নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
একটা দিন না হয় তোমাকেই দিলাম
তোমার একটা দিনও আমার হল
অপ্রস্তুত ছিলাম আমি কিছুটা
সাবলীল কি তুমিও ছিলে?
কাছে টেনে তোমার নিঃস্বাশের শব্দটা
নিঃশব্দে শুনতে ইচ্ছে করছিল খুব।
তোমার হাতে হাত রেখে
আঙুলের ভাজে-ভাজে
খুজতে ইচ্ছে করছিল
আমার সুখ গুলো কি সব ওখানেই।
তোমার শরীরের গন্ধের যে মাদকতা
তা আমাকে আশ্চর্য ভাবে
তোমার আরও কাছে টেনে নিচ্ছিল।
সময় গুলো আসলেই স্বার্থপর
তানা হলে সুখের সময় গুলো
এত সহজেই শেষ হয়ে যায়!
তবুও হল তো যেমন-তেমন করে
তোমার একটা দিন আমার
কিম্বা আমার একটা দিন তোমার।
{আজকাল নাকি সব বিরহের কবিতা হয়ে যায় । তাই আজ বিরহ বাদ । আজ শুধুই প্রেমের কবিতা।
কি জানি এটা প্রেমের কবিতা হয়েছে কিনা। }
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: সুমন দা অনেক ধন্যবাদ আপনাকে।
২| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১০
বিলিয়ার রহমান বলেছেন: কোমল, নরম, তুলতুলে কবিতা!
ভালোলাগা!
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২২
মোস্তফা সোহেল বলেছেন: পেজা তুলার মত তুলতুলে নাকি ভাইয়া। হাহাহা ।ধন্যবাদ ভাইয়া।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫১
অতঃপর হৃদয় বলেছেন:
সময় গুলো আসলেই স্বার্থপর
তানা হলে সুখের সময় গুলো
এত সহজেই শেষ হয়ে যায়!
চমৎকার কবিতা। অনেক ভালো লাগলো ভাই।
'তোমার সারাজীবন শুধুই আমার, একটা দিন হলে চলবে না।'
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩২
মোস্তফা সোহেল বলেছেন: তার সারা জীবন শুধু আপনারই হোক । অনেক শুভ কামনা রইল।
৪| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৮
ধ্রুবক আলো বলেছেন: স্বার্থক প্রেমের কবিতা হয়েছে ++
ভালো লেগেছে।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: যাক তাহলে প্রেমের কবিতা লিখতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে ধ্রুবক আলো।
৫| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো লেগেছে +
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্লাস পেয়ে ভাল লাগছে শাহরিয়ার ভাই। অনেক ধন্যবাদ।
৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রেখেগেলাম
২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ বাবু ভাই।
৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪০
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
একটা ভালো প্রেমের কবিতা হয়েছে । যেন বলে গেছে -
" তুমি রবে নীরবে হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী সম ।।'
সময় গুলো আসলেই স্বার্থপর ।
তাই পাশাপাশি এও বলে যাই - পৃথিবীতে প্রেম বলে কিছু নেই ...।
২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। গতকালই সামুতে আমার এই কবিতাটি কপি করে নিজের নামে পোষ্ট দিয়েছে এক চোর। অথচ কেউ চোরের কিছুই বলেনি।
৮| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হয়েছিল কী?
২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৩
মোস্তফা সোহেল বলেছেন: কি জানি!
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৩
সুমন কর বলেছেন: মিষ্টি কবিতা। ভালো লাগল।
+।