নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
১/ কম বোঝা খারাপ কিনা জানি না।তবে নিজেকে জাষ্টিফাই করে এতটুকু বুঝেছি আমার ফ্রেন্ড সার্কেলে সবচেয়ে কম বোঝা মানুষ এই আমিই।
কম বুঝি বলে কেউ ইনসাল্ট করলে খারাপ লাগে না। খারাপ লাগে তখন যখন দেখি কেউ কম বুঝেও বেশী বোঝার ভান করে।
২/ নিজেকে নিয়ন্ত্রনে রাখাই আমার মনে হয় সবচেয়ে বড় কঠিন কাজ।এই কাজটা যে করতে পারে জীবনে সেই সবচেয়ে সুখী মানুষে পরিনত হয়।
বাস্তব হলেও সত্য এমন মানুষের সংখ্যা খুবই কম।
৩/ পৃথিবীতে স্বার্থপর মানুষের সংখ্যাই বেশী।আমিও একজন স্বার্থপর মানুষ।স্বার্থপরতার মাঝে কম আর বেশি আছে।
আমার দেখা চোখে স্বার্থপর মানুষই বেশী।আর খুব কম মানুষ আছে যাদের মাঝে স্বার্থপরতা কম।
তাই কাউকে ভালবাসার আগে একটু জানতে চেষ্টা করবেন সে কম না বেশি স্বার্থপর।
৪/ বাঙালী জাতি ফ্রি পেলে নাকি আলকাতরাও খাই! এখন এই গ্রীষ্মে আম আর লিচুর সাথে ফ্রি হিসেবে ক্রেতারা পাচ্ছেন ফরমালিন একদম ফ্রি!
আমরা জানি বাজারের আম লিচুতে বিষ। তারপরও অনেক দাম দিয়ে সে গুলো কিনে হাসি হাসি মুখে ঘরে ফিরছি।বাঙালী বলেই না এটা সম্ভব!
৫/ গোল খাওয়া আর বউয়ের ঝাড়ি খাওয়ার মাঝে মিল কোথায়?
দুইটা খাইলেই মন খারাপ হয় কিন্তু কাওরে কিছু বলা যায় না।
৬/ আর দিও না আড়ি
ভালবাসায় রাখব না আর
সেমিকোলন, কমা, দাড়ি
বিভিন্ন সময়ে লেখা আমার ফেসবুক আইডি থেকে নেয়া।
২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৮
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাই
২| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৪
সায়ন্তন রফিক বলেছেন: ভালোবাসায়ও যথাস্থানে যতিচিহ্ন প্রয়োজন।
৩| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২১
আরইউ বলেছেন: ফেসবুকের লেখা এখানে দিতে হবে কেন? এটাতো ফেসবুক না ভাই।
২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: দিলে সমস্যা কোথায়? এটা ফেসবুক না তবে ভার্চুয়াল জগৎ তো নাকি?
ব্লগে যারা আছেন তারা আমার ফেসবুকে নেই তাই ভাবলাম ফেসবুকের ছোট ছোট লেখা গুলো ব্লগে প্রকাশ করি।আর ফেসবুকের লেখা ব্লগে দেওয়া যাবে না এমনতো না।ধন্যবাদ।
৪| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো।
৫| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল লেগেছে, বিশেষ করে ৬ নম্বর।
৬| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২
মহা সমন্বয় বলেছেন: আর দিও না আড়ি
ভালবাসায় রাখব না আর
সেমিকোলন, কমা, দাড়ি
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১২
কল্লোল পথিক বলেছেন:
বাহ!চমৎকার।