নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
১/ প্রেম কি এইটা জানা-বোঝার আগে লাইফে তিনটা মেয়ের প্রেমে পড়েছি।
প্রেমের সঙ্গা একেক জনের কাছে একেক রকম হলেও একটা ছেলে-মেয়ের ভাললাগা থেকেই মূলত প্রেমের শুরু হয়।
আর হ্যা বিয়ের আগেই প্রেম করুন বেশী বেশী কারন, বিয়ের পরে প্রেমকে আর প্রেম বলেনা,বলে পরকীয়া
২/ সকাল-সকাল ঘুম থেকে উঠে সকাল দেখিনা অনেকদিন।সকালের প্রকৃতি দেখতে কেমন এটাই ভুলে গেছি।
আগে ছোট থাকতে অবশ্য এই আমের সময় আম কুড়ানোর সাথে সকালটাও দেখা হত।আর এখন সকাল দেখি ঘুমিয়ে সপ্নের মাঝে!!
৩/ বিশ্বাস ভঙ্গের মাঝেই সকলে হয়তো সুখ পায়।তাই চারপাশে বিশ্বাস ভঙ্গের গল্পটাই বেশী।মনের মাঝে বিশ্বাস ভঙ্গের গল্পটা খুব গেথে গেছে।
তাই এখন আর কাউকে বিশ্বাস করে মনের মাঝে বসায় না।
৪/ চুমু আর আদর কি এক?নাকি আলাদা। চুমুটা সবাই পছন্দ করলেও আদর কিন্তু সবসময় পছন্দ করে না।
তারপর ও মনে হয় চুমুটাই আদর আবার আদর করলে তাতে চুমু থাকবেই। @ পাগলা কথন।
৫/ পুরানো পেপার ঘাটতে গিয়ে রানা প্লাজার ধ্বংস স্তুপ থেকে সতের দিন পরে উদ্ধার হওয়া রেশমার ছবিটা চোখে পড়ল।একটু ভাল করে বেশ কিচুক্ষন দেখলাম।তার গায়ে চকচকে জামা আর তার তরতাজা মুখ দেখে কে বলবে সে সতের দিন একটা ধ্বংস স্তুপে ছিল।নাটকেরও একটা সীমা থাকা উচিৎ।
৬/ এখানে রোজই আসে অনেকে।
প্রয়োজনে কিম্বা অপ্রয়োজনে।
তবে প্রয়োজনটাই বেশী।
ভদ্রতার খাতিরেও আসে কেউ কেউ।
জীবনের মানে খুজেছি প্রত্যাশিত অপ্রত্যাশিত সব জায়গায়।
আমি এখন আর জীবনের কোন মানেই খুজতে চাইনা।
জীবন কে রেখে এসেছি হাসপাতালের বেডে।
৭/ বউ নেই যার কেউ নেই তার, কথাটি কতটুকু সত্য তা বিবাহিত ভাইয়েরাই ভাল বলতে পারবেন।
বিবাহিত ভাইয়েরাই আবার বলেন,ভাই বিয়ে কর নাই ভাল করছ বউ যে কি জিনিস বিয়ে করলেই বুঝবা।
টেনশনে আছি কি করমু। ভাবছি বিয়া করুম না বিয়া খামু।
বিভিন্ন সময়ে লেখা আমার ফেসবুক আইডি থেকে।
২| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮
অতঃপর শুভ্র বলেছেন: ৭/ বউ নেই যার কেউ নেই তার, কথাটি কতটুকু সত্য তা বিবাহিত ভাইয়েরাই ভাল বলতে পারবেন।
বিবাহিত ভাইয়েরাই আবার বলেন,ভাই বিয়ে কর নাই ভাল করছ বউ যে কি জিনিস বিয়ে করলেই বুঝবা।
টেনশনে আছি কি করমু। ভাবছি বিয়া করুম না বিয়া খামু
টেনশনে ফালাইলেন
আমিও ব্যাচেলার
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৫
কল্লোল পথিক বলেছেন: এখানে রোজই আসে অনেকে।
প্রয়োজনে কিম্বা অপ্রয়োজনে।
তবে প্রয়োজনটাই বেশী।
ভদ্রতার খাতিরেও আসে কেউ কেউ।
জীবনের মানে খুজেছি প্রত্যাশিত অপ্রত্যাশিত সব জায়গায়।
আমি এখন আর জীবনের কোন মানেই খুজতে চাইনা।
জীবন কে রেখে এসেছি হাসপাতালের বেডে।
চমৎকার স্টাটাস।