নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশুক মশিউর

আমি আমার আমিত্ব ছেড়ে বের হতে পারবোনা কখনো।।

এম মশিউর

মশিউর রহমান

এম মশিউর › বিস্তারিত পোস্টঃ

হেমন্ত প্রকৃতি- অতঃপর কেমন আছো তুমি?

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১২





"মনের ভেতর খরা চলে বেশ

বৃষ্টি হলে পরে আবার ভিজে উঠি,

কুয়াশা কেটে যায় ক্রমশ

মাঝে মাঝে চাঁদ দেয় উঁকি।।"



হেমন্ত প্রকৃতিঃ স্নিগ্ধতা কেবলই ছড়ায় মাকড়শার মত জাল। শাদা হিম জমে পরে থাকা শিউলীর গায়ে। পাখিরা শিস দেয়। বাতাসে ধানের গন্ধ, এখানে ওখানে ওড়ে ধানের গায়ের ছোট ছোট পোকা। তাদের গায়ে লেগে থাকে আফসান। প্রকৃতির সজীব স্নিগ্ধ ছোঁয়ায় স্বপ্নত্থিত মন আকাশে মেলে দিতে চায় তার ডানা। ক্রমশ অন্ধকার ঘন হয়ে আসে আকাশে। সে অন্ধকার প্রসারমান; আমার চোখে ভাসছে, ভেসে আসছে...



আকাশের গায়ে উদ্গত হচ্ছে অদ্ভুত নীলাভ আঁধার। দূর দিগন্তের তলায় ফেলছে তার ছায়া। আমি আচ্ছন্ন হয়ে যাই। আমার মস্তিষ্কের শিরা-উপশিরায় ঘুম লাগে। সে আচ্ছন্নতায় ভয়াল আকৃতির কোন জীব সরোষে খরগ উঁচিয়ে আমাকে তাড়া করে। আমি চিৎকার করে বলতে থাকি আমি কোন দোষ করি নি, আমাকে ক্ষমা কর। ধীরে ধীরে অন্ধকার কেটে যায়। ফিকে জোছনার মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি হঠাৎ মেঘের আড়াল থেকে জ্যোৎস্নাও হেসে ওঠে ফিক করে। তখন আমি বসে থাকি জোছনার পাশে রোদ্দুরের অপেক্ষায়।



যখন নারিকেল পাতার ফাঁক দিয়ে পূর্ণিমার পরিপূর্ণ চাদের আলোয় পূর্বের আকাশ রাঙা দেখায় তখন প্রহরগুনি নতুন একটি ভোরের। সিরসির করে করে বাতাস আসে। পাখিদের কলতান; কী মধুর তার শব্দ! হঠাৎ ধক করে বারুদের মত জ্বলে ওঠে সূর্য। চারিদিক আলোকিত হয়। নাকে ভেসে আসে রাতে ফুটে থাকা দোলনচাঁপার গন্ধ। বাগানের কোণে শিউলী। মাটিতে ঝরে আছে শাদা ফুল। আমি শিশির ভেজা ফুল কুড়োতে যাই। দেখি সম্মুখে তুমি দাঁড়িয়ে। অতঃপর বলি___
“কেমন আছো তুমি?”









ছবিঃ google থেকে

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !
শিউলি শুভেচ্ছা মশিউর !

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩

এম মশিউর বলেছেন: ধন্যবাদ অভি ভাই,

শিউলী ফুলের মালা গেঁথে পাঠকদের উপহার দেওয়ার তীব্র ইচ্ছে প্রকাশ করছি।

প্রথম মালাটা না হয় আপনাকেই দেব। ;)
খুশি তো? :)

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮

এম মশিউর বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব।
তবে কমেন্টগুলো আরেকটু গঠনমূলক হলে বেশ ভালো হত।।

ভালো থাকবেন।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৫

মশিকুর বলেছেন:
হেমন্তের সুবাস ভাল লাগলো। অন্ধকার শেষে সূর্যের কিরণ আভা ছড়াল।

+

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৮

এম মশিউর বলেছেন: ধন্যবাদ ভাই,
মশিকুর ও মশিউর -অনেকখানি মিলে গেল! ;)

মিতার সাথে হোক সুন্দর পথচলা এই ভার্চুয়াল ব্লগ জগতে।

ভালো থাকবেন।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৯

মামুন রশিদ বলেছেন: হেমন্ত বন্দনায় মুগ্ধ!


খুব সুন্দর লিখেছেন । শিউলি শুভেচ্ছা ।

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০১

এম মশিউর বলেছেন: ধন্যবাদ প্রিয় মামুন রশিদ ভাই।

ফিচার লেখার পাশাপাশি মনের মধ্যে খেলা করে সাহিত্যের খেলা।

আপনাকেও শিউলী শুভেচ্ছা।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: খুব সুন্দর লিখেছেন । হেমন্তের শুভেচ্ছা !

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৫

এম মশিউর বলেছেন: ধন্যবাদ মন্ত্রী,

আপনাকেও হেমন্তের শুভেচ্ছা রইলো।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:২০

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ লিখেছেন। শিউলি শুভেচ্ছা।

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯

এম মশিউর বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন।

শিউলী ফুলের শুভেচ্ছা রইলো।।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

গোর্কি বলেছেন:
হেমন্তের আগমনের আগে আসে বর্ষা আর শরৎ। হিম থেকে এসেছে হেমন্ত। তাই হেমন্তকে বলা হয় শীতের পূর্বাভাস। হেমন্তের শিশির ঝরা নিশিতে ফোটে গন্ধরাজ, মল্লিকা, শিউলি আর কামিনী। হেমন্তেই দীঘির জলে, বিলে, ঝিলে ফোটে কত না রঙের পদ্ম। এ দিকে খেত-খামারে রাশি রাশি ভারা ভারা সোনার ধান উঠতে থাকে। ঘরে চলে নবান্ন উৎসব। আর তারই সাথে মনে গাঁথা কবি সুফিয়া কামালের ছড়া-কবিতা “হেমন্ত”,

সবুজ পাতার খামের ভেতর
হলুদ গাঁদা চিঠি লেখে
কোন্ পাথারের ওপার থেকে
আনল ডেকে হেমন্তকে?
আনল ডেকে মটরশুঁটি,
খেসারি আর কলাই ফুলে
আনল ডেকে কুয়াশাকে
সাঁঝ সকালে নদীর কূলে।
সকাল বেলায় শিশির ভেজা
ঘাসের ওপর চলতে গিয়ে
হাল্কা মধুর শীতের ছোঁয়ায়
শরীর ওঠে শিরশিরিয়ে।
আরও এল সাথে সাথে
নুতন গাছের খেজুর রসে
লোভ দেখিয়ে মিষ্টি পিঠা
মিষ্টি রোদে খেতে বসে।
হেমন্ত তার শিশির ভেজা
আঁচল তলে শিউলি বোঁটায়
চুপে চুপে রং মাখাল
আকাশ থেকে ফোঁটায় ফোঁটায়।


রঙের ঋতু হেমন্ত আমার ভীষণ প্রিয়। সুপাঠ্য লেখায় মুগ্ধপাঠ।

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২০

এম মশিউর বলেছেন: প্রিয় গোর্কি, কৃতজ্ঞতা এমন মুগ্ধকর মন্তব্যের জন্য।

সত্যিই রঙের ঋতু এই হেমন্ত। চারিদিকে ছড়িয়ে রেখেছে নানা রঙ। শীতের পুর্বাভাসে শরীর সিরসির করে ওঠে। মন পুলকিত হয় শীতের হালকা আমেজে। নাকে গন্ধ আসে গন্ধরাজ, মল্লিকা, শিউলী আর কামিনী ফুলের। মন যেন মাতাল হাওয়ায় উড়ে চলে!


সুফিয়া কামালের 'হেমন্ত' কবিতাটি আমারও একটি প্রিয় কবিতা। কবিতাটি এনে সমৃদ্ধ করলেন এই পোস্টকে।

ভালো থাকবেন সবসময়।।

৮| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৩

বোকামন বলেছেন:
ফিকে জোছনার মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি হঠাৎ মেঘের আড়াল থেকে জ্যোৎস্নাও হেসে ওঠে ফিক করে। তখন আমি বসে থাকি জোছনার পাশে রোদ্দুরের অপেক্ষায়।

বাহ্ ! খুব সুন্দর করে লিখেছেন ... স্নিগ্ধপাঠ !
মস্তিষ্কের শিরা-উপশিরায় শিউলি সুবাস লেগে থাকুক
শিশির ভেজা সবুজ ভালোলাগা রইলো

শুভকামনা লেখকের জন্য ।।
+

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৬

এম মশিউর বলেছেন: পাঠে কৃতজ্ঞতা প্রিয় বোকামন।

হেমন্তের ফুলেল শুভেচ্ছা আপনার জন্য। আর শিউলী ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছি বোকামনকে।


ভালো থাকবেন সবসময়।।

৯| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৬

মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ লেখা

++++++

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৭

এম মশিউর বলেছেন: ধন্যবাদ মাহবু১৫৪

হেমন্তের ফুলেল শুভেচ্ছা রইলো।

১০| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫২

তানিয়া হাসান খান বলেছেন: শিউলি শুভেচ্ছা :)

+++++

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩২

এম মশিউর বলেছেন: আপনাকেও শিউলী শুভেচ্ছা।

ভালো থাকবেন।।

১১| ২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫

সুমন কর বলেছেন: ভাল লাগল। শিউলি ভেজা শুভেচ্ছা।

২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

এম মশিউর বলেছেন: ধন্যবাদ সুমন কর।
আপনাকেও শিউলী ভেজা শুভেচ্ছা।। :)

১২| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৬

মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার লেখা। ছবিগুলোতে বিশেষ করে ভালোলাগা রইলো।

২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

এম মশিউর বলেছেন: ছবি গুগলের সৌজন্যে। ছবি দুটি আমারো ভালো লেগেছে। তাই দিয়ে দিলাম। ;)

শিউলী শুভেচ্ছা রইলো।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.