নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
** প্রেমে মজিলাম
দেখে আইডি মাইয়্যা
শেষে দেখি মাইয়্যা তো নয়
সে ছাইয়্যা।
** মরছি আমি ধুকে
তুমি আছ মজে
ফেসবুকে।
** যদি না বুঝে শুনে
দিতে চাও লাইক
তবে খোল একটা
আইডি ফেইক।
** পারব না শোধ দিতে
আছে যত ঋন
তোমার বুকে মাথা রেখে
একবার দিতে চাই চেকইন।
** কি করে বলি
আছি ভাল
এখন ফেসবুকের ইনক্সেও
কেও বলে না হ্যালো।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
জনৈক অচম ভুত বলেছেন: দুঃখজনক।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫
নুরএমডিচৌধূরী বলেছেন: Cheka Ta khaichen taile….hahahhahahhah
প্রাণ খুইলা হাস্লাম