নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
তুমি কি মিশে গেছ মাটির সাথে?
তোমার সেই যে চির নিস্তবদ্ধতার শেষে
রেখে এসেছি নিভৃত মাটির বুকে
তারপর আজ পর্যন্ত তোমাকে পাইনি
একটি বারের জন্যও এই বুকের মাঝে।
তোমাকে এই বুকে পাওয়ার তীব্র বাসনায়
দেখ দাড়িয়ে আছি তোমারই কাছাকাছি
তোমারই সমাধীর পাশে।
আমার স্বহস্তে রোপিত তোমার সমাধির উপরে
বাহারি গাছটি কেমন বেড়ে উঠেছে
নিশ্চয় বাহারি গাছের শেকড় গুলি
তোমাকে স্পর্শ করেছে?
নাকি তুমিই বাহারি গাছ হয়ে
দাড়িয়ে আছ আমার সম্মুখে?
আমি দুবাহু বাড়িয়ে আলিঙ্গন করি বাহারি গাছকে
আর অনুভব করি
এ বুকের মাঝে তোমারই স্পর্শ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ ধ্রুবক আলো ভাই।
প্লাস পেয়ে আরও ভাল লাগল।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১২
ধ্রুবক আলো বলেছেন: সে মাটির সাথেই মিশে গেছে, অনুভূতির সাথে।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: এই কবিতাটি লিখতে গিয়ে বাবাকে খুব মনে পড়েছে।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১২
শাহিন-৯৯ বলেছেন: সীমাহীন ভালবাসার আকুতি ভরা কবিতা।
এরকম ভালবাসা কি আছে আমাদের মাঝে?
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১
মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসা আমাদের মাঝে আছে শাহিন ভাই।শুধু ভালবাসার বহিঃপ্রকাশ হয়তো বদলে গেছে।
আজকাল ভালবাসা যে কোনটা বোঝা বড় দায়।
ভাল থাকুন।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬
তারেক ফাহিম বলেছেন: সুন্দর কবিতা +
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ ফাহিম ভাই।
প্লাস দিয়েছেন তার জন্য আরও ভাল লাগল।
প্লাস দিলে কিন্তু লেখায় লাইক দিতে হয় হু
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এত আবেগ আর ভালবাসার আকুতিভরা কবিতায় প্লাস। সুন্দর হয়েছে সোহেল ভাই।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ সম্রাট ভাই।
ভাল থাকুন নিরন্তন।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: স্বহস্ত হবে। আর সমাধি হবে।
দারুণ তো! শেষ ৩ লাইনের অনুভূতি আমিও অনুভব করছি কবিতা পড়ে।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: বানান ঠিক করে দিয়েছি অয়ন ভাই।
আপনার এই অনুভব ছড়িয়ে পড়ুক আপনার মনেও।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩
কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতাখানি পড়িয়া একখানা লাইক প্রদান করা হইল।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: কি দরকার ছিল কষ্ট করে লাইক দেওয়ার।
কুঁড়ে মানুষের এত কষ্ট মেনে নিতে কষ্ট হইতাছে
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮
এম ডি মুসা বলেছেন: ভাল লাগা +
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৪
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ মুসা ভাই।
ভাল থাকুন।
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১২
কুঁড়ের_বাদশা বলেছেন: মেয়াবাই, কষ্ট করিয়া কবিতাখানি পড়িলাম, অথচ আপনি একখানা ধন্যবাদও জ্ঞাপন করিলেন না। হইাতে দার্শনিক কুঁড়ের বাদশা ভাই হতাশ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনি কুঁড়ে মানুষ এত্ত ধন্যবাদ নিয়া রাখিবেন কই?
তারপরও যখন বলিলেন তখন আপনের জন্য এক হালি ধন্যবাদ।
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৯
নূর-ই-হাফসা বলেছেন: প্রথম৫ লাইন বেশি ভালো লেগেছে ।
কবিতা সুন্দর হয়েছে
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু।
ভাল থাকুন।
১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: এভাবেই আমরা প্রিয়জনের স্মৃতি বহন করে চলি আজন্ম।
আগের চেয়ে এবারের কবিতাটি ভাল।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪০
মোস্তফা সোহেল বলেছেন: সামু ব্লগে এত এত ভাল কবিদের মাঝে নিজের কবিতা দিতে সত্যি ভয় পায়।
তবুও দেই।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ মাইদুল ভাই।
ভাল থাকুন।
মাঝে মাঝে ভাবি কাছের মানুষ সব একে একে চলে গেলে বেঁচে থাকাটাই অর্থহীন মনে হবে।
১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটিতে সত্যি অপূর্ব হয়েছে জনাব। এক ব্যাথাতুর হৃদয়ের আকুতি, নির্মম সত্যটুকু যে এমন করেই প্রিয়জনদের কাউকে রেখে আসা লাগে তারপর আর তাকে ছোয়া যায়না, কাছে পাওয়া যায়না, তাকে দেখা যায়না কিন্তু স্মৃতিরা সর্বদায় তারি সাথে বসত করায়।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৫
মোস্তফা সোহেল বলেছেন: সুজন ভাই খুব সুন্দর একটি মন্তব্যে আমি আরও আবেগপ্রবন হয়ে গেলাম।
ভাল থাকুন সব সময় সে কামনায় করি।
১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮
জাহিদ অনিক বলেছেন:
মাটির ভেতর থেকেই যেন একটি বীজ অঙ্কুর দিয়ে মাথা জাগায়।
ভালো লাগলো কবিতা কবি।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ প্রিয় কবি জাহিদ অনিক।
১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫
আমি তুমি আমরা বলেছেন: প্রিয়জনরা এক্সময় এভাবেই মাটিতে মিশে যায়। ভাল লেগেছে
০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯
মোস্তফা সোহেল বলেছেন: প্রিয়জন এভাবে মাটির সাথে মিশে যাওয়া সবার জন্যই অত্যন্ত কষ্টের।
কবিতা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগার মত একটা কবিতা পাঠ করলাম!!
কবিতা ভালো হয়েছে+++
শুভ কামনা রইল,কবি।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল।
আপনিও অনেক ভাল থাকুন।
আপনার জন্যও শুভ কামনা রইল কবি।
১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
নীলপরি বলেছেন: মন ছুঁয়ে গেলো । ++++++++
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: তাহলে বলা যায় কবিতা লেখা স্বার্থক হয়েছে!!
অনেক ভাল থাকুন নীলপরি।
১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
মিথী_মারজান বলেছেন: ভাইয়া!
মন খারাপ হয়ে গেল।
অনেক ফিল করলাম বাবা কে ছেড়ে থাকার আপনার কষ্টকর অনুভূতি।
আল্লাহ্ আংকেলকে বেহেশত নসীব করুক, আমিন।
আমার চন্দ্রমোহিয়ান লেখায় আমার যে ছোটবোন জুঁথীর কথা বলেছি, সে বোনটিও এখন আর এই পৃথিবীতে নেই।
(আর্তনাদ নামে আমার ব্লগে একটা লেখা আছে জুঁথী-কে নিয়ে)
ওর সমাধিতে গেলে আমার আর বাসায় ফিরে আসতে ইচ্ছা করেনা।
এত বাস্তব সত্যগুলো মেনে নিতে এত কষ্ট কেন হয় জানিনা।
মাটিতে মিশে কিনা জানিনা তবে আপনজনেরা দূরে গেলেও আজীবন মনে মিশে থাকে।
হৃদয় ছোঁয়া কবিতা ভাইয়া।
অসাধারণ!
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৯
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ে আপনার অনুভুতি শেয়ার করে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।
জুথী আপুকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন সে দোয়া করি।আমিন।
জুথী আপুকে নিয়ে লেখাটি পড়ার ইচ্ছে রইল।
যখন অনেক দিন পরে গ্রামে যায় তখন বাবার কবর দেখলেও মনে শান্তি পায়।ভাবি একদিন আমিও এখানেই একেবারে চলে আসব।
সত্যি মাঝে মাঝে কঠিন বাস্তব গুলো মেনে নিতে আমাদের খুবই কষ্ট হয়।
কষ্টের মাঝেও সস্তিতে থাকুন সে কামনায় করি।
ভাল থাকুন মিথী আপু।
১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধো দালানঘর?
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: তবু মানুষকে বেঁচে থাকতে হলে অনেক কিছুই করতে হয়।
এক সময় মনে হবে এ সবই স্বপ্ন হয়তো!
১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৩
আরাফআহনাফ বলেছেন: আর অনুভব করি এ বুকের মাঝে
কল্পিত তোমারি অস্তিত্ব।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫২
মোস্তফা সোহেল বলেছেন: বুকের মাঝে যাদের অস্তিত্ত আছে তাদেরকে কাছে না পেলে মন বড় খারাপ হয়।
আর যারা একেবারের জন্য ওপারে চলে গেছে তাদেরকে তো আর কোনদিনই এই পৃথিবীতে পাব না।
ভাল থাকুন আরাফআহনাফ ভাই।
২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
স্মৃতিরা শুধুই পোড়ায় !
নাকি তুমিই ..........
................... আমার সম্মুখে ?
এই লাইন দু'টোই হাহাকারের কবিতার বাহারি গাছ !
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: আহমেদ জী এস ভাইয়া,সত্যি স্মৃতিরা শুধুই পোড়ায়।
সুন্দর একটি মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা সব সময়।
২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুঃখ জাগানিয়া কবিতা।
নিশ্চয় বাহারি গাছের শেকড় গুলি
তোমাকে স্পর্শ করেছে?
নাকি তুমিই বাহারি গাছ হয়ে
দাড়িয়ে আছ আমার সম্মুখে? এ লাইন গুলি বেশি ভাল লেগেছে।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: লিটন ভাই কবিতা পড়ে নিজের ভাললাগা টুকু শেয়ার করে যাওয়ার জন্য আন্তরির ধন্যবাদ।
সব সময় ভাল থাকুন সে কামনায় করি।
২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫১
মনিরা সুলতানা বলেছেন: বাহ!! কবিতায় বেশ স্পর্শের অনুভবের ছোঁয়া ।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: প্রিয় মানুষের স্পর্শ না পেলে মন মানে না।
স্পর্শে অনেক সুখ লুকিয়ে থাকে।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ মনিরা আপু।
২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩
ওমেরা বলেছেন: বাহ্ বাহ্ গো কি সুন্দর একটা কবিতা ।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন ওমেরা।
২৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৮
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ সুমন দা।
ভাল থাকবেন।
২৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কষ্টের অনুভাবী সময়ের ক্ষণ
সুন্দর লিখেছেন সোহেল ভাই।
শুভকামনা আপনার জন্য
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪১
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই কবিতা পড়ে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আজকাল ব্লগে কম দেখছি।
পোষ্টও তেমন দেন না।
আশা করি আবার নিয়মিত হবেন।
২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২২
অলিউর রহমান খান বলেছেন: ভালো লাগলো জনাব।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ অলিউর ভাই।
ভিষন ভাল থাকুন।
২৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৭
কামরুননাহার কলি বলেছেন: ভাইয়া মনে করেন বাহারি গাছ হয়ে দাড়িয়ে আছে আপনার সম্মুখে।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ কলি আপু।
২৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৯
কামরুননাহার কলি বলেছেন: আপনাকে ও ধন্যবাদ ভাইয়া
২৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮
দৃষ্টিসীমানা বলেছেন: অনুভূতির চমৎকার প্রকাশ , ভাল লাগা রইল ।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১১
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +