![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কোনো সময় বিরোদী দলীয় নেত্রী খালেদা জিয়াকে ফোন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দেবেন- নির্বাচনে আসুন। রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদই হচ্ছেন অন্তর্বর্তী কালীন সরকার প্রধান। রাষ্ট্রপতি বিলাত সফরে যাচ্ছেন। তা হবে খুবই সংক্ষিপ্ত। এর মাঝে রাজাকার কাদের মোল্লার রায় কার্যকর হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
মার্কিন রাষ্ট্রদূত শ্রী ড্যান মজিনা ও শ্রী মনমোহন সিংহ সাফ জানিয়ে দিয়েছেন, আর কোনো তত্ত্বাবধায় সরকার নয়। তাই এই দাবী খালেদাকে মানতেই হবে।
আপাততঃ এটাই রোডম্যাপ।
আওয়ামী লীগ - ১৩৮ আসন।
বিএনপি - ১১২ আসন।
জাতীয় পার্টি - ৪১
বাদবাকী - ৯
জাপা ও আওয়ামী লীগ মিলে আবার সরকার গঠিত হোক এটাই চাইছে
মুরুব্বীরা ।
২| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২২
চলতি নিয়ম বলেছেন: তাহলে তো আরেকটা মইনুদ্দিন-ফকরুদ্দিন খুঁজে রাখতে হবে.......
৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১২
এন ইউ এমিল বলেছেন: সহজে সব কিছু সমাধান হবার নয় তারপরেও এইটাই চাওয়া
৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৮
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
হামিদ সাহেব হইলে প্রোবলেম নাই - তাইলে উপদেষ্টা সংসদ সদস্য হইতে পারতো না - বাইরে থেকে আনতে হইতো
হামিদ সাহেব ভালা লোক -
৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১০
সাইফুল আলম শাহিন বলেছেন: আপনারে এই আসন বন্টনের হিসাব কে দিল ভাই ? মজিনা না হাসিনা ?
৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯
দখিনা বাতাস বলেছেন: @ মোমের মানুষ, ইয়াজউদ্দিন কয়েকটা অপশন ওভারল্যাপ করে নিজেই কেয়ারটেকার প্রধান হওয়ার পরেও কিন্তু আওয়ামীলীগ তারে মেনে নিছিল আর কয়েকদিনের মাঝে দুনিয়ার সবার কাছে হাতে কলমে প্রমান করছিল ঐটা আসলে গোলাপী ম্যাডামনের "ইয়েসউদ্দিন"।
বিএনপিও একি কাজ করতে পারতো এইবার। শেখ হাসিনারে মেনে নিয়ে পরে সবার চোখের সামনে দেখাইতে পারতো নিরপেখ্ষ না। কিন্টু বিএনপিতো চলে জামায়াতের কথায়। ওগো যারা আওয়ামীলীগের মত এমন চিকন বুদ্বি দিতে পারতো তারা কয়টা বুড়া হইয়া মারা গেছে, আর বাকিগুলারে তারেক চুরা অনেক আগেই দল থেকে খেদাইছে।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩২
সোহেল রনি বলেছেন: আপনারে এই আসন বন্টনের হিসাব কে দিল ভাই ? মজিনা না হাসিনা ?
৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৭
ঢাকাবাসী বলেছেন: তিনি মাত্র একটা প্রা. ভার্সিটির অনুমোদন পাইসেন।
৯| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯
এম ই জাভেদ বলেছেন: এত্ত কিছু জাইন্না ফালাইসেন? ভাই এসাঞ্জ আপনার কি লাগে ?
১০| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫১
আল ইফরান বলেছেন: হামিদ সাহেবের একটা নিউট্রাল স্ট্যান্ডিং আছে, তবে আওয়ামী লীগ যে দৃস্টান্ত গতবার স্থাপন করেছে সেইটা যদি বিএনপি কন্টিনিউ করে তাহলে তো কিছু বলার নাই
১১| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫
নেক্সাস বলেছেন: তা ভাই মুরুব্বী কেড়া।
এদেশের মাটিতে আপনার মত মোহান্তদের মোকাবেলা করা হবে রাজপথে
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৫
মোমেরমানুষ৭১ বলেছেন: রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন কে আওয়ামিলীগ মেনেছিল? এডভোকেট আব্দুল হামিদকে কোন দুখে বিএনপি মানবে?