নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
হেটে যাও এই পথ একা
হয়তো পেতে পার
কারও দেখা ।
খোলা রেখ দিল
তোমার সাথে তার হতে পারে
মনের মিল।
একটু ভেবে দাড়াও
তার দিকে
ভালবাসার হাত বাড়াও ।
মনে রাখতে পার আশা
সে দিতে পারে ভালবাসা।
এতটুকু তারে দিতে পার আশ্বাস
তোমায় যেন সে
করতে পারে বিশ্বাস।
জীবন ফুরাবে তবু
তোমাদের ভালবাসা
ফুরাবে না কভু।
সব শেষে যাবে দেখা
তোমাদের ভালবাসা রবে
ইতিহাসে লেখা।
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৩
মোস্তফা সোহেল বলেছেন: বিষয়টা ঠিক বুঝি নাই ভাইয়া? এ কবিতা অনেক আগে লেখা। আমার বেশ কিছু লেখা আছে যা সময় সুযোগের অভাবে ব্লগে শেয়ার করা হয়নি। তাই পুরানো লেখা মাঝে মাঝে ব্লগে শেয়ার করি। ধন্যবাদ ভাইয়া।ব্লগের হাল চাল অনেক কিছুই বুঝিনা।
২| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৬
শাহরিয়ার কবীর বলেছেন:
দুনিয়া চলে একে অপরের ভালোবাসার উপরে ... ভালোবাসা আছে, থাকবে এবং সুস্থ ধারার ভালোবাসা বেঁচে থাকুক চিরকাল ।
সুন্দর কবিতা +++
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪২
মোস্তফা সোহেল বলেছেন: ঠিক বলেছেন শাহরিয়ার ভাই।প্লাস দেওয়ার জন্য ধন্যবাদ।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: (আমি আসলে মজা করেছিলাম)
খবর নিশ্চয় পড়েন, যা হচ্ছে তা দেখে ভয় হয়।
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: খবর তো পড়িই । ধন্যবাদ ভাইয়া।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৫
Mehedi Hassan বলেছেন: Vaiya onek sundar kobita lihkcen.
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: Thanks
৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন: পরিচয় তো ঘটে অচেনা থেকে । হতেও পারে সে আর্শিবাদ ! কবিতা ভাল লেগেছে । ছন্দময় ।
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল । আপনার জন্য অনেক শুভ কামনা রইল।
৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৮
চাঁদগাজী বলেছেন:
ছবিটা অসুন্দর
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: একটা সুন্দর দেখে ছবি দেন গাজী ভাই। পরের পোষ্টে সেই ছবিটা দিব।
৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা ভাল হয়েছে।
৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই।
৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
ওকে
ওকে
৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫১
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ গাজী ভাই।
৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
ধ্রুবক আলো বলেছেন: সত্যি জীবন ফুরিয়ে গেলেও ভালোবাসা ফুরায় না...
কবিতা খুব সুন্দর হয়েছে ++
৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: জীবন ফুরিয়ে গেলেও ভালোবাসা ফুরায় না.. হয়তো!
মন্তব্যর জন্য ধন্যবাদ।
১০| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২০
সুমন কর বলেছেন: ভালো লাগল।
৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল সুমন দা।
১১| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই। ভালোবাসা ইতিহাসে ঠাই পাওয়ার মতোই হওয়া ভালো।
কবিতায় ভালো লাগা রেখে মুগ্ধতা নিয়ে গেলাম
শুভকামনা জানবেন সবসময়।
৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্রতিও সব সময় শুভ কামনা থাকবে নয়ন ভাই।
১২| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪১
সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর লিখা।
আর ছবিটা কই পাইলেন?????????
৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ। ছবি তো গুগোল থেকে নেওয়া।
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজকাল একটু সাবধানে থাকবেন। এমন কবিতা পড়ে ওরা আপনার সাক্ষাৎকার নিতে পারে।
কখন কার ঘাড়ে পড়বে কেউ জানে না।