নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

বৌয়ের ঈদ শপিং

১৪ ই জুন, ২০১৭ সকাল ৯:১০






ঈদ এলেই মনের মাঝে
লাগে ভীষন ভয়
কেনা কাটা সবই বাকি চল শপিংয়ে
বউয়ে যখন কয়।


এ দোকান থেকে ও দোকান
করতে করতেই শেষ
বউ আমার আনন্দে কয়
লাগছে কি যে বেশ।


ঈদের বাজার ভীষন ভিড়
চলা ফেরাই দায়
বউ আমার কেনা কাটায়
ভারি মজা পায়।


সকাল থেকে রাত্রি গড়ায়
তবু হয়না বউয়ের কেনা
বউয়ের শপিং করতে গিয়ে
হলাম আমি দেনা।


এই যে আমি কান ধরছি
ঈদ বাজারে আর কোন দিন নাই
মনের মত শপিং করে
বউ আমারে ডাকে ভাই!

মন্তব্য ২৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৭ সকাল ৯:২৭

জুন বলেছেন: মনের মত শপিং করে
বউ আমারে ডাকে ভাই!
:`>
আপনাকে বিশিষ্ট শিক্ষাবিদ লেখক তপন রায় চৌধুরীর স্মৃতিচারন থেকে ফকির গাজীর একটা কবিতা শোনাই মোস্তফা সোহেল ।
যেই নারী স্নানের পর মুখে দেয় পান
লক্ষী বলে সেই নারী আমারই সমান ।
সতী নারীর পতি যেন আসমানেরই চুড়া
অসতীর পতি যেন ভাঙ্গা নায়ের কুড়া,
সারাদিন মাইজ্জা গিন্নীর মুখে থাকে চাবা
মাইজ্জা কর্তা বাড়ি আইলে হেরে ডাকে বাবা ‘
হজ্ঞলের মুস্কিল আসান করো গাজী B-)
+
অট : ঈদ এলেই মনের মাঝে
লাগে ভিশন ভয় ।
টাইপো : ভীষন < ভিশন ।

১৪ ই জুন, ২০১৭ সকাল ৯:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: প্রথম লাইক ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জুনাপু। ফকির গাজীর কবিতাটি বেশ মজার।
বানান ঠিক করে দিয়েছি।

২| ১৪ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার বউ নেই গো সোহেল ভাই, সেকারণে এবারের ঈদেও আমার চিন্তা নেই। =p~

১৪ ই জুন, ২০১৭ সকাল ১০:১৩

মোস্তফা সোহেল বলেছেন: আমারও তো বউ নাই ভাই । আহেন গলাগলি করি।

৩| ১৪ ই জুন, ২০১৭ সকাল ১০:০২

চাঁদগাজী বলেছেন:


খারাপ না, বউয়ের আবদার রক্ষা করলেন; এগুলো বিনিয়োগ

১৪ ই জুন, ২০১৭ সকাল ১০:১৩

মোস্তফা সোহেল বলেছেন: বেশি বিনিয়োগ করলে তো আবার সমস্যা গাজী ভাই।

৪| ১৪ ই জুন, ২০১৭ সকাল ১১:২১

কুঁড়ের_বাদশা বলেছেন: ঈদ শপিং আমাদের বউদের জন্য না। এমনিতে কুঁড়ের_বাদশা,র হওয়ার কারণে, বউ প্রতিদিন বকা দেয় ভাইয়া। কি জ্বালায় আছি তা বলে বোঝাতে পারবো না। :-P

খুব সুন্দর লিখেছেন ।

১৪ ই জুন, ২০১৭ সকাল ১১:৩০

মোস্তফা সোহেল বলেছেন: আপনি মনে হয় আলসেমি বিলাস করতে পছন্দ করেন। ভাবিরে শপিংয়ে না নিয়ে গেলে বকা তো খাবেনই।
ধন্যবাদ আপনাকে।

৫| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন ভাই, সঠিক বক্তব্য কবিতায়। মুগ্ধতা রইল কবিতায়+++++

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫১

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাই।

৬| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩০

ANIKAT KAMAL বলেছেন: ক‌বিতার অসাধারণ বাস্তবতা যুগান্তরের নিদর্শন

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫২

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ কামাল ভাই।

৭| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৭

ওমেরা বলেছেন: জী না আপনার যাওয়া লাগবে না শুধু টাকা দিলেই হবে বউ একাই যেতে পারবে ।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:২০

মোস্তফা সোহেল বলেছেন: এখনকার বৌয়েরা অবশ্য একাই একশো।
ধন্যবাদ ওমেরা।

৮| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: বেতনের তিন ভাগের এক ভাগ বউ কে দিয়ে দিলাম শপিং এর জন্য। তারপরও তার মন ভরেনি।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:২১

মোস্তফা সোহেল বলেছেন: পুরাটা দিলে পারতেন। তাহলে ভাবি খুশি হতেন।

৯| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সুমন কর বলেছেন: মজার হয়েছে। +।

১৫ ই জুন, ২০১৭ সকাল ৮:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।

১০| ১৬ ই জুন, ২০১৭ দুপুর ২:৫২

ধ্রুবক আলো বলেছেন: ভাই আমি এখনও ব্যাচেলর :D

১৭ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: আমিও তাই ভাই।

১১| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:২২

জাহিদ অনিক বলেছেন: আহা ! কল্পিত বউ এর কল্পিত শপিং নিয়েই এত বড় ভাবনা !

১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:২৯

মোস্তফা সোহেল বলেছেন: কল্পনায় তো কত কিছুই হয় জাহিদ ভাই এতো মাত্র ছড়া।

১২| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:২৯

মনিরা সুলতানা বলেছেন: তাহলে তো ১৭ বছরে ও বউ হতে পারলাম না এর আগে বান্ধবী মানে জি এফ ও হতে পারি নাই ;
সারা জীবন বন্ধুই থেকে গেলাম :(

১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:২০

মোস্তফা সোহেল বলেছেন: সার জীবন বন্ধু থাকা খারাপ না আপু।

১৩| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৫

খায়রুল আহসান বলেছেন: "ঈদের বাজার ভীষন ভিড়
চলা ফেরাই দায়
বউ আমার কেনা কাটায়
ভারি মজা পায়" -- শুধু আপনার না। নারী মাত্রই কেনাকাটায় ভারি মজা পায়। হয়তো নগন্য ব্যতিক্রম থাকতে পারে।

০২ রা জুলাই, ২০১৭ সকাল ৯:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৪| ২৪ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৮

খায়রুল আহসান বলেছেন: জুন (১ নং) এবং মনিরা সুলতানা (১২ নং) এর মন্তব্যদুটো ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.