নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
১/ প্রত্যেক মানুষের জীবনেই এমন কেউ একজন থাকে যাকে ছাড়া সে এক মূহুর্ত থাকার কথা চিন্তা করতে পারেনা।
অথচ বাস্তব হলেও সত্য সেই একজন কে ছেড়েই তাকে জীবনের বেশীরভাগ সময় কাটিয়ে দিতে হয়।
২/ ভালবাসা সহজ জিনিস।হুট করেই কাউকে ভালবাসা যায়।
কিন্তু কাউকে ভালবেসে সেই ভালবাসার মানুষের হাতে হাত রেখে দীর্ঘ সময় কাটানো অনেক কঠিন এটা আমরা সবাই জানি।
তারপরও আমরা ভালবাসি কারন ভালবাসার কষ্টটাও আমরা অনেকে বুকে পুষতে পছন্দ করি।
৩/ কেমন আছ? হু এতদিন পরে মনে পড়ল।কই এতদিন মাত্র বিশ দিন কথা বলিনা।থাক কথা বলা লাগবেনা।
ওপাশ থেকে বেশকিছুক্ষন কথা বলেনা সোমা।অভিমানে হয়তো বাকরুদ্ধ হয়ে গেছে।অভিমানও বুঝি মানুষকে সাময়ীক বাকরুদ্ধ করে দেয়!
বোকা মেয়ে বোঝেনা। মন তোকে সবসময়ই বলতে চাই- আই লাব য়্যূ।
৪/ ফেসবুকে আমার ফ্রেন্ডলিস্টের সব বন্ধুদের স্টাটাস পর্যালোচনা করে একটা জিনিস খেয়াল করেছি যে,বেশীর ভাগ বন্ধুরই একজন 'তুমি' আছে।
সেই তুমি কে নিয়েই সবাই লেখে। তাদের লেখার ধরন-তুমি আছ তাই বসন্তে কোকিল ডাকে ইত্যাদি।
আপনাদের সবার তুমি অনেক ভাল থাকুক।শুভ কামনা রইল।
৫/ অনুধাবন বিষয়টা সব মানুষের একই রকম হয়না।কেউ অনুধাবন করে মন দিয়ে আর কেউ উপর-উপর।
এজন্যই হয়তো কথার মধ্যে প্রচলিত-মন থেকে অনুধাবন করিস।আর মনথেকে অনুধাবন করেই বা অন্যর কষ্ট কতটুকুই বা বোঝা যায়?
তাই বুঝি বলে সবাই যার কষ্ট সেই বোঝে!
৬/ দিনরাত ফেসবুকের স্টাটাস আপডেটেট রাখতে গিয়ে আমাদের নিজেদের স্টাটাস যে অতল তলানীতে গিয়ে ঠেকছে সেদিকে আমাদের বিন্দুমাত্রও ভ্রুক্ষেপ নেই।সামাজিক যোগাযোগ রক্ষার জন্য এই ফেসবুক অথচ আজ এই ফেসবুকের কারনেই আমরা দিন দিন অসামাজিক হয়ে যাচ্ছি
বিভিন্ন সময়ে লেখা আমার ফেসবুক আইডি থেকে নেয়া
২| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪
বিজন রয় বলেছেন: এটা চলতে থাকবে?
দারুন।
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: আর দু একটা পর্ব হতে পারে ।
৩| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার।
৪| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১১
ঢাকাবাসী বলেছেন: ভাল কালেকশন।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০১
বিপরীত বাক বলেছেন: ভাল কালেকশন