![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
** ভাল লাগে শীতের দিনে
কুয়াশা ঢাকা ভোর
একটু খানি জায়গা দিবি
বুকের ভেতর তোর।
** সন্ত্রাসীদের হাতে অস্ত্র
গরীবে পাই না
শীত বস্ত্র।
** দিয়ে খেজুরের
রস
করব তোমায়
বশ।
** শীত মানায় না
আস্ত একটা লেপে
ভিষন শীতে বারে বারে
উঠছি কেঁপে-কেঁপে
** খুব মিষ্টি
তোর মূখের বুলি
ভাল লাগে
শীতের পিঠা-পুলি।
** তোর সাথে হয়না দেখা
আমার বার মাসে
চলনা দুজন আজ পা ভেজায় ওই
শিশির ভেজা ঘাসে।
** গায়ে জড়িয়ে চাদর
করব তোমায় আদর।
** নেমেছে কুয়াশার ঢল
তুই আমাকে
ভালবাসবি কিনা বল।
**এত কম কেন
তোর বুদ্ধি-বোধ
ভুলে গেছিস খুব মিষ্টি
শীত সকালের রোদ।
** দুজন মিলে আইনা
গায় একটা গীত
এক মাঘে
যায়না আর শীত।
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫১
মোস্তফা সোহেল বলেছেন: চা ঠান্ডা হয়ে গেছে।এখন কি দিমু
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৮
কামরুননাহার কলি বলেছেন: সোহেল ভাইয় কুঁড়ের বাদশা ভাইয়া কে এক গ্লাস চা দেন তারপর বলতেছি আপনার কবিতারটা কেমন হয়েছে। তবে হ্যা চা টা চিনি ছাড়া দিয়েন না হলে ডয়েবেটিস হয়ে যাবে।
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫২
মোস্তফা সোহেল বলেছেন: চিনির অনেক দাম চা দিলে চিনি-চাপাত ছাড়াই দিমু।
এইবার কন কলি আপু কাব্যকনা কেমন হইছে?
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন:
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫২
মোস্তফা সোহেল বলেছেন: যত হাসি তত কান্না.........
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫১
কুঁড়ের_বাদশা বলেছেন: কলি আপারে একটা বলি দেওয়া লাগবে...
সে আমার নামে বদনাম গাইছে ;মানি না,মানবো না। আই এম বাদশা ভাই, অন পিচ ইন দ্যা সামু ব্লগ।
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: বাদশা ভাই রাস্তা মাপেন নইলে খবর আছে।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালো হয়েছে শীতানুকাব্য, ছবিটাও চমৎকার!
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ তূর্যদা।
ভাল থাকুন।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭
সাইন বোর্ড বলেছেন: বাস্তবে শীত ততটা না অাসলেও কবিতার শীত মন্দ না ।
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: কাব্যকনা পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাল থাকুন।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লাগলো।
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
(১৮ + মন্তুকাব্য)
ল্যাইখ্যা শীতের ছড়া
খাইলেন তো মিয়া ধরা ।
প্যাঁচাইলেন ক্যান ত্যানা ?
এগুলা পাবলিকের সব জানা ।
এহোন করবেন তো একটা বিয়া
শীতের বাপ যাইবে কই গিয়া ।
শীতের পিডা-পুলি
আর রসের যতো ঝুলি ,
ল্যাপের তলে ধরবেন খুলি -
তহন পাবলিকেরে কইয়েন
শীত গ্যাছে কই চলি ........
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: বাহ্ খুব সুন্দর একটি মজার ছড়া লিখে ফেললেন!
জানা কথা সবাকে আরেকবার একটু মনে করিয়ে দিলাম আর কি।
অনেক ভাল থাকুন ভাইয়া।
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৪
পার্থ তালুকদার বলেছেন: 'শীতানুকাব্য দারুণ লাগল।
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ পার্থদা।
ভাল থাকুন।
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯
সামিয়া বলেছেন: শীতের কাব্যের ছবিটা দেখেই তো মন ভরে গেছে। কাব্য ভালোলেগেছে।। ++++
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: কাব্যকানা পড়ার জন্য অনেক ধন্যবাদ সামিয়া আপু।
ভাল থাকুন।
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
ধ্রুবক আলো বলেছেন: শীতানুকাব্য ভালো হয়েছে। দুটো টাইপো আছে ঠিক করে নিবেন।
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো ভাই।
ভাল থাকুন।
১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৬
সুমন কর বলেছেন: শীতানুকাব্য -- ভালো হয়েছে।
+।
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।
১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪২
জাহিদ অনিক বলেছেন:
বেশ ভালো লাগলো শীত অনু কাব্য।
শীতের শুভেচ্ছা।
১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০০
মোস্তফা সোহেল বলেছেন: কাব্যকনা পড়ার জন্য অনেক ধন্যবাদ জাহিদ অনিক ভাই।
১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮
কামরুননাহার কলি বলেছেন: চমেৎকার হইয়াছে ভাইয়া
১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১২
মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ কলি আপু।
১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ লিখেছেন ভাই, শীত নিয়ে অনেক গুলো কাব্য!! ভালো লাগলো ভাই।
১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৩
মোস্তফা সোহেল বলেছেন: পড়েছেন জেনে আমারও অনেক ভাল লাগল।
শুভ কামনা রইল নয়ন ভাই।
১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৪
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনেক শুণ্ডর লিখাছেন। শীত নিয়ে অনেক সুন্দর কথামালা ।
১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৩
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ অধরা।
ভাল থাকুন।
১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬
জুন বলেছেন: মোস্তফা সোহেল শীতকে যতই মহান করে তুলুন আর যতই কাব্য রচনা করুন শীত আমার অসহ্য
তবে কবিতা আর ছবিটা চমৎকার এটা আমাকে মানতেই হবে
ভালোলাগা রইলো অনেক
+
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: শীতানুকাব্য পড়ার জন্য অনেক ধন্যবাদ জুনাপু।
শীতকাল আমারও ততটা ভাল লাগে না।
১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৫
খায়রুল আহসান বলেছেন: প্রথম স্তবকটা চমৎকার হয়েছে। ৭ নম্বরটাও ভাল লেগেছে।
ছবিটা সুন্দর!
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১১
মোস্তফা সোহেল বলেছেন: কাব্যকনা পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
খুব ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০২
কুঁড়ের_বাদশা বলেছেন: মেয়াবাই,প্রথম হয়েছি চা দেন।