নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
একটা মৃত্যু চাই।
খুব করুন হবে না
সাধারন একটা মুত্যু।
শোকের জন্য কারও দরকার নাই।
মনের মৃত্যুতে তো কেউ শোক করেনা।
আমি জানিনা আমার মন কতবার মৃত্যু বরন করেছে।
আপনারা কেউ জানেন
আপনাদের মন কতবার মরেছে।
মন কি আসলেই মরে?
নাকি শুধুই ক্ষতবিক্ষত হয়?
অনেক প্রশ্ন শুধুই অবান্তর।
কোন প্রশ্ন নয়আর।
নিজেকেই নিজের সামনে দাড় করালে আর কোন উত্তর পাই না।
এখন আর নিরবতা ছাড়া কিছু নয়
মৃত্যু হয়তো খুব কাছে।
নিজে নিজেই যাকে আলিঙ্গন করতে চাই........
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭
প্রামানিক বলেছেন: মৃত্যু নিয়ে চমৎকার কবিতা। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
ইমরান আল হাদী বলেছেন: ভাল লেখা।মৃত্যুর আগে মরে যারা তাদের আমি চিনিনা।