![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
অষ্টাদশী নারীর কাছে
বিসর্জন দিয়েছি আমার বিবেককে।
সুখের চাবি কাঠি যে অর্থ
তা বোঝে সকল মানব-মানবী
তাই অর্থের কাছে বিক্রিত
তাদের বিবেক।
আমাদের বিবেক ঝরে
শুধু মাত্র মুখের বুলিতে।
অসহায়ের উপর নির্যাতনের সময়
বিবেককে পাঠাই দূর পরবাসে।
শত জনের কাছে
রোজ আওড়াই
আমাদের বিবেকের বুলি।
নিজ স্বার্থের জলাঞ্জলি দেখি যখন
বিবেক তখন বন্দী
রঙিন চশমার আড়ালে।
ঘৃণা-স্বার্থ- লোভ- লালসা
সব কিছুর উর্ধে
আমাদের বিবেক।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: আপনার সু মন্তব্যে আমি খুশি হলাম নয়ন ভাই। আমি কবিতা লিখি কিন্তু সত্যি বলতে কি অত বুঝে লিখি না। মনের ভেতরে যা আসে লিখে ফেলি আর কি
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৯
জীবন সাগর বলেছেন: ভালো লাগা রেখে গেলাম সোহেল ভাই।
কবিতা পড়ে মুগ্ধ +++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন ভাই।
আমি সবসময় মুগ্ধ পাঠক এমন কবিতায়। কবিতা সবসময় এমনই হওয়া উচিৎ বলে মনে করি আমি।
শুভকামনা থাকবে সবসময়।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫
হাতুড়ে লেখক বলেছেন: মোটামুটি লাগলো।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৩
নাগরিক কবি বলেছেন:
আমাদের বিবেক ঝরে - থাকলেতো ঝড়বে??!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩১
মোস্তফা সোহেল বলেছেন: একেবারেই কি নাই?
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: আমরা সব সময় বিবেক কে কাছে রাখতে পারিনা, পারলে দুনিয়াটা স্বর্গ হতো নিঃসন্দেহে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: হ্যা কামাল ভাই আপনি ঠিক বলেছেন।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৩
বিলিয়ার রহমান বলেছেন: ভালোলাগার মত একটা কবিতা!
এ কবিতায় একটা লাইক দিয়ে না গেলে লেখককে ঠকানো হবে! তাই লাইক!
প্লাস!
আমি নিজেই টাইপে দুর্বল এটা স্বীকার করে নিয়ে বলছি কিছু টাইপো আছে ( যথা:- মূখের < মুখের,জলাঞ্জলী
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩০
মোস্তফা সোহেল বলেছেন: বানানে আমি নাজুক আগেই বলেছি। মাঝে মাঝে কোনটাতে ু কার হবে না ূ কার হবে সেটা নিয়েই দ্বিধায় থাকি। আপনাকে ধন্যবাদ বিলিয়ার ভাই।
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৫
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যের কিছু অংশ আসেনি (যথা:- মূখের < মুখের,জলাঞ্জলী< জলাঞ্জলি, ঘৃনা< ঘৃণা প্রভৃতি)
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: এডিট করে দিচ্ছি
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩২
মোস্তফা সোহেল বলেছেন: ফরিদ ভাই কবিতা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা +++++
পড়ে খুব ভালো লাগলো ।
শুভ কামনা রইলো ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২
ওমেরা বলেছেন: অর্থ ছাড়া জীবন অচল তাই অর্থের কাছে বিবেক অর্থহীন ।
কবিতা ভাল হয়েছে ধন্যবাদ ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: তবুও মানুষের বিবেক দরকার। ধন্যবাদ আপনাকেও
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
সুমন কর বলেছেন: ঘৃণা-স্বার্থ- লোভ- লালসা উর্ধে আমাদের বিবেক নয়। বরং ওদের ঘিরেই আমাদের বিবেক !! তাইতো এমন হিংসা-বিদ্বেষ সমাজে বিরাজ করছে।
কবিতায় +।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা
১৩| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৬
বিজন রয় বলেছেন: অষ্টাদশী নারীর কাছে
বিসর্জন দিয়েছি আমার বিবেককে।
আমি তা মনে করি না।
নারী সুন্দর ও মমতাময়ী।
কবিতায়++++।
০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:১৬
মোস্তফা সোহেল বলেছেন: আজকাল ছেলেরা তো বিয়ের পরেই বৌ নিয়ে ব্যাস্ত হয়ে পড়ে। বৌ ছাড়া তো তাদের কিছুই বুঝতে দেখি না। মা বাবারও খোজ নেই না।
১৪| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:১৮
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
শুরুটা যেভাবে হয়েছিলো তার রেশ সম্পূর্ণ উধাও দ্বিতীয় স্তবক থেকে শুরু করে শেষটা পর্যন্ত ।
শুরুর স্তবকটা না হলেও চলতো , কারন মূল বক্তব্যের সাথে এই লাইন দু'টির মিল নেই ।
তবে এটুকু ঠিক বলেছেন - " সব কিছুর উর্ধে আমাদের বিবেক।" কোনও কিছুই তাতে দাগ কেটে যায়না ।
সহজ ভাষায় , সুন্দর কবিতা ।
০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:১৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাই। সত্যি বলতে কি ভাইয়া আমি কবিতা বুঝিনা। মনের ভেতর আসা কথা গুলি মাঝে মাঝে লিখে রাখি । আর সেটাই কবিতা হিসেবে চালাই।
১৫| ১০ ই মার্চ, ২০২৫ রাত ১০:৫৯
খায়রুল আহসান বলেছেন: বিবেক মানুষের অর্থলোলুপতার লাগাম টেনে ধরে। বিবেকের দংশন যে অনুভব করে, সে অনেক দোষ ও অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখতে পারে।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো ভাই কবিতা।
আমরা অর্থকেই প্রকৃত সুখের মূলে ধরে রাখি। যদিও এর পক্ষে নানাবিধ যুক্তি আছে। তবুও সেটাই প্রকৃত সুখ নয় এটা বুঝি কিন্তু মানতে গেলেই সামাজিক আর বাস্তবিক দিক চোখের সামনে দাঁড়ায়। তাই মানুষ অর্থের দিকেই ছোটতে থাকে আর মন, মনের তৃপ্তি উপেক্ষিত থেকে যায়।
আমি মনে করি প্রতিটি বৈষম্যহীন সমাজব্যবস্থা বেশি বেশি বিবেকবান মানুষ সৃষ্টি করতে পারে।
আপনার কবিতার মর্মকথা আমি কতটুকু বুঝেছি জানিনা, আপনার আহ্বান যেন অর্থের কাছে বিবেক বন্ধী হয়ে না পড়ে, আমরা যেন স্বার্থের কাছে হেরে না যাই।
ভালো লাগা রইলো ভাই। মুগ্ধতা নিয়ে ফিরছি কবিতা পড়ে। ভালোবাসা রেখে গেলাম ভাই।