নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
ফেসবুক-ব্লগে নাস্তকিদের নিয়ে ভালই লেখালেখি হচ্ছে।ফেসবুকে একজনের লেখা পড়লাম সে লিখেছে-তারা তো (নাস্তকিরা) বিভিন্ন বিষয়ে সমালোচনা করে ও মত প্রকাশ করে। একজন মানুষ হিসেবে মত প্রকাশের স্বাধীনতা সবার আছে।আমি এই ছগুরে বলতে চাই যত ইচ্ছা মত প্রকাশ কর তাই বলে ধর্ম নিয়ে টানাটানি ক্যান?ধর্ম ছাড়া বিষয় কি আর পাও না।ধর্ম নিয়ে যারা খারাপ কথা লেখে তাদের ধরে ধরে বাঁশ দেয়া দরকার।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪১
অারমান বলেছেন: আরেকবার প্রমান হলো এই দেশ কোন রাজনৈতিক দলের নয় এই দেশ মুসলমানের দেশ। যারা এক আল্লাহ- এবং রাসুলের অনুসারী। যদিও যোগদান করতে পারলাম না, অন্তরে আল্লাহর প্রেম নিয়ে দোয়া করি আল্লাহ আমার দেশকে হেফাজত করুন, সকল অশুভ শক্তি থেকে। এবং বাংলার মাটিতে আমাদের রাসুল কে যারা অবমাননা করেছে তাদের বিচার হউক
আর ইসলামের নামে কোন সরকারি দালাল বা ভন্ড কে যে দেশের মানুষ ভালোবাসেনা তা ও প্রমান হয়ে গেছে।