নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯







** ভুলেই গেছি তোমার কাছে
কি ছিল মোর ঋন
বুকের ভেতর কষ্ট গুলো
বাড়ছে প্রতিদিন।



** সব ভুলে সেই তো তুমি
করছ পরের ঘর
বেলা শেষে দেখি
আমি নিজেও স্বার্থপর।



**আইলাম যে কোন কালে
মানুষ নাকি জড়িয়ে পড়ছে
পরকীয়ার জালে।



** কত দিন খাইনিজে
নিয়ে চলনা চাইনিেজ।



*** পার্কে বসে
বাদাম বুট চিবায়
বয়স হয়ে যায় পার
তবু প্রেমের দেখা না পায়।



** দেখতে সুন্দর
ফল মাকাল
এখন ভাল মানুষের
বড় আকাল।



** করব কি আর
তোমার মন কেড়ে
দিন গেলেই
বয়স যাচ্ছে বেড়ে।



** বিক্রেতারা ক্লেভার
ম্যাংগো জুসে দেয় ফ্লেভার।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬

একটি বালুকণা বলেছেন: 'সব ভুলে সেই তো তুমি
করছ পরের ঘর
বেলা শেষে দেখি
আমি নিজেও স্বার্থপর।'

.....খুব ভালো লেগেছে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর হয়েছে ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নীলপরি

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথমটা ভালো ছিল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: ঝরঝরে অনুকাব্য।

চমৎকার।

আশা করি, গদখালি একদিন ঘুরতে যাব।

https://www.facebook.com/profile.php?id=100006851563197

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আশা করি দেখা হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.