নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“Those who have the privilege to know have the duty to act.”― Albert Einstein

মোস্তফা কামাল পলাশ

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"

মোস্তফা কামাল পলাশ › বিস্তারিত পোস্টঃ

২০১৮ সালের আলবদর ও আলসামস্‌ নেতা-কর্মিবৃন্দের প্রতি খোলা চিঠি

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৯


বরাবর,
২০১৮ সালের আলবদর ও আলসামস্‌ কর্মীবৃন্দ

বিষয়: ‘গুজবের’ বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন- কিন্তু যতটুকু সত্যি তা স্বীকার করছেন কি?

ঘৃণিত আলবদর ও আলসামস্‌ কর্মীবৃন্দ,

গত ২/৩ দিন ধরে ফেরারি হওয়া ছুপা আওয়ামী ক্যাডাররা ফিরে আসছে ফেইসবুকে ও ব্লগে। কেউ প্রতিপক্ষ দলের আমির খসরুর ফোনালাপ, কেউ আওয়ামী অফিসে হামলার 'করুণ' কাহিনী নিয়ে ভার্চুয়াল দুনিয়া পুণঃ দখলের চেষ্টায় আছে। ভার্চুয়াল দুনিয়ার ছুপা আওয়ামী সমর্থকদের জন্যে শুভকামনা রইল। তবে একটা উপদেশ না দিলেই নয়। নিজেদের সন্তানদের যখন স্কুল-কলেজে পাঠাবেন তাদের গলায় একটা সাইন ঝুলিয়ে দেবেন..."আমার বাবা-মা আওয়ামী লীগার"। কে জানে হয়ত নাবালক, অপরিপক্ব, মাতাল, উন্মাদ ড্রাইভারের দল যখন শিক্ষার্থীদের উপর বাস, ট্রাক তুলে দেবে আপনার সন্তানকে সাইনবোর্ডের কারণে রেহাই দেবে। আর যদি আপনার সন্তান চাকার নীচে পিষ্ট হয়ে আলুভর্তা হয়ে যায়, সেদিন কিন্তু দুঃখ করতে পারবেন না। বরং হাসিমুখে বরণ করে নেবেন সন্তানের ভাগ্য। সেদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজকে প্রশ্ন করে দেখবেন আজকের শিশু-কিশোর তরুণ-তরুণীরা রাস্তায় বের হয়ে আপনার জন্য কি করতে চেয়েছিল। দলীয় সমর্থন যদি সন্তানের মৃত্যু চাইতেও জরুরি হয় তাহলে একটাই উপসংহার টানা যায় আপনাকে নিয়ে; আপনি বাবা হওয়ার যোগ্য নন!”

বিনীত
কৃতজ্ঞতা: Azim Rahman


ঘৃণিত আলবদর ও আলসামস্‌ কর্মীবৃন্দ,

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সর্বকনিষ্ঠ সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ মঙ্গলবার (৭ আগস্ট, ২০১৮) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নতুন প্রজন্ম যাতে স্বেরাচারী শাসক চিনতে পারেন সেজন্য নিম্নোক্ত ৭ টি সনাক্তকারি বৈশিষ্ট দিয়েছেন:

স্বৈরাচারী শাসন চেকলিস্ট:

১. যখন সাধারণ মানুষ তার মুক্ত চিন্তা ব্যাক্ত করতে ভয় পায় I

২. যখন দল, সরকার এবং রাষ্ট্র একাকার হয়ে যায় আর সরকার কে সমালোচনা করলে সেটাকে রাষ্ট্রদ্রোহিতা বলে আখ্যায়িত করা হয়

৩. যখন দেশের প্রচলিত নানা আইন এবং নতুন নতুন আইন সৃষ্টি/তৈরি করে তার অপব্যবহার করে রিমান্ডে নেয়া এবং নির্যাতন করা হয়

৪. বিনা বিচারে হত্যা ও গুম করে ফেলা হয় I

৫. রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ কে ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করা হয়

৬. আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী পুলিশ সহ অন্যন্য সংস্থাকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়

৭. যখন সাধারণ নাগরিক সহ সকলের কথা বার্তা, ফোন আলাপ, সোশ্যাল মিডিয়া পোস্ট মনিটর ও রেকর্ড করা হয়

৮. যখন এই সমস্ত বিষয় রিপোর্ট না করার জন্য সংবাদমাধ্যম, সাংবাদিকদের গোয়েন্দা সংস্থা দিয়ে হুমকি দেয়া হয়


মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৯

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আপনার যুক্তিগুলোর সাথে আমি পুরাপুরি না হলেও অনেকটা একমত।

২| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮

সে্‌নসেটিভ শিমুল বলেছেন: বরাবর,
২০১৮ সালের আলবদর ও আলসামস কর্মীবৃন্দ
- এই কর্মীদের বৈশিষ্ট কি ? আর, কর্মীদের বললেন! নেতাদের ভয় পান নাকি ?

৩| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৮

বিজন রয় বলেছেন: লেজেগোবরে অবস্থা।

৪| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: সহমত।

৫| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪১

ঢাবিয়ান বলেছেন: এই ব্লগের আলবদর গ্রুপ বেশীরভাগ আমেরিকায় থাকে। উনাদের সন্তানরা নিরাপদ দেশে সুখে সাচ্ছন্দে থাকে। বাংলাদেশের বাস চাপায় পড়ে খুন হবার সম্ভাবনা তাদের নাই। আর উনাদের বসরা দেশে থাকলেও তাদের সন্তানেরাও সব বিদেশে থাকে। আর বসদের ও তাদের সাঙ্গাঙ্গদের কি আর রাস্তায় নাইমা বাসের অপেক্ষায় থাকতে হয়?

৬| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: আপনি তো আমার মনের কথা বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.