নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

বিষন্ন এই শহরে তোমার অপেক্ষায় - ২

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২



দীর্ঘদিন পর আলোর মুখ দেখছি আমি-

অন্ধকার প্রকোষ্ট থেকে সদ্য মুক্তি পাওয়া

আমার দুটি চোখ যেন, প্রতিবাদে কুঁচকে গেছে,

প্রবল আলোর সংস্পর্শ পেয়ে।

ওরা কি জানে না, আলোর মিছিলের পথযাত্রীদের

কোন প্রতিরোধ বা প্রতিবাদে ফেরানো যায় না?

তাই অপ্রতিরোধ্য এই আমি,

পা রেখেছি আবার শহরের সেই প্রিয় ফুটপাতে-

কুঁচকানো দুচোখ মেলে আবারও দেখছি,

আমার সেই প্রিয় ভালোবাসার শহরকে।



কিন্তু শহরের ফুটপাতগুলো যেন যুদ্ধবিধ্বস্ত

শহরের মত ভরে গেছে খানা খন্দকে।

ফুটপাতে নেই কোন গাছের ছায়া,

রাস্তায় দেখছি না কোন বাচ্চা ফুলওয়ালীকেও,

শহরে কি ইদানিং হয় না কোন ফুলের বেচাকেনা?



এই ফুটপাতেই আমি দেখেছি

দমকা হাওয়ার সাথে তোমার খোলা চুলের যুদ্ধ,

আমি মুগ্ধ নয়নে যুদ্ধ দেখেছি,

চারদিক তখন পিনপতন স্তব্দ।



এই ফুটপাতেই কত হেঁটেছি আমরা হাতে রেখে হাত।

প্রবল সেই শীতের দিনে আমার একমাত্র অবলম্বনই ছিল

তুমি আর তোমার সেই কোমল দুটি হাত।



সময়ের সাথে সাথে বিবর্ন এই নগরী

আজ শুধুই স্মৃতির এক মৃত নগর।

শুধু আমাদের ভালোবাসা এখনও বিবর্ন হয়নি

আমার অন্ধকার কবরে এখনও ফুটে ফুল।



আজ আমাদের প্রথম দেখা হবার দিন,

তোমাকে ঘিরে আমার উৎসবের দিন।

প্রবল শীত আর কুয়াশায় বিপর্যস্ত নগরীর এই ফূটপাত

আজ মৃত সব বাসিন্দাদের হাঁটাহাঁটিতে উৎসবমুখর।

এই উৎসবের কেন্দ্রতে আমি আর আমার সেই গলিত মৃতদেহ।



বিষন্ন এই শহরে তোমায় অপেক্ষায়। (অখাদ্য টাইপের কবিতা- না পড়াই ভালো

মন্তব্য ৮৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

শায়মা বলেছেন: ভালোলাগা ভাইয়া।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপু। :)

২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

মাক্স বলেছেন: ২য় ভালোলাগা।
অনেক সুন্দর লিখেছেন।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ মাক্স! :)

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

লোনলিফাইটার বলেছেন: +++ ;)

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ;) ;) ধন্যবাদ ভাইয়া। :) :)

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

শিপন মোল্লা বলেছেন: সমগ্র কবিতাটার এই দুইটা লাইন আমার বেশি ভাল লাগলো আজ আমাদের প্রথম দেখা হবার দিন,
তোমাকে ঘিরে আমার উৎসবের দিন।
দ্বিতীয় ভাললাগা রেখে গেলাম। কিজানি ইদানীং কম লিখছেন নাকি ? দেখিনা যে ব্লগে না আমিই অনিয়মিতো ? বলেন তো কি হয়ছে আপনার ? শীত তো চলে যাচ্ছে কামের কাম কবে করবেন ?

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ শিপন ভাই। ইদানিং অনেক বেশি ব্যস্ত আছি। তাই কিছুটা কম লিখছি। তবে অনেক লেখা আমি লিখে ড্রাফটে নিয়েছি, মন মত হয় নি বলে। হা হা হা, কামের আবার শীত বর্ষা কি? ;) :)

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১

বাবুরাম সাপুড়ে বলেছেন: জটিল লিখেছেন । আজ মৃত সব বাসিন্দাদের হাঁটাহাঁটিতে উৎসবমুখর। এই উৎসবের কেন্দ্রতে আমি আর আমার সেই গলিত মৃতদেহ।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩

নিশাচর ভবঘুরে বলেছেন: আপনি অনেক ভালো লেখেন। স্যালুট

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। কবিতা লেখার ব্যাপারটিতে আমার আত্মবিশ্বাস কম। সেখানে এই ধরনের মন্তব্য অবশ্যই অনুপ্রেরনামূলক। ভালো থাকবেন। শুভ রাত্রি।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

নীলঞ্জন বলেছেন: ভালোলাগা রইল।++++

শুভ রাত্রি।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ নীলঞ্জন দা। আশা করি ভালো আছেন। :)

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: শ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা

পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :( :(

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে।

এই লাইনগুলো ইমন ভাই এর জন্য উৎসর্গ করলাম।

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:
আজ আমাদের প্রথম দেখা হবার দিন,
তোমাকে ঘিরে আমার উৎসবের দিন।

+++++++++++++++++++++++++++

কিন্তু শহরের ফুটপাতগুলো যেন যুদ্ধবিধ্বস্ত
শহরের মত ভরে গেছে খানা খন্দকে।
ফুটপাতে নেই কোন গাছের ছায়া,
রাস্তায় দেখছি না কোন বাচ্চা ফুলওয়ালীকেও,
শহরে কি ইদানিং হয় না কোন ফুলের বেচাকেনা?

এই ফুটপাতেই আমি দেখেছি
দমকা হাওয়ার সাথে তোমার খোলা চুলের যুদ্ধ,
আমি মুগ্ধ নয়নে যুদ্ধ দেখেছি,
চারদিক তখন পিনপতন স্তব্দ।

+++++++++++++++++++++++++++++

৫ নং ভালো লাগা অনেক চমৎকার একটি কবিতা আমি পুরোপুরি রোম্যান্টিক হয়ে গেলাম কবিতা পড়ে

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই। যাক, ভাবী কিছুটা হলেও আমাকে তাহলে ধন্যবাদ দিবেন, বিয়ের এতদিন পরে আবার আপনাকে রোমান্টিক করে তুলতে পেরেছি আমরা। ;) ;) :)

ভালো থাকবেন ভাই। শুভ রাত্রি।

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯

আশিক মাসুম বলেছেন: ভাই ছবিটা জোস , পুরা আপনার মতো দেখতে B-))


কবিতায় +++++++

সময়ের সাথে সাথে বিবর্ন এই নগরী
আজ শুধুই স্মৃতির এক মৃত নগর।



০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আশিক। :) :)

কিন্তু ছবিটা কিন্তু আসলেই আমার। আমার এফবি তেই আছে। :)

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯

আশিক মাসুম বলেছেন: ভাই ছবিটা জোস , পুরা আপনার মতো দেখতে B-))


কবিতায় +++++++

সময়ের সাথে সাথে বিবর্ন এই নগরী
আজ শুধুই স্মৃতির এক মৃত নগর।



২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বল কি! ঐটা তো আমিই!!!

ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ আশিক। :)

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১

শিপন মোল্লা বলেছেন: আমি যখন আপনার কবিতায় চষে বেরিয়েছি তখন কিন্ত আপনি ছিলেননা উপরে। তবে এখন কি মনে করে এলেন ?

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মানে আপনি কি ছবি দেয়ার কথা বলেছেন??

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ স্বর্না। আশা করি ভালো আছেন।

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ভালো লেগেছে কবিতা।
শুভ সকাল।।

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে প্রিয় কবি যে, শুভ সকাল!

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে। :) আশা করি ভালো আছেন।

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

সঞ্জয় নিপু বলেছেন: ভালোলাগা এবং সাথে সাথে ভালোবাসা ।

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। :)

১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

প্রিয়তমেষূ বলেছেন: তোমার আগের কবিতায় ছিলো, "কারা কেনে এই ফুল?" , আর এবার পেলাম----

"রাস্তায় দেখছি না কোন বাচ্চা ফুলওয়ালীকেও,
শহরে কি ইদানিং হয় না কোন ফুলের বেচাকেনা? "

ক্রেতা খুজে না পেয়ে ফুলাওয়ালীরা ব্যবসা পরিবর্তন করে ফেলেছে..তোমার কবিতায় ই তোমার প্রশ্নের উত্তর।

কিংবা শহরে প্রেমিক পুরুষ কমে গেছে এখন আর ভালবেসে কোন প্রেমিক তার প্রেমিকার হাতে তুলে দেয় না ফুল...

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম, শহরে এখন আর প্রেম নেই, শহরে বেড়েছে ধর্ষকদের অত্যাচার।

১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

s r jony বলেছেন: আপনাদের দেখে হিংসে হয়,
কি সুন্দর কবিতা লেখেন,

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ জনি ভাই। :)

১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

sushama বলেছেন: অনেক ভাল লেগেছে। কেমন আছেন ভাইয়া? নতুন বছরের শুভ কামনা :)

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ।!

আপনার আর ভাইয়ার খবর কি? আশা করি আপনারা ভালো আছেন। :) :)

১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

ফারাহ দিবা জামান বলেছেন: আজ আমাদের প্রথম দেখা হবার দিন,
তোমাকে ঘিরে আমার উৎসবের দিন।
প্রবল শীত আর কুয়াশায় বিপর্যস্ত নগরীর এই ফূটপাত
আজ মৃত সব বাসিন্দাদের হাঁটাহাঁটিতে উৎসবমুখর।===================

খুব সুন্দর কবিতা।
চমৎকার প্রকাশ!!!
এরপরও অখাদ্য বলেন?

আরও লিখতে থাকুন এভাবে।
ভালো থাকবেন।

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ দিবা আপু। আশা করি ভালো আছেন আপনি। আসলে কবিতার ব্যাপারে আমার আত্মবিশ্বাস চিরকালই কম। তবে আপনার মত একজন কবি যখন অনুপ্রেরনা দেয়, তখন অবশ্যই অনেক ভালো লাগে। সাহস পাই।

ভালো থাকবেন। শুভেচ্ছা। :)

২০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অখাদ্য টাইপের কবিতা ?
আমার কাছেতো বেশ সুখাদ্য বলে মনে হল ।
চমৎকার লিখেছেন ।

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, ধন্যবাদ, লিটন ভাই।

২১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

নেক্সাস বলেছেন: কবিতায় অবিরাম ভাল লাগা

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ নেক্সাস। আশা করি ভালো আছেন। :)

২২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

স্বপনবাজ বলেছেন: অসাধারণ ! প্লাসের বন্যা হোক !+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ অভি। :) তোমাকেও ধন্যবাদের বন্য দিলাম। :) :)

২৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

একজন আরমান বলেছেন:
এই ফুটপাতেই আমি দেখেছি
দমকা হাওয়ার সাথে তোমার খোলা চুলের যুদ্ধ,
আমি মুগ্ধ নয়নে যুদ্ধ দেখেছি,
চারদিক তখন পিনপতন স্তব্দ।


অসাধারণ। আমার এই পর্যন্ত দেখা আপনার লেখা সকল কবিতাদের মধ্যে শ্রেষ্ঠ এইটা। :)

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আরমান। তুমি একজন প্রতিশ্রুতিশীল কবি। তোমার কাছে ভালো লাগা মানে অনেক বড় পাওয়া। অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা রইল। :)

২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: খুব ভালু কপিতা । অই জন্ডিস কালার মানুষটা কে ভাই ?

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ পাইলট ভাই। ঐ জন্ডিস কালারের মানুষটা হইলাম গিয়া আমি। :) :)

২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

দলছুট শুভ বলেছেন: সময়ের সাথে সাথে বিবর্ন এই নগরী
আজ শুধুই স্মৃতির এক মৃত নগর।
শুধু আমাদের ভালোবাসা এখনও বিবর্ন হয়নি
আমার অন্ধকার কবরে এখনও ফুটে ফুল।


এক কথায় বলি ??? ঃ বাহ.........

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :) অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। :)

২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: ++++++++++++++

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ কুনোব্যাঙ। আশা করি ভালো আছেন। :)

২৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ভালোলাগা রেখে গেলাম।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

নোমান নমি বলেছেন: সবকিছুর সাক্ষী এই নগরী। ভালো লাগলো।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা :)

২৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭

একজনা বলেছেন: ভালো লাগল। অব্যাহত থাক এই পথচলা।

ভালো থাকবেন সবসময়।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। আশা করি ভালো আছেন আপনি। :)

৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

রেজওয়ান তানিম বলেছেন: অল্প কিছু বাহুল্য আছে তথাপি আপনার ঘটনা ও দৃশ্যের বর্ননা আমার ভাল লেগেছে

কবিতা লেখা চালিয়ে যাবেন আশা করছি। শুভকামনা জানবেন

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ তানিম ভাই। :) আসলে কবিতা লেখার ব্যাপারে আমার আত্মবিশ্বাস কিছুটা কম। :( তারপরও আপনাদের অনুপ্রেরনা পেলে এই চেষ্টা করা যেতেই পারে। :)

ভালো থাকবেন। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৭

একজন আরমান বলেছেন:
ওহো মধু মধু...... আপনার কথায় যেন মধু ঝরে। :)

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :) :)

৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩

মেহেরুন বলেছেন: ১১তম ভালোলাগা রইলো ভাইয়া :) ++++++

কেমন আছেন??দিনকাল কেমন যাচ্ছে???

শুভকামনা রইলো :)

০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ মেহেরুন। আমি ভালো আছি। :D আমার আপাতত দিনকাল তো আপাতত সেই পূরানো চক্রে বাধা। আপনিই না আমাকে নতুন গল্প শুনাবেন :) :) যেমন দেখতে পাচ্চি প্রফাইল ছবি পরিবর্তন হয়েছে। :) সে হ্যালো টু ফ্যামিলী। :)

ভালো থাকবেন।

৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

মেহেরুন বলেছেন: আমার নতুন দিন তো খুব ভালো যাচ্ছে :) যা ভাবি নি তাই হচ্ছে। মজার ব্যাপার হল যখন কাউকে আপনি আপনার জন্য চোখের পানি ফেলতে দেখবেন, আর জানতে চাইলে যখন সে বলবে চোখের সমস্যা হয়েছে তখন এর চাইতে ভালো আর কিছুই লাগবে না।। আমি যেমন তাকে দেখে ভাবি মানুষ এত ভালো কি করে হয়, ঠিক তেমনি তার ধারনা এত ভালো মেয়ে কি করে হয়, এতোটা ভালো দেখে নাকি তার ভয় হয়,আনন্দ ও হয়।

দোয়া করবেন ভাইয়া আমাদের জন্য। আর দোয়া করি আপনার জীবনেও খুব দ্রুত এমন আনন্দের দিন আসুক।

ভালো থাকবেন :)

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক অনেক খুশি হলাম। জেনে খুবই ভালো লাগছে, আপনি সুখ উপভোগ করছেন। আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা সুখী হতে জানে না। আপনাদের দুজনের জন্য আমার অনেক আন্তরিক শুভেচ্ছা এবং শুভ কামনা রইল।

আপনার দোয়া কবুল হোক, :) শুভ কামনার জন্য অনেক অনেক ধন্যবাদ। :)

৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

সালমাহ্যাপী বলেছেন: ্বাহ অনেক সুন্দর তো।

বিষন্ন শহর পড়েই কেমন যেন সময়টা বিষন্ন বিষন্ন মনে হচ্ছে।

কেমন আছেন???

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার ভ্রমন কেমন হল? ভ্রমন ব্লগ চাই কিন্তু :)

৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

হাসান মাহবুব বলেছেন: ভালো প্রচেষ্টা। কিছু কিছু জায়গায় ঘষামাজা দরকার। যেমন,

চারদিক তখন পিনপতন স্তব্দ- চারিদিকে তখন পিনপতন স্তব্ধতা

এভাবে পড়তে ভালো লাগবে।

কিছু শব্দের পুনরাবৃত্তি ভালো লাগেনি। যেমন, হাত, দিন, উৎসব এই শব্দগুলো কয়েক লাইনের মধ্যে একাধিকবার এসেছে।

কিছু শব্দের বানান অন্যভাবে লিখলে ভালো লাগবে। যেমন, ফুটে-ফোটে।

শুভকামনা। শুভরাত্রি।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই। আপনি যথেষ্ট আন্তরিকতা নিয়ে পড়েছেন এবং পরামর্শ দিয়েছেন। আগামীতে এটা অবশ্যই মনে থাকবে। এই ধরনের মন্তব্য আমার জন্য সত্যি অনেক অনুপ্রেরনা মূলক। :)

অনেক কৃতজ্ঞতা জানালাম। :) ভালো থাকবেন। শুভ রাত্রি।

৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

অনীনদিতা বলেছেন: বাহ অনেক সুন্দর তো। :)

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। বিষন্নতা আপনাকে আনন্দ দিতে পেরেছে- জেনে ভালো লাগল। :) কেমন আছেন??

৩৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

সিয়ন খান বলেছেন: অনেক সুন্দর হইছে। +++

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আশা করি ভালো আছো। :)

৩৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩১

টুনটুনি সুখি বলেছেন: কবিতা ভাল লাগলো কবির ছবিও সুন্দর।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। অনেক দিন পর দেখলাম আপনাকে। আশা করি ভালো আছেন। এখন রেগুলার আসেন না কেন??

৩৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

রাতুল_শাহ বলেছেন: শহরের মন এখনও ভাল হয় নি।

যাহোক অনেক অনেক ভাল লাগা রইল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ রাতুল ভাই। :)

৪০| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

পিনপতন স্তব্ধ অথবা স্তব্ধতা

স্তব্দ শব্দটা ভুল প্রয়োগ

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওহ! ধন্যবাদ তানিম ভাই। শুধরে নিব। :)
অনেক কৃতজ্ঞতা।

৪১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৯

রাকু হাসান বলেছেন: কাভা ভাইয়া । অনেক আগের পোস্ট । পড়ে মন্তব্য করে স্মৃতিচারণের সুযোগ করে দিলাম হঠাৎ :)
প্রথম স্তবকটা বেশি ভালো লাগলো । ভিন্ন ভাবনার কবিতা লাগলো । মৃত্যুঞ্জয়ী ভালোবাসা কে দেখলাম কবিতায় । না আসলে দারুণ কবিতাটি মিস করে ফেলতাম । B:-)

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা। অনেক ধন্যবাদ আপনাকে। তখন লেখালেখি কিছুই পারতাম না। যা লিখতাম ভয়ে ভয়ে লিখতাম। অবস্থার তেমন পরিবর্তন হয় নাই। এখনও ভয়ে ভয়ে লিখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.