নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছে এক মায়াঘেরা ভোর

মৌলিক মোহান্ত

মৌলিক মোহান্ত › বিস্তারিত পোস্টঃ

সাকার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ!

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৭



সাকার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ!



স্টাফ করেসপন্ডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম






ঢাকা: মানবতাবিরোধী মামলায় কারাগারে আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে।



কাশিমপুর কারাগারে পার্ট-১ থাকা অবস্থায় তারই এক সেবককে জামিন দেওয়ার লোভ দেখিয়ে তিনি এ যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।



সাকা চৌধুরীর এ যৌন নির্যাতনের ঘটনায় ভিকটিমের বাবা কারা মহাপরিদর্শককে এক লিখিত অভিযোগ করেন।



অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



কাশিমপুর কারাগার পার্ট-১ এর জেল সুপার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি এখন তদন্তাধীন। একই সঙ্গে ভিকটিম সেবককে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।



অভিযোগে জানা যায়, সাকা চৌধুরীকে কাশিমপুর কারাগার পার্ট-১ এ আনার পর তার জন্য একজন সেবক নিয়োগ করা হয়।



ভিআইপি অর্থাৎ ডিভিশনপ্রাপ্ত হাজতি/কয়েদিদের জন্য সরকারিভাবে একজন সেবক নিয়োগ করার বিধান রয়েছে।

অভিযোগে জানা যায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই সেবককে তিনি জামিন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ফুঁসলিয়ে কৌশলে যৌন সম্পর্ক তৈরিতে উদ্বুদ্ধ করতেন।



একপর্যায়ে এটি মাত্রাতিরিক্ত হয়ে যায়। গত ১২ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা দেখা করতে গেলে সে সব ঘটনা খুলে বলে।



এর পরই ভিকটিমের বাবা লিখিত আকারে এ বিষয়ে কারা মহাপরিদর্শক বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগের পরপ্রেক্ষিতে কারা মহাপরিদর্শকের নির্দেশে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিট গঠন করা হয়েছে।

এদিকে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভিকটিম সেবককে সাকার কাছে থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে অন্য একজন তার সেবক হিসেবে কাজ করছেন।



অভিযোগের বিষয়ে কাশিমপুর কারাগার পার্ট-১ এর জেল সুপার জামিল আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “গত ১২ ফেব্রুয়ারি এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা এখনও তদন্ত কাজ শেষ করতে পারেননি।”



তিনি বলেন, “এই অভিযোগের পর তার (সাকা-র) সেই সেবককে প্রত্যাহার করা হয়েছে। তার বদলে অন্য একজন কাজ করছেন।



কারা এই বিষয়টি তদন্ত করছেন এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিষয়টি যেহেতু স্পর্শকাতর, সেহেতু এখন বিষয়টি বলা যাচ্ছে না।”



পরে জানানো হবে বলে জানান তিনি।



বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৩



Click This Link

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০১

আমি আবুল হুসেঈন বলতেছি বলেছেন: সাকা আর সাঈদীকে এক সেলে রাখার জোর দাবী জানাচ্ছি

২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৬

দিশার বলেছেন: আবুল হোসেন এর সাথে সহমত ! "মাল" আর মেশিন" এক সাথে চলবে তারপর। বাংলা লিয়াক্স এর অডিও রেকর্ডিং শুনসেন সাকার ???

৩| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৮

যোগী বলেছেন: এখন এই ব্যাটার কোন বিচারটা করবে ট্রাইবুনাল?

দেখতে হবে জেলে যাওয়ার আগে সাকা চৌধুরির কার কার সাথে যোগাযোগ বা সম্পর্ক ছিল?

তাহলে বুঝতে পারবো তারা সবাই সাকার ভিক্টিম।

৪| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: অডিও বের হইছে এবার।

Click This Link

৫| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৩

লালপ্রভাত বলেছেন: আঁই চাঁটগাইয়া পোলা। আঁর কাছে সাকা রে ছাইড়া দেন।
আমি হেতে রে মেশিন লাগামু।

৬| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫১

আতিকুল০৭৮৪ বলেছেন: অন্য সেবক এর নিরাপত্তা কি?

৭| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৬

আতিকুল০৭৮৪ বলেছেন: অডিও টা শুনলাম, কিছুই বুযা গেল না

৮| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১০

সািকল খান বলেছেন: আজকের পত্রিকায় কিছু ভালো খবর আছে
- ছাত্রলীগের অস্ত্রের মহড়া!!!!!!!!!!!
- পদ্মা সেতুর নকশা তৈরীতেই দূর্ণীতি মাত্র ১১৬ কোটি টাকা!!!!!!!!!!!!!
- বগুড়ার শেরপুরে শহীদ মিনার ভাঙার সময় যুবলীগ নেতা আটক!!!!!!!!!

সবই মজার মজার চমকপ্রদ খবর।

৯| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১২

রবিউল ৮১ বলেছেন: চাট গাইয়া পোলাগো অভ্যাস টা আর গেলো না। :P :P :P সাকা আর সাঈদীকে এক সেলে রাখার জোর দাবী জানাচ্ছি

১০| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭

ইউসুফ আলী রিংকূ বলেছেন: সািকল খান বলেছেন: আজকের পত্রিকায় কিছু ভালো খবর আছে
- ছাত্রলীগের অস্ত্রের মহড়া!!!!!!!!!!!
- পদ্মা সেতুর নকশা তৈরীতেই দূর্ণীতি মাত্র ১১৬ কোটি টাকা!!!!!!!!!!!!!
- বগুড়ার শেরপুরে শহীদ মিনার ভাঙার সময় যুবলীগ নেতা আটক!!!!!!!!!

সবই মজার মজার চমকপ্রদ খবর।

১১| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭

প্রত্যাবর্তন@ বলেছেন: একটি দৈনিক পত্রিকায় প্রকাশ যে চট্টগ্রামে সাকার এলাকার উপর দিয়া কাক উড়িয়া গেলেও নাকি ডানা দিয়া পাছা ঢাইকা রাখে

১২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: Ha ha ha....
সাকা আরসাঈদীকে এক সেলে রাখার জোর দাবী জানাচ্ছি

১৩| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২

আল ইফরান বলেছেন: রবিউল ৮১ বলেছেন: চাটগাইয়া পোলাগো অভ্যাসটা আর গেলো না :-B B-) B-)) :#) :P ;)

১৪| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

একটু স্বপ্ন বলেছেন:
:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.