নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
১/ হিমুর জীবনে একজন রুপা থাকলেও বাস্তবে আমাদের মত হিমু ভক্তদের জীবনে
রুপারা শুধু গল্পের পাতায় থাকে। @ফিলিং কাউকে মনে হয় খুব মিস করছি।
২/ কেও সমকামীতা করলে আপনাদের সমস্যা কোথায়?
সেতো আর ধর্ষন করতেছেনা। তয় একখান কথা সমকামীতার মাঝে হেব্বি ফিলিংস আছে।আর আমি আশা করি এই সমকামীতা ধর্ষন অনেক কমাবে।
[ ভাইজানেরা এই কথাগুলা আমার না এগুলা ছাগু ডাঃ দীপুমনির ]
৩/ নতুন ফেসবুক ব্যাবহারকারী আর নতুন বিবাহিত পূরুষের মধ্যে মিল কোথায়?
নতুন বিবাহিত পূরুষের বৌকে ছেড়ে থাকতে যেমন কষ্ট হয় ঠিক তেমনই নতুন ফেসবুক ব্যাবহার কারীর ও
ফেসবুক কে ছেড়ে থাকতে তেমনই কষ্ট হয় ।
৪/ সত্য কথায় ভাত নাই !
৫/ ভালবাসা উষ্ঞ মরুর বুকে ফুল ফোটাতে পারে যেমন ঠিক তেমনই পারে তীর হয়ে বুকে বীদ্ধ হতে.......
৬/ ভাব জিনিসটা আমার মনে হয় কেউ ইচ্ছাকৃতভাবে নেয় না
অটোমেটিকালি ভাব জিনিসটা সবার মাঝে চলে আসে।আজকালতো পুলাপান সব জায়গাতেই অত্যধিক ভাব নিয়ে চলে।
ফেসবুকের দুনিয়াতে কিছু পুলাপানের ভাব দেখলে গা জ্বলে যায়।দুনিয়াটাই ভাবের তাই কি আর করা ভাব নিয়েই চলি।
বিভিন্ন সময়ে লেখা আমার ফেসবুক আইডি থেকে নেয়া।
২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ১ বেশি ভাল লাগলো
ভাল থাকবেন
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭
কল্লোল পথিক বলেছেন:
বাহ!চমৎকার স্টাটাস।