নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

'চলছে গাড়ি যাত্রাবাড়ি' - জনৈক প্রেমিকযুগলের একটি লুতুপুতু প্রেমকাব্য B-)

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫





চলছে গাড়ী যাত্রাবাড়ি

জ্যামে ভিতর আটকে গাড়ি।

গাড়ির ভিতর মারামারি

কাদছি আমি, হাসছো তুমি।



হাসি দেখে মুগ্ধ আমি,

এত সুন্দর কেমনে তুমি?

হাতে হাত রাখলে তুমি,

লজ্জা পেয়ে ঘামছি আমি।



কালো দীঘল খোলা চুল,

খোপায় দিলে আমার ফুল।

উড়ছে চুল, দুলছে দুল

রাস্তা আমার হচ্ছে ভূল।



ছুটছে নাড়ি প্রবল বেগে

তোমায় নিয়ে যাচ্ছি ভেগে।

তোমার বাবা বুঝল না

পাত্র আমি মন্দ না।



আমার বাড়ি নোয়াখালী,

তোমার বাড়ি বরিশাল।

হুদাই কিল্লাই তোঅ্যাঁর আব্বা,

এইয়া লইয়া পেরেশান?



কত বললাম দেখুন জনাব

জিজ্ঞেস করে দেখুন,

আপনার মেয়ের হৃদয় হতেই

আমার কথা শুনুন।



সেই পুরানো একগুয়েমী,

সেই পুরানো কথা।

সমাজে আমি কেমনে বলি

মেয়ের প্রেমের কথা।



রাতে ফোনে বললে আমায়

চলো পালিয়ে যাই,

আমি বললাম তোমার ইচ্ছা,

আমার আপত্তি নাই।



এক কাপড়ে ছাড়লে বাড়ি,

আমার সাথে বাঁধলে জুড়ি।

লক্ষ্য মোদের ছোট্ট বাড়ি,

দুটি প্লেট আর একটি হাড়ি।



ঘোমটা মাথা, লাল শাড়ি

দুই হাতে সব রেশমী চুড়ি।

হাতে হাত দিলাম আমি

লজ্জা পেয়ে ঘামছ তুমি।



বাসর দিলো আমাদের

লক্ষ তারা আকাশের।

নতুন চাঁদ বানালো তারা,

তোমাকে তোমাকে।

উঠলে তুমি ডুবলো চাঁদ

ভালোবাসা জিন্দাবাদ।







অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল :)

মন্তব্য ১১৩ টি রেটিং +২১/-০

মন্তব্য (১১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রথম মন্তব্য আমি করলাম। ভাল লেগেছে।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ স্বর্ণা। অনেকদিন পর আপনাকে দেখলাম। :)

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

বলাক০৪ বলেছেন: রেশমী চুড়িতে বেশিদিন চলবে না, সোনা বা হীরা লাগবে :(

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমারও তাই ধারনা। কিন্তু উক্ত প্রেমিক, উক্ত প্রেমিকাকে রেশমি চুড়ি দিয়েই পটিয়ে ফেলেছে। :) :)

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

যুবায়ের বলেছেন: চমৎকার কাব্য.....
২য় ভালোলাগা++

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। যুবায়ের ভাই।
একটু অনুকাব্যের চেষ্টা করলাম। :)

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

নিরপেক্ষ মানুষ বলেছেন: এইডা কি লিখলেন ভাই।পড়ে তো হাসতে হাসতে শেষ :P :P

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ;) ;) ;)

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

লাবনী আক্তার বলেছেন: ঘোমটা মাথা, লাল শাড়ি
দুই হাতে সব রেশমী চুড়ি।
হাতে হাত দিলাম আমি
লজ্জা পেয়ে ঘামছ তুমি।




ভালো লিখছেন।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো লেগেছে জেনে ভালো লাগল। :)

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ইস!
একটুর জন্য হলো না।
আমি আশা করছিলাম, শেষ টা এমনঃ
''তারপর আমরা সুখে শান্তিতে বসবাস করিতে শুরু করিলাম''
:) :) :)


কাহিনী কি ভাই?
ঝেড়ে কাশেন!

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, না হে কবি। কাশি লাগে নাই। ;) কাশি লাগলে ঝেড়ে কাশব। ;) :) এক বন্ধুর সাথে ফাজলামো করতে করতে এই অনুকাব্যের সৃষ্টি।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

প্রিয়তমেষূ বলেছেন: B:-/ B:-/ B:-/

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তোমাদের মত অত ভালো লিখতে পারি নাই। :| :| :(

হতাশ হইও না।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

স্বপনবাজ বলেছেন: আহা ! অস্থির হইছে !

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ স্বপন বাজ!!!! :) অস্থিরতা কমাও। :P :P

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

শিপন মোল্লা বলেছেন: বাসর দিলো আমাদের
লক্ষ তারা আকাশের।
নতুন চাঁদ বানালো তারা,
তোমাকে তোমাকে।
উঠলে তুমি ডুবলো চাঁদ
ভালোবাসা জিন্দাবাদ।


চমৎকার চমৎকার।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ। :)

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

শার্লক বলেছেন: শীতের মধ্যেও ঘামাঘামি। ;) ভাল হইছে।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা তা কিঞ্চিত না হলে কি হয় নাকি!!! ;)

ধন্যবাদ শার্লক। :)

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

গ্রাম্যবালিকা বলেছেন: খাইছে!! ভালোবাসার চরম সিদ্ধান্ত, পালিয়ে বিয়ে!! হায় হায়! B:-) B:-) :P


আমার বাড়ি নোয়াখালী,
তোমার বাড়ি বরিশাল।
হুদাই কিল্লাই তোঅ্যাঁর আব্বা,
এইয়া লইয়া পেরেশান?

নোয়াখালি-বরিশালের মিলবন্ধন! =p~ =p~

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই তো চলে আসছে, অনুকাব্যের জননী!!

শব্দগত মিলবন্ধন
নোয়াখালী বরিশাল হৃদয় বন্ধন। :) :)





১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

একজন আরমান বলেছেন:

:!> :!> :#> :#>

গ্রাম্যবালিকা বলেছেন:
নোয়াখালি-বরিশালের মিলবন্ধন!


ভালোবাসার কোন এলাকা নেই, দেশ নেই, জাতি কিংবা বর্ণ নেই। :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই, ভালোবাসার কোন দেশ জাতি, ধর্ম বর্ন নেই।
ভালোবাসা নিজেই একটি পৃথিবী। ;) ;) হা হা হা

ভালও থেকো। :)

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

জাকারিয়া মুবিন বলেছেন: ভালবাসা জিন্দাবাদ।

+++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :) :)


১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

একজন আরমান বলেছেন:
গতকাল একটা নাটকে মোশাররফ করিমের একটি ডায়লগ শুনেছিলাম। ডায়লগটি ছিল এরকম-
"ভালোবাসার কোন কেস নাই। ভালোবাসা নিজেই একটা কেস !"
হাহাহা

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: "ভালোবাসার কোন কেস নাই। ভালোবাসা নিজেই একটা কেস !"
বাহ! বাহ!

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

মাক্স বলেছেন: ওরে ছড়ড়া :P :P :P :P
+++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওরে মাক্স!!! কি হলো কি!!

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

আশিক মাসুম বলেছেন: ভালোবাসা জিন্দাবাদ।

আবার জিগস !! কাল্পনিক ভাই রক্স :) :)

ভালা হইছে আরেকটা দেন।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে!!! কয় কি ! আর পামু কই!!! একটাই দিতে জান বের হয়ে গেসে!!

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

তামজিদা সুলতানা বলেছেন: ভালো লাগলো :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :)

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

আশিক মাসুম বলেছেন: নাহ দিতে হইবেক!! একটু খাওয়াইয়া কইবেন আর নাই শেষ হইয়া গেছে মানিনা মানবনা।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :) :) ;) ;) দেখি ট্রেরাই মারুমনে!!!

১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

লোনলিফাইটার বলেছেন: ;) ;) B-)) :P :Pখাইছে.................... B-) "চলছে গাড়ী, যাত্রাবাড়ি"এই টা আমার প্রিয় ডায়ালগ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, তাই নাকি? সেদিন একজনের সাথে ফাজলামো করতে করতে এই অনুকাব্য লিখে ফেলছি। :)

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

মাক্স বলেছেন: না। কিছুই হয় নাই।
ছড়া ভাল্লাগসে!!

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধইন্যা লও

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

শায়মা বলেছেন: হা হা আসলেই মজার


ঘোমটা মাথা, লাল শাড়ি
দুই হাতে সব রেশমী চুড়ি।
হাতে হাত দিলাম আমি
লজ্জা পেয়ে ঘামছ তুমি।



তবে রেশমী চুড়ি বাদ দিয়ে তাড়াতাড়ি একজোড়া সোনার বালা গড়িয়ে দিও নাইলে কিন্তু ...........

কদিন পরেই খবর করা শুরু করবে আমাদের ভাবীজান।.:P

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে কি বল না আপু! আমি হাতে হাত রাখলে তো সোনা হয়ে যাবে!! সোনার বালার দরকার কি ;) :!> :!> :P

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হৈসে।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ হামা ভাই। যাক তাহলে ধরেই নিতে হচ্ছে সুন্দর হইছে!!! :)
ভালো থাকবেন। :)

২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

চয়নিকা আহমেদ বলেছেন:
কালো দীঘল খোলা চুল,
খোপায় দিলে আমার ফুল।
উড়ছে চুল, দুলছে দুল
রাস্তা আমার হচ্ছে ভূল।
-------------
দীঘল খোলা চুলে কিভাবে খোপায় ফুল দেয়,
এটা ছাড়া ঘটনা বোঝা গেলো।
হা হা হা!

খুব সুন্দর হয়েছে ভাইয়া।
পোস্টে প্লাস!

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, চুল উড়ছিল।
ফুল দেখে খোপা করে পড় ল আর কি। :#> :#> :#>

২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আসলেই লুতুপুতু! :P :P

ছাড়া ভাল লাগসে। আরো দিন। :D

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। লুতুপুতু আর দিব না। ;) ;) :)

২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

বোকা ডাকু বলেছেন: চলছে গাড়ী যাত্রাবাড়ি
প্রেমের রাজ্যে হুড়োহুড়ি,
কে কার আগে ভাগবে আজি
বউটা আমার আচ্ছা পাজি !

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বাহ! সাবাশ! তো হয়ে যাক নতুন একটি কবিতা??

২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

আমি ইহতিব বলেছেন: ভাই এতো দেখি আমাদের মতো কেস, আমার বাড়ি নোয়াখালী আর তার বাড়ী বরিশাল ;)

লুতুপুতু কাব্য ভালো লাগলো।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে বাহ! তাই নাকি আপু!! তাহলে দুলাভাইকে এটা শুনাবেন!!! ;) :)

২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

সালমাহ্যাপী বলেছেন: আমার বাড়ি নোয়াখালী,
তোমার বাড়ি বরিশাল।
হুদাই কিল্লাই তোঅ্যাঁর আব্বা,
এইয়া লইয়া পেরেশান?



=p~ =p~ =p~ =p~

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ও'রে দেশী এ না!!! :) :)

২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

চেয়ারম্যান০০৭ বলেছেন: হা হা খুব ই মজার হৈছে ব্রো :)+

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ চেয়ারমেন ভাই। ;) :) :)

২৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

অস্থির ভদ্রলোক বলেছেন: ভাই সেইইইইই হইছে।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যাবাদ ভাই। :) কিন্তু আপনি অস্থির কেন??

৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

আমিভূত বলেছেন: অফিসেই পড়েছি মন্তব্য করার সুযোগ হয়নি ,অনেক মজার হয়েছে কাব্য , এত ভালোবাসা কবিতায় !! তা কালো দীঘল চুলের রমণীর দেখা পেলে সত্যি সত্যি দেরী করবেন না যেন পাছে সে হাতছাড়া হয়ে যায় :-B

অ টঃ আপনার বাড়ি কি নোয়াখালী ? B:-)

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেখেছি আমি, আপনি এসেছিলেন। :)

আহ! ভালোবাসা!!
সে যে কি কঠিন ভাষা
ভালোবাসার কথা কইতে গিয়া,
খাইছে অনেকে কঠিন ছ্যাচা! ;) :)

জী, আমার গ্রামের বাড়ী নোয়াখালী। :)
অ টঃ আপনার বাড়ি কোথায়??

৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার বাড়ি নোয়াখালী,
তোমার বাড়ি বরিশাল।
হুদাই কিল্লাই তোঅ্যাঁর আব্বা,
এইয়া লইয়া পেরেশান?

মানতে পার্লামনা , কারন বরিশালের মেয়ের বাবাদের জামাইর এলাকা নিয়া টেনশন করে না।

চলছে গাড়ী যাত্রাবাড়ি

ফ্লাইওভারের কাজের কতদুর ?


;)

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা হা, তাই নাকি!!! আইচ্ছা! তাইলে তো ভালা!!



৩২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: দুরন্তু প্রেম , , , , ,

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :#> :#> :P হ্যাঁ, কিছুটা অস্থির প্রকৃতির। ;)

৩৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

ভিয়েনাস বলেছেন: হাহাহা... চরম হয়েছে কিন্তু :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আমি কিন্তু আসলেই অনুকাব্য বা যে কোন কাব্যই খুব বেশি ভালো পারি না। একজনের সাথে মজা করতে করতে লিখে ফেললাম।

ভালো লেগেছে জেনে ভালো লাগছে। :)

৩৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: =p~ =p~ =p~ ++++


(off topic: accha apni ki shehreen ba monami name kauke cenen ? :) )

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :)

অটঃ হ্যাঁ চিনি তো। আমার কাজিন এর নামই তো শেহেরীন।

৩৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: আমার কাজিন এর নাম ও শেহেরীন :P !!! dhk uni'te pore?

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে বাহ! তাই নাকি? হ্যাঁ, ও তো ঢাবিতে পড়ে। তাহলে তো সেই হিসাবে আপনিও আমার কাজিন!!!! হা হা হা দারুন!! কি নাম আপনার?? এইখানে বলতে না চাইলে উপরে আমার ফেসবুকের লিংক দেয়া আছে। সেখানটায় আসুন। !!!!

আমার ভীষন মজা লাগছে!!!

৩৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

গৃহ বন্দিনী বলেছেন: মাশাল্লাহ :) :) :) :) একেই বলে প্রতিভা

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, ইয়ে মানে, ইয়ে আর কি!!! ;) ;) ;)

৩৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

মেহেদী হাসান মানিক বলেছেন: ফেরেম করিতে মুঞ্চায় :!> :!> :!> :!> :!> :!>
++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: করি ফালান কাগু!!! ;) ;)

৩৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

আমিনুর রহমান বলেছেন: আমার বাড়ি নোয়াখালী,
তোমার বাড়ি বরিশাল।
হুদাই কিল্লাই তোঅ্যাঁর আব্বা,
এইয়া লইয়া পেরেশান?



পুরাই অস্থির হইচে ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ;) ;) ;) :)

৩৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

রীতিমত লিয়া বলেছেন: ওরে ভেগে যাওয়ার কাহিনী ভাল্লাগছেরে।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাই নাকি? এই লেখা পড়ে আবার ভেগে যাওয়ার ইচ্ছা হচ্ছে না তো। ;) :) :)

৪০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

লাল নীল কালো বলেছেন: দারুন হইছে। :-B :-B :-B :-B :-B :-B

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। বাহ! আপনার প্রোফাইল পিকটা দেখে বেশ মজা পেলাম।

ভালো থাকবেন। :)

৪১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: লুতুপুতু দিবেন না কেন? ভালই তো লাগে। লুতুপুতুরও দরকার আছে। :P :P

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা, ঠিক আছে। দিবানি!

৪২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

মামুন রশিদ বলেছেন: উড়ছে চুল, দুলছে দুল
রাস্তা আমার হচ্ছে ভূল।




ছন্দে গীতিতে পুরাই বিন্দাস ;)

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আশা করি ভালো আছেন। :)

৪৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

রাইসুল সাগর বলেছেন: ভালুবাসার ছড়া ভালা হইছে +

শুভকামনা রইল।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।

৪৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: সেরাম হৈছে দেশী ভাই। পিলাচ দিলাম।

অতঃপর তাহার সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল।

ইহা কেবা করিয়া সম্ভব?

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা, সবচেয়ে দামী প্রশ্নটা করেছেন!!!
ইহা কেবা করিয়া সম্ভব!! গল্প তো, তাই এইখানে সম্ভব হইতেই হবে। ;) :)

৪৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২১

ভিয়েনাস বলেছেন: মজা করে লিখেছেন তাই বুঝি এতো মজারু হয়েছে B-) :D

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা :)

৪৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০০

আমিভূত বলেছেন: আমার বাড়ি নোয়াখালী নাহ তবে তার আশেপাশেই B-))
তা ভাই নোয়াখালীতে কি দীঘল চুলের রমণী পান নাই নাকি আগে থেকেই বরিশালে আশা যাওয়ার কারনে সেই সুযোগ হয়নাই ? B-)

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা, আফসোস, বড়ই আফসোস। কোন দীঘল চুলের রমনীকে আপন করে দেখার সুযোগ হয় নি। হোক সে বরিশাল, হোক সে নোয়াখালী! :( :( তবে আশার কথা- এত কিছুর মাঝেও

'চলছে গাড়ি, খুঁজছি নারী,
তাহার খোঁজে এই তো আমি'। :#> :#> B-) B-) ;) :P :P

৪৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১

সান্তনু অাহেমদ বলেছেন: চমৎকার রম্যকাব্য কা_ভা ভাই।++

শুভ কামনা সবসময়ের জন্য।

ভালো থাকবেন সবসময়।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ সান্তুনু দা! :)

৪৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

অনীনদিতা বলেছেন:
বরিশাল বাড়ি তোমার
তাইতো পেরেশান বাপ আমার
লোক তোমরা ভালোনা
কর শুধু ছলনা :P :P :P

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আচ্ছা তাই,?

পড়েছে আমার প্রেমে,
শুনে মাসে কামাই লাখে।

এখন বল ছলনা
তুমি নাকি করনা।

দিলদারিও কৌতুক
এখন আর চলে না :P :P :P

=p~ =p~ =p~

৪৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

অনীনদিতা বলেছেন:
কৌতুক আমি করিনা
তোমার কথায় ভুলিনা
লাখ টাকার দরকার নাই
আরো বেশি আমার চাই;)

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালোই হলো তোমায় আগে চিনতে পেরেছি
হায় রে কপাল কাকে নিয়ে ভাগতে চলেছি!

মনের আসল দেখতে পেয়ে দাগ লেগেছে মনে
ভাগ্যিস আছে সার্ফ এক্সেল ঐ তো ঘরের কোনে।

মনে ধুয়ে ভাল করে, মাঠে এবার নামব
সত্যি যে ভালোবাসে তাকে ঘরে তুলব। :) ;) :P =p~ :#>

৫০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

মেহেরুন বলেছেন: বাহ! বাহ!! কি দারুন!!!

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ মেহেরুন। :)

৫১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

অনীনদিতা বলেছেন:
এই জন্যই ভালো লাগেনা বরিশাইল্যা
কথা বলতে হয় পুরাই খুইল্লা
তা না হলে বুঝে পুরাই উল্টা
বুঝতে চায়না কি বলে এই মনটা
লাখ টাকার দরকার নাই
ভালো মনের মানুষ চাই
টাকার চেয়েও মুল্যবান
ভালোবেসে যে দেয় সম্মান :P :P :P

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বাহ!

তবে, বরিশাইল্যারা যদি শুনে,
আর তারা যদি বুঝে,
তাইলে কিন্তু মাইরগুলা সব
দিবে গুনে গুনে।
তাই,
মারামারি বন্দ
নেই কোন দন্দ।
মতে মতে মত মিলাই
আসুন হাতে হাত মিলাই।

আমার বাড়ি নোয়াখালী,
তাই প্রার্থনাতে বলি,

ভালো মনের মানুষ পান
ইহা টাকার চেয়েও মুল্যবান।

ভালো মনের একজনতে হাজার জনের সেরা,
দুজন মিলে বানিয়ে ফেলুন স্বর্গ সুখের ধরা!

:D :D :D :P :P =p~ =p~ :!>

৫২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

বাংলাদেশী০০৭রকস বলেছেন: লেখা যেমনই হোক মন্তব্য তো পুরোই লুলামিতে ভরা!!

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, একটি পোষ্ট এবং লুলীয় মন্তব্য সমূহে আপনাকে স্বাগতম।
ধন্যবাদ। :)

৫৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

শান্তা273 বলেছেন: দারুন লিখেছেন!
ভালোলাগা রইল অনেক।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ শান্তা :)

৫৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

আরজু পনি বলেছেন:


হাহাহাহা
ভালোবাসা জিন্দাবাদ.....।।

লুতুপুতুতো বেশ ভালোই জানেন মনে হচ্ছে :P

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহা :)

আমার কোন দোষ নাই। আমাকে শিখাইছে! =p~ =p~ B-)

৫৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

রাতুল_শাহ বলেছেন: দারুণ হইছে ভাই। পড়ে অনেক মজা পেলাম।।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :) একটু রম্য লেখার চেষ্টা করলাম আর কি!! ;)

৫৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১

রাতুল_শাহ বলেছেন: আমার রুমমেট বেশ কয়েকবার পড়ছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, তাই নাকি? উনাকে বলুন কোথাও সুযোগ থাকলে প্রয়োগ করতে। আমার আপত্তি নেই। :) ;) ;)

৫৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার কোবতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.