নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
** জানি ভালোবাসার
দাম নেই এই ভবে
তবু হৃদয় জুড়ে
তুমিই শুধু রবে।
** নয়তো আমি বাচাল
মোবাইলের আলাপ
দুই মিনিটের
বাকি সবই প্যাচাল।
** কি করে বলি
আছি ভাল
এখন ফেসবুকের ইনবক্সেও
কেউ বলে না হ্যালো।
** ব্যাস্ত ভিষন সবাই
যে যার কাজে
এখন আর একতা নেই
মানুষের মাঝে।
** তোমার কথা পড়লে মনে
ফাঁকা লাগে বুক
এখন আর মিষ্টি খেজুর রসে
ভেজে না এই মুখ।
** পুরানো সেই দিনের কথা পড়লে মনে
বুকে উঠে ব্যাথা
ভুলেই গেছি শীতের দিনের
গুড় পাটালির কথা।
** দিয়ে খেজুরের রস
করব তোমায় বশ।
** জড়িয়ে গায়ে
চাদর
করব তোমায়
আদর।
২| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭
আসমা সুলতানা বলেছেন: মন্দ হয়নি
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: মোটামুটি লাগলো।