নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
** এটা কোন
রুপ কথা নয়
বাঘের কাছে হল
সিংহের পরাজয়।
** কারও উপর
করিতে পারিনা ভরষা
ভাল লাগে না এই
অসময়ের বরষা।
** হাজার ফুলের গন্ধে
মন ভরে এই ফাগুনে
পুড়ছি আমি তোমার
ভালবাসার আগুনে।
** ও আমার মিতে
সুখে থাকলে
কিলায় ভুতে।
** কি দুনিয়া
আইলরে ভাই
মেকাপ ছাড়া
মেয়ে মানুষ নাই।
** চারিদিকে কত মানুষ
সবাই কি আর ভুয়া
মাস গেলেই বদলায়
কাজের বুয়া।
** রোজ রোজ তোকে
অন লাইনে খুজি
জানিস তো ভাই থাকি আমি
ইজি কাজে বিজি।
** কথা যাই বলি
যায় না তোর কানে
সময় গুলো কাটে
ব্যাস্ততার ভানে।
২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল। ধন্যবাদ আপু।
২| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩২
রাশেদ রায়হান বলেছেন: সত্যিই ভালো লেগেছে.।
২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৩
ধ্রুবক আলো বলেছেন: অনুকাব্য বেশ ভালো লাগলো
কি দুনিয়া
আইলরে ভাই
মেকাপ ছাড়া
মেয়ে মানুষ নাই।
এই লাইনগুলি একটু বেশি +
২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৮
হীরক মুশফিক বলেছেন: সহজ ভাষায় প্রকাশ, সুন্দর
২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৪
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
খুব ভালো
জ্বেলে আলো
পড়ছি......
এতো অনুকাব্য
সুশ্রাব্য ।
২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩২
মোস্তফা সোহেল বলেছেন: বাহ বাহ ভাইয়া আপনিও তো ভাল কাব্য কনা লেখেন।ধন্যবাদ ভাইয়া।
৬| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২২
আরণ্যক রাখাল বলেছেন: ভাল
২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৩
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ।
৭| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: ও আমার মিতে
সুখে থাকলে
কিলায় ভুতে।
২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য বিলিয়ার ভাই।
৮| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৫
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর।
৯| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
সুমন কর বলেছেন: মজার !
১০| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে ভালো লেগেছে +++
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা কোন
রুপ কথা নয়
বাঘের কাছে হল
সিংহের পরাজয়।[/sb
দারুনসসসসসসসসসসস