নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
চল আমাদের ভালবাসা রেখে আসি
শরতের শুভ্র মেঘেদের কাছে
যে তাকে ভাসিয়ে নিয়ে যাবে কোন কল্প লোকে।
চল আমাদের ভালবাসা রেখে আসি
কোন রঙিন বেলুনে
ভেসে ভেসে সে একদিন খুজে পাক
তার অমরত্বের সুধা।
চল আমাদের ভালবাসা রেখে আসি
কোন পাখির বাসায়
পাখির ছানাদের সাথে
তারাও বেড়ে উঠুক
উড়বার সাধ নিয়ে।
চল আমাদের ভালবাসা রেখে আসি
পাহাড়ের বুকে
যেখানে সুনসান নিরবতায়
সে ভিজে যাক অনবরত।
চল আমাদের ভালবাস রেখে আসি
ঝর্নার স্রোত ধারায়
সে তাকে ভাসিয়ে নিয়ে যাক
শুদ্ধতার খোজে।
চল আমাদে ভালবাসা রেখে আসি
কোন ফুটফুটে শিশুর বুকে
যেন সে কখনও হয় না কলুষিত।
বরং আমাদের ভালবাসা
থাকুক আমাদের হৃদয় গহীনে
রোজ না পারি মাঝে-মাঝে
তার যত্ন নিতে পারি।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫০
মোস্তফা সোহেল বলেছেন: হায় হায় অয়ন ভাই কয়কি!!
অসময়ের বর্ষায় মাথা নষ্ট হয়ে গেছে তাই না?
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।ভাল থাকুন সব সময়।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭
অলিউর রহমান খান বলেছেন: কবিতাটি চমৎকার হয়েছে বলে আমি মনে করি, যদি ও কবিতা সম্পর্কে আমার জ্ঞান নেই।
পড়ে বেশ ভালো লেগেছে। ভিন্ন ধর্মী একটি কবিতা।
শুভেচ্ছা নিবেন জনাব।
ধন্যবাদ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: একেক জনের ভাল লাগা একেক রকমের।একই লেখা আপনার ভাল লাগলেও অন্যজনের হয়তো সেটা মোটেও ভাল লাগবে না।এটাই স্বাভাবিক।
কবিতাটি যে আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল।
ধন্যবাদ অলিউর ভাই।অনেক ভাল থাকুন।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভিন্নধর্মী কবিতার জন্য অভিনন্দন।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন মাইদুল ভাই।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: বেশ কবিতা।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০
মোস্তফা সোহেল বলেছেন: রাজীব ভাই অনেক ধন্যবাদ।
ভাল থাকুন সব সময়।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০
ধ্রুবক আলো বলেছেন: দারুন লিখেছেন ভাই ++++
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১
মোস্তফা সোহেল বলেছেন: ধ্রুবক আলো ভাই,আপনার সবসময়ের উপস্থিতি আমাকে দারুনভাবে অনুপ্রানিত করে।
প্লাস পেয়ে অনেক ভাল লাগল।
শুভকামনা সব সময়ের জন্য।
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯
নতুন নকিব বলেছেন:
সুন্দর মন, সুন্দর ভাবনা, অত:পর সুন্দর একটি কবিতা। এই তো এক কথায় একটি কবিতার আত্মকাহিনী।
শুভকামনা।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন, সুন্দর ভাবনা, অত:পর সুন্দর একটি কবিতা, এটি কতটুকু সত্য তা আমি জানিনা নকিব ভাই।
তবে দোয়া করবেন সবসময় যেন একজন ভাল মানুষ হয়ে থাকতে পারি।
আপনার জন্য অনেক শুভকামনা রইল।
৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মোস্তফা ভাই সুযোগ পেয়ে আমাকে পচানি দিল।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০২
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকে পচানি দিতে পেরে আমি বিরাট খুশি
৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯
নতুন নকিব বলেছেন:
সুন্দর মন, সুন্দর ভাবনা, অত:পর সুন্দর একটি কবিতা,
-সন্দেহ নেই। এটাই সত্য। আর আপনি ভাল মনের মানুষ। আমরা অন্তত: আপনাকে সেভাবে পেয়েছি।
আচ্ছা, আপনি কি কাদিয়ানীদের নিয়ে সিরিজ পোস্টটি দেখেছেন? মনে হয় না, ঐ পোস্টগুলোতে আপনাকে খুব একটা পেয়েছি। আপনার মূল্যায়ন ঐ পোস্টগুলোর জন্য গুরুত্বপূর্ন ছিল।
না দেখে থাকলে, সময় সুযোগ হলে আদ্যোপান্ত দেখার অনুরোধ থাকলো।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৮
মোস্তফা সোহেল বলেছেন: নকিব ভাই ,একটা লেখা দিয়ে লেখকের লেখার মানকে জাস্টিফাই করা যায় কিন্তু আমি মনে করি একটা লেখা দিয়ে লেখকের মনকে কখনওই জাস্টিফাই করা যায় না।তবে এটা সত্য একটা লেখার মাধ্যমে লেখকের মন মানসিকতার বহিঃপ্রকাশ হয়।এটা নিয়ে কথা বলতে গেলে তা হয়ে যাবে এক বিরাট পর্যালোচনা।লেখক যদি সব সময় তার লেখার মত সুন্দর হত তাহলে আমাদের সমাজটা আরও সুন্দর হয়ে উঠত।
আপনার কাদিয়ানীদের নিয়ে সিরিজটি আমার পড়া হয়নি।সত্যি বলতে কি আমি আগ্রহ পায়নি তাই পড়িনি।
তবে পড়ে দেখব এবং আমার মতামত জানানোর আশা ব্যক্ত করছি।
ভিষন ভাল থাকুন।
৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০১
অনিক_আহমেদ বলেছেন: খুবই ভাল লাগল ভাই.....
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৩
মোস্তফা সোহেল বলেছেন: অনিক কেমন আছ ভাই?আমার কবিতায় তোমাকে পেয়ে অনেক ভাল লাগল।
পরীক্ষা কি শেষ হয়েছে?
১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১০
কুঁড়ের_বাদশা বলেছেন: ভালবাসা গোরস্থানে কবর দিয়ে আসেন সেই ভাল হয় ।
কবিতা ভাল হয়েছে+++
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫০
মোস্তফা সোহেল বলেছেন: হাচা কথা কইছেন কুঁড়ে ভাই।
আপনার প্লাস পাইয়া ভাল লাগল।
১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৯
অনিক_আহমেদ বলেছেন: ভাল আছি ভাইয়া। পরীক্ষা আর একটা আছে। এই সপ্তাহের শেষ। তারপর বিশাল ছুটি।
আপনি ভাল আছেন তো?
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫১
মোস্তফা সোহেল বলেছেন: ছুটির দিন গুলো ভাল কাটুক তোমার সে কামনায় করি।
অনেক ভাল থাক।
আর অবশ্যই সাবধানে চলবে।
১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪১
সামিয়া বলেছেন: ''চল আমাদের ভালোবাসা রেখে আসি'' কথা কয়টি বেশ লেগেছে।
কবির ভালোবাসার জন্য শুভকামনা।।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫২
মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা রইল সামিয়া আপু।
১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৩
নতুন নকিব বলেছেন:
এই যে বলছেন, 'আপনার আগ্রহ পায়নি', এটাও কিন্তু আপনার মনের পরিচ্ছন্নতা থেকেই। বুঝি। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা থেকেই হয়তো এই সাবধানতা-সতর্কতা। কিন্তু, ভাই, কাউকে না কাউকে তো উম্মতের বৃহত্তর স্বার্থে মিথ্যের মুখোশ খুলতে এগিয়ে আসতে হবে। ঝগড়া-বিবাদ তো আমাদের উদ্দেশ্য কখনওই নয়। সত্য আপনাকে বলতেই হবে। লুকোনোর সুযোগ কোথায়? আর তাতে ঝগড়া কেউ করতে আসলে সেটা অনাকাঙ্খিত।
সেকালে আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু তাআ'লা আনহু যদি রক্তারক্তি এড়ানোর স্বার্থে মুসাইলামাতুল কাযযাবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা না করতেন, অভিযান প্রেরন করে সাঙ্গপাঙ্গসহ মুসাইলামাকে হত্যা না করতেন, তাহলে আমরাও বোধ হয়, আজ এই দায় থেকে মুক্তি পেতে পারতাম যে, 'কে, কোথায় নবী দাবী করলো, তাতে আমার কি!'
কিন্তু সেই সুযোগ আমাদের নেই। জাতির বৃহত্তর স্বার্থে, ঈমানী দায়িত্ব থেকেই কিছু কাজ আমাদের করে যেতে হয়, হচ্ছে এবং হবে। এটা তারই অন্যতম।
ভাল থাকবেন অনেক অনেক।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫১
মোস্তফা সোহেল বলেছেন: ১ম পর্ব পড়ে মন্তব্য করে এসেছি আস্তে আস্তে বাকি পর্ব গুলো পড়ার ইচ্ছে রইল।
আমি সব সময় চেষ্টা করি সত্যের পক্ষে থাকতে।তর্ক করতে গেলেও তো জ্ঞানের দরকার হয়।আমার সেই জ্ঞানের অভাব আছে অনেক।
তাই তর্ক করতে যায় না কোথাও।ইসলামের জন্য সব সময় নিজের সামর্থ দিয়ে সেবা করার চেষ্টা করব।আল্লাহ নিশ্চয় শুধু কর্ম দেখেন না।নিয়তও দেখে থাকেন।ভাল থাকুন।
১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১০
নূর-ই-হাফসা বলেছেন: বাহ সুন্দর কবিতা । দারুন
১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন হাফসা আপু।
১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬
সকাল রয় বলেছেন: ভালো লাগলো কবিতা।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১
তারেক ফাহিম বলেছেন: লেখালেখিতে খুব দ্রুত এগিয়ে যাচ্ছেন।
কবিতা এত ভালো লিখেন আগে বলবেন না।
ভালো লাগার মত একটি কবিতা ++
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৬
মোস্তফা সোহেল বলেছেন: টুকটাক লিখতে পারি এই যা।আর লেখালেখি করি শখের বশত।
মনে হয়না এত ভাল লিখি।
তবুও যে আপনার আমার লেখা ভাল লেগেছে জেনে প্রিত হলাম।
সবসময় ভাল থাকুন ফাহিম ভাই, শুভ কামনা।
১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও যদি এরকম সুন্দর সুন্দর কবিতা লিখতে পারতাম !
একদম মনের কথা...............
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: এই সব বলিয়া আর লজ্জা দিয়েন না।
১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৭
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন সুমন দা।
১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে+
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন শাহরিয়ার ভাই।
২০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
ওমেরা বলেছেন: ভালবাসা বুকেই ধারন করতে হয় , অন্য কোথাও রেখে আসলে ও সিমার হয়ে যাবেন ভাইয়া ।
কবিতা সুন্দর হয়েছে ।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩১
মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসা বুকে ধারন করাই ভাল।কবিতা পড়ার জন্য ধন্যবাদ ওমেরা।
২১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালবাসা হৃদয়ের গহীনেই থাক ভাই। সুন্দর কবিতায় ভালোলাগা।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩১
মোস্তফা সোহেল বলেছেন: আপনিও অনেক শুভকামনা জানবেন সম্রাট ভাই।
২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১১
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
৩য় স্তবকটি ভালো লেগেছে ।
ভালোবাসাকে তো বাড়তেই হয় ! তারাও বেড়ে ঊঠুক ।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া,ভালবাসা না বাড়লে আরও গভীর হবে কি করে?ভালবাসা বাড়তে থাকুক।
আপনার জন্য অনেক শুভকামনা।ভাল থাকুন।
২৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৫
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩২
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।
২৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৭
ফেরদৌসা রুহী বলেছেন: ভালোবাসা হৃদয়ে থাকায় নিরাপদ।
সুন্দর কবিতা।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৮
মোস্তফা সোহেল বলেছেন: ভালোবাসা হৃদয়ে থাকায় নিরাপদ। ঠিক বলেছেন আপু।
কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ।
২৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ভাল লাগলো
শুভেচ্ছা কবি
ভালোবাসা থাকুক সকল প্রানে- ভালবাসার পবিত্রতায়
+++
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১২
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া আপনার মত কবি যখন কবিতা পড়ে বলে,ভাল লেগেছে সত্যি তখন কিযে ভাল লাগে।
আপনার জন্যও অনেক শুভকামনা।
ভাল থাকুন সব সময়।
২৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪১
আরজু পনি বলেছেন: সুন্দর কবিতা।
ভালো লাগা রইলো।
পোস্ট করার আগে বানানে একটু নজর বুলিয়ে নিতে পারেন।
শুভকামনা রইলো।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: আপু আমি বানানে একটু কাঁচায় বলা যায়।
আপনার কথা মনে থাকবে।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন সব সময়।
২৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
জাহিদ অনিক বলেছেন:
ভালোবাসা বরং গচ্ছিত থাকুক আপন অন্তরে সিন্দুকে সিন্দুক।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: তাই হোক কবি।
ভিষন ভাল থাকুন।
২৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা ছড়িয়ে পড়ুক সর্বত্রই।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: ভালোবাসা সর্বত্র ছড়িয়ে পড়লেই এই ধরা আরও সুন্দর হবে।
ধন্যবাদ রুপক দা।
২৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০
এফ.কে আশিক বলেছেন: অনবদ্য প্রকাশ।
দারুন লেগেছে আমার কাছে... কবি।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগল।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন আশিক ভাই।
৩০| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসার কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো চমৎকার মুগ্ধ করলো কবি ভাই। দারুণ চাওয়া ভালোবাসার কাছে।
সুন্দর কবিতা উপহার দিয়েছেন সোহেল ভাই।
খুব বেশি ভালো লাগলো আমার কাছে।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই কবিতা পাঠ ও মন্তব্যে অনেক শুভেচ্ছা।
সব সময় আপনাকে এভাবে কাছে পেয়ে অনেক ভাল লাগে।
অনেক ভাল থাকুন।
৩১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৮
জুন বলেছেন: ভালোবাসা মনের মাঝে পুরে না রেখে চারিদিকে ছড়িয়ে দিন মোস্তফা সোহেল । ভালোবাসাতো কত রকমই হতে পারে তাই না ? মা- বাবা, ভাই- বোন, বন্ধু- বান্ধব, আত্মীয়- স্বজন, প্রিয় মানুষ থেকে আমার মত আকাশে উড়ে বেড়ানো পাখির দল আর এমনতর এক বিড়ালকেও ভালোবাসা যায়
+
১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: জুনাপু ভালবাসা মনের মাঝে রেখে না দিয়ে তা সর্বত্র ছড়িয়ে দিতে পারলেই সেটাই সবচেয়ে ভাল।
সবসময় চেষ্টা করি আর কিছুতে ফাঁকি দিলেও কাছের মানুষদেরকে যেন ভালবাসায় ফাঁকি না দেয়।
ইস বিড়ালটা কি কিউট,এমন একটা বিড়াল আমার যদি থাকত সত্যি তাকেও খুব ভালবাসতাম।
ভাল থাকুন আপু।
৩২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ সেলিম ভাই।
৩৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
কামরুননাহার কলি বলেছেন: ‘পাখির বাসায় ভালোবাসা রেখে আসবেন’ হায় হায় পাখি তো ভালোবাসা খেয়ে ফেলবে।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: পাখি ভালবাসা খায় আগে তো জানা ছিল না!
সত্যি নাকি কলি আপু?
ভাল থাকুন।
৩৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১
কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহ । খায় তো ভালোবাসা খায় আমি দেখেছি।
৩৫| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৪
খায়রুল আহসান বলেছেন: ভালবাসাকে বিভিন্ন স্থানে রেখে আসার কথা বলেছেন, যেন ভালবাসা সেইসব স্থানগুলোর বৈশিষ্ট অর্জন করে। বেশ ব্যতিক্রমী ভাবনা।
আরজু পনি এর মত আমিও বলছি, ভুল বানানগুলো সম্পাদনা করে নিলে ভাল হয়।
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমিও যদি এরকম সুন্দর সুন্দর কবিতা লিখতে পারতাম !