নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।
এখন থেকে আর অভিমান নয়
তোমার থেকে সব অভিমান সরিয়ে দিয়েছি।
হয়তো তোমার দুঃসময়ে পাশে থাকা হয়নি
নাকি তোমার দুঃসময়ে
তুমি নিজেকে আড়াল করে রেখেছিলে আমায় থেকে।
তোমার সব সুখের সময়ও কি পাশে ছিলাম বল
কিছু সুখ কি তুমি নিজেই উপভোগ করনি একাকী?
আমি যখনই আমার মত করে চলতে গেছি
তখন সম্মুখে ঠিকই তোমার ছায়া দেখেছি।
তুমি তো তোমার মত চলেছ
কই আমি তো কখনই তোমার মত করে
ছায়া হয়ে দাড়ায়নি তোমার সম্মুখে।
অভিমান পুষে পুষে বুকের মাঝে
এক সমূদ্র অভিমান।
বললেই কি আর সমূদ্র সমান অভিমান
বুকের ভেতর থেকে সরিয়ে দেওয়া যায়।
তাই ভাবছি থাকনা অভিমান গুলো বুকের মাঝে
কিছু না থাকার চেয়ে কিছু থাকা কি ভাল নয়?
এক সময় ঠিক পোষ মানবে বুকে জমা অভিমান গুলো।
এসো তবে তোমার কোন এক ভাললাগা সময়ে
তোমার মত করে।
একটা মালা গেথে রাখব তোমার জন্য
শিউলি কিম্বা বকুলের নয়
একটি তীব্র অভিমানের মালা।
** ব্যক্তিগত কিছু সুখ দুঃখের কথা।
খেয়াল করে দেখলাম সর্বশেষ সামুতে পোষ্ট করেছি ডিসেম্বার-২০১৮ সালে! নিজেই অবাক হলাম, যে সামুতে না লিখলে মনে হত কি যেন হয়নি সেখানেই এক বছর না লিখেই কাটিয়ে দিলাম।অবশ্য এ বছরে বেশ কিছু দিন সামু বন্ধ ছিল।তবে ভিপিএন করে অনেকেই সামুতে লগইন করতেন।ব্যক্তি জীবনে কাজের ব্যস্ততা বাড়ার কারনে এখন আর সে ভাবে সামুতে সময় দিতে পারি না।তবে সময় পেলেই সামুতে ঢু মারি।প্রিয় সব লেখকদের লেখা পড়ি।আশা করি মৃত্যুর আগ পর্যন্ত সামুর সাথেই থাকব।
সব ব্লগারদের আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।আর আমার জন্য সবই দোয়া করবেন।সময়ের অভাবে এই লেখাটাও ভাল করে লিখতে পারলাম না।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪০
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
শুভেচ্ছা অবিরত।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: আবার নিয়মিত লিখুন। আসুন। পড়ুন। মন্তব্য করুন।
নতুন বছরের শুভেচ্ছা।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪০
মোস্তফা সোহেল বলেছেন: পড়া হয়তো নিয়মিত হবে কিন্তু লেখা হবে না।
ধন্যবাদ রাজীব ভাই।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: দুঃসময় হবে বানানটি।
১ বছর পর পোস্ট পেলাম !!!!
ভাল আছেন তো?
সব অভিমান দূর হয়ে যাক।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০
মোস্তফা সোহেল বলেছেন: ঠিক করে দিয়েছি ভাই।
হু ভাই এক বছর পর পোষ্ট আমার নিজেরই অবাক লাগছে।
আমি আল্লাহর রহমতে ভালই আছি।
আপনি কেমন আছেন মাইদুল ভাই।আপনার রাজকন্যা আশা করি ভাল আছে?
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আল্লাহর রহমতে ভাল আছি রাজকন্যাও ভাল আছেন।
আপনার বাবুর জন্য ভালবাসা রইল।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
ভ্রমরের ডানা বলেছেন: বাহ! অনিন্দ আবেগ প্রকাশ! সরল কবিতা!
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৯
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ডানা ভাই।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
রূপম রিজওয়ান বলেছেন: ওয়েলকাম ব্যাক,ভাইয়া! অনেকদিন পর পোস্ট করলেন।
কবিতায় মুগ্ধতা......
ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা!
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৯
মোস্তফা সোহেল বলেছেন: তোমাকেও নবর্ষের শুভেচ্ছা।
৭| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩০
নার্গিস জামান বলেছেন: সুন্দর
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৮| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাইয়া আসসালামুআলাইকুম,
কেমন আছেন?
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: আরে প্রান্ত!! ওয়ালাইকুমসালাম।আলহামদুলিল্লাহ।ভাল আছি।
তুমি কেমন আছ?ভাইয়ার কথা মনে আছে তাহলে?
৯| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৫
আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল,
অনেকদিন পর দেখে ভালো লাগলো।
অভিমান ভরা কবিতা নিয়ে এসেছেন। কবিতায় অভিমান তীব্র হোক ক্ষতি নেই, ব্লগে তার ছোঁয়াচ যেন না লাগে।
স্বাগতম আবারও নতুন করে। সময়ের অভাব ঘুঁচে যাক, ঘুঁচে যাক ভালো করে লিখতে না পারার আক্ষেপ।
শুভেচ্ছান্তে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: সময় পেলেই ব্লগে ঢু মারি ভাইয়া।কিছু কিছু লেখা পড়াও হয়।
তবে আগের মত করে ব্লগে সময় দিতে পারিনা।সামনে হয়তো আবার মন ভরে ব্লগিং করতে পারব।
দোয়া করবেন আমার জন্য।
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৩
কালো যাদুকর বলেছেন: শুভেচ্ছা নতুন বছরের। আভিমানের কবিতা দারুন লাগলো। আর অভিমান করে দুরে থাকবেন না। নিয়মিত লিখুন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: অভিমান করে ব্লগ থেকে দূরে থাকছি না।সময় পায় কম তাই আসা হয় না।
ধন্যবাদ আপনাকে।
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৮
ব্লগার_প্রান্ত বলেছেন: হ্যা ভাইয়া, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
এখন পড়াশোনার জন্য একটু কম আসি, নিয়মিত হলে আবার গল্প হবে। দোয়া রাখবেন
২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: শুভ কামনা রইল তোমার জন্য অনেক।
১২| ০২ রা মার্চ, ২০২০ সকাল ১১:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন লেখা নাই কেনো ভাইয়া ?
১৩| ০২ রা জুন, ২০২০ দুপুর ১২:০৮
রাকু হাসান বলেছেন:
ভাইয়া কোথায় আছেন কেমন আছেন ? সাড়া দিন ।
০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:১৭
মোস্তফা সোহেল বলেছেন: হাসান ভাই,আলহামদুলিল্লাহ,ভাল আছি।আপনি কেমন আছেন?
আসলে এখন ব্লগে কম আসা হয়।তবে আসি মাঝে মাঝে।
১৪| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৫
পুলক ঢালী বলেছেন: সুখ দুঃখ ভুল বোঝা ঠিক বোঝা নিয়েই তো জীবন। সুন্দর করে ভাবনাটিকে কাব্যিক ভাষায় ফুটিয়ে তুলেছেন। আপনি স্বভাব কবি ডিসেম্বরের পর আর লিখেন নি এতে মনের উপর চাপ পড়ার কথা লিখুন লিখে নিজেকে হালকা করুন।
ভাল থাকুন সোহেল ভাই।
১৫| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
আবারও নিয়মিত লিখতে থাকুন ।
১৬| ২৪ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৭
জুন বলেছেন: মোস্তফা সোহেল আসলেও আপনি অনেক দিন পর ব্লগে আসলেন। আমার পোস্টে এ কথা বলতে কিছুটা সময় লাগতো তাই এখানেই আসলাম। ব্যাস্ত তো সবাই তারপরও সময় করে আসুন কিছু লিখুন। পুরনো লোকজন দেখলে কিযে ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। আশা করি এই দুর্যোগ কালে ভালো আছেন, সুস্থ আছেন।
১৭| ২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আবারও ৩১ ডিসেম্বর চলে আসছে পোস্ট নেই, দেখা নেই, কথা নেই !!!!!!!!!!
১৮| ০৫ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৩
খায়রুল আহসান বলেছেন: কবিতার 'তুমি' খুব সম্ভবতঃ 'সামহোয়্যারইন ব্লগ'। অভিমানটা মনে হচ্ছে তারই বিরুদ্ধে, হঠাৎ করে কাউকে কিছু না বলে তার দুয়ার রুদ্ধ করে দিয়েছিল বলে। যাক, এখন তো দুয়ার খোলা, তাই সব অভিমান ভুলে পুনরায় নিয়মিত হোন।
পোস্টে ভাল লাগা + +।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা
হাজারও লাল গোলাপের শুভ নববর্ষের শুভেচ্ছা রইল