নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোটরসাইকেল ভ্যালী ২০১২সালের ২৫শে জানুয়ারী প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশের সর্ব প্রথম এবং সর্ব বৃহৎ মোটরসাইকেল বিষয়ক ওয়েবপোর্টাল। মোটরসাইকেল বিষয়ক তথ্য, দাম, সংবাদ, রিভিউ, টিপস, শোরুমের ঠিকানা সহ মোটরসাইকেলের প্রায় সব কিছুই রয়েছে এখানে।

মোটরসাইকেল ভ্যালী

বাংলাদেশের সর্ব প্রথম এবং সর্ব বৃহৎ মোটরসাইকেল বিষয়ক ওয়েব পোর্টাল

মোটরসাইকেল ভ্যালী › বিস্তারিত পোস্টঃ

পর্যটক যুগলের মোটরসাইকেল যোগে ভারত(পশ্চিমবঙ্গ) ভ্রমন

০৫ ই জুন, ২০১৭ রাত ১:০৩



“পর্যটক যুগলের মোটরসাইকেল যোগে ভারত(পশ্চিমবঙ্গ) ভ্রমন” এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো গত ২৬শে মে ২০১৭। প্রধানমন্ত্রী ঘোষিত ভিজিট বাংলাদেশ ২০১৬ শ্লোগানে উব্দুদ্ধ হয়ে “টুরিজম ফর অল” শ্লোগান নিয়ে ইতমধ্যেই ৮৭ দিনে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমন করেন পর্যটক যুগল আলমগীর আহমেদ চৌধুরী এবং চৌধুরানী দিপালী আহমেদ। আভ্যন্তরীন পর্যটন বিকাশের জন্য তারা বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমন, জেলা প্রাসাশনে মতবিনিময়, শিক্ষা প্রতিষ্ঠানে ও যুব সমাজে বক্তব্য প্রদান করেন। “টুরিজম ফর অল বাংলাদেশ টু ওয়েষ্ট বেঙ্গল” এই শ্লোগানকে সামনে রেখে এবার তারা দেশের সীমানা পেরিয়ে চলেছেন ভারত এর পশ্চিমবঙ্গে। দুই বাংলার সংস্কৃতি, খাদ্যাভ্যাস, পোশাক ও আত্নার মিলনকে কাজে লাগিয়ে বাংলাদেশের পর্যটনকে আন্তর্জাতিকভাবে বিকশিত করার জন্য তাদের এই উদ্যোগ।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ মোঃ নাসির উদ্দীন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর ডিরেক্টর জয়েন্ট সেক্রেটারি নিখিল রঞ্জন রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাম্পাইন এর প্রধান স্পন্সর ACI Motors এর মার্কেটিং ম্যানেজার মোঃ রবিউল হক। উদ্বোধনী শোডাউন ও র‌্যালী করেন KB RiDeRz Group. উপস্থিত ছিলেন গ্রুপ এর Founder জেনিথ এবং Vice President গালিব সহ অন্যান্য সদস্যগন।

৩১শে মে, ২০১৭ যাত্রা শুরু হয়ে ২রা জুন ২০১৭ বেনাপোল বর্ডার দিয়ে কলকাতায় পৌছবেন। এরপরে সেখানে তাদের ক্যাম্পেইনের মুল কার্যক্রম শুরু হবে।

মোটরসাইকেল রাইডিং এর প্রতি অনুরাগ থেকে রাইডিং এর ভালোবাসা কে কাজে লাগিয়ে দেশের মোটরবাইক রাইডার এবং কমিউনিটির পক্ষ থেকে দেশের জন্য কিছু করার প্রচেষ্টায় তাদের এই ধারাবাহিক ট্যুরিজম ক্যাম্পাইন, যেন দেশের পর্যটন খাত জাতীয় ও আন্তজার্তিক ভাবে বিকশিত হয় ও বাইক রাইডার ও কমিউনিটির মুখ উজ্জল হয় এবং দৃষ্টি ভঙ্গি আসে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.