নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
সামুতে চেনে সবাই
কি কব তার কথা
কবিতায় ঝরে পড়ে তার
বুকের যত ব্যাথা।
তারে নিয়ে যত লিখি
কবিতা বা গান
হবে না তাতে দেয়া
তারে যথা সম্মান।
বিনয়ী এ মানুষটার
বিনয় দেখে
রোজ-রোজ শত মানুষ
কত কিছু শেখে।
তারে নিয়ে লিখি কিছু
আমি তার ভক্ত
তারে নিয়ে লেখা
এ যে ভিষন শক্ত।
বহুমূখী প্রতিভার
তিনি এক খনি
সামুতে তিনি এক
অমূল্য মনি।
কবিতা ও গল্পে পারদর্শি
আরও আছে গানে
তার করা সুর গুলো
যেন বাজে প্রানে।
চারিদিকে রটে যাক
তার যত ভালো
জীবন জুড়ে তার
ভরে থাক আলো।
যায় কি করা শোধ
ভালোবাসার ঋন
খুব-খুব শুভ হোক
কবি নয়ন ভাইয়ার জন্মদিন।
** কিছুক্ষন আগে ফেসবুকে ঢুকে জানতে পারলাম আমার প্রিয় কবি নয়ন ভাইয়ের জন্মদিন।ফেসবুকে উইশ না করে ভাবলাম ব্লগেই উইশ করি।তাই তাকে নিয়ে এই মাত্র লেখা এই ছড়াটিই তাকে উপহার হিসেবে দিলাম।
কৃতজ্ঞতাঃ- সামুতে যার লেখা ছড়া পড়ে মাঝে মাঝে আমারও ছড়া লেখার ইচ্ছে জাগে সেই কি করি আজ ভেবে না পাই ভাইয়ার প্রতি।
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৭
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভালবাসা পৌছে যাক প্রিয় কবির কাছে।
২| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩০
তারেক_মাহমুদ বলেছেন: কবি নয়ন ভাইয়ের জন্য ভালবাসা, শুভ জন্মদিন কবি।
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: শুধু কথায় কি আর
ভরে নাকি পেট
কেএফসিতে আজ সব কিছুর
কমে গেছে রেট!
৩| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে বাবা! সোহেল ভাইও জাত কবিদের খাতায় নাম লেখালো।
নয়ন ভাই এক ডজন নাতী-পোতা নিয়ে সুখে থাকুক।
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: মনের মাঝে রোজ-রোজ
আঁকি কত ছবি
স্বপ্নেও ভাবি না
হব জাত কবি।
৪| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ জন্মদিন কবি নাঈম জাহাঙ্গীর নয়ন ।
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: এ বেলা মামু
খালি হাতে এলে
থাকবে দায়ি তুমি
বুকে ব্যথা পেলে!
৫| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪
শায়মা বলেছেন: হ্যাপী বার্থ ডে নয়নভাইয়া!
সোহেলভাইয়া ছড়া সুন্দর হয়েছে!!!!!!!
কি করি ভাইয়ার আগেই ছড়া লিখে ফেলেছো ভেরি গুড!!!
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: আপুনি আমার এ লেখায় তুমি
যা করিলে প্রশংসা
কি করি ভাইয়া না আবার
করে বসে হিংসা।
৬| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৬
আকতার আর হোসাইন বলেছেন: শুভ জন্মদিন.. কবির প্রতি রইল ভালবাসা..
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভালবাসায় সিক্ত হোক কবি।
৭| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫২
চাঁদগাজী বলেছেন:
কবি নাঈম জাহাঙ্গীর নয়ন দেড় বছরের বেশী ব্লগিং করছেন; তিনি খুবই অমায়িক মানুষ, ব্লগে খুবই একটিভ। উনার কবিতা শতশত ব্লগারের মন জয় করেছে। তিনি বিরহের কবিতা লেখান বেশী; সমকালীন বাংলাদেশের অস্হির সামাজিক পরিবেশে, লাখ লাখ তরুণ তরুণী নিজেদের ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক ধরে রাখতে পারছেন না; ব্লগে সেটা নিয়ে পদ্যে, গদ্যে পোষ্ট আসছে; নাঈম জাহাঙ্গীর সেসব তরুণ তরুণীদের হৃদয়ের কষ্টকে ভাষা দিয়েছেন।
তিনি নিজের লেখা গানের সুর দিয়ে নিজে গেছেছেন; সেখানেও বিরহের বিরহের বিশাল প্রভাব, এ ছাড়া তিনি দেশ-প্রেমের উপরও কবিতা লিখেছেন; লিখেছেন নিজের এলাকার প্রাকৃতিক সৌন্দয্য নিয়ে।
মনে হয়, ব্যক্তিগত জীবনে তিনি সরকারী চাকুরী করেন, ও সুখী পারিবারিক মানুষ। ব্লগার হিসেবে তিনি খুবই সফল; তিনি রাকনীতি নিয়েও খুবই উৎসাহী; সাধারণ মানুষের অধিকারের সম্পর্কে তিনি আশাবাদী।
উনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি; আশাকরছি, তিনি তার কবিতায় বাংলার সাধারণ মানুষের ভাবনাচিন্তাকে তুলে ধরবেন।
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০২
মোস্তফা সোহেল বলেছেন: শ্রদ্ধেহ চাঁদগাজী ভাইয়া,আমি নয়ন ভাইকে নিয়ে নস্যি এক ছড়া লিখলাম।আর আপনি যে মূল্যায়ন তিনাকে করলেন তা সত্যি অসাধারন।
নয়ন ভাই সত্যি খুবই বিনয়ী এক মানুষ।নিজের কাজের পাশাপাশি তিনি দেশ ও দেশের মানুষকে নিয়ে ভাবেন।
তিনার সরলতা আমাকে বার বার মুগ্ধ করে।
আপনার মন্তব্যের প্রতি উত্তরে নয়ন ভাইকে অনুরোধ করব কিছু বলতে।
৮| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৫
চাঁদগাজী বলেছেন:
৭ নং মন্তব্যে টাইপো আছে, "তিনি রাকনীতি নিয়েও খুবই উৎসাহী"
-রাকনীতির যায়গায় হবে, "রাজনীতি"।
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: ওটা সবাই বুঝবে শ্রদ্ধেহ গাজী ভাই।
৯| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৮
শায়মা বলেছেন: সে তো এক হিংসুটে
সবে আছে জানা
লিখেছো ছড়া যে তুমি
জেনে দেবে হানা!
হাউ মাউ কাউ কাউ
করে দেবে চিৎকার
ভয় নাই আছি আমি
তোমা সাথে দেবো মার!
গাঁজী ভায়া সর্বদা
তার ছড়া করে নিন্দে
তোমারটা দেখে খুশি
হলো ভায়া জিন্দে!
তুমি আমি গাঁজিভায়া
মোরা তিন পাঁজি
লাগতে আসলেই
ডেকে নেবো কাঁজী ।
তারপর লুলা খোড়া
কানী বগী সনে
বিয়ে দিয়ে দেবো তারে
নির্বাসন দেবো বনে!
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৫
মোস্তফা সোহেল বলেছেন: হিংসুটে এসে যদি
করে যায় নিন্দে
জেনে রেখ মরিনি
আছি আমি জিন্দে।
তুমি যদি পাশে থাকো
নেই কোন ভয়
হিংসুটেটা কখনই
পাবে না তো জয়।
ছড়া সে লেখে যা
কেউ পড়ে নাকি
গাজী ভাইয়ের কমেন্ট দেখে
মনে লাগে ঝাকি।
তিন হাত এক হলে
সে ঠিকই পালাবে
সুযোগ বুঝে আবার
আমাদের জ্বালাবে।
লুলা খোড়া লেংড়া
সেও কি তার জুটবে
নির্বাসন দিয়ে তারে
জ্বালা তবে মিটবে।
১০| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৩
আরাফআহনাফ বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা।
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আরাফ আহনাফ ভাইয়া।
১১| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৪
শায়মা বলেছেন: হা হা হা
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: ভাল হইছে তো আপু?
১২| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সহ ব্লগার কবি নাঈম জাহাঙ্গীর নয়নের
জন্মদিনে ফুলেল শুভেচ্ছা
২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪০
মোস্তফা সোহেল বলেছেন: বাজার থেকে একগুচ্ছ
ফুল নিন কিনে
কি আর দিবেন
নয়ন ভাইয়ের জন্মদিনে।
১৩| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
সোহেল ভাই! শায়মা আপার প্রতিউত্তর দেখে, মন্তব্য না করে থাকতে পারলাম না। আপনি ভাই লিখতে থাকুন।
হবে! হবে! আপনাকে দিয়ে কিছু একটা হবে!
একটা গান শোনাইঃ
তুমি এইদিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছ্বল দিন কামনায়
আজ জন্মদিন তোমার।।
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩
মোস্তফা সোহেল বলেছেন: হবে হবে বলে আর
দিও নাতো হাওয়া
আশা যা ছিল তা সবই
হয়ে গেছে পাওয়া।
১৪| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ওকি কন সোহেল ভায়া
আশা সব পাওয়া?
স্বপ্ন নিয়ে এসে এখন
খালি হাতে যাওয়া
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: ভুল ভাল বকে আর
করো না ভাই বিরক্ত
এখন আমি আসি
হয়েছে খাওয়ার ওয়াক্ত।
১৫| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই??
এখন আবার কোন ওয়াক্তের খাওয়া। আমাদেরও তো দাওয়াত দিলেন না। জিম টিম শুরু করেছেন নাকি??
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: ব্লাগিং করিতে করিতে নিজাম ভাই আপনার মাথা মনে হয় গেছে!ঘড়ির দিকে তাকালেই বুঝবেন এখন কোন ওয়াক্তের খাওয়ার সময় হইছে।
জিম-টিস আবার কিরে ভাই?খাই নাকি গায়ে মাখে
১৬| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দুজনের জন্যই শুভকামনা।
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৭
মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা মাইদুল ভাই।
১৭| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩২
সৈয়দ তাজুল বলেছেন:
কবিকে তার জন্মদিনে বসন্তী শুভেচ্ছা।
আর আপনার জন্য নির্মল ভালবাসা।
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪১
মোস্তফা সোহেল বলেছেন: ভাল হত ভালবেসে
দিতে যদি ফুল
আন্তরিক ধন্যবাদ
ভাই সৈয়দ তাজুল।
১৮| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ জন্মদিনে কবি নয়ন ভাইকে শুভেচ্ছা।
১৯| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন:
২০| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন:
২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: বারে বারে ফিরে আসুক
এই শুভ ক্ষন
যা দিয়েছ উপহার
ভরে গেছে মন।
২১| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৪
ধ্রুবক আলো বলেছেন: প্রিয় কবি ভাইকে শুভ জন্মদিন।
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৪
মোস্তফা সোহেল বলেছেন: আরে এ যে ভাই মোর
ধ্রুবক আলো
কবি ভাইয়ের মত তুমি
ভিষন ভালো।
২২| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫০
কামরুননাহার কলি বলেছেন: কবির প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা।
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৬
মোস্তফা সোহেল বলেছেন: কি আর হবে আপু
শুধু শুভেচ্ছাতে
পার যদি দাও কিছু
মোর দুই হাতে।
২৩| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫১
শামচুল হক বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল।
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৭
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ শামচুল ভাই।
২৪| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এ যে আমার কতো বড় প্রাপ্তি, কতো আনন্দের তা যথাযথ প্রকাশ করার মতো জ্ঞানী আমি কখনওই হতে পারিনি। সোহেল ভাই, যে অান্তরিক ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন তার কৃতজ্ঞতা আমি কিভাবে বলে শেষ করবো!! ব্লগে দেয়া সময়গুলো আজ সার্থক করে দিলেন ভাই। অনেক অানন্দিত করে দিলেন আমার ব্যস্ততম বর্তমান। অসাধারণ লিখেছেন ভাই, আপনার লেখার মতো যদি নিজেকে গড়তে পারি তবে আর কিছু থাকবেনা পাওয়ার বাকি।
আপনার এই ভালোবাসার কাছে আমি যতোই খুশি ঝরিয়ে যাই তা নস্যিই মনে হবে আমার কাছে।
মন্তব্যের ঘরে রেখে যাওয়া শ্রদ্ধেয় ও সুপ্রিয় ব্লগারদের আন্তরিক শুভেচ্ছা বাণী আমাকে অনাবিল আনন্দে ভাসাচ্ছে। কৃতজ্ঞতা তো জানাতেই হয় প্রিয় ভাই বোনদের প্রতি সেজন্য। সত্যিই অনেক ভাগ্যবান মনে করছি আপনাদের এমন উদার ভালোবাসা পেয়ে। নিঃসন্দেহে আজকের দিনটি আমার অনেক প্রিয় ও স্মরণীয় হয়ে থাকবে হৃদয়ের ঘরে।
আমার সুপ্রিয় শায়মা আপুসহ সকল ব্লগার ভাইদের প্রতি কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা ভালোবাসা রইল।
পরম শ্রদ্ধেয় সুপ্রিয় ব্লগার চাঁদগাজী'র কাছ থেকে এত সুন্দর প্রশংসা পেয়ে বিনিময় প্রতিউত্তরে কিভাবে খুশি প্রকাশ করবো সেটা আমাকে ভাবাচ্ছে। তার মূল্যায়ণ টুকু আমার ব্লগ বা জীবনের লক্ষ্য হয়ে থাকুক। দোআ করবেন শ্রদ্ধেয় প্রিয়, আপনাদের স্নেহাশিস যেন ধরে রাখবার মতো যোগ্যতম হতে পারি কোনদিন।
সকলের স্নেহ ভালোবাসা যেন ধরে রাখতে সেজন্য সকলের কাছে দোআ কামনায়
শুভকামনা সকলের জন্য সবসময়।
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৪
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই,ব্লগে একসাথে থাকতে থাকতে অনেকেই মনের ভেতরে এতটাই স্থান করে নিয়েছেন যে কয়েকদিন ব্লগে না এলে মনটা কেমন ছটফট করে।
ব্লগে এলে তবেই মনে আবার শান্তি ফিরে আসে।ব্যস্ততার কারনে অনেকেই নিয়মিত আসেন না।আবার কেউ কেউ সময় করে ব্লগে ঢু মেরে যান।
আবার কেউ কেউ সময়ের সাথে হারিয়েও যান।ব্লগ যতদিন আছে আর যতদিন বেঁচে থাকব ততদিন এর সাথে থাকার ইচ্ছে আছে।
এই মাধ্যমে অনেকের সাথে পরিচয় হয়ে তারা এখন আমার ফেসবুকেরও বন্ধু।তাই ব্লগ ছাড়াও এখন অন্য মাধ্যমেও অনেকের সাথে যোগাযোগ করা যায়।
শ্রদ্ধা আর ভালবাসা যেটাই বলেন সব সময় থাকবে।হয়তো তার বহিঃপ্রকাশ করা হবে না।
মাঝে মাঝে প্রিয় সব ব্লাগারদের নিয়ে অনেক কথায় বলতে ইচ্ছে করে,লিখতে ইচ্ছে করে তাদেরকে নিয়ে।ভালবাসার বহিঃপ্রকাশা করতে মন চাই।
কিন্তু অনেকেই এটাকে তেল দেওয়া ভাববে তাই আর কিছু করা হয়না।
কি করি আজ ভেবে না পাই ভাইয়ার লেখা দেখে আমি অনুপ্রানিত হয়ে আপনাকে আজ বার্থডে উইশ করতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি।
চাঁদ গাজী ভাই,আপনার সম্মন্ধে যে মন্তব্য করেছে তা যথার্থ।
সব সময় হাসি খুশি থাকুন আর মন খুলে লিখতে থাকুন।কে কি বলল কখনও সে সব নিয়ে মাথা ঘামাবেন না।
কখনও কারও ফালতু কথায় কবিতা লেখা বাদ দেওয়ার কথা চিন্তাও করবেন না।
আমার জন্যও দোয়া করবেন।
২৫| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার ছাড়ায় ছড়ায় শুভ কামনা!!!!
শুভ জনমদিন নয়ন
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৬
মোস্তফা সোহেল বলেছেন: অবশেষে এলে আপু
মনিরা সুলতানা
দু লাইন ছড়া দিতে
কে করেছিল মানা।
২৬| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৯
সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন নাঈম জাহাঙ্গীর নয়ন । অভিনন্দন ছড়াকার মোস্তফা সোহেল । জেসন ভাইকেও । কারণ তিনি এ নতুন ট্রেন্ডের জনক। ছড়ায় ছড়ায় শুভ জন্মদিন । ভালো থাকুন সবাই আনন্দে থাকুন সবাই।
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১১
মোস্তফা সোহেল বলেছেন: জেসন ভাইয়াটা
ছড়ার জাদুকর
তার পাশে নিজের নামটা
দেখিতে লাগে ডর!
২৭| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৫
উম্মে সায়মা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা নয়ন ভাইকে।
ধন্যবাদ আপনাকে সহব্লগারের প্রতি নিরেট আন্তরিকতা পোষনে।
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১০
মোস্তফা সোহেল বলেছেন: আরে আরে এযে দেখি
উম্মে সায়মা আপু
অবশেষে তুমিও
শুভেচ্ছা জানালে বাপু।
২৮| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৬
নূর আলম হিরণ বলেছেন: উনার সামনের দিন গুলি মসৃণ হোক। শুভ জন্মদিন কবি নাঈম জাহাঙ্গীর নয়ন।
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৩
মোস্তফা সোহেল বলেছেন: শুভেচ্ছা জানালেন
ভাই নূর আলম হিরন
নয়ন ভাই সূর্যের মত জ্বালিয়ে যাক
সারাজীবন কিরন।
২৯| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৫
সামিয়া বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা কবিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা কবিকে
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৭
মোস্তফা সোহেল বলেছেন: দিলে যা ফুলটা
তাও কিনা কাগজের
তোমার বার্থডেতে
মজা তুমি পাবে টের!
৩০| ২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনারটিও ভালো হয়েছে ।
২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: এ ভাবে ভাই আমার
আর দিও না হাওয়া
যা দিয়েছ তাই মোর
ঢের হয়েছে পাওয়া।
৩১| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যায় কি করা শোধ
ভালোবাসার ঋন
খুব-খুব শুভ হোক
কবি নয়ন ভাইয়ার জন্মদিন।
জন্মদিনে শুভেচ্ছা নিন নয়ন ভাই।
২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাইয়ের প্রতিটি দিন অনেক সুন্দর হোক।
ধন্যবাদ গিয়াস ভাই।
৩২| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবিতে তার জন্মদিনের শুভেচ্ছা জানাই। আরো ভালো থাকুন। সব সময়। আপনার কবিতা আলোকিত করুক সবাইকে।
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:০০
মোস্তফা সোহেল বলেছেন: যে যার আলোয়
হবে আলোকিত
আমি শুধু লিখে
হব পুলকিত।
৩৩| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ ছবি আর কবিতায় ফাটাফাটি।
ভাল লাগল। ধন্যবাদ।
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৩
মোস্তফা সোহেল বলেছেন: পড়েছ তুমি জেনে ভাইয়া
খুশি হলাম খুব
কখনও যেন আবার
মের নাকো ডুব।
৩৪| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
নূর-ই-হাফসা বলেছেন: শুভ জন্মদিন । জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ।
সবসময় হাসিখুশি আর অনেক অনেক ভালো থাকুন । অনেক শুভকামনা।
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৪
মোস্তফা সোহেল বলেছেন: মাঝে মাঝে কি যে হয়
চোঁখে দেখি ঝাপসা
আরে এযে আপুমনি
নূর-ই-হাফসা!
৩৫| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: করলে যা উয়িশ ভায়া
স্নেহ মাখা চয়নে;
আলবাৎ বাগ বাগ
প্রিয় কবি নয়নে।
পাকা তার হাত যশ
আবৃতি, কবিতায়;
ব্যবহারও অমায়িক
ভালো লাগে সবি তায়।
মোর সনে ভীনমত
তাও নেই দ্বন্দ;
বুরবাকি দল-মোহে
নয় সে যে অন্ধ।
মোর যা কয়ার ছিলো
কাকু কলো সবি;
অল্প দিনেই সে যে
হলো প্রিয় কবি।
প্রিয়ভাষি,প্রিয়মুখ
সখ্যতা অমলীন;
ভালোবাসা,ভালোবাসা
প্রিয় 'শুভ জন্মদিন'।
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:০০
মোস্তফা সোহেল বলেছেন: ছড়ায় ছড়ায় তুমি
যা দেখাও খেল
আমার কি আর
আছে কোন বেল?
৩৬| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: শুভ জন্মদিন, নয়ন ভাই। অনেক অনেক শুভেচ্ছা।
সেই সাথে পোস্টদাতাকেও, এতো সুন্দর করে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্যে।
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:০১
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্যও।
৩৭| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জানাই ছিলোনা ডেট
নেই ফেবু লিস্টিতে;
টুইটার ইনস্ট্রায়ও
এলো না তা দৃষ্টিতে।
চমকটা দিলে ভায়া
পুরো খেনু তব্দা;
কি ভাষায় থ্যাংক্স কবো
খুঁইয়েছি শব্দা।
মুন্সিয়ানায় তুমি
বেঁধেছ যা ছন্দ;
তোমাতে হে ঠিকি পাই
জাত কবি গন্ধ।
মোর চেয়ে শতগুণে
লিখেছ হে খাসাগো;
প্রাঞ্জল ও সহজিয়া
সে কি মিঠে ভাষাগো।
কমেন্টও আহা মধু
ভারি উপভোগ্য;
করেছ প্রমান তুমি
মোর চেয়ে যোগ্য।
আমারো চলেনা হাত
ভর করে ক্লান্তি;
ভারখানি নাও এলা
দ্যাও মোরে শান্তি।
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৩
মোস্তফা সোহেল বলেছেন: থেকেও নেই চোঁখ
তাই তুমি অন্ধ
কি করে যে হেতা পাও
জাত কবি গন্ধ!
৩৮| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হিংসুটে হলো বাপু
আদতে সে ডাইনি;
সে ছাড়া লিখুক কেউ
মোটেও সে চায়নি।
যেই ধরি লিখাজোখা
ব্যস শুরু হিংসে;
চিন্তে করতো বাপু
কতটা সে মিনসে!!
পরিচিতজনে শুরু
আজেবাজে বদনাম;
কাপুরুষি পিঠে ছোরা
মারাটাই তার কাম।
কিসসার শেষ নাই
লাখো লাখো গল্প;
রাতও যাবে ফুরিয়ে হে
কইলে সে অল্প।
তোমা নিয়া লাগে ডর
থেকো বাপু সাবধানে;
কি যে করে ডাইনিটা
সে স্রেফ খোদাই জানে।
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৬
মোস্তফা সোহেল বলেছেন: আমাকে নিয়ে ডর
কর নাতো আর
সাবধানে থাকিলে
নেই কোন মার।
৩৯| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:০০
সোহানী বলেছেন: হায় হায় সোহেল এইবার তুমিতো দেখি কি করির ভাত মারবা...........। কাকু জিন্দাবাদ, অন্তত এইটা ম্যাও প্যাও হয় নাই
কি করি, ভয় নাই তোমার। ওরা তিনজন এক হলেও কোন সমস্যা নেই আমি আছি.. আমি একাই একশ।
শুভ জন্মদিন প্রিয় কবি নয়ন। সত্যিই তোমার লিখার হাত অনেক অনেক ভালো।....
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৮
মোস্তফা সোহেল বলেছেন: অবশেষে আপু তুমি
উইশটা করলে
কি করির সাথে তুমিও
কি সুরটা ধরলে!
৪০| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধরে রেখো চর্চাটা
দেখে সবি শিখবে;
জাগে সাধ মোর বেলা
ভায়া তুমি লিখবে?
০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:১০
মোস্তফা সোহেল বলেছেন: যেমন আছি আমি
এই তো বেশ
তোমায় নিয়ে যদি কিছু লিখি
হয়ে যাব শেষ!
৪১| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৭
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,
সন্দেহ নেই নয়ন একজন মনে দাগ রেখে যাওয়া নবীন কবি , বেদনার কবি । সহব্লগার চাঁদগাজী তাঁর সম্পর্কে যা বলেছেন তার তুলনা নেই, বর্ণে বর্ণে সত্যি ।
অজস্র নয়ন যেন দেখে " নাঈম জাহাঙ্গীর নয়ন " জীবনের পথে হেটে যাচ্ছেন আরো হাযার বছর সকল বেদনাকে জয় করে , দৃপ্ত পদভারে । শুভ জন্মদিনটিতে এই হোক প্রার্থনা ।
হৃদয়ের স্পর্শ রেখে গেলুম নয়নের এই শুভক্ষনটির করকমলে ....................
আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ ছড়ায় ছড়ায় ব্লগীয় ভ্রাতৃত্ববোধের এমন একটি ছবি এঁকে যাওয়াতে ।
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৪
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া,খুব সুন্দর করে নয়ন ভাইকে শুভেচ্ছা জানিয়ে গেলেন তার জন্য আমার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।
৪২| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি কখনো আজকের মতো এত আনন্দে ভাসিনি, হয়তো এত ভালোবাসাও পাইনি এর আগে। এখানে সবার ভালোবাসা যে নিখুঁত ভালোবাসা। একেকটা শুভেচ্ছা বাণী একেকটা উদার মনের নির্ভেজাল ভালোবাসা। আমার শ্রেষ্ঠ প্রাপ্তি।
আমি শ্রদ্ধেয় সুপ্রিয় ভাইদের এই নির্ভেজাল ভালোবাসা হারাতে চাই না কোনদিনও। জীবনের শেষদিন পর্যন্ত সামহোয়্যারইন-এর সাথে আপনাদের মাঝে থাকার ইচ্ছে কামনায়। দোআ করবেন, সবার কাছে এটুকু আমার প্রার্থনা।
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৬
মোস্তফা সোহেল বলেছেন: প্রকাশ না করিলে
কে বুঝিতে চাই ভালবাসা
জনমভরে ভালবেসে যাবে ভাই
এই মোর আশা।
৪৩| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫০
রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন।
কেক আর কোক খেতে চাই।
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৭
মোস্তফা সোহেল বলেছেন: খালি হাতে এলে ভাই
লাগে কি যে ফাঁকা
কেক আর কোক খেতে
লাগে নাকি টাকা।
৪৪| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শুভ জন্ম দিন, শুভ হউক পথ চলা। ভালোবাসা রইল নয়ন ভাইয়ের প্রতি।
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৮
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ অনেক শাহাদাৎ ভাই।
৪৫| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৯
নীলপরি বলেছেন: সহব্লগার ও কবি নাঈম জাহাঙ্গীর নয়নের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা রইলো ।
আর আপনিও খুব ভালো লিখেছেন । আমাদের সকলের মনের কথাগুলোকে ভাষায় রূপান্তরিত করেছেন ।
দুজনকেই শুভকামনা ।
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩০
মোস্তফা সোহেল বলেছেন: অতটু লিখে আমি
শান্তি পাইনি মনে
এই দুঃখে কিছু কাল
ঘুরি বনে-বনে।
৪৬| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪২
নীলপরি বলেছেন:
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩২
মোস্তফা সোহেল বলেছেন: আবারও ধন্যবাদ নীলপরি।
৪৭| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৮
শায়মা বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন: হিংসুটে হলো বাপু
আদতে সে ডাইনি;
সে ছাড়া লিখুক কেউ
মোটেও সে চায়নি।
যেই ধরি লিখাজোখা
ব্যস শুরু হিংসে;
চিন্তে করতো বাপু
কতটা সে মিনসে!!
পরিচিতজনে শুরু
আজেবাজে বদনাম;
কাপুরুষি পিঠে ছোরা
মারাটাই তার কাম।
কিসসার শেষ নাই
লাখো লাখো গল্প;
রাতও যাবে ফুরিয়ে হে
কইলে সে অল্প।
তোমা নিয়া লাগে ডর
থেকো বাপু সাবধানে;
কি যে করে ডাইনিটা
সে স্রেফ খোদাই জানে। B:-)
:
৪৮| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৮
শায়মা বলেছেন: @ কি করি আজ ভেবে না পাই
নেমক হারাম মিথ্যুক
ভয় তোর নাই রে
গুরু মারা বিদ্যায়
বাহাদূরী হায়রে!!!!!
শিখেছিস কার কাছে
ছড়া লেখা বিদ্যা
ভুলে গেলি শয়তান
গরু, গাধা কুৎ.....
সাধে বলি বেঈমান
বদমাস কেলেভূত
মিথ্যা কথায় যার
নেই জুড়ি অদ্ভুৎ!
আমি হিংসুটে না
আর তুই দেবতা!
অং বং লিখে ভাবো
হয়ে গেলো কবোতা!
আসলে তা বং চং
অথবাই ম্যাও প্যাও
ঠিকই বলে চাঁদগাজী
হাউ মাউ মাথা খাউ!
এইসব বদনামী
করা তুই ছাড়বি
গুরুমার বদদোয়ায়
নয় ডিম পাড়বি!
তাই বলি সাবধান
এই বেলা সামলে
বেশি বাড় বাড়লে
দেবে ডগী কামলে!!!!!
রোজ প্রাতে একবার
তওবা কসম পড়ে
মাফ চাবি খুব করে
গুরুমার পা ধরে।
হবে খুশি গুরু মাতা
দেবে বিদ্যা যে এক
সেই বিদ্যার জোরে
চলে যাবি গ্যাংটক।
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: এই ছড়া পড়ে সে
হয়ে যাবে ফিট
ছড়া লেখাতে তুমি
হয়ে গেলে হিট।
৪৯| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫১
সুমন কর বলেছেন: সুন্দর লিখেছ। কবি'র প্রতি রইলো জন্মদিনের শুভেচ্ছা...........
+।
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: প্লাসটা যখন তুমি
দিয়ে দিলে দাদা
এই মনে আর কোন
রইল না কাদা।
৫০| ৩০ শে মার্চ, ২০১৮ ভোর ৬:০৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শুভ জন্মদিন!
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ দাদা।
৫১| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:০০
জাহিদ অনিক বলেছেন:
শুরুতে তো নাম না দেখেই পড়েছিলাম, ভেবেছিলাম কি করি ভাইয়াই লিখেছে ,
পরে দেখি মোস্তফা সোহেল ভাই !!!!
আপনিও তো ছড়ায় দুর্দান্ত !
নয়ন ভাইকে জন্মদিনের শুভেচ্ছা (লেট করে )
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৭
মোস্তফা সোহেল বলেছেন: কি করি ভাইয়ার মত লিখতে পারব না এটা আমি ভাল করেই জানি।নয়ন ভাইকে কি ভাবে শুভেচ্ছা জানাবো ভাবতেই কি করি ভাইয়ার মত ছড়া লিখে শুভেচ্ছা জানানোর কথা মনে হল।আর চটপট লিখে ফেললাম।
ছড়া লেখা ভিষন কঠিন এই চান্স আর না নেওয়াই ভাল হবে।
ধন্যবাদ জাহিদ অনিক ভাই।
৫২| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২২
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: নয়নভাইকে জন্মদিনের শুভেচ্ছা।
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ কঙ্কাবতী রাজকন্যা।
৫৩| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:০৬
খায়রুল আহসান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়নকে জানাচ্ছি জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা! আগামী দিনগুলো তার জন্য শান্তির হোক, সাফল্যের হোক, ভালবাসায় ভরা থাক তার বাকীটা জীবন!
একজন সহব্লগারের প্রতি যে আন্তরিক সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আপনি এ ছড়াটা লিখেছেন, তার জন্য আপনাকেও সাধুবাদ জানাচ্ছি। প্রতিমন্তব্যেও জায়গায় জায়গায় বেশ সুন্দর ছড়া লিখেছেন।
কোন ব্লগারের প্রতি মন্তব্যে চাঁঁদগাজীকে এর আগে কখনো এতটা উচ্ছ্বসিত প্রশংসা করতে দেখিনি। এজন্য তাকেও ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি। নয়ন অবশ্যই এর সবটুকুই ডিজার্ভ করে।
পোস্টে একাদশতম ভাল লাগা + +
০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫২
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া একটু দেরিতে হলেও নয়ন ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেলেন তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
৫৪| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
অনেকদিন পর দেখলাম আবার
শ্রদ্ধেয় ভাইদের ভালোবাসা,
আত্মার বাঁধনেই বাঁধা এ'আমার
ছোট্ট জীবনের শ্রেষ্ঠ পাওয়া।
কি ভাষায় করি'গো আজ প্রকাশ
পূর্ণতা দিলেন সোহেল ভাই,
আন্তরিক ও উদার মনের নিবাস
সামু'ব্লগ-ব্লগাদের তুলনা নাই।
ওহে খোদা কৃতজ্ঞ সকলের তরে
কবুল করো আমার এ প্রার্থনা,
সকলের এই ভালবাসা এ'অন্তরে
রাখতে তৌফিক দিও প্রত্যাশা।
৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: মনে করে আবার যে এসেছেন এটাই আমার জন্য অনেক বড় পাওয়া নয়ন ভাই।
আপনার আন্তরিকতায় আমাকে আপনাকে নিয়ে লিখতে অনুপ্রেরনা যুগিয়েছে।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: প্রিয় কবি’র প্রতি ভালবাসা রইল ।