নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
১ / কি দাম আছে মনের
লুকোচুরি খেলে বিকেলের রোদ
দিখন্ডিত হয়ে আছে এই মন।
স্বপ্নেরা উড়ে যায়
উড়ন্ত চখাচখীর ডানায় ভর করে।
মন ভাল নেই
তাই বসে থাকি আনমনে।
দুর্মূল্যর এই বাজারে
কি দাম আছে মনের?
বুকের ভালবাসা গুলোকে তাই উড়িয়ে দেই
চখাচখির ডানায়।
২/ সুখী হতে চাই একাকী
দুঃখের দামে সুখ নয়
সুখ কিনি সুখের দামে।
বিসর্জিত আমার বিবেক
খোঁজ রাখি না রক্তের সম্পর্ক
বিতর্কিত সম্পর্কে আগ্রহ বেশি
মনে অনবরত ক্ষয়
তবুও সুখী হতে চাই একাকী।
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
মোস্তফা সোহেল বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ভাই।
মনের আসলেই কি দাম আছে?
২| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ১মটা ভাল হয়েছে।
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৯
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনক ধন্যবাদ মাইদুল ভাই।
৩| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
মনকে ধরিয়া-বাঁধিয়া রাখতে হবে !!!
শুছভ সকাল !!!
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩০
মোস্তফা সোহেল বলেছেন: একটা দড়ি পাঠিয়ে দিয়েন যে দড়িতে মনকে ধরিয়া বাধিয়া রাখিতে পারিব।
আপনাকেও সকাল বেলার শুভেচ্ছা শাহরিয়ার ভাই।
৪| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বুকের ভালোবাসাগুলো উড়িয়ে দিয়ে একাকী সুখী হতে চাওয়াটা খারাপ না।
০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬
মোস্তফা সোহেল বলেছেন: তাই বুঝি মাঝে মাঝে একা একা বনে বাদাড়ে ঘুরে বেড়ান।
আমার তো মনে হয় বুকের মাঝে ভালবাসা না থাকায় ভাল।
সব ভালবাসা উড়িয়ে দিয়ে একাকি চলতে পারলে কি আসলেই সুখী হওয়া যায়?
৫| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুটোই সুন্দর।
০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ গিয়াস ভাই।
৬| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
তবুও সুখী হতে চাই একাকী।
ভাই বড় রক্তের বাঁধন পৃথক হয় নারীর কারণে, পরের মাইয়ার কারণে, আমাদের মত প্রিয় ভাই-ব্রদারদের পর করে দিতে চান কেনু...।
০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
মোস্তফা সোহেল বলেছেন: কবিতাটি আমার ব্যক্তিগত জীবনের আলোকেই লেখা।
বিয়ের পরে পূরুষ মানুষ কেন বদলে যায় তা আমি আজও বুঝতে পারলাম না।
আমি নিজে বিয়ে করেছি তবু এখনও পর্যন্ত মন মানসিকতার পরিবর্তনের কোন লক্ষন দেখছি না।
দেখি সামনের দিনে কি হয়।
৭| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তা জানিনা। আপনার দুইটা কবিতা একত্র করে উপরের লাইনটা মন্তব্য করলাম।
০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২১
মোস্তফা সোহেল বলেছেন: তাহলে তো বলতেই হয় বেশ মন্তব্য করেছেন।
ভাল থাকুন অয়ন ভাই।
৮| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭
চিন্তিত নিরন্তর বলেছেন: ভাল লাগলো কথাগুলো।
শুভকামনা।
০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।
৯| ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: যারা বউ পাগল। তারাই বিয়ের পর বউ ছাড়া কিছু বুঝেনা।
বিয়েতো আমিও করিছি, কই বদলাই নাইতো।
কিন্তু চোখের সামনে অনেকেই বদলাতে দেখেছি। তারা বিয়ের পর আর যোগাযোগ করেনা। খোঁজ খবর নেয় না। মোবাইলে হাই, হ্যালো পর্যন্ত বন্ধ।
ওরা কেন এমন করে সেটা আমিও বুঝিনা।
০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০০
মোস্তফা সোহেল বলেছেন: মাইদুল ভাই এই বিষয়ের উপরে একটি লেখা লিখতে পারেন।শিরোনাম দিবেন, বিয়ের পরে ছেলেরা কেন বদলে যায়।
যায় হোক এবার কিছু বলি, আমার জীবনে দেখা বেশির ভাগ ছেলেই বিয়ের পরে বদলে গেছে।বৌয়ের কথা ছাড়া তারা অন্য কারও কথা শুনে না।
এর মাঝে আমার নিজের ভাইও আছেন।সে সব কথা আর নাইবা বললাম।
আমার এক বন্ধু বিয়ের পরে তো আমাদের সাথে কথা বলার সময় কখনও পায়না।
শুধু নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি করেই তার দিন কেটে যায়।
এ বিষয়ে বলতে গেলে অনেক বলতে পারব তাই আর বলছি না।
ভাল থাকুন।
১০| ০২ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
বিশ্ব মানুষের ভারে অবনত, সেখানেই মানুষ একাকিত্বে ভুগছে; মানুষ কি নিজের চারিদিকে দেয়াল গড়ছে?
০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৭
মোস্তফা সোহেল বলেছেন: মানুষ হয়তো নিজের চারিদিকে দেয়ালই গড়ছে।তা না হলে মানুষে মানুষে যোগাযোগ কমে যেত না।
ভাল থাকুন ভাইয়া।
১১| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৬
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ সুমন দা।
১২| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগলো রেখেগেলাম
পোষ্টে ++
০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ বাবু ভাই।
১৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুটোতেই ভালো লাগা ও মুগ্ধতা রইল। খুব সুন্দর লিখেছেন ভাই।
০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৯
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
খুব ভাল থাকুন।
১৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫
নীলপরি বলেছেন: দুটো কবিতাই খুব সুন্দর । বাস্তব চিত্রই ফুটিয়ে তুলেছেন । +++++++
০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২০
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি।
ভিষন ভাল থাকুন।
১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
জাহিদ অনিক বলেছেন:
কবিতা আসছে না আসছে না বলতে বলতেও দুই দুইটা লিখে ফেলেছেন!
০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২১
মোস্তফা সোহেল বলেছেন: জাহিদ অনিক ভাই, এই কবিতা অনেক আগের লেখা।
সত্যি বলতে কি নতুন করে কবিতা অনেক দিন লেখায় হয় না।
১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
জাহিদ অনিক বলেছেন: মনের কোন দাম নেই তাই মানুষ একা একাই সুখী হতে চায়; অন্তত আমি তো তাই চাই
০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২২
মোস্তফা সোহেল বলেছেন: মনের দাম নেই সেটা ঠিক তাই বলে কি একা একা সত্যি মানুষ সুখী হতে পারে?
১৭| ০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬
সামিয়া বলেছেন: বাহ!! বেশ লাগলো!!
শুভ কামনা কবি ভাই।।
০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন সামিয়া আপু।
১৮| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০১
জাহিদ অনিক বলেছেন:
কবিতা আসবে মোস্তফা সোহেল ভাই; নিশ্চয়ই আসবে।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯
ধ্রুবক আলো বলেছেন: দুর্মূল্যর এই বাজারে
কি দাম আছে মনের?
আহ্ ভাই সেই দারুন একটা কথা। +++