![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি ক্রেডিটঃ ব্লগার কুহক
ছবি বর্ণনায় কাল্পনিক ভালোবাসাঃ প্রথমে ব্লগার অপরিনীতা, পাশে তন্ময় ফেরদৌস, পিছনে ব্লগার কাল্পনিক ভালোবাসা, সামনে ৎঁৎঁৎঁ, পাশে মাহতাব সমুদ্র, পিছনে এ টি এম মোস্তফা কামাল, পাশে ব্লগার মাহবুবুল আজাদ, সামনে ব্লগার এম মশিউর, স্বপ্নবাজ অভি, পিছনে ব্লগার শুভম হাসনাত, পাশে চশমা পড়া তারছিড়া লিমন।
আর ক্যামেরার পিছনে প্রিয় কবি কুহক ভাই। উনার ছবি পরে একদিন আমরা ছবিব্লগ হিসেবে দিব।
============================================
সাহিত্য আড্ডা! নামটা শুনেই যাওয়ার তীব্র ইচ্ছা জাগে মনে। তাই সকল ব্যস্ততা ফেলে ছুটে গিয়েছিলাম এই আড্ডায়। আড্ডায় অনেক ভালো লেগেছে। অনেকেই এসেছিলো এই আড্ডায়। তাদের মধ্যে কিছু মানুষ সম্পর্কে কিছু কথা না বললেই না!
প্রথমেই ধন্যবাদ জানাবো অলওয়েজ ড্রিম (নাইম রানা) ভাইকে; যার সুবাদে এমন একটি আড্ডায় যাওয়ার সৌভাগ্য হল। আজকের আড্ডায় নাইম ভাইকে বেশি ভালো লেগেছে। শুনলাম সামনেই উনার বিয়ে। তাই বিয়ের দাওয়াতের অপেক্ষায় রইলাম।
এরপর যার কথা বলতে হয় সে হল কাল্পনিক_ভালোবাসা। উনি মানুষ হিসেবে চমৎকার। কা_ভা ভাইকে দেখে পুরাই টাস্কি খেয়েছি। উনাকে দেখার আগে ভাবিনি উনি এমন মোটাসোটা একজন মানুষ। কা_ভা ভাইকে চরম আড্ডাবাজ মনে হল। তার সাথে আড্ডা দিতে যে কারোও ভালো লাগবে।
সুদূর যশোর থেকে এসে যিনি আড্ডায় যোগ দিয়েছিলেন ৎঁৎঁৎঁ (ইফতি) ভাই। উনি উনার নিক নামের মতই চমৎকার একজন মানুষ। ভাইয়ের ছোট ছোট দাঁড়িতে একদম কবি কবি লাগছিল। বেশ ভালো লেগেছে ইফতি ভাইয়ের সাথে আড্ডা দিয়ে।
স্বপ্নবাজ অভি ভাইকে পুরাই তামিল নায়কের মত মনে হচ্ছিল! যে যাই বলুক না কেন, অভি ভাইয়ের গোঁফটা দারুন লাগছিল। তামিল নায়ক হিসেবে একদম পারফেক্ট!
আশরাফুল ইসলাম দূর্জয় ভাইকে বেশ নরম-শরম বলে মনে হল। কবিদের সাথে আড্ডা দেওয়া নাকি খুবই কঠিন! কারণ তাদের আড্ডার ভাষাও কবিতার মত কঠিন হয়। দূর্জয় ভাইকেও অনেক ভালো লেগেছে।
কান্ডারী অথর্ব ভাইকে প্রথমে চিনতে পারি নি। উনাকে দেখে মনে মনে ভাবছিলাম, এই জ্ঞানী জ্ঞানী চেহারার মানুষটা কে? পরে নিশ্চিত হলাম_ উনি আমাদের প্রিয় কান্ডারী অথর্ব।
কুহক ভাইকে প্রফেশনাল ফটোগ্রাফার মনে হল। উনার লুকটা চরম লাগছিল। অনেকগুলো ছবিতে পোজ দিয়েছি। কুহক ভাই, ছবিগুলো যদি পেতাম! ব্লগারদের সাথে কয়েকটা ছবিও আমার কাছে অনেক মূল্যবান।
মাহতাব সমুদ্র ভাইকেও যথেষ্ট আড্ডাবাজ মনে হল। তবে আমি নতুন বলে তেমন কথা বলেনি। পরেরবার আমার সাথে কথা না বললে কিন্ত খবর আছে!
স্নিগ্ধ শোভন ভাইকে অনেক শুকনা মনে হল! সারা রাত জাগলে তো এমন শুকনো হবেই। এখন থেকে নিয়মিত ঘুম দেবেন আর শরীরের যত্ন নেবেন।
তারছেড়া লিমন ভাইকেও দেখলাম শেষের দিকে আসতে। উনার সাথে তেমন আলাপ হয়নি। পরের আড্ডায় কিন্তু আলাপ করেই ছাড়বো।
এ টি এম মোস্তফা কামাল ভাইকেও দেখলাম বসে থাকতে। উনার সাথেও কথা বলার সুযোগ মেলেনি।
আমাদের সবার প্রিয় আমিনুর রহমান ভাইকেও দেখলাম সবার শেষে আসতে। উনার সাথে কথা বলার চাঞ্চ পাইনি। পরেরবার আড্ডায় সবার আগে আসবেন। একটু আড্ডা দেওয়ার ইচ্ছা ছিল।
সবার শেষে বলবো প্রিয় তন্ময় ফেরদৌস এর কথা। উনার সাথেও কথা বলার সুযোগ পায় নি। তবে উনার পাশে যে মিষ্টি আপুটা ছিল, উনাকে খুব ভালো লেগেছে। আপুটার নাম মনে নেই; তবে একটা বিড়ালের বাচ্চা দেখে উনাকে খুশি হতে দেখে পুলকিত হয়েছি। সবার অগোচরে দৃশ্যটা আমার দৃষ্টি কেড়েছিল।
আরো যারা এসেছিলেন এ আড্ডায়ঃ
সাইফুল ইসলাম সজীব
শুভম হাসনাত
অপরিনীতা
ঘুড্ডির পাইলট
এহসান সাবির
মাহবুবুল আজাদ
আর যাদের নাম উল্লেখ করা হয়নি, তাদের কাছে স্যরি। পরেরবার যেন তাদের নাম ভুলে যেতে না হয়। পরেরবার সবাই মিলে জমিয়ে আড্ডা দেওয়া যাবে।
বিঃদ্রঃ আজ আমি কারো সাথে তেমন জমিয়ে আড্ডা দিতে পারি নি। প্রথম দিন বলে সবার গতিবিধি লক্ষ্য করছিলাম। কি বলতে কি বলে ফেলবো, তাই কিছুই বলিনি। কেউ গল্প বলে মজা পায়, আর কেউ শুনে মজা পায়! লল!
আড্ডার ফটোসেশন দেখতে কুহক ভাইয়ের এই পোস্টে যান!
যারা আড্ডার খোজ পেলেন না, তাদের জন্যঃ
'সাহিত্য-আড্ডা' গ্রুপে যোগ দিয়ে সাথে থাকুন। পরবর্তী আড্ডার সময় ও স্থান জেনে যাবেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
এম মশিউর বলেছেন: ভাইয়া, চলে আসুন পরের আড্ডায়। সবাই মিলে আড্ডা দেওয়া যাবে।।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
খেয়া ঘাট বলেছেন: পোস্টেই আপনি চমৎকার একটা আড্ডার আবহ তৈরি করলেন। ভালো লাগলো।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
এম মশিউর বলেছেন: খেয়াঘাট বলেছেন, কিন্তু আপনি কি বললেন সেইটা জানার ইচ্ছে ছিল।
আর আপনি আড্ডায় আসতে পারবেন না, এটা জানি। দেশের অনেক কিছুই মিস করবেন!
যেখানেই থাকুন, ভালো থাকুন।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩
হাসান মাহবুব বলেছেন: ভালোই আড্ডা হৈলো দেখা যায়।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
এম মশিউর বলেছেন: কেডা ভাই আপ্নে? আড্ডায় আসতে কি ডর করে?
আবার চুপি চুপি বলে, 'ভালোই আড্ডা হৈলো দেখা যায়'।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: আবারো আড্ডা মিস ।এবার মনে নেই ।২ জ্বর ।কারণে যেতে পারলাম না । আফসোস ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০
এম মশিউর বলেছেন: দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।
পরের আড্ডায় অবশ্যই আসবেন।
শুভ কামনা রইলো।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
অপর্ণা মম্ময় বলেছেন: আড্ডায় যারা যারা ছিল এটা তো তাদের বর্ণনা হলো। আড্ডার আলোচ্য ব্যাপার গুলো জানলে ভালো লাগতো, যেহেতু আমরা অনেকেই সেখানে যেতে পারিনি !
পোস্টে মাইনাস দিলাম।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩
এম মশিউর বলেছেন: আড্ডার আলোচ্য বর্ণনা কাল্পনিক_ভালোবাসা ও স্বপ্নবাজ অভি'র কমেন্টে দেখুন।
মাইনাস দিলেই হবে? আপ্নেরা কই থাকেন? আড্ডায় আসতে পারেন না? যে আসবে না, তার আড্ডার আলোচ্য ব্যাপারে নাক গলানো মোটেই ঠিক না!
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০
মামুন রশিদ বলেছেন: বাহ! চমৎকার । ইফতি আর তন্ময়ের সাথে দেখা হলে দারুণ হত
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৩
এম মশিউর বলেছেন: ইফতি ভাই যশোর থাকে, তবুও মাঝে মাঝে আসবেন বলেছে। আর তন্ময় ভাইয়া পরের আড্ডায় থাকবেন আশা করি।
পরের আড্ডায় চলে আসুন। দেখা হবে।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪
শিপু ভাই বলেছেন: Ami daoat peyechilam. Kintu dhakar baire chilam. :-(
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৬
এম মশিউর বলেছেন: শিপু ভাই, আপনাকে খুব মিস করেছি।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬
আমিনুর রহমান বলেছেন:
তন্ময়ের পাশে মিষ্টি আপুটা ছিল ব্লগার অপরিনীতা। আর আমার নাম ভুল লিখায় তেব্র প্রতিবাদ ।
পোষ্টে জব্বর একখানা প্লাস
আর উহা সাহিত্য আড্ডা নয় গাড্ডা ছিলো
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬
এম মশিউর বলেছেন: ভুল হইয়া গেছিল। ঠিক করে দিয়েছি। তাড়াহুড়ো করে লিখতে গিয়ে এমনটি হয়েছে।
আর আড্ডায় আপনার সাথে কথা বলার সুযোগ পেলাম কয়? গাড্ডায় তো!
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন পর একটা প্রানবন্ত আড্ডা হলো। হাসতে হাসতে সাধারনত মানুষের পেট ব্যাথা করে কিন্তু আমার ব্যাথা করছে পা।
কি বিপদ!
যদিও পোষাকি নাম সাহিত্য আড্ডা কিন্তু বাস্তবে ঠিক কতখানি আলোচনা হয়েছে সে নিয়ে আমার বেশ সন্দেহ আছে। ব্যতিক্রম প্রয়াত ইমন জুবায়ের ভাই এর কিছু নির্বাচিত লেখা নিয়ে বই বের করার প্রচেষ্টা সংক্রান্ত আলোচনাটি। ব্লগার সাইফুল ইসলাম সজীব এই নিয়ে সকলের সাথে আলোচনা করছেন। কবি কুহক ভাই এই ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছেন। আশা করা যায় অন্য যারা কাজ করছেন তাদের সাথে সম্বনয় করতে পারলে একটা ভালো কাজ হবে।
এছাড়াও এসেছিলেন, ব্লগার এ টি এম মোস্তফা কামাল ভাই। স্বল্পভাষী একজন চমৎকার মানুষ, তারছেড়া লিমন, প্রিয় কবি ৎঁৎঁৎঁ।
সব শেষে এসেছিলেন ঘুড্ডির পাইলট। তার মুখের ভাষা শুনলেই বুঝা যায় তিনিই বিনোদনের পাইলট!
আরো ছিলেন একদিন বয়সী একজন নতুন ব্লগার শুভম হাসনাত। বেশ ক্রিয়েটিভ একজন ব্লগার। মডুদের কাছে অনুরোধ তাকে নির্দিষ্ট সময়ের সাথে সাথে সেফ বা জেনারেল করা যায় কিনা।
আরো অনেকেই ছিলেন, যাদের নাম মনে করতে পারছি না। সব মিলিয়ে কোন স্থানে ২৫-৩০ জন ব্লগার এক সাথে হওয়া মানে একটি চমৎকার ব্যাপার।
আর প্রিয় ব্লগার তন্ময় ফেরদৌস এর সাথে এসেছিলেন প্রিয় ব্লগার অপরিনীতা। ব্যস্ততার কারনে তিনি দূরে আছেন, তিনি কথা দিয়েছেন অচিরেই তিনি আবার ব্লগে ফিরে আসবেন।
আজকে মোটামুটি যে বিষয়ে দৃষ্টিপাত হয়েছে সবাই ভালো ব্লগিং এর ব্যাপারে বেশ সিরিয়াস। কেউ গল্প নিয়ে ভাবছেন, কেউ নতুন ফিচার নিয়ে ভাবছেন, বই কিনছেন, পড়াশুনা করছেন নিঃসন্দেহে চমৎকার একটা ব্যাপার।
প্রতি মাসে এমন একটা আড্ডা আয়োজন করার জন্য ব্লগার অলওয়েজ ড্রীমকে ধন্যবাদ। এই আড্ডায় দুই স্বপ্ন ভিত্তিক ব্লগার, মানে স্বপ্নবাজ অভি এবং অলওয়েজ ড্রিম- তাদের নামকরনের পিছনের রহস্য উম্মোচিত হয়েছে। পরবর্তীতে কোন এক সময়ে ব্লগীয় আকিকার মাধ্যমে তা প্রকাশ করা হবে।
পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ। তবে আপনার স্বাস্থের সাথে সাথে আপনার চোখের দৃষ্টি চিকন ও ছোট । সেহেতু আমার স্বাস্থ্যের প্রকৃত দৈর্ঘ্য ও প্রস্থ বুঝতে পারেন নি।
নিয়মিত শাকসব্জি ও ছোট খেলে এবং ডাক্তারের পরামর্শ নিলে আপনি পোষ্টে সঠিক উপমা লিখতে পারতেন। সেই ক্ষেত্রে বলতেন, কাভা ভাই- এক দৃশ্যমান মানব পর্বত এর নাম। যাহার প্রস্থ যাচাই করিতে গেলে এই পোষ্টের দৈর্ঘ্য অনন্ত হইবার সম্ভবনা আছে।
হাহ!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০১
এম মশিউর বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাই, আড্ডা সম্পর্কে এমন সুন্দর ও সাবলীল বর্ণনা দেওয়ার জন্যে যা আমি কখনোই পারতাম না।
আমি একজন ফাঁকিবাজ ব্লগার। ঘুড্ডির পাইলট আসার আগেই কেটে পড়েছি। রাত হয়ে গিয়েছিল বলেই চলে আসতে বাধ্য হয়েছি।
আর উপমা দেওয়ার মত জ্ঞান এখনো রপ্ত করতে পারি নি। যেদিন পারবো, সেদিন বুঝবেন আমিও আপনাদের সারিতে থাকবো। তবে শাকসব্জি ঠিকমতো খাচ্ছি, আর ডাক্তার হিসেবে আপনারা তো আছেনই। ফ্রি কিছু পরামর্শ দিয়ে দিবেন এই ছোট ভাইকে।
আর ভালো থাকুন, আরো মোটা হোন, _এই কামনায়।।
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
সবই বুঝলাম কিন্তু এই আমিনুর ইসলাম টা আবার কেরে ভাই ? উনাকেতো আড্ডায় দেখিনাই।
কিন্তু আড্ডায় সাহিত্য বিষয় নিয়ে কিছু না হওয়ায় তেব্র প্রতিবাদ জানাই।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
এম মশিউর বলেছেন: তাড়াতাড়ি লিখতে গিয়ে এমনটি হয়েছে।
আর আড্ডায় সাহিত্য বিষয়টা আপনেরাই না উত্থাপন করবেন। আমরা নতুনরা তো দেখতে গিয়েছিলাম, যে আড্ডা কেমন হয়! চুপচাপ দাঁড়িয়ে থাকা, আর ঘুম মেরে বসে থাকার মধ্যেই আড্ডা দিলে আমাদের কি করার।
সিনিয়র ব্লগারদের প্রতিও তেব্র প্রতিবাদ।।
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আরও একজন ব্লগার ছিলেন এহসান সাবির উনার নামটি প্লীজ এড করেন পোস্টে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
এম মশিউর বলেছেন: এড করেছি ভাইয়া।
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫
এহসান সাবির বলেছেন: আমিও ছিলাম.......
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৪
এম মশিউর বলেছেন: কোথায় লুকিয়ে ছিলেন ভাই? আপনার সাথে দেখা হল না কেন?
আমাকে দেখেছেন?
১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭
ডাঃ নাসির বলেছেন: চমৎকার লিখেছেন । ধন্যবাদ
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০২
এম মশিউর বলেছেন: ধন্যবাদ ভাই।
আড্ডায় এসেন। দেখা হবে।
১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫
প্রিয়তমেষূ বলেছেন: বাহ্ ব্লগার পরিচিতি বেশ ভালো হয়েছে......।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৬
এম মশিউর বলেছেন: সেটাই।
ভালো থাকবেন।।
১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: আড্ডার বিষয়বস্তু সম্পর্কে উপরে কা_ভা প্রাণবন্ত আলোচনা করেছেন ! ওনার অগোচরে আমি আর ইফতি (ৎৎৎ) ভাই , সমন্বয়ক ড্রিম ভাইয়ের সাথে কবিতার ছন্দ নিয়ে আর কবিতা সংকলনের মূল বিষয়বস্তু নিয়ে খানিকটা আলোচনা করেছি! ড্রিম ভাই আমাদের ছন্দের ব্যাকরণ নিয়ে সিরিয়াস হবার আহবান জানিয়েছেন ! আমি আর ইফতি ভাই ওনাকে পরিস্কার জানিয়ে দিয়েছি কবিরা ব্যাকরণের কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত নয়
, বেশী বাড়াবাড়ি করলে বন্ধুকে সাথে নিয়ে মুক্তি সংগ্রামে নামবো !
আড্ডা তো আড্ডাই , কোন নিয়ম নেই , খুব প্রাণবন্ত আড্ডা হয়েছে !
আর পোষ্টদাতা মশিউর কে দেখেও ভালো লেগেছে ! আমার এক্সপেরিমেন্টাল গোঁফ নিয়ে তার সাধুবাধের জন্য বিশেষ কৃতজ্ঞতা!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৬
এম মশিউর বলেছেন: অভি ভাই, পরেরবার বন্ধুকে আনার ব্যবস্থা করেন। বন্ধু ছাড়া আড্ডা হতে পারে না।
আমাদের দাবি মানতে হবে।
১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১
*কুনোব্যাঙ* বলেছেন: যেতে পারলে ভালো লাগতো আর যাওয়ার ইচ্ছাও ছিল কিন্তু বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখে সন্ধ্যা পার হয়ে গেছে
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৯
এম মশিউর বলেছেন: আপনাকে মিস করেছি খুব। পরেরবার চলে আসুন। আড্ডা দেওয়া যাবে।।
১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জমজমাট আড্ডাই বলতে হবে।
একদিনে অনেকের সাথে দেখা হয়ে গেল।
সবাই বেশ আন্তরিক, বন্ধুবৎসল এবং সাহিত্যানুরাগী।
আড্ডা নিয়মিত হলে ভালোই হয়।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১০
এম মশিউর বলেছেন: অবশ্যই জমজমাট। অনেকের সাথে দেখা হয়েছে।
আড্ডা নিয়মিত করার আহবান জানাই।
ধন্যবাদ দূর্জয় ভাই।
১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮
সুমন কর বলেছেন: আড্ডাতো ভাল হয়েছে। কিন্তু আমিতো দাওয়াতই পেলাম না !! নতুন ব্লগার!!
তবে না যেয়েও আড্ডার মজাটা অনুভব করতে পাচ্ছি।
ভালো পোস্ট।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২২
এম মশিউর বলেছেন: ভাই, আমিও নতুন ব্লগার!
আর আপনি এই গ্রুপে আসুন। দাওয়াত নিয়মিত পাবেন।।
https://www.facebook.com/groups/sahitto.adda/
ধন্যবাদ
১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো পোস্ট হয়েছে। আমার নামের সাথে পলাশ নাই। ওটা দয়া করে ঘ্যাচাং করে দিন। আড্ডা আসলে জমজমাট ছিলো। ছোট বড়ো একাধিক গ্রুপে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৬
এম মশিউর বলেছেন: ঘ্যাচাং দিয়েছি!
আড্ডা বেশ ভালো হয়েছে। ভবিষ্যতে আরো আড্ডা হবে।
২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সেলিম আনোয়ার আর শিপু ভাইয়েরে সাথে আজ দেখা হবে এ আশা ছিলো। পরের বার নিশ্চয়ই দেখা হবে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৪
এম মশিউর বলেছেন: আশ করছি দেখা হবে। আরো ব্লগাররা আসুক, এটা চাই। ব্লগারদের মিলনমেলা।
ধন্যবাদ ভাই।
২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
জন সাধারণের সামনে আমারে একটা সাজেশন দিয়ে দিলেন আপনার অবস্থাও কিন্তু ভাই আমার চেয়ে বেশি ভাল না :#>
আসুন আমারা দুজনেই জিমে ভর্তি হই।
আড্ডা চমৎকার হয়েছে। বিশেষ করে ইফতি ভাইর সাথে পরিচয় হয়ে খুব ভাল লাগলো। আর যে আড্ডাই কা_ভা, ইফতি, ঘুড্ডির পাইলট ও সপ্নবাজ অভি থাকে সেই আড্ডা না জমার কোন কারণ নাই।
সব মিলিয়ে দুর্দান্ত একটা সময় কাটিয়েছি।
যদিও আড্ডার জন্য আমার পোষ্ট রেডি করতে কষ্ট হয়ে গেছে।
সব শেষে ড্রিম ভাইর বিয়ের অপেক্ষাই রইলাম।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৪
এম মশিউর বলেছেন: যে আড্ডাই কা_ভা, ইফতি, ঘুড্ডির পাইলট ও সপ্নবাজ অভি থাকে সেই আড্ডা না জমার কোন কারণ নাই।
ঘুড্ডির পাইলটকে মিস করেছি। রাত হয়ে যাওয়ায় চলে এসেছিলাম, যদিও আরো থাকার ইচ্ছে ছিল।
আর জিমে যাওয়ার জন্য রেডি থাইকেন! দুজনে সেম-সেম।।
২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০
অপর্ণা মম্ময় বলেছেন: মন্তব্য থেকে কিছু কিছু ব্যাপার জানা হল আড্ডা বিষয়ে ।
আমি আসতে পারি নাই দেইখা এম্নে বলতে পারলা ? আবারও মাইনাস -
নেক্সট কখনো আইসা আমিও দেখাইয়া দিমু
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৩
এম মশিউর বলেছেন: এতো মাইনাস আমি কই রাখুম?
কবে আসছেন আপু? আসার সময় বাবাইকে সাথে আনবেন। আমি উনার আর্টের বড় ফ্যান!
২৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫
আমিনুর রহমান বলেছেন:
@সুমন কর, আড্ডায় তুমি ছিলে না কিন্তু তোমার নামটাও উচ্চারিত হয়েছিল। ব্লগের সাহিত্যিকদের অনেকেই যে বিজ্ঞানের সাথে বসবাস আর সাহিত্যের সাথে পরকিয়া করছে সে প্রসঙ্গেক্রমে তোমার কথা চলে এসেছিলো। তোমার ডিপার্টেমন্টের একজনের সাথে কথা বলতে গিয়ে তোমার কথা অবতারনা করেছিলাম। ব্লগার ৎঁৎঁৎঁ (ইফতি) ঢাবির ম্যাথে পড়ত।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬
এম মশিউর বলেছেন: আমিও বিজ্ঞানেরই ছাত্র। তাই সাহিত্য ভালো বুঝি না। বাংলা পরীক্ষার সপ্তাহখানেক আগে পড়া শুরু করতাম। তবে কমন একটা মার্ক পেতামঃ ৭০ এর কাছাকাছি। ৮০ কখনো পেতাম না।
আর অন্যান্য সময় বিজ্ঞান নিয়েই পড়ে থাকতাম।
২৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৩
খাটাস বলেছেন: আফসোস কেউ দাওয়াত ও দেয় না, নিজে ও খোঁজ খবর নেই না।
পোস্ট টা ই অদ্ভুত লাগছে, অন্য রকম একটা ভাব। আপনাদের আড্ডার প্রতিবিম্ব মনে হচ্ছে।
পোস্টের জন্য অনেক ধন্যবাদ ভাই।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮
এম মশিউর বলেছেন: ভাই, এখন কেউ দাওয়াত দেয় না। জোর করে দাওয়াত ছিনিয়ে নিতে হয়। আপনাকেও আড্ডায় দেখতে চাই।
যেন ব্লগারদের মিলনমেলা।।
ভালো থাকবেন।।
২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৫
তন্ময় ফেরদৌস বলেছেন:
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২২
এম মশিউর বলেছেন:
তন্ময় ফেরদৌস ভাই, পরের আড্ডায় আপনাকে যেন পায়। নইলে খবর আছে!
২৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৫
মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই আমাদের না জানাইয়াই আড্ডা টা দিছেন, একটু বললে কি হইত, আমরা তো আসতাম জানলে.....।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬
এম মশিউর বলেছেন: ভাই, আমাকেও কেউ জানাইনি। গ্রুপে কাল একটা পোস্ট দিয়েছিল। পরে অলওয়েজ ড্রিম ভাইয়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করে গিয়েছিলাম।
সাহিত্য-আড্ডা গ্রুপে তাড়াতাড়ি জয়েন করেন। (লিঙ্ক পোস্টের নিচে দেখেন)
২৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৭
মাহবুবুল আজাদ বলেছেন: প্রথমবার এরকম একটা ব্লগ আড্ডায় থাকতে পেরে অনেক ভাল লেগেছে...................।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
এম মশিউর বলেছেন: ভাই, আড্ডায় থেকেও আপনার সাথে মিস হয়ে গেছে। আসলে আমারই দোষ। চুপ করে সবাইকে লক্ষ্য করছিলাম শুধু। ভাই, পরের বার আড্ডায় আপনার সাথে আড্ডা দেওয়ার ইচ্ছে প্রকাশ করলাম।
ভালো থাকবেন মাহবুবুল আজাদ ভাই।
২৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “কেউ গল্প বলে মজা পায়, আর কেউ শুনে মজা পায়!”
....কেউ আবার পড়েও মজা পায়
ধন্যবাদ আড্ডা সম্পর্কে জানাবার জন্য। মন্তব্য ও প্রতিমন্তব্য থেকে অনেক কিছু জানতে পারলাম।
আড্ডার দিন তারিখ স্থানসহ আগামি কয়েক বছরের একটি কর্মসূচি দিয়ে দেয়া হোক....যেন সহব্লগার *কুনোব্যাঙ* এর মতো ওই দিন বিকালে ঘুমাতে পারি
মানে, প্রতিবারেই ঘুমাবো না, মাইঝে মাইঝে আরকি!... ( ফান করলাম )
আবারও ধন্যবাদ
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
এম মশিউর বলেছেন: আপনাকেই খুজছি আড্ডাতে। সাহিত্য-আড্ডা গ্রুপে জয়েন করে সব জানতে পারবেন। পরের আড্ডায় চলে আসুন ভাই।
সবাই মিলে আড্ডা না হোক, একটা গাড্ডা দেওয়ার ইচ্ছে ছিল।
২৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫১
মাহতাব সমুদ্র বলেছেন: হুম এরপর বলবো.।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪
এম মশিউর বলেছেন: কি ভাই, ভয় পাইছেন নাকি?
হুমকিতে কাজ হয়েছে দেখি!
৩০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: খেয়া ঘাট বলেছেন: পোস্টেই আপনি চমৎকার একটা আড্ডার আবহ তৈরি করলেন। ভালো লাগলো।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১২
এম মশিউর বলেছেন: তাড়াহুড়ো করে পোস্ট দিয়েছিলাম। ইন্সট্যান্ট একটা পোস্ট। আড্ডা থেকে রুমে এসেই পোস্ট দেওয়ার লোভ সামলাতে পারলাম না।
ভালো থাকবেন।
৩১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
নেক্সাস বলেছেন: amra to janlam e na
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭
এম মশিউর বলেছেন: নিচে স্বপ্নবাজ অভি ভাইয়ের কমেন্ট টা পড়েন।
আমারেও কেউ জানাইনি। আমি নিজে জেনে নিয়েছি।
৩২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬
ডট কম ০০৯ বলেছেন: আফসুস যাইতারলাম না।
এর পরেরবার আডডা হলে জানায়েন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১০
এম মশিউর বলেছেন: আড্ডায় যোগ দিয়ে সাথে থাকুন। সময় মত সব জানতে পারবেন। আফসুস কইরা কোন লাভ নেই।
পরের আড্ডায় দেখা হবে।
ভালো থাকবেন।
৩৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
আমিনুর রহমান বলেছেন:
আবার ভুল
ব্লগার পরিণীতা না অপরিনীতা
আর ছবিতে তারছেড়া লিমন এর পিছনে ব্লগার শুভম হাসনাত
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
এম মশিউর বলেছেন: ভুলে ভুলে জর্জরিত!
ঠিক করে দিচ্ছি ভাই।
৩৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আড্ডাতো ভাল হয়েছে। কিন্তু আমিতো দাওয়াতই পেলাম না !!
নতুন ব্লগার!!
আমি যদিও সেফ হয়েছি দুই বছরেরও ওপরে কিন্তু ব্লগে আমার
মৌন উপস্থিতি ইত্যকালের...।
লেখক আমাদের ফেবুর থেকে যে আড্ডার পরবর্তীকা জানতে
বলেছেন তাতে আমি মোটেই সহমত নই,
আমি ব্লগের সাথে ফেবু মেশানোর বিরোধিদের একজন ৷
ব্লগ থেকে নোটিফিকেশন (যাদেরকে মনে ধরে..) পেলে ভালো হয় ৷
সবাইকে অনেক ধন্যবাদ...।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
এম মশিউর বলেছেন: ব্লগে এমন একটা ব্যবস্থা থাকলে তো বেশ সুবিধে হত।
যেহেতু ব্লগে এমন কোন ব্যবস্থা নেই, তাই ফেবু'র সাহায্য ছাড়া কোন উপায় নেই।
যেভাবেই হোক, আড্ডা তো! চলে আসুন পরের আড্ডায়, দেখা হবে।
ভালো থাকবেন।
৩৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
সায়েম মুন বলেছেন: বাহ! খুব ভাল লাগলো পোস্টটা। একটা আড্ডার আমেজ পোস্টেও তুলে ধরেছেন।
কাভাকে মনে করেছিলাম পিচ্চিপাচ্চা পোলা। এখন তো দেখি আমারে এক হাতে নাচাতে পারবে। ইফতি দেখি পুরোদস্তর কবি বেশভূষায় আগত!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০
এম মশিউর বলেছেন: ভালো লাগা জেনে খুশি হলাম।
আমিও কা_ভা ভাইকে এমনটা ভাবি নি। তবে উনি মানুষ হিসেবে খুবই দারুন একজন মানুষ। খুব সহজেই সবার সাথে ফ্রি হয়ে যান।
আর ইফতি ভাই তো আড্ডা টা জমিয়ে রাখছিলেন। ভাই পুরোদস্তর কবি হয়ে গেছেন।
তবু ঘুড্ডির পাইলটকে মিস করেছি, উনি শেষে এসেছিলেন বলে।
সায়েম মুন, আপনিও আসুন আমাদের পরের আড্ডায়।।
৩৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫
অপরিনীতা বলেছেন: গতকালের আড্ডা এমনিতেই বেশ চমৎকার ছিল। আজকে এই পোস্টটা দেখেই মনটা আরো ভালো হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে মশিউর ভাই। আপনি যে আমার বিড়াল-প্রীতি লক্ষ্য করেছেন সেটা জেনে খুশি হয়েছি খুব।
সবার সাথে পরিচিত হতে পেরে খুব ভালো লেগেছে।
সাহিত্যচর্চাকে এভাবেই নিজেদের মধ্যে বসিয়ে নিয়ে আমরা সবাই মিলেই বাংলা ব্লগিংকে আরো এগিয়ে নিয়ে যাবো.......
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
এম মশিউর বলেছেন: আপনি যেই বিড়ালটা ধরতে গেছেন, আর কা_ভা ভাই তো চমকে লাফ দিয়ে উঠেন; কারণ বিড়ালটা ছিল কা_ভা ভাইয়ের পিছনে।
বেশ ভালো লেগেছে আপু।
পরের আড্ডায় অবশ্যই আসবেন।
৩৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
স্বপ্নবাজ অভি বলেছেন: @ সম্মানিত নেক্সাস ভাইঃ এই আড্ডার সমন্বয়ক হচ্ছেন ব্লগার অলওয়েজ ড্রিম। উনি সীমাহীন ব্যাস্ততার ভিতরে সময় বের করছেন , চাকুরী সূত্রে উনি গাজীপুর থাকেন , ঢাকায় সপ্তাহে ১ দিন থাকেন , সেদিন উনি ব্লগে , ফেসবুকে সময় দেন। তাই হয়তো আমাকেই আপনাকে জানাতে হচ্ছে ! ব্লগার অলওয়েজ ড্রিম ব্লগেই সামুভিত্তিক আমাদের একটি সাহিত্য-গ্রুপ থাকা উচিত পোষ্ট দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন ! ওখানে একটি ফেসবুক গ্রুপের লিঙ্ক দেয়া আছে আগ্রহীরা সেখানে যোগাযোগ করে মিলিত হয়েছে ! প্রথম আড্ডায় উপস্থিতি খুবই কম ছিল , সেই আড্ডা নিয়ে আরেকটি ব্লগারদের সাথে একত্রে আড্ডাবাজি কিংবা যে ভাললাগার শেষ নেই পোষ্ট দিয়ে আবারো ফেসবুক গ্রুপে যোগ দেয়ার আহবান জানানো হয়েছিল! তারপর গতকাল কিছু মানুষ পাওয়া গেছে! কারো সাথেই ব্যাক্তিগত পর্যায়ে যোগাযোগ করা হয়নি ,তাই আলাদা ভাবে কাউকে দাওয়াত ও করা হয়নি , পোষ্ট দেখে যাদের ইচ্ছে হয়েছে তারাই এসেছে! আশা করি পরের আড্ডায় যদি আমি থাকতে পারি তাহলে দেখা হবে আপনার সাথে !
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
এম মশিউর বলেছেন: যদি আমি থাকতে পারি মানে? অবশ্যই থাকতে হবে।
আর গোঁফ টা যেন কাটাইয়া ফেলেন না। আপনাকে হেব্বি লাগছিল!
!
৩৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০
স্বপ্নবাজ অভি বলেছেন: @ সম্মানি্ত সুমন দাঃ
এই আড্ডার সমন্বয়ক হচ্ছেন ব্লগার অলওয়েজ ড্রিম। উনি সীমাহীন ব্যাস্ততার ভিতরে সময় বের করছেন , চাকুরী সূত্রে উনি গাজীপুর থাকেন , ঢাকায় সপ্তাহে ১ দিন থাকেন , সেদিন উনি ব্লগে , ফেসবুকে সময় দেন। তাই হয়তো আমাকেই আপনাকে জানাতে হচ্ছে ! ব্লগার অলওয়েজ ড্রিম ব্লগেই সামুভিত্তিক আমাদের একটি সাহিত্য-গ্রুপ থাকা উচিত পোষ্ট দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন ! ওখানে একটি ফেসবুক গ্রুপের লিঙ্ক দেয়া আছে আগ্রহীরা সেখানে যোগাযোগ করে মিলিত হয়েছে ! প্রথম আড্ডায় উপস্থিতি খুবই কম ছিল , সেই আড্ডা নিয়ে আরেকটি ব্লগারদের সাথে একত্রে আড্ডাবাজি কিংবা যে ভাললাগার শেষ নেই পোষ্ট দিয়ে আবারো ফেসবুক গ্রুপে যোগ দেয়ার আহবান জানানো হয়েছিল! তারপর গতকাল কিছু মানুষ পাওয়া গেছে! কারো সাথেই ব্যাক্তিগত পর্যায়ে যোগাযোগ করা হয়নি ,তাই আলাদা ভাবে কাউকে দাওয়াত ও করা হয়নি , পোষ্ট দেখে যাদের ইচ্ছে হয়েছে তারাই এসেছে! আশা করি পরের আড্ডায় যদি আমি থাকতে পারি তাহলে দেখা হবে আপনার সাথে !
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮
এম মশিউর বলেছেন:
৩৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
আমিনুর রহমান বলেছেন:
আবার ভুল
অভি'র নিক গেলুল না গেলু
কারো নাম বিকৃতি করা ভীষণ অন্যায়
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
এম মশিউর বলেছেন: ভাই, কালকের আড্ডায় গেলুল কথাটা প্রথম শুনলাম!
কান্ডারী অথর্ব ও অভি ভাই কে নিয়ে এই উক্তিটি করেছেন- কাল্পনিক_ভালোবাসা!
তাই অভি ভাইয়ের সাথে একটু ফান করলাম। নাম বিকৃতির অপচেষ্টা করবো না কখনো।
৪০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
এম ই জাভেদ বলেছেন: আমি আড্ডা খুব ভালা পাই। ব্লগারদের সাথে ভার্চুয়ালি পরিচিত হয়ে ভাল লাগল।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৩
এম মশিউর বলেছেন: ভার্চুয়াল জাল ছেড়ে চলে আসুন আমাদের আড্ডায়।
ভালো থাকবেন।।
৪১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক মিস করছি সবাইকে। কাল একদম সময় দিতে পারিনি। অফিসিয়াল গেট টুগেদার ছিলো। সেখানেও অনেক মজা পেয়েছি। আর কুহক ভাইয়ের ছবি আছে আমার কাছে। এই নিন দিয়ে দিলাম।
সবার ছবি আমার কাছে নেই। অনেকে পরে আসছেন। তাই ছবি পোস্ট দিতে পারলাম না। দুঃখ। তবে যাদের সাথে দেখা হলো আশা করি তারা নিয়মিত হবেন। খুব বেশি তো না। মাসে মাত্র একদিন।
আচ্ছা ইনি কে? নাম ভুলে গেছি।
ভালো থাকবেন সব সময়।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০১
এম মশিউর বলেছেন: কুহক ভাইয়ের ছবি দেখেই চিনতে পেরেছি।
কিন্তু নিচের পুলাডা কেডা? আমিও তো চিনতে পারলাম না। ও চিনেছি।
কিন্তু পুলাডার এ কি অবস্থা? কিছুদিন আগের একটা ফটো ছিল আমার কাছে। সেই ফটোর সাথে কোন মিল নেই!
সজীব ভাই। আড্ডাতে আপনার সাথে তেমন কথা হয়নি। পরে কিন্তু পুষিয়ে নেব। আবার দেখা হবে ভাই। মনে থাকে যেন।
৪২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৬
তারছেড়া লিমন বলেছেন: চমৎকার কিছু সময় কাটানোর সৌভাগ্য হল । সকল সহ-ব্লগার ভাইদের ধন্যবাদ। আমিনুর ভাই , কাভা ভাই, ঘুপা ভাই, মশিউর ভাই,কুহক ভাই , ড্রীম ভাই, অভি ভাই, মাহবুবুল আজাদ ভাই , মাহতাব সমুদ্র ভাই, এ.টি.এম.মোস্তফা কামাল ভাই, ইফতি (ৎৎৎ) ভাই, এহসান সাবির ভাই,কান্ডারী অথর্ব ভাই, তন্ময় ফেরদৌস ভাই , অপরিনীতা আপু, শুভম হাসনাত ভাই আপনাদের অনেক মিস করছি । আসলে ঢাকা থেকে অনেক দূরে থাকি দেখা হয় না আর সহজে ঢাকাতে আসা ও হয়ে ওঠে না।
সবাই কে কুষ্টিয়া ঘুড়ে যাবার আমন্ত্রন রইল।
ঘুপা ভাই গিফট এর জন্য অনেক ধন্যবাদ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০
এম মশিউর বলেছেন: আপনার বাড়ি কুষ্টিয়ায়? আগে কইবেন না! আপনি তো আমার দেশী হইয়া গেলেন! বৃহত্তর কুষ্টিয়া মানে মেহেরপুরের গাংনী বাড়ি আমার।
হুর মিয়া! বাড়ি গেলেই কুষ্টিয়া ঘুরে যায়, আর আপনি কুষ্টিয়া ঘুরার আমন্ত্রন দেন?
লিমন ভাই, আসতেছি আপনার বাড়ি! রেডি থাকুন।
৪৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫
তারছেড়া লিমন বলেছেন: আমি রেডি আছি চলে আসুন..................আমার ও জানা হল আপনি আমার দেশি......
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:২২
এম মশিউর বলেছেন: লিমন ভাই, ব্লগে বৃহত্তর কুষ্টিয়ার ব্লগার দের একটা লিস্ট থাকা দরকার। কি বলেন?
৪৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩
আরজু পনি বলেছেন:
আমি যখন ভেজালে ছিলাম, ঠিক সেই সময়ই আড্ডা হলো
মাইনাস মাইনাস
কানতে কানতে প্রিয়তে লটকাইলাম
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৩৮
এম মশিউর বলেছেন: আড্ডা তো আরো আছে, নাকি?
সবাই মিলে এতো মাইনাস দিলে ক্যামনে কি?
কাইন্দা কুনু লাভ নাই!
৪৫| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২১
ৎঁৎঁৎঁ বলেছেন: আপাতত সংক্ষিপ্ত ভালোলাগা জানাই! এখন অফিসে, বাড়ি গিয়ে বিস্তারিত লিখতে চাই!
প্রথমেই বলতে হবে সবার সাথে দেখা হওয়ার, আড্ডা দেওয়ার অনুভুতিটা এক কথায় অসাধারন! এদের সবাইকে এত চিনি মনে হয়, অথচ কখনও দেখা হয়নি, মুখোমুখি কথা বলা হয়নি, তাদের অনেককে একসাথে পাওয়া খুবই দারুণ একটা ব্যাপার!
সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো! সামনের আড্ডায় আমি নিজে উপস্থিত থাকতে চাই তো বটেই, আরও অনেক ব্লগ বন্ধুকে চাই!
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩
এম মশিউর বলেছেন: ইফতি ভাই,
আপনি অনেক মজার মানুষ। আড্ডা জমিয়ে রাখতে পারেন বেশ। প্রথম দিনেই আপনি কত মিশুক!
যে আড্ডাই কা_ভা, ইফতি, ঘুড্ডির পাইলট ও সপ্নবাজ অভি থাকে সেই আড্ডা না জমার কোন কারণ নাই।
আড্ডায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। পরের আড্ডায় আরো অনেক ব্লগার উপস্থিত থাকবেন।
আবার দেখা হবে ভাই। শুভ কামনা রইলো।
৪৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০
স্বপনচারিণী বলেছেন: মন্তব্য পড়তে পড়তে আমিও আড্ডায় যোগ দিয়ে ফেলেছিলাম। খুব ভাল লাগলো। এমনই উচ্ছল, প্রনবন্ত হয়ে উঠুক আমাদের সবার জীবন। শুভ কামনা।
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২
এম মশিউর বলেছেন: কোন একদিন চলে আসুন আমাদের আড্ডায়।
প্রতি মাসের শেষ শুক্রবার, পাবলিক লাইব্রেরী চত্বর, শাহবাগ।
৪৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৪
স্বপনচারিণী বলেছেন: সময়তো জানালেন না! চিনবো কিভাবে আপনাদের? আমি অনেকটা ফেস ব্লাইনড। সময় পেলে, সময় মিললে অবশ্যই আসবো।
১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮
এম মশিউর বলেছেন: ফেসবুকে 'সাহিত্য আড্ডা' নামে একটা গ্রুপ আছে। লিঙ্ক থেকে বিস্তারিত জানতে পারবেন। https://www.facebook.com/groups/sahitto.adda/
তবে দেশের পরিস্থিতি ভালো থাকলে মাসের শেষ শুক্রবার বিকেল ৪টার মধ্যে সবাই চলে আসে। আর ফেসবুক গ্রুপে আড্ডার আগের দিন- সময় ও স্থান জানিয়ে দেওয়া হয়।
আড্ডায় আসার আমন্ত্রণ রইলো। সাথে মিষ্টি আনতে ভুলবেন না যেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
খেয়া ঘাট বলেছেন: পোস্টেই আপনি চমৎকার একটা আড্ডার আবহ তৈরি করলেন। ভালো লাগলো।