নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
** তুমি ছাড়া
ভাল থাকব আমিও
আমি ছাড়া
ভাল থাকবে তুমিও
ভালবাসা ভাল থাকবে কি
জানিও।
** কে বলেছে
গেছি তোমায় ভুলে
এই দেখনা নাম লিখেছি তোমার
হাজার ফুলে-ফুলে।
** ভুলে যাব
বলি রোজ
তবু হৃদয়ে কেন
তোর এত খোঁজ।
** বুঝিনা আমায় নিয়ে
কি তোমার ফন্দি
ভালবাসা গুলোকে বুকের মাঝে
করে রেখেছি বন্দী।
** সস্তা জিনিস
মানুষের মন
ভালবাসা নয়তো
চিরন্তন।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬
আরণ্যক রাখাল বলেছেন: খারাপ না। প্লাস
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২১
আরাফআহনাফ বলেছেন: অনুকাব্যে গভীরতার দরকার নেই।
ভালো হয়েছে - চলুক।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩
আরাফআহনাফ বলেছেন: তুমি ছাড়া
ভাল থাকব আমিও
আমি ছাড়া
ভাল থাকবে তুমিও
ভালবাসা ভাল থাকবে কি
জানিও।"
ভালোবাসার ভালো থাকা জরুরী।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩
অগ্নি কল্লোল বলেছেন: ভাল লাগলো তবে লেখার মধ্যে গভীরতা খুঁজে পেলাম না।।