নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
দিন পেরিয়ে সময় গুলো
কখন যে হয় মাস
সামু ব্লগে আসি তখন
যখন জীবনটা হয় হাসফাস।
সবার আগে প্রিয় ব্লগারের
লেখা করি খোঁজ
তাদের লেখা না পেলে ভাবি
ব্লগে আসব না আর রোজ।
দিনে দিনে সব কিছু হয়
শুধু হয় না ব্লগে একে অপরে ঢিল ছোড়া
এখন আমি আর সামু
নয়তো মানিক জোড়া।
বুঝি আমি সামুর প্রতি
সবার ভালবাসাটা নয়তো আগলা
জোর গলায় বলতে পারি
আমি সামু পাগলা।
০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩১
মোস্তফা সোহেল বলেছেন: অন্যদের লেখা আমিও পড়ি। ধন্যবাদ ধ্রুবক আলো।
২| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৭
বিজন রয় বলেছেন: আউলা-ঝাউলা-সামুপাগলা।
দেখবো এই পাগলামী কতদিন থাকে!!
শুভকামনা।
০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩২
মোস্তফা সোহেল বলেছেন: নিয়মিত অনিয়মিত ভাবে সাত বছর চলছে । বেঁচে থাকলে আরও অনেক দিন চলবে আশা করি। ধন্যবাদ বিজন দা।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪
সিগনেচার নসিব বলেছেন: অগোছালো মনে হল
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: তা একটু আছে মনে হয়
৪| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৪
সুমন কর বলেছেন: হুম, জোর গলায় বলতে পারি
আমি সামু পাগলা।
০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৭
মোস্তফা সোহেল বলেছেন: সামু পাগলা না হলে কি আর রোজ সামুতে আসি দাদা
৫| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৩
আশফাক ওশান বলেছেন: কবিতায় বোঝা গেলো আসলেই আপনি সামু পাগলা!!
০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ওশান
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৫
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৩
ধ্রুবক আলো বলেছেন: সবার আগে প্রিয় ব্লগারের
লেখা করি খোঁজ
তাদের লেখা না পেলে ভাবি
ব্লগে আসব না আর রোজ।
এরকম মাঝে মাঝে আমিও ভাবি, তারপরও ব্লগে অন্যান্য লেখাও পড়ি!
সামু পাগলা লেখা ভালো লাগলো....