নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
ভুলে যেতে চাই
এই চির চেনা পথটাকে।
ভালবাসা বুঝি ভুল করেই হয়
নাকি ভালবাসায় ভুল?
ভুল হোক কিম্বা শুদ্ধ
তবুও মনে হয় ভালবাসা আছে।
ভালবাসা উষ্ঞ মরুর বুকে
ফুল ফোটাতে পারে যেমন
তেমনই পারে
তীর হয়ে বুকে বিদ্ধ হতে।
সু-সম্পর্ক আর বন্ধুত্ব যেটাই বল
এই পথেই তো সব সূচনা
ভাঙনের পর্বটাও না হয় হোক এই পথে।
ভুল হোক কিম্বা শুদ্ধ
ভালবাসা আছে
তবুও ভুলে যেতে চাই
এই চির চেনা পথটাকে।
২| ৩১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
খায়রুল আহসান বলেছেন: ভালবাসার পথ কখনো কুসুমাস্তীর্ণ হয় না।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০১৩ সকাল ৭:৫০
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: ভাই ভালা হইছে ,তয় ভালাবাসার খেতা পুরি