ সৌদি নারী..... অত:পর রোকেয়া!!!



# রেজোওয়ানাঃ আমার জীবনের ঘটে যাওয়া একটা আস্বাভাবিক ঘটনা..........



# হাসান মাহবুবঃ টু লাভবার্ডস



# আমিনুর রহমানঃ আমি চলে এসেছি



# চেয়ারম্যান০০৭ঃ বড়দের জন্য বাবুরা ঘুমাইতে যাও :P;)B-):D



# ঘুড্ডির পাইলটঃ রাফাত নুর বাইচা আছে রাফাত নুরের নিক বাইচা নাই "



# ~মাইনাচ~ঃ আসেন গালি দিয়া যান, দেখি কার সাহস আছে ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)



# কান্ডারী অথর্বঃ মুক্তিযুদ্ধের সে সময় আর এসময়ের আর্তনাদ



# কাল্পনিক_ভালোবাসাঃ কিছু এলোমেলো কাব্য...।



# সেচ্ছাসেবকঃ আমাদের সেচ্ছাসেবী সংগঠন FOR THE PEOPLE



# এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণাঃ প্রথম পোষ্ট



# সাবরিনা সিরাজী তিতিরঃ হারিয়ে যেতে দাও



# খেয়াঘাটঃ ভালোবাসার গন্ধে ঘুম আসে না।



# একজন আরমানঃ ভালবাসা দিবস ও এর তাৎপর্যঃ



# শায়মাঃ আমি জ্বালবোনা, মোর বাতায়নে প্রদীপ আনি



# সায়েম মুনঃ আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস



# তামিম ইবনে আমানঃ বিশ্বের সবচেয়ে দামি দশটা মোবাইল ফোন(না দেখলে মিস, কিনবেন না আবার দেখবেন ও না এইটা কেমনে হয়? ;))



# একরামুল হক শামীমঃ মুগ্ধতা মরে না



# শিপু ভাইঃ তোমার জন্য প্রিয়া



# কৌশিকঃ মেয়েটিকে এখনও গতর বেচতে হয়!



# জনৈক গণ্ডমূর্খঃ আমার প্রথম পোষ্ট



# মন্ত্রী মহোদয়ঃ স্যার কালতো আফ্রিদি একদম ফাটাই দিছে , স্যার ইনজামাম তো লাস্ট বলে সিক্স মাইরা ভারত রে একদম উড়াই দিছে



# আমি তুমি আমরাঃ প্রথম পোস্ট



# ইখতামিনঃ আপনি কি YouTube ব্রাউজ করতে পারছেন? (পর্ব-১)



# *কুনোব্যাঙ*ঃ একটি কবিতা ও একটি মৃত্যু সংবাদ



# বোকামানুষঃ সৃতি



# দায়িত্ববান নাগরিকঃ সুব্রত শুভর কথা বলতে এসেছি



# মাগুরঃ মাত্র ৭ দিনেই হয়ে যান ফর্সা!



# বাংলাদেশী দালালঃ জীবন থেকে নেয়া, আমি এবং আঁকা (পর্ব-১)

# নস্টালজিকঃ হাজার ঝিঁ ঝিঁ পোকা



# টিনটিনঃ বিভিন্ন পশুর মধ্যে মেয়েদের চেয়ে পুরুষরা দেখতে বেশী সুন্দর।



# সেলিম আনোয়ারঃ হুমায়ূন ফরীদি থাকবেন নিরবে।



# অপূর্নঃ তৃতীয় বিশ্বযুদ্ধ বাধুক



# কোবিদঃ এমন মর্মান্তিক দুঃর্ঘটনা আর দেখতে চাই না; শুনতেও চাইনা



# নিয়েল ( হিমু )ঃ আমাদরে মহা বজিয়



# পাকাচুলঃ সামু ব্লগে কিছু গুরুজী দ্বারা ব্রেইন ওয়াশ করা মানুষ আছে। কোয়ান্টাম,X( গুরুজী,X( X((ভাওতাবাজীX((X((



# তেমোদাচিঃ আমি জাবি'র ছাত্র ছিলাম-- বলতে লজ্জা লাগে



# রেজা ঘটকঃ We Can Think



# তাসনুভা শাখাওয়াত বিথিঃ এটা কি ধরনের কথা ??



# লেখোয়ারঃ পরিচয়



# লেখাজোকা শামীমঃ জিনিসপত্রের দাম বাড়ার আরেকটা কারণ



# banglar_hasanঃ মুক্তিযুদ্ধ ও কিছু কথা-১



# লাইলী আরজুমান খানম লায়লাঃ বিডিআর - কাহিনী



# মায়াবতী নীলকন্ঠিঃ হারিয়ে যাওয়া



# রুদ্র মানবঃ বেকার জীবনটায় প্রেম হল অভিশাপ



# মৃন্ময়ঃ সেলুকাস আমাদের প্রতিবাদ.।.।.।.।.।



# মেহেদী হাসান মানিকঃ লাগবনি থ্রী জি???তাইলে এইদিকে আসেন।



# তাসজিদঃ যে কারণে আপনি রক্ত দান করবেন।



# মিলটনঃ অনেকদিন পরে আসলাম



# মাসুম আহমদ ১৪ঃ আমার দেখা প্রথম মুক্তিযোদ্ধা ও একজন মুক্তিযোদ্ধার গল্প !



# রিমন রনবীরঃ ওরে আমার সম্পর্করে :-0 !!না রাখলে আমার কী হপে! :(( :(( :(( :((



# রহস্যময়ী কন্যাঃ funtush..........



# আমিই মিসিরআলিঃ আজ স্যারের জন্মদিন



# সোহাগ সকালঃ চিত্তবিলাপ



# অনির্বাণ তন্ময়ঃ স্বপ্ন সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য



# ভূতাত্মাঃ জাতীয় সংগীত : আধুনিকতা গ্রহণযোগ্য হলেও বিকৃতি নয়…

(পোস্টটি আরো আপডেট হবে..।)



অনেক আগে আমার মতই চিন্তা করেছিলেন 'ভাঙ্গন' নামে এক ব্লগার। 'ফিউশন ফাইভ' এর প্রথম পোস্টে এই লিঙ্কটা পেয়ে গেলাম। তাই শেয়ার দিলাম।



কৌতূহল: প্রিয় ব্লগারদের প্রথম লিখিত পোস্টটি কী রকম ছিল...!





এই লেখায় কোন প্রকার ক্রম অনুসরন করা হয় নি। যেটা চোখে আগে পড়েছে, সেটি আগে দিয়েছি। তবে প্রথমদিকে একটু ব্যতিক্রম ঘটেছে।



যাদের নাম এখানে আসে নাই, তারা বেশি টেনশিত হইয়েন না। অতিসত্তর তাদের নাম এখানে এন্ট্রি করা হবে।।

মন্তব্য ৬১ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৩ রাত ৩:৩৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: আমার ব্লগে গিয়েছেন দেখে খুশি হইলাম ! যদিও এটা আমার প্রথম পোষ্ট না !

শুরুতেই অনেক কষ্ট করে পোষ্ট দিয়েছেন। আশা করি খুব শীঘ্রই জেনারেল হবেন। শুভকামনা।

০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৩

এম মশিউর বলেছেন: দায়িত্ববান নাগরিক,
আপনি আমার পোস্টের প্রথম কমেন্টাইন।
আপনি দায়িত্ব নিয়ে প্রথমেই কমেন্ট করেছেন। এজন্য আমি আপনাকে সর্বদা মনে রাখবো। :-B

ভাই, দোয়া রাইখেন যাতে খুব শিঘ্রই জেনারেল হইয়া আপনাদের ব্লগে কমেন্টাইতে পারি।। :D :D

২| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল উদ্যোগ,,,,,,,,,,,,,,,শুভকামনা রইল

০৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৪১

এম মশিউর বলেছেন: আপু, পোস্টটি এইবার দেখেন, আপনারটাও এড করে দিয়েছি।
আপনি দারুন একটা টপিক্স নিয়ে প্রথম পোস্টটি দিয়েছিলেন। আমি তেমন কোন টপিক্সই পেলাম না। তাই এই কান্ড!! B-) B-)

ভালো থাকবেন।

৩| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার উদ্যোগ ভাল লাগলো ।আমার পোস্ট আপনি পড়েছেন জেনে প্রিত হলাম।আপনার দ্রুত জেনারেল হওয়া কামনা করছি । এ ধরণের অনেক পোস্ট নির্বাচিততে চলে যায়।এমনকি স্টিকিও হয়!!শুভকামনা রইলো।২য় প্লাসটি কিন্তু আমার।

০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:১১

এম মশিউর বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই,
আপনার প্রথম পোস্টেই হুমায়ূন ফরিদি সম্পর্কে অনেক কিছু জেনেছি। আপনার প্রোফাইল পিক দেখেই বোঝা যাই আপনি হুমায়ূন ফরিদি ভক্ত। বেশ ভাল লেগেছে আপনার পোস্টগুলো।।

নির্বাচিততে যাওয়া তো দুরের থাক, আমার পোস্ট নাকি প্রথম পাতাতেই যাবে না!! X(

২য় প্লাসের জন্য আবারো ধন্যবাদ।। ;)

৪| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪২

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: ৩য় প্লাস....অনেক ভাললাগা আর শুভকামনা জানিয়ে গেলাম...

০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:০১

এম মশিউর বলেছেন: ধন্যবাদ নীলকন্ঠি,
আপনার পোস্টটিও যোগ করলাম।

সাথে থাকুন।।

৫| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৭

রুদ্র মানব বলেছেন: বেশ কষ্টসাধ্য পোস্ট। তবে অনেকেই প্রথম দিকের পোস্ট গুলি ড্রাফটে নিয়ে নেয়। তাই সবার প্রথম পোস্ট খুজে পাওয়াও কষ্টকর।

০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:০২

এম মশিউর বলেছেন: প্রথমে যেটা পেয়েছি, সেটাই দিয়েছি। কমেন্টাইনের জন্য ধন্যবাদ।।

৬| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন: হ্যা এটাই ছিল ঘুড্ডির পাইলট এর প্রথম পস্ট । ভাল লাগল :)

০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:২১

এম মশিউর বলেছেন: ভাই, আপনার নিক কি মরে গেছিল??
আপনার পোস্টের কমেন্টগুলো পরতে গিয়ে হা হা প গে!! :D :D
আপনি একজন মজার প্রকৃতির মানুষ।

ধন্যবাদ পাইলট ভাই।।

৭| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক শুভ কামনা রইল। :) নিয়মিত লিখুন, অন্যদের লেখা পড়ুন।
পোষ্টটি করতে অনেক কষ্ট করেছেন। তার জন্য শুভেচ্চা এবং ধন্যবাদ।

০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:২৫

এম মশিউর বলেছেন: ভাই, আপনি স্পর্শ ও ইচ্ছে নামে দুইটা কবিতা দিয়া ব্লগ শুরু করেছেন।
আপনি খুব প্রেমিক মানুষ তাই না? নিক দেখেই বোঝা যায়.। কাল্পনিক ভালাবাসার জগতে থাকেন সবসময়।। =p~ =p~

৮| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:০৭

মেহেদী হাসান মানিক বলেছেন: আশা করি খুব দ্রুত জেনারেল হবেন। ব্লগার খুজতে অনেক কস্ট করেছেন। :D :D :D :D :D :D :D

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৩২

এম মশিউর বলেছেন: কান্ডারী অথর্ব এর স্টিকি পোস্টটি ব্লগার খুজতে আমাকে হেল্প করেছে।
আপনাকে অনেক ধন্যবাদ।। :) :) :)

৯| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৩২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: সরাসরি প্রিয়তে । দারুণ পোস্ট । +++++++++++++++

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৩৯

এম মশিউর বলেছেন: ধন্যবাদ আপু,
ভালো থাকবেন।।

:) :) :) :) :) :)

১০| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৩৬

মৃন্ময় বলেছেন: সংকলন টা ভালই হইল,
আপনার প্রতি শুভকামনা রইল,
ভালো থাকুন

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৪০

এম মশিউর বলেছেন: ধন্যবাদ মৃন্ময়।।
আপনিও ভালো থাকবেন।
:) :) :)

১১| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৪৮

তাসজিদ বলেছেন: অনেক কষ্ট করেছেন।

তবে আমার নাম নেই ..................why.

আমি হোমরা চোমরা কেও নই বলে

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৫৩

এম মশিউর বলেছেন: আপনার নাম খুব শিঘ্রই আপডেট করা হবে। টেনশিত হইয়েন না। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এখানে আপডেট দেওয়া হচ্ছে।।
:D :D :D :D

১২| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৫০

একজন আরমান বলেছেন:
যদিও ওটা আমার প্রথম পোস্ট দেখাচ্ছে। কিন্তু আমার প্রথম পোস্ট আমি মুছে ফেলেছি। ইনফ্যাক্ট আমার অনেক পোস্ট ই মুছে ফেলেছি আর কিছু ড্রাফটে আছে।

শুভকামনা।
হ্যাপি ব্লগিং। :)

০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:২৯

এম মশিউর বলেছেন: ভাই, প্রথমে যা পেয়েচি আর কি!!
তবে ভালোবাসা দিবসের পোস্ট দিয়েছিলেন আর কি।।

তবে আমার ব্লগে স্বাগতম। সাথে ধন্যবাদ রইল। :)

১৩| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:০৩

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা আপনার জন্যে। হ্যাপি ব্লগিং।

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:১৪

এম মশিউর বলেছেন: হাসান মাহবুব ভাই,
আপনার প্রথম পোস্টটি সেইরাম হিট। ৩০৩ টি মন্তব্য। বেশ ভালো লিখেছিলান। পাখিদের মনের কথা বুঝতে পেরেছেলিন।

শুভিকামনার জন্য ধন্যবাদ ভাইয়া।। :)

১৪| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭

মিলটন বলেছেন: ধন্যবাদ ভালো হয়েছে।

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:১৭

এম মশিউর বলেছেন: মিল্টন ভাই,
আপনার প্রথম পোস্টে দীর্ঘসূত্রিতার পরে এসেছিলেন জানিয়েছেন। এক লাইনের পোস্ট। ভালো।

আপ্নাকেও ধন্যবাদ।। :)

১৫| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৪১

শিপু ভাই বলেছেন:
খাইছে!!! আমার পোস্ট আছে দেখি!!!

+++++ লন!!! :P

০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৪২

এম মশিউর বলেছেন: ভাই, চিনলেন না!
আপচুচ।। :-*

পিলাচের জন্য ধন্যবাদ।। =p~ =p~

১৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল এবং পরিশ্রমি পোস্ট - নিচে আমার প্রথম পোষ্টের লিংক দিলাম -

Click This Link

০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৫৯

এম মশিউর বলেছেন: ওক্কে মাসুম ভাই,
আপডেট দিয়ে দিচ্ছি!!

কমেন্টের জন্য ধন্যবাদ।। :D :D

১৭| ০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: রথী মহারথীদের ভীড়ে নিজের নাম আর অখাদ্য দেখে ভালো লাগছে ।

কস্টসাধ্য পোস্ট । প্রিয়তে নিলাম ।

++++++++++++++ লন ।

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:০৬

এম মশিউর বলেছেন: মন্ত্রী মহোদয়,
আপনার পরথম পোস্টে তো স্যারকে পচিয়েছেন রাজাকার খেতাব দিয়ে।

যাইহোক, আমার এই অকাম প্রিয়তে নেওয়ার জন্য ধন্যবাদ।
পিলাচের জন্য আবারো ধন্যবাদ।। :D :D :D

১৮| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৩১

রিমন রনবীর বলেছেন: নিজের প্রথম পোস্টে এতগুলা কমেন্ট, হিট পেয়েছেন আর বলছেন কষ্টের পোস্ট কেউ পড়ে নাই /:)
প্রথম পোস্ট হিসেবে আপনার আইডিয়াটা দূর্দান্ত। + দিলাম, দ্রুত জেনারেল/সেফ মোবারক !:#P

১০ ই জুন, ২০১৩ রাত ১২:৫৩

এম মশিউর বলেছেন: রিমন ভাই,
আপনার প্রথম পোস্টটাও কম হিট হয় নি!! খালি পরের হিট দেখে ঈর্ষান্বিত হলে হপে? /:)

পোস্টটা আরেকবার চাইয়া দেখেন। আপনের পরথম পোস্টটাও কেমন জলজল করচে।।

পিলাচের জন্য ধইন্যবাদ।। :D :D

১৯| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৫৬

রহস্যময়ী কন্যা বলেছেন: ++++++++
সুন্দর পোষ্ট :)

১০ ই জুন, ২০১৩ রাত ১:০৪

এম মশিউর বলেছেন: রহস্যময়ী কন্যা,
ধইন্যবাদ।। :D :D :D

২০| ১০ ই জুন, ২০১৩ রাত ২:৪৭

আমিই মিসিরআলি বলেছেন: ভিন্নধর্মী পোষ্ট +++++

১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:২০

এম মশিউর বলেছেন: মিসিরআলি চরিত্রটি একটি রহস্যময়ী চরিত্র!! মিসির আলির সব কয়টা সিরিজ খুব ভালো লেগেছে। আপনার প্রথম পোস্টটি ছিল হুমায়ূন স্যারের জন্মদিন উপলক্ষে। হুমায়ূন আহমেদ আমারও খুব প্রিয়।

ধন্যবাদ। :) :)

২১| ১০ ই জুন, ২০১৩ ভোর ৫:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ও মাই গড, আমার পোষ্টও আছে। অনেক ধন্যবাদ। ওয়েলকাম। শুভ কামনা রইল।

১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৬

এম মশিউর বলেছেন: আপনার প্রথম পোস্টি তো সেইরাম হিট!! দেড় সেঞ্চুরি কমেন্ট, ২০৬২৫ বার পঠিত!! বাব্বাহ!! B-) B-)

এই পোস্ট আমার পোস্টে না থেকে পারে!

আপনাকেও ধন্যবাদ।। :D :D

২২| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:১৯

সোহাগ সকাল বলেছেন: হেহে! :) ভালা পোস্ট!

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:২১

এম মশিউর বলেছেন: হো হো!! এইবার দেখেন। :D :D :D

২৩| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৫২

আমিনুর রহমান বলেছেন:


আপনার ব্লগিং এর যাত্রা শুভ হউক।

১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৬

এম মশিউর বলেছেন: আমিনুর রহমান
আপনাকে ধন্যবাদ।। :)

২৪| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

আহারে প্রথম পোস্ট !
:( :((

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৭

এম মশিউর বলেছেন: হি হিহি!!!

পনি আপু, আপনার অনেক পোস্ট পড়েছি। সামুতে কয়েকমাস ধরে ব্লগ পড়ি মাগার আইডি খুলতে অনেক দেরি হয়ে গেছে। ব্যাপার না। :D

পরের পোস্টে কমেন্ট পাবো তো? /:)

২৫| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

অনির্বাণ তন্ময় বলেছেন:
ভালো বুদ্ধি! :-B

প্লাস।।

২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

এম মশিউর বলেছেন: হুম, দেখতে হবে না! পোস্ট দাতা কে? ;)

প্লাসের জন্য ধইন্য পাতা সাথে গুড়া-মরিচ!! =p~ =p~ =p~

২৬| ২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৪৮

বাংলার হাসান বলেছেন: যথেষ্ট পরিশ্রম করেছেন।

ব্লগে আপনার পথ চলা হোক দীর্ঘ থেকে।

শুভ কামনা রইল।

২৭ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৭

এম মশিউর বলেছেন: সবাই শুণ্য থেকে শুরু করে, আমি না হয় একটু বেশি থেকে শুরু করলাম!
পরিশ্রমটা গায়ে লাগে নি। অল্প অল্প করে অনেক বড় হয়ে গেছে।। ;) ;) ;)


ধন্যবাদ অমি হাসান ভাই।। :) :)

২৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৬

ভূতাত্মা বলেছেন: আশা করছি, খুব তাড়াতাড়ি সেইফ হতে পারবেন!!! :)

দোয়া রইল!!! B:-/

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:১২

এম মশিউর বলেছেন: আগে জেনারেল, তবে তো সেফ! :-B

ভূতাত্মা আমার জন্য দোয়া করেছে, কার বাবার সাধ্য আমাকে সেইফ হতে আটকাবে? X(( X((


:P :P :P

২৮| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৪৩

ভূতাত্মা বলেছেন: আমি যেভাবে যে ওয়াচড থেকে ডিরেক্ট সেভড হয়েছি!! :P :P

০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫৯

এম মশিউর বলেছেন: এত্তো তাড়াতাড়ি আপনি সেফ হইলেন ক্যামনে? সামুকে কি ঘুষ-টুশ দিয়েছেন নাকি? :|| :||

আমিও একটু ইয়ে...। :P :P

২৯| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩

ভূতাত্মা বলেছেন: সামুর ঘাড়ে চেপে বসেছিলাম। :-B :-B

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:১২

এম মশিউর বলেছেন: আর কয়টা দিন যেতে দেন। আরো কয়টা পোস্ট দিই। তারপরেও যদি সেফ না হই, তবে শুধু ঘাড়ে চেপে বসবো না; গলা চেপে বসবো। X(
( তখন সামু সেফ না করে যাবে কোথায়!) :P :P

৩০| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

ভূতাত্মা বলেছেন: কি দরকার ছিল, শুধু শুধু!!! X( X(

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৫

এম মশিউর বলেছেন: সবার নিচে বলে রাগ করলেন? কি করবো বলুন, সিরিয়াল মেইন্টেইন করতে গিয়ে.... :(
টেনশন লইয়েন না, এরপরে আপনাকে উৎস্বর্গ করে একটা পোস্ট দিমু! ;)


প্রিয় ভূতাত্মা!! (সারাহ আপু) B-)

৩১| ১৭ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.