![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামাতিরা অপপ্রচার চালিয়েই যাচ্ছে। অনেক মানুষ নাকি মারা গেছে। ৩০ মিনিট বেশী সময়ই নিয়েছে যৌথ বাহিনী। খালেদা জিয়া মাওলানা শফি'র সাথে
যে কথা বলেন তাতেই দৃশ্য পাল্টে যায়। খালেদা বলে দেন , ঢাকা ছাড়া যাবে না। এই খবর পৌঁছে যায় সরকারের উচ্চ মহলে।
আর যায় কোথায় ! শুরু হয় অপারেশনের পালা। তবে হেফাজতির সদস্যরা
যে তাণ্ডব চালালো তা কী ৭১ কে মনে করিয়ে দিচ্ছে না ?
খালেদার আল্টি মেটাম এভাবেই মিশে গেলো শাপলা চত্বরে।
সাবাস বাংলাদেশ !
আল্লাহু আকবার !!!
মহান আল্লাহ মৌলবাদীদের হাত
থেকে এদেশকে রক্ষা করবেন ই ।
২| ০৭ ই মে, ২০১৩ সকাল ১১:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: রাতের অন্ধকারে, নিরস্ত্র নিরীহ আন্দোলনকারীদের উপর নৃশংস এই হামলা ৭১ এর সেই ভয়াল কাল রাত্রের স্মৃতি জাগিয়ে দিল-
সেখানে হামলাকারী ছিল পাক হানাদার বাহিনী
আজ আওয়ামী হানাদার বাহিনী!!!!
আর আপনি ৮০ ভাগের বিশ্বাসকে মৌলবাদ বললেন????
ইসলামকে কি তবে এসতেঞ্জা, মিলাদ আর জানাযাতে আটকে রাখতে চান?
এই আপনি দেশে যখন দূর্নীতি আর অনাচার ঝাকিয়ে বসছ পেরেশান কি হন না? মুক্তির জন্য চাই সত্যবাদী, ভাল মানুষের রাজনীতিতে আসা।
আবার সেই মানুষটি যার পিছনে আপনি নামাজ পড়েন, তাকে ইমাম বা নেতা মেনে এক্তেদা করেন-সেই যখন একটা দাবী নিয়ে সমবেত হল-তাকে রাতের আঁধারে কাপুরুষের মতো ঘুমন্ত অবস্থায় হামলা করে হথ্যা করলেন আবার জয়ধ্বনি দিলেন আল্লাহু আকবার!!!!!!!!!!!!
নিজের স্বরুপটা কি দেখতে পাচ্ছেন??????
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৩ সকাল ১০:৫৭
মোমের মানুষ বলেছেন: ইতিহাস আরেকবার সৃষ্টি হল। ২৫শে মার্চের গনহত্যার চেয়ে কোন অংশই কম ছিল না ৫ইমে এর গনহত্যা। রাতের অন্ধকারে, নিরস্ত্র নিরীহ আন্দোলনকারীদের উপর নৃশংস এই হামলা ৭১ এর সেই ভয়াল কাল রাত্রের ন্যায়ই অনেকটা