![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বন্ধু অনাহত সোহেল। কথা প্রসঙ্গে লেখক হওয়া সম্পর্কে আমাকে একগাদা উপদেশ দিল। বাঙ্গালিরা আর কিছু না পারুক, ফ্রিতে উপদেশ দিতে বেশ পারে। বন্ধু বলে, ‘তোর যে লেখার ধরন, তা আরেকটু পরিবর্তন করলে আরো ভালো লিখতে পারবি। তোর ঐসব পরিসংখ্যান ধাঁচের, গুগলের ছিটে-ফাটা লিঙ্ক , অন্যের লেখা কপি-পেস্ট, এইসব গুলো এড়িয়ে চললেই পারিস। নিজের মধ্যে থেকে মৌলিক কিছু লেখ। প্রথম প্রথম ভালো না হলেও এক সময় দেখবি ঠিকই ভালো হয়ে গেছে। পরপর দশটা খারাপ লেখার পরে একটা ভালো লেখা আসবেই’।
বন্ধুর এই কথাগুলি মাথার মধ্যে পাকাপোক্তভাবে গেঁথে গেল। মৌলিক লেখা নিয়ে আকাশ-কুসুম চিন্তা করতে লাগলাম। কোন বিষয়ে লেখা যায়, কি লেখা যায়, এইসব হাজারটা প্রশ্ন মাথার ভিতরে কিলবিল করতে থাকলো। যে বিষয়ে ভাবি না কেন, দেখি তা অনেক আগেই রবি ঠাকুর, নজরুল, শরৎ, জীবনানন্দরা লিখে গেছেন! ইনারা মনে হয় পৃথিবীতে আর কোন টপিক্স বাদ রেখে যাননি। তাই মনে মনে এদেরকে হাজারটা গালি দিলাম!
সারাটা দিন ভাবলাম এই মৌলিক লেখা নিয়ে। দিন ফুরিয়ে রাত এলো, মৌলিক লেখার বিষয় খুজে পেলাম না। সারাদিন যেহেতু এই বিষয়টা নিয়ে পায়ের ধুলো মাথায় ফেলেছি, তাই ঘুমের মধ্যেও অচেতনে স্বপ্নের ঘোরে বিষয়টা চলে এসেছে। স্বপ্নে দেখি রবি ঠাকুর আমার সামনে বসে!
আমি লেখক হব জেনে গুরু দেখি আমার উপর চরম চেতে গিয়েছে! গলার স্বরটা একটু চড়া করে ধমকের সুরে বলে, “এই ব্যাটা, তুই লেখক হতে চাস? লেখকের ‘ল’ টা বুঝিস? লেখক হতে হইলে তোকে ঘর-সংসার ত্যাগ করে একনিষ্ঠ অধ্যবসায় করে যেতে হবে। তুই কি পারবি, তোর সমাজকে ছেড়ে একনিষ্ঠ স্বাধনা করে যেতে? তোর সমাজ তোকে সেই সুযোগ দেবে না। তার থেকে ভালো এসব ছেড়ে তোর পরিবার ও সমাজের জন্য ভালো কিছু একটা কর”।
সত্যিই তো, গুরুর কথাগুলো আমার মনকে নাড়া দিয়ে গেল! সমাজ ছোটকালেই আমার হাতে বই তুলে দিয়েছে আর বলেছে, ‘পড় সারা জীবন ধরে, তারপর ছোট-খাটো একটা চাকরি নিয়ে বিয়ে-শাদি করে বাচ্চা উৎপাদন কর’!
তাই গুরুর কথা মত লেখক হওয়ার ব্যর্থ চেষ্টা ছেড়ে দিয়ে লেখাপড়ায় মন দিলাম। আমাকে আমার পরিবার ও সমাজের জন্য কিছু একটা করতে হবে। যদিও লেখক হয়েও সমাজের জন্য অনেক কিছু করা সম্ভব, তবু জানি আমি রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ হতে পারবো না। এইগুলা আমাদের কাজ না। এর জন্য সৃষ্টিকর্তা এক বিশেষ শ্রেণির লোকদের পৃথিবীতে পাঠায়, যারা লিখতে লিখতেই বড় ধরনের লেখক হয়ে যায়। এজন্য তাদের প্রচুর সাধনা করতে হয়।
আমার মনের মধ্যে থাকা লেখক হওয়ার স্বপ্নকে এখানেই গলা টিপে হত্যা করলাম। জানি, গাধাকে দিয়ে হাল চাষ করানো সম্ভব নয়!!
২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৭
এম মশিউর বলেছেন: নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের এসব উড়নচন্ডী স্বপ্ন দেখতে নেই। এদের পরিবার আছে, সমাজ আছে, এদেরকে একটা চাকুরি নিয়ে সাদাসিদে জীবন কাটাতে হয়।।
কমেন্টের জন্য ধন্যবাদ।।
২| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনার ভেতর যে স্পিরিট আছে সেটাকে নষ্ট হতে দিবেন না ।
হ্যাপি ব্লগিং !
২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪০
এম মশিউর বলেছেন: স্পিরিট তৈরি করতে স্পিরিট ল্যাম্প লাগে, যা তেল ছাড়া জ্বলে না। তেল ছাড়া আর সবই আছে রে ভাই!
ধন্যবাদ মন্ত্রী ময়োদয়।।
৩| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৪
নীল-দর্পণ বলেছেন: হা হা হা......
স্বপ্ন কে গলা টিপে হত্যা করলে তো হবে না
২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৪
এম মশিউর বলেছেন: তবে কি স্বপ্নকে বসে বসে পূজো করবো?
আমার কাছে স্বপ্ন আর বাস্তবতা দুইটা দুই রকম।।
ধন্যবাদ ভাইয়া।।
৪| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৯
মায়াবতী নীলকন্ঠি বলেছেন: স্বপ্নকে ছড়িয়ে দিতে হয়...বেধে রাখতে নেই..চালিয়ে যান..ধরা আপনাকে দিবেই
২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৫৭
এম মশিউর বলেছেন: মায়াবতী নীলকন্ঠি,
আপনি খুব ভালো বলেছেন, এইগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমরা কি পারি আমাদের সব স্বপ্ন পুরণ করতে?
তবুও আমরা স্বপ্ন দেখেই বেঁচে থাকি।।
ধন্যবাদ আপনাকে।
৫| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
মাহমুদ০০৭ বলেছেন: হাল্কা চালে সত্যি জীবনবোধ ।
তবে সবকিছুই কিন্তু লড়াই , এটা মাথায় রাখবেন ।
নজরুল , শরত , জীবনানন্দ , মানিক কেহই সোনার চামচ মুখে দিয়ে জন্ম
নেন নি ।
নিজেকে আরো শাণিত করুন , চেষ্টা চালিয়ে যান । এটার উপর কিছু নেই ,
একদিন ঠিকই সফল হবেন ।
আরেকটা জিনিস মাথায় রাখবেন সময় পালটাচ্ছে । উনাদের আর আমাদের সময় এক না ।
আমি আশা করব ফাকে ফাকে হলেই আপনি আপনার চর্চা অব্যাহত রাখবেন ।
আপনার প্রতি শুভকামনা রইল ।
২৫ শে জুন, ২০১৩ রাত ৯:০৫
এম মশিউর বলেছেন: এটা ছাড়া আর কি আছে। জীবনের অবসর সময়গুলো আমরা আমাদের অব্যক্ত চাওয়াগুলো পুরণের ব্যর্থ চেষ্টায় কাটিয়ে দিতে পারি। দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে!
তবু আপনাদের সাথে আছি, থাকবো।
ধন্যবাদ মাহমুদ০০৭ ভাই।
৬| ২৬ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৭
মাগুর বলেছেন: হুর মিয়া, রবী ঠাকুরের বানী পকেটের চিপায় ফালায়া রাখেন
লিখতে থাকেন, আর তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বেশী বেশী পড়তে থাকেন
শুভ কামনা ভাই মশিউর
২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
এম মশিউর বলেছেন: রুবায়েত ভাই,
আর কত পড়বো বলতে পারেন?
সেই ছোট বেলা থেকে পড়া শুরু করেছি! সারা জীবন পড়তেই আছি.।
ধন্যবাদ নিয়েন।
৭| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
ইউর হাইনেস বলেছেন: আমি তোকে লেখক হতে বলি নাই।ব্লগিং করতে বলেছিলাম।আই হেট বই ব্যবসায়ী।।
০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৩
এম মশিউর বলেছেন: অনাহত, আমার বইয়ের ব্যবসায়ী হইতে মুঞ্চায়!!
ব্লগিং করা অনেক কঠিন কামরে.। আমার দ্বারা কিছুই হপে না!!
৮| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:০০
উঠতি বুদ্ধিজীবী বলেছেন: শুভকামনা
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৩৮
এম মশিউর বলেছেন: ভাই, কিসের শুভকামনা?
লেখক না হওয়াতে শুভকামনা! বুদ্ধিজীবীদের মত কথা বলেছেন,
আপনিও ধইরা ফালাইছেন, আমাকে দিয়ে কিছু হবে না।
ধন্যবাদ, বুদ্ধিজীবী!!
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৮
অন্তহীন বালক বলেছেন: পরপর দশটা খারাপ লেখার পরে একটা ভালো লেখা আসবেই!
অবশ্যই, লিখতে থাকুন। স্বপ্নটাকে ছেড়ে দিয়েন না।।