নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
সামনে নির্বাচন তাই জৈনক নেতা তার নিজ গ্রামে সকল মুরুব্বীদের কাছে দোয়া চাইতে বের হয়েছিলেন।পথিমধ্যে,বাড়িতে-বাড়িতে গিয়ে তিনি সবার কাছেই দোয়া চাইছিলেন।যাতে করে আসছে নির্বাচনে তিনি জয়ী হতে পারেন।এক সময় নেতা গ্রামের শেষের দিকে ছন দিয়ে ছাওয়া এক ভাঙা চোরা বাড়ির সামনে উপস্থিত হলেন।বাড়ির সামনে দাড়িয়ে বললেন,বাড়িতে কেউ আছেন?দু এক বার ডাক দিতেই ভাঙা ঘরের মধ্যে থেকে এক বৃদ্ধা বেরিয়ে আসলেন।বৃদ্ধাকে দেখেই নেতা তাকে সালাম দিয়ে বললেন,বুড়িমা আমি এবার ভোটে দাড়িয়েছি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন যাতে আমি যেন এবার নির্বাচনে জিততে পারি।আর আপনার কোন সমস্যা হলে আমাকে জানাবেন।তখন বৃদ্ধা মহিলাটি নেতাকে বলল,আমি তোমাদের আল্লাহকে মানিনা,আমার কাছে ভগবান আর মা দূর্গাই সব।আর আমার সমস্যার কথা আমার ভগবানকেই জানাব তোমাদেরকে নয়।বলেই বৃদ্ধাটি তার ঘরে প্রবেশ করল।
©somewhere in net ltd.