নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
** সারাটি ক্ষন তোমার মূখে
লেগে থাকুক হাসি
মাগো আমি তোমায়
বড়ই ভালোবাসি।
** বিয়েের পরে বৌয়ের মাকে
ডাকছি আমি মম
মায়ের প্রতিও ভালবাসা
নেইতো কোন কম।
** বৌয়ের দিকে খেয়াল নিতেই
যাচ্ছে কেটে বেলা
মায়ের বেলায়
শুধুই অবহেলা।
** যায় কি করা শোধ
মায়ের যত ঋণ
মাকে ভালবাসতে
লাগেনা বিশেষ দিন।
** মায়ের হয়ে বললে কথা
বৌয়ে মারে চড়
বৌরে বলি তুমিই বল
মাকি আমার পর।
** মা যে আমার চোঁখের মনি
সবাই এই কথাটিই বলে
জান্নাত সেতো
মায়ের পায়ের তলে।
২| ১০ ই মে, ২০১৬ সকাল ১০:২০
প্রামানিক বলেছেন: মায়ের উপরে চমৎকার কবিতা। ধন্যবাদ
৩| ১১ ই মে, ২০১৬ সকাল ১০:৫১
সামিয়া বলেছেন: ভালো লিখেছেন
৪| ১৩ ই মে, ২০১৬ সকাল ৯:০০
খায়রুল আহসান বলেছেন: মাকে নিয়ে কবিতা লেখার এ প্রশংসনীয় প্রচেষ্টা ভাল লাগলো। একটু এডজাস্ট করে মা ও মম, উভয়কে ভালোবাসা যায়।
ব্যক্তিগতভাবে আমার মনে হয়, আগের চেয়ে আজকাল শাশুড়ী এবং বৌ, উভয়ে তাদের আচরণে সংযত এবং সহনশীল হয়ে উঠছেন।
সারাটি ক্ষন তোমার মূখে - শব্দটা 'মুখে' হবে।
১৫ ই মে, ২০১৬ বিকাল ৩:০০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৫| ২১ শে মে, ২০১৬ রাত ২:৩৭
কল্লোল পথিক বলেছেন: মায়ের কোন বিকল্প নেই।
অনু কবিতায় প্লাস।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০১৬ সকাল ৯:৫৮
জনতা-২০১৬ বলেছেন:
সব বউ মা হয়েই জীবনের পুর্ণতা পাবেন।