নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
প্রত্যাশার চাইতে
প্রাপ্তি বেশিই ছিল।
তবুও কি পেয়েছি
আর কি পাইনি
এই হিসাব করাটা কি অযৌক্তিক নয় কি?
কোনটা যৌক্তিক আর কোনটা অযৌক্তিক
এই ভেবেই বা সামনে অগ্রসর হয় কয় জন?
এই তো আমার আকাশ
এখানে সূর্য ওঠে না
চন্দ্র ওঠে না
তবুও গ্রহন লাগে প্রতিনিয়ত!
ছবি ও মডেল - শাহরিয়ার শাওন
০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: কবিতাটি পড়ে নিজের ভাললাগা টুকু জানিয়ে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আবু আফিয়া ভাই।
২| ০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
দেশের মাটি দেশের জল
দেশের আকাশ দেশের বোল।
০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: সেলিম ভাই কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
৩| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:১৯
করুণাধারা বলেছেন: প্রত্যাশার চাইতে
কবিতাটা অনেক বেশি ভালো।
ছোট ছোট কথামালায় তৈরি চমৎকার কবিতা। খুব ভালো লেগেছে।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৩২
মোস্তফা সোহেল বলেছেন: আপু আপনার মন্তব্যেটিও আমার প্রত্যাশার চাইতে অনেক বেশিই হয়ে গেল।
কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল।
৪| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:২৪
তারেক ফাহিম বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে জন্য আন্তরিক ধন্যবাদ ফাহিম ভাই।
৫| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: ছবি ও মডেল একজনই??
কিভাবে সম্ভব?
০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: ছবি আরেকজনের তোলা মডেল শাহরিয়ার শাওন।নাম জেনে ঠিক করে দিব।
৬| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৯
নতুন নকিব বলেছেন:
সুন্দর। অনেক সুন্দর।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ নকিব ভাই।
৭| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৫
ব্লগার_প্রান্ত বলেছেন: ছবি কবিতা দুটোই সুন্দর ভাইয়া।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:২৭
মোস্তফা সোহেল বলেছেন: তুমি পড়েছ জেনে খুব ভাল লাগল।
ভাল থেকো প্রান্ত।
৮| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৭
সুমন কর বলেছেন: ছোট এবং সুন্দর।
০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০১
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর ছোট মন্তব্যের জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ সুমন দা।
৯| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
ব্লগার_প্রান্ত বলেছেন: প্রিয় সোহেল ভাই, আপনাকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, যাতে জীবনে বড় হয়ে সবার জন্য কিছু করতে পারি।
০৭ ই মে, ২০১৮ সকাল ৯:০৫
মোস্তফা সোহেল বলেছেন: জীবনে ভাল কিছু করবে এটাই কামনা করি প্রান্ত।
১০| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
প্রামানিক বলেছেন: অল্প কথায় অনেক ভালো লাগল।
০৭ ই মে, ২০১৮ সকাল ৯:০৫
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।
১১| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার কবিতা। মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির যোগ কখনো হয় না।
০৭ ই মে, ২০১৮ সকাল ৯:০৬
মোস্তফা সোহেল বলেছেন: ঠিক বলেছেন কাওসার ভাই।
অনেক শুভকামনা আপনার জন্য।
১২| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:০৩
পবন সরকার বলেছেন: ভালো লাগল।
০৭ ই মে, ২০১৮ সকাল ৯:০৬
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ পবন দা।
১৩| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:১০
শাহরিয়ার কবীর বলেছেন: অল্প কথায় অনেক সুন্দর কবিতা।।
০৭ ই মে, ২০১৮ সকাল ৯:০৬
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ শাহরিয়ার ভাই।
১৪| ০৭ ই মে, ২০১৮ সকাল ১১:০২
জুন বলেছেন: ছোট্ট একটি কবিতা মোস্তফা সোহৃল কিন্ত মনের মাঝে এত বিশাল চিন্হ একে গেলো কেনো ?
গ্রহন লেগেছে বুঝি তারায় তারায় ।
অনেক ভালোলাগা রইলো ।
+
০৭ ই মে, ২০১৮ সকাল ১১:১১
মোস্তফা সোহেল বলেছেন: জুনাপি,এত ব্যস্ততার মাঝেও আপনি যে ব্লগে সময় দেন আর আমার মত সামান্য ব্লাগারের লেখা সময় করে পড়ে সেখানে আবার মন্তব্যও রেখে যান সেটা আমার কাছে যে কত বড় প্রাপ্তি তা ঠিক বুঝিয়ে বলতে পারব না।
শেষের লাইন গুলো আমার নিজের কাছেও খুবই প্রিয়।
মাঝে মাঝে কোন কিছু কেন এত ভাল লাগল সে উত্তরকি পাওয়া যায় আপু?
ব্লগে কত কবিতা পড়ি কত কবিতা ভিষন ভাল লাগে।একেকটি কবিতা পড়ে মনের ভেতরে কত কথার ঝড় বয়ে যায়!কিন্তু কিছুই বলা হয়না শুধু ভাল লেগেছে এই কথাটুকু ছাড়া।
সবসময় ভাল থাকুন আর এই ভাবে পাশে থাকুন।
আপনার নতুন ভ্রমন কাহিনি পড়ার অপেক্ষায় আছি কিন্তু।
১৫| ০৮ ই মে, ২০১৮ সকাল ৯:১১
ধ্রুবক আলো বলেছেন: কে ই বা হিসাব রাখে, ছোট্ট একটা জীবন।
০৮ ই মে, ২০১৮ দুপুর ১:০৮
মোস্তফা সোহেল বলেছেন: সত্যি জীবনটা অনেক ছোট্ট!হিসেব না রাখাই ভাল।
১৬| ০৮ ই মে, ২০১৮ রাত ৮:০৩
শামচুল হক বলেছেন: ভালো লাগল।
০৯ ই মে, ২০১৮ সকাল ১০:৩০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ শামছুল ভাই।
১৭| ১০ ই মে, ২০১৮ দুপুর ১:৩৪
খালেদা শাম্মী বলেছেন: দারুণ লেগেছে পড়ে।
১০ ই মে, ২০১৮ দুপুর ২:৪২
মোস্তফা সোহেল বলেছেন: পড়ে মন্তব্য করেছে তার জন্য আন্তরিক ধন্যবাদ।
১৮| ১১ ই মে, ২০১৮ সকাল ১১:৫০
তারেক_মাহমুদ বলেছেন: শুভ সকাল সোহেল ভাই
১১ ই মে, ২০১৮ সকাল ১১:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: তারেক ভাই শুভ সকাল।কেমন আছেন?
১৯| ১১ ই মে, ২০১৮ দুপুর ১২:০৯
তারেক_মাহমুদ বলেছেন: আজ ছুটির দিনে আপনাকে অনলাইনে দেখে অবাক হলাম, আমি ভাল আছি।
১১ ই মে, ২০১৮ রাত ৯:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: আড্ডাঘরে বলেছিলাম হয়তো খেয়াল করেননি।
এখন থেকে ছুটির দিনেই বেশি থাকা হবে।
২০| ১১ ই মে, ২০১৮ বিকাল ৩:২৬
জাহিদ অনিক বলেছেন:
জুন বলেছেন: ছোট্ট একটি কবিতা মোস্তফা সোহৃল কিন্ত মনের মাঝে এত বিশাল চিন্হ একে গেলো কেনো ?
গ্রহন লেগেছে বুঝি তারায় তারায় । আমারও প্রায় একই রকম কথা।
বেশ বেশ ভালো লেগেছে। আপনার সাম্প্রতিক লেখাগুলোর মধ্যে এটা বেশ প্রিয় তালিকায় রাখার মত
১১ ই মে, ২০১৮ রাত ৯:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: সময় করে এসে কবিতাটি পড়েছেন তাতেই আমি খুশি জাহিদ ভাই।
অনেক শুভকামনা আপনার জন্য।
২১| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
অনুতপ্ত হৃদয় বলেছেন: অনেক সুন্দর হয়েছে ………
প্রত্যাশার চেয়ে
প্রাপ্তিই বেশি ছিলো
১৬ ই মে, ২০১৮ সকাল ১১:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
২২| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:০০
খায়রুল আহসান বলেছেন: "এখানে সূর্য ওঠেনা, চন্দ্র ওঠেনা, তবুও গ্রহণ লাগে প্রতিনিয়ত" - খুবই চমৎকার একটা কথা বলেছেন, কবিতার শেষে এসে।
২৮ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৯
মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া আপনি এই যে সময় করে এসে পুরানো লেখা গুলো পড়ে যান আর নিজের ভাললাগা টুকু জানিয়ে যান কি যে ভাল লাগে তা বুঝিয়ে বলতে পারব না।আপনি সবার ব্লগেই এভাবে ঢু মেরে চমকে দেন।আমিও আপনার মত মাঝে মাঝে এটা করি।আপনার কাছ থেকেই শিখেছি এটা।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৪৮
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ