নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
** এই তো আছি ঢের
মন খারাপ হয়
যখন দেখি
ভালবাসার রকমফের।
** দেখতে সুন্দর
ফল মাকাল
এখন ভাল মানুষের
বড় আকাল।
** কি ভাবো সারাক্ষন
ভাল বাসতে লাগে
ভাল একটা মন।
** ভাত নেই হাড়িতে
বাংলা মেয়েদের
মানায় শাড়িতে।
** ও আমার মিতে
সুখে থাকলে
কিলায় ভুতে।
** এত দিনে
করতে পারলাম আচ
প্রকৃত বন্ধু
আমাদের গাছ।
১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৬
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
২| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৪
অথৈ সাগর বলেছেন: ভাল লাগল ।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫
কাহাফ বলেছেন:
ভাল লাগার পরশ ছড়িয়ে গেলাম!
ভালো থাকবেন!!!
৪| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪
মামুন রশিদ বলেছেন: বাহ, সুন্দর ।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার !
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৩
চোখেরবালি বলেছেন: মৌলিক ধারার কথাগুলো ভালই লাগলো। ধন্যবাদ এমন লেখা পোষ্ট করবার জন্য।