![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুবায়ের হোসেন ইমন।
লেখক নাম ইমন জুবায়ের।
না , আর লিখবেন না তিনি আমাদের জন্য।
প্রিয় সতীর্থ, প্রিয় ব্লগার- আপনার আত্মা শান্তি লাভ করুক ।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫
মেহেদী হাসান মানিক বলেছেন: আল্লাহ তার আত্নার মাগফেরাত কামণা করুন
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
অপু তানভীর বলেছেন: সকাল বেলাতেই এই খবর টা শুনতে হবে ভাবিনি !! মন খারাপ হল খুব !!
আল্লাহ তার আত্নার মাগফেরাত কামণা করুন
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: হে সাথি
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
অচিনপাখি বলেছেন: অপু তানভীর বলেছেন: সকাল বেলাতেই এই খবর টা শুনতে হবে ভাবিনি !! মন খারাপ হল খুব !!
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
রোমেন রুমি বলেছেন: মহাকালের মহা ক্যানভাসে ; অনন্ত স্রোতে-
ঘুমায় অগাধ আলুনি জীবনকাব্য। কতটা
পদচিহ্ন বাঁধা পড়ে কালের মায়ার জালে,
নাগরিক মস্তিষ্কের মিহিন বীণার তারে ?
তবু অগণন জলকণা জীবন ।
তবু প্রসন্ন মহামানব - মহাজীবন ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮
ব্লাক উড বলেছেন: সামুতে আমার অন্যতম প্রিয় ব্লগার শ্রদ্ধেয় ইমন জুবায়ের আর লিখবেননা-তা ভাবতেই পারছিনা।
আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করুণ।