নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
শাহাবাগ নিয়ে আমি আমার স্বাধীন মত কেন প্রকাশ করতে পারব না?শাহাবাগীরাই তো কয় বাক স্বাধীনতার কথা।বাক স্বাধীনতার কথা বলে তারাই তো নাস্তিক ব্লগারদের মূক্তি চাই।আবার যেই তাদের বিপক্ষে কেও কথা বলে অমনি তারা তাকে ছাগু বলে গাল দেয়।তোমরা বাক স্বাধীনতার কথা বলে নাস্তিকতা করতে পার আর তোমাদের বিরুদ্ধে কেও কিছু না বলে আঙ্গুল চুসবে এটা ভাবলে তোমরা ভুল করবে।যুদ্ধাপরাধীদের বিচার সবাই চাই।কিন্তু এই একটা বিষয় নিয়ে আর কত দিন চালাইবা।দেশে আরও অনেক বড় বড় বিষয় আছে যা নিয়েও গনজাগরন খুবই দরকার।সে গুলো নিয়েও একটু ভাবেন।শাহাবাগ ও যে কারও ছত্র ছায়াই চালিত এটা পাবলিক অনেক আগেই বুঝে গেছে।তাই আর ঢং না করে শাহাবাগীরা রাস্তা মাপেন।
২| ১৬ ই মে, ২০১৩ দুপুর ১:১৫
বিনয় কুমার বলেছেন: tui rajakarer sontan...... Nobbo rajakar.
৩| ১৬ ই মে, ২০১৩ দুপুর ১:৩৫
খাটাস বলেছেন: শুধু শাহাবাগের দাবি গুলো কে মনে প্রানে সমর্থন করি। কিন্তু এই আন্দোলন যার ই ছত্র ছায়ায় হোক, এতে এক শ্রেণির উজবুক সমর্থক জুটে গেছে, যারা সমালোচনা শুনলে কুকুরের মত কামড় দেয়। এই অতি উৎসাহী দের কারনে সব কিছু প্রথমে খুব বেশি জ্বলে উঠলেও ধীরে ধীরে নিভে যায়। আপনার পোস্টের উদ্দেশ্য জানি না। কিন্তু কথায় আংশিক সহমত।
৪| ১৬ ই মে, ২০১৩ দুপুর ১:৩৫
সোহানী বলেছেন: আপনি শাহাবাগ, ব্লগার আর নাস্তিকতার সাথে গুলিয়ে ফেলেছেন। আগে নিজে বুঝুন ব্লগার কি আর বাক স্বাধীনতা কি তারপর তর্কে আসুন।
৫| ১৬ ই মে, ২০১৩ দুপুর ২:১৩
হাসির মানুষ বলেছেন: মোমের মানুষ বলেছেন: মিশরের তাহরীরেরে স্কয়ারে আন্দোলন কারীরা পুলিশের গুলি খেয়েছে, শাহবাগের আন্দোলন কারীরা কি গুলি খে্যেছে?
শাহবাগীরা খেয়েছে সরকারী বিরিয়ানী, করেছে হাগু সরকারী টয়লেটে। পরেছে প্রতিদিন নতুন নতুন পানজাবী। এইতো আন্দোলন। তাহরির এর কাছে কিছুই না।
৬| ১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৯
নীলতিমি বলেছেন: শাহবাগীদের পুঙ্গীতে উঙলি
৭| ১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:৪২
অেসন বলেছেন: শাহবাগ এর আন্দোলনকারীরা কখনোই নিজেদের আন্দোলনকে তাহরির স্কোয়ারের সাথে তূলনা করে নাই। তাহরির স্কোয়ারের আন্দোলন সরকার পরিবর্তের আন্দোলন ছিল, শাহবাগের আন্দোলন ক্ষমতা দখল বা সরকার পরিবর্তনের জন্য না। আর নাস্তিক, ব্লগার, শাহবাগের আন্দোলন সব গুলিয়ে আপনার বক্তব্য হেফাজতী ধরনেরই অস্পষ্ট হয়ে গেছে।
৮| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০২
শিপু ভাই বলেছেন:
অন্য ইস্যুতে আপনি আন্দোলনের ডাক দিচ্ছেন না কেন???
পরের *নে মুততে ভালই লাগে???
৯| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
ধূসর পানিপোকা বলেছেন: সমস্যা স্পেসিফিক করে না বলে এভাবে বলছেন কেন?শাহবাগে ব্লগ লেখা হয় না।আর শাহবাগের সবাই নাস্তিক এই তথ্য কি আপনার উপর জামাতের কাছ থেকে নাযিল হয়েছে?
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৩ দুপুর ১:০৯
মোমের মানুষ বলেছেন: মিশরের তাহরীরেরে স্কয়ারে আন্দোলন কারীরা পুলিশের গুলি খেয়েছে, শাহবাগের আন্দোলন কারীরা কি গুলি খে্যেছে?