নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
আবারো ফিরে এলাম ছবি ব্লগ নিয়ে। চলতি পথে অনেক রকম মানুষের সাথে দেখা হয়। কিছু পরিচিত এবং কিছু অপরিচিত। আজকে কিছু পরিচিত মুখের অভিব্যক্তি আপনাদের দেখাব। এই অভিব্যক্তির কেতাবী ফটোগ্রাফীক নাম হলো পোট্রেট। এক একটা মানুষ যেন এক একটা গল্প। আমি সাধারন মানুষ। সাধারন একটি সনি সাইবার শট দিয়ে প্রায় সব গুলো ছবিই তোলা। তবে আমি ভাগ্যবান আমার চোখ সাধারন হলেও আমার ক্যামেরাটির দেখার ক্ষমতা বেশ ভালো। আমাদের মাঝে মিল হলো আমরা দুজনেই খুবই সাধারন।
চলুন তাহলে ছবিগুলো দেখি।
১।
এখানে দুটো ফুলের ছবি। একটি ফুল আর একটি ফুলকে ধরে পরম আদরে দাঁড়িয়ে আছে। চোখে মুখে দুজনেরই স্নিগ্ধতা ফুটে উঠেছে।
২।
সদ্য আচার চুরি করে হাতে ধরা খাওয়ার পর অভিব্যক্তি। হাসিতে দুষ্টামী, লজ্জা সবই দেখা যাচ্ছে।
৩।
মহেশখালীর জেলেপল্লীর শিশুরা। হাসো তো দেখি? বলা মাত্র এমন প্রানখোলা হাসি শিশুরা ছাড়া আর কেউ দিতে পারে কি? উল্লেখ্য এই ছবিটি এসএলআর দিয়ে তোলা।
৪।
এই যেমন দেখুন না, ইনি শত চেষ্টা করেও হাসতে পারছেন না।
৫।
আচ্ছা এই ভদ্রলোকের মন খারাপ কেন? কারন তিনি নিজের বিয়ের অনুষ্ঠানে বসে আছেন আর মাত্রই কবুল বলেছেন। আহা! স্বাধীনতা!!
৬।
একজন বম পুরুষ। যিনি কিনা আবার বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। বম তরুনরা বিয়ের সময় এলে কানে ফুল গুজে ঘুরে বেড়ান। যদিও এটা তার দ্বিতীয় বিবাহ! জিজ্ঞেস করলাম, বিয়ে করতে কেমন লাগে? তিনি একগাল হেসে বললেন, 'দামম, দামম'। বম ভাষায় এর মানে হলো, 'ভালো ভালো'
৭।
সামনে এগুতেই দেখা গেল এই বম মহিলার সাথে। বম সমাজে মহিলারা যদি বিয়ে করতে চায় তাহলে কানে পাতা গুজে ঘুরে। একবার ভাবলাম পিছিয়ে গিয়ে ঐ বম পুরুষ আর এই মহিলাকে পরিচয় করিয়ে দিই। কিন্তু শুনলাম, ভদ্রমহিলা নাকি ইতিমধ্যে অন্য একজনকে কথা দিয়েছেন। আমার আর ঘটকালী করা হলো না।
৮।
যারা বগালেকে গিয়েছেন, তারা এই ভদ্রলোককে চেনার কথা। বগালেক পাড়ে যে গ্রাম আছে, তিনি সেই গ্রামের কারবারী। সামান্য একটা বেনসন উপহার দিয়েছিলাম। আর তাতেই এই খুশি। শহরে পোলাপাইনদের এক প্যাকেট বেনসন দিয়েও এই হাসি পাওয়া যাবে না।
৯।
সামনে এগুতেই দেখা হল, কারবারী সাহেবের আসল কারবারীর সাথে। মানে ভদ্রলোকের স্ত্রীর সাথে। উনাকেও সিগারেট দিতে যাচ্ছিলাম। কিন্তু শহুরে সিগারেট দেখে খানিকটা বিরক্ত হয়ে নিজের পাইপ ধরালেন। আর বম ভাষায় কি যেন বিড়বিড় করে বললেন। আমি নিশ্চিত, সেই বিড়বিড়ানির অর্থ ছিল, পোলাপাইন, এক্কেরে পোলাপাইন। আমি লজ্জিত হাসি হেসে সামনে এগুলাম।
১০।
প্রজন্ম থেকে প্রজন্মের বেড়ে উঠার কালের সাক্ষী। আমার সব মামা,খালা আম্মা এবং আমাদের ভাইবোনরা সবাই ইনার কোলের খেলে বড় হয়েছি। দীর্ঘ ৬৫ বছর তিনি আমাদের বাড়িতে কাজ করেছেন। এখন উনার বয়স ৯২ বছর। উনার ছবি তোলার দারুন শখ।
১১।
এই বৃদ্ধা ঘুর্নিঝড় আইলাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন। সাহায্যের আশায় সেই সকাল থেকে অপেক্ষা করছেন।
১২।
প্রাক গোসল পূর্বক অসুর-ভীমের লড়াই।
১৩।
স্বপ্নযাত্রা!
১৪।
আলো ছায়ার খেলা-১
১৫।
আলো ছায়ার খেলা -২
দুটো ছোট্ট প্রানীর ভালোবাসা - একটা ছোট্ট ছবি গল্প
চলতি পথে দুটো ছোট্ট বাচ্চা কুকুরের সাথে দেখা। ছবি তুলতে গেলেই কাছে চলে আসে। তাদের খেলাধুলা নিয়ে ছোট্ট একটা গল্প। ভেবেছিলাম এই গল্পের নাম দিব, চলতি পথে দুটো বাচ্চা রাজাকার। পরে ভাবলাম এত কিউট দুটো বাচ্চা কুকুরের জন্য এই শিরোনাম অপমানজনক হবে। তাই এই শিরোনাম পরিত্যাগ করলাম। ভাবতে অবাক লাগে কতখানি ঘৃনা বুকে ধারন করলে একজন সাধারন মানুষ রাজাকারদের সাথে কুকুরেরও তুলনা করতে চায় না।
১৬।
বড় ভাইকে লক্ষ্য করছে।
১৭।
হাত বাড়িতে দিতেই জিহ্বা দিতে চেটে দিতে চাইল।
১৮।
ছবি তুলছি বুঝতে পেরেই, দেখুন না কি পোজ দিচ্ছে। কি ভালোবাসা!
১৯।
আচমকা কি যে হল! পারিবারিক শাসন না থাকলে যে কেউ বিগড়ে যেতে পারে - এই কথা প্রানীদের ক্ষেত্রেও সত্য বলিয়া প্রমানিত হইল।
এই পর্যায়ে এসে আর ছবি তোলার কিছু রইল না। তাই গল্প এইখানেই শেষ।
ধৈর্য ধরে এতক্ষন ছবি গুলো দেখার জন্য আগেই ধন্যবাদ দিয়ে রাখছি।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মনে হয় না।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
নিরপেক্ষ মানুষ বলেছেন: চমত্কার হইছে।পিলাচ দিলাম
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
ভিয়েনাস বলেছেন: Mobile theke chobi dekha gelona vaijan
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি চেষ্টা করেছি ছবির সাইজ ছোট করে দিতে কিন্তু তাও মনে হয় হলো না। পরে যখন লগইন করবেন পিসি তে তখন সময় পেলে দেখে নিয়েন
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ১২ নং টা ...
আলো ছায়ার খেলা'টা জোশ ...২ টাই...
বাকি সব গুলোই ... দারুন ... বয়স্ক'দের ছবিগুলো- দাদু/ নানুদের আদর করতে ইচ্ছে করে
৪ নং টা ...
৫ নং টা ...বেচারা !!!
ভালো থাকবেন ...
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, সসসসস। ভীমদের দেখে হাসতে নেই।
৫ নাম্বারটা আসলেই বেচারা!!! হিহিহি।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। আশা করি ভালো আছেন।
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
আমিনুর রহমান বলেছেন:
সবগুলো ছবি আর ক্যাপশন অসাধারণ।
কিন্তু প্রাক গোসল পূর্বক অসুর-ভীমের লড়াই এর ছবিটা অসাধারণ।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা, ধন্যবাদ আমিনূর ভাই।
বুঝতে হবে
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: হুম ! ভালো আছি ... ভিমদের এক জন কে চিনি । কাজিন বলে কথা !!!
আমার আর আপনার বার্থ ইয়ার কিন্তু এক বছর এদিক ওদিক
ভালো থাকবেন ভাইয়াআআ
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা। তাই না!!
বাহ! আপনারও দেখি ভূত থেকে ভূতে বেশ অসাধারন কাজ করছে
প আপু।
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
শান্তা273 বলেছেন: এক কথায় অসাধারন!
+++++
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ শান্তা
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
বোকা ডাকু বলেছেন: ওরে........ ছবিরে.............! প্রতিটা ছবিই একেক টা গল্পের সমীকরণ।
তবে ভীম কে কিন্তু চিনতে পারছি! খারান পরের বার শারমিন লাকি আফারে কমু হ্যার 'ভিমবার' প্রকল্পে আফনেগো দুইডারে মডেল হিসাবে নিতে! অসাম হইবো! হেসে হেসে কইবেন "এক ঘষাতেই সব ফরিস্কার!"
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
হাসান মাহবুব বলেছেন: দুর্দান্ত! ১,২, ১২ খুব সুন্দর। তবে বেস্ট হৈল ১৪।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই। তবে ১২ নাম্বারের বেশ কিছু সিকুয়েন্সও আছে। ১৪ নাম্বারটা আমারও অনেক পছন্দের।
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: হা হা হা হা অসাধারন হয়েছে সবগুলি ছবি। বিশেষ করে ১৪ নাম্বার!!!!
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ দেশি। ঐটা আমারও বেশ প্রিয়।
১১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ১, ১৪, ১৫, ১৮ খুবই সুন্দর হয়েছে!
আচ্ছা এটা কি ফটোব্লগ নাকি ফটোগ্রাফির ক্লাস?
অনেক কিছুই শিখলাম তো তাই বললাম।
মনে হয় দুটোই।
আরো এমন পোস্ট দিবেন আশা রাখি।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। না এটা কোন ভাবেই ফটোগ্রাফিক ক্লাস না। এইখানে আমার মতে শেখার তেমন কিছুই নেই। তবে এটা নিঃসন্দেহে একটি ফটোব্লগ।
ইনশাল্লাহ সামনে এমন আরো বেশি কিছু পোষ্ট দিব।
১২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
মেহেদী হাসান মানিক বলেছেন: এই কয়েকদিনে আপনার ছবি ব্লগটাই দেখতে দিল বাংলালিংক
খুব ভাল লাগল ছবি এবং কথা।
++
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ মানিক ভাই।
১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
একজন আরমান বলেছেন:
৬ নম্বর ছবির ক্যাপশন পড়ে হাসতে হাসতে শেষ।
১২ নম্বর ছবির একজনকে মনে হয় আমি চিনি।
আলো ছায়ার ছবিগুলো চমৎকার হয়েছে।
আর শেষের ছবির ক্যাপশনটা সমসাময়িক হয়েছে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আরমান। কত জনকেই তো চেনা চেনা লাগে!!
হা হা হা ভালো বলেছ, শেষের ছবির ক্যাপশনটা সমসাময়িক হয়েছে।
১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
আশিক মাসুম বলেছেন: ভাই অসাম , যতটা প্রশংসা করব সেটা কম হয়ে যাবে। উপস্থাপন কাকে বলে সেটা সিখতে হলে আপনার এই পোস্ট প্রিয়তে রাখা উচিৎ। রেখে দিলাম সুকেসে
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আশিক। মন্তব্যটা অনেক ভালো লাগল।
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
মামুন রশিদ বলেছেন: সাধারন পোট্রেট, অসাধারন গল্প
ছবি ব্লগে নবম ভালো লাগা ।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। এটা ঠিকই বলেছেন সাধারন পোট্রেট, অসাধারন গল্প। হা হা হা।
১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
স্বপনবাজ বলেছেন: লড়াই এর ফলাফল আপডেট করেন আর পারলে ফুটেজ দেন ! জনতা দেখতে চায় !
কানে ফুল গুজে পাত্রী খুজা ভাগ্যিস আমাদের সমাজের প্রথা না !
পোষ্টে একটা গুতার বিনিময়ে প্লাস ! +
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তুমি কি জানো না জনগনের তথ্য অধিকার এখনও সুপ্রতিষ্ঠিত নয়? তাই চাইলে সব পাওয়া যাবে না। যাহা দেখিয়াছ, তাহা লইয়াই তৃপ্তি থাক বাছা।!!
গুতার বিনিময়ে ধন্যবাদ খারাপ লাগে নাই।
১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
শফিউল আলম চৌধূরী বলেছেন: হাসিমুখ গানটার কথা মনে পড়ে গেল
সুন্দর!
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
আশিক মাসুম বলেছেন: হে ঐশ্বর্য বান!
তোমারে যা দিয়াছিনু
সে তমারি দান, গ্রহণ করেছ যত
ঋণী তত করেছ আমায়
হে বন্ধু বিদায়।
রবি ঠাকুরের শেষের কবিতা যেরে দিলাম। কারন আসলেই আপনাদের কাছ থেকেই ব্লগিং কমেন্ট করা শিখার চেষ্টা ক্রছি কেবল। সস্থা হিট কিংবা আলোচিত কেউ না, গোটা কয়েক প্রিয় ব্লগারের প্রিয় হতে চাই।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সর্বনাশ! অভাজনকে দিলে তুমি একি সম্মান!
কিছু বলার নেই। এই ধরনের মন্তব্য শুনলে আসলে কিছু বলার ভাষা থাকে না।
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
ঘুড্ডির পাইলট বলেছেন:
১২ নং ছবিতে এরা কারা ?
২নং ছবির ইনি কি আপ্নে ?
ফটোব্লগ ও সাথে দেয়া ক্যাপশন খুব ভালো হয়েছে।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ পাইলট ভাই। না ২ নং ছবি তো আমিই তুলছি। আমার ধারনা ছবির চাইতে ক্যাপশন গুলো বেশি মজার হয়েছে।
২০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
মাক্স বলেছেন: ছবিব্লগ ভাল্লাগসে। ১৪ নাম্বারটা অনেক ভালো হয়েছে++++
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ মাক্স।
২১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
ভিয়েনাস বলেছেন: ১ , ১৪ নং ছবিটা খুব ভালো লাগলো
প্রাক গোসল পূর্বক অসুর-ভীমের লড়াই এর ছবিতে আপনি আছেন নাকি?? কিছু কমেন্ট পড়ে সেটাই মনে হলো
এতো ক্যাঁদা কই পাইছেন?
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহ! আবার এলেন।! অনেক ভালো লাগল।
হা হা হা। প্রাক গোসল পূর্ব ছবিতে জনৈক মামা ভাগিনা আছে। বাম পাশের জন মামা আর ডান পাশের জন ভাগিনা।
ক্যাদার আর অভাব কি!! পুকুর আছে না!!
২২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
একজন আরমান বলেছেন:
হুম।
আপনার সেন্সর বোর্ড দেখছি অনেক শিথিল
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা।
২৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯
আমিভূত বলেছেন: ছবি ব্লগ ভালো লাগলো , প্রতিটি ছবিই ব্যতিক্রম এবং অনন্য ,ক্যাপশন অনেক মজার হইছে
আরও আরও লেখা চাই কাল্পনিক ভাই
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
ইদানিং অনেক ব্যস্ততায় সময় কাটাচ্ছি। তারপরও সামুর প্রতি একটা অদ্ভুত নেশার কারনে এখানে সময় কাটাই, নতুন লেখা দেয়ার চেষ্টা করি। এই ধরনের অনুপ্রেরনা সব সময় আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে।
আপনার জন্য রইল অনেক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন।
২৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা।
১ নাম্বার ছবিটা কিন্তু আমার প্রোফাইল পিকচারের মত হয়েছে।
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, ঠিক বলেছেন। আমি ভাবছিলাম, আপনাকেই উপহার দিব।
২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
কালা মনের ধলা মানুষ বলেছেন: ছবি আর গল্প গুলো এত ভালো লাগসে সরাসরি প্রিয়তে।
++++++++++++++++++++++
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ধলা ভাই। অনেক শুভেচ্ছা রইল।
২৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
সঞ্জয় নিপু বলেছেন: অনেক অনেক সুন্দর ক্যপশন আর ছবি গুলো তো ভাষায় প্রকাশ না করার মত সুন্দর ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ সঞ্জয় ভাই, আপনাদের ভালো লেগেছে সত্যি ভালো লাগছে।
২৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭
জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার ছবি ব্লগ। অসাধারণ বললেও কম বলা হবে।
আপনার ক্যামেরা নয় আসলেই আপনার ফটোগ্রাফিক দৃষ্টি সুন্দর।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ মুবিন ভাই। ভালো লেগেছে জেনে খুশি হলাম।
২৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
গৃহ বন্দিনী বলেছেন: যথারীতি সেই রকম পোষ্ট হইসে কাঃ ভাঃ ভাই।
ভিম আসুর লুঙ্গি পরে লড়াই করে জানতাম না তো ????
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ বন্দিনী। ইস কবে হবেন কারো নন্দীনি!!! হা হা হা
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
করে করে ভিম অসুর তো অনেক কিছুই করে।
২৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
রাতুল_শাহ বলেছেন: ভাল লাগল ভাই।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ রাতুল ভাই। অনেক দিন পর আপনাকে দেখলাম। আশা করি ভালো আছেন।
৩০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ক্যাপশন পড়ে হাসতে হাসতে শেষ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
৩১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
গ্রাম্যবালিকা বলেছেন: আপনার দেখার চোখ অসাধারন! আর ক্যাপশনের কথা কি বলবো!! অসাম। +++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ বালিকা। আশা করি ভালো আছেন। আপনার গল্পটি পড়ে আমার বেশ মজা লেগেছে। কিন্তু মন্তব্য করতে পারি নি। আজকে মন্তব্য করেছি।
৩২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
ক্লান্তিহীন পথচারী বলেছেন: অসাধারণ!!.. আপনারা সবাই কত সুন্দর সুন্দর পোস্ট দেন!! আর আমার মাথায় কিছুই আসে না।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বলেছেন: অনেক ধন্যবাদ ক্লান্তিহীন। আসলে আপনাদের ভালো না লাগলে কোন কিছুই পরিপূর্ন হয় না। তাই আপনাদের ভালো লাগছে দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে।
আর আপনি তো সুন্দর পোষ্ট চাইলেই দিতে পারেন। ইতিমধ্যে একটা দিয়েছেন তো!বই রিভিউঃ সেই সময়
অনেক ভালো একটা পোষ্ট। অনেক শুভ কামনা রইল। নতুন একটা পোষ্ট জলদি দিয়ে ফেলুন।
৩৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
অদৃশ্য বলেছেন:
প্রত্যেকটা ছবি ও তার বর্ননা..... সৌন্দর্য বাড়িয়েছে... খুব ভালো লাগলো...
শুভকামনা....
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ শুভকামনা রইল।
৩৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
জুন বলেছেন: চমৎকার ছবি সাথে অসম্ভব সুন্দর ক্যাপশন কাল্পনিক ।
ঐ বুড়ো বম মহিলা বিয়ে করতে চায়
যাক শেষ তক একটা পাত্রী পাওয়া গেল
+
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ জুন আপু।
আর বইলেন না, তাদের কি সুন্দর সুবিধা আছে, যখন তখন বিয়ে শাদী করার ব্যবস্থা আছে। আর আমরা এখনও একটাও করতে পারলাম না।
৩৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
লোনলিফাইটার বলেছেন: দারুন ব্রো +++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই।
৩৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
নীলফরিং বলেছেন:
১২ নং ছবিটা দেখে পেছনে ফেলে আসা অনেকদিনের কথা মনে পড়ে গেলো।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাই? আপনারাও কি এমন করতেন?
৩৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
ইউসুফ আলী রিংকূ বলেছেন: এক কথায় অসাধারন!
আলো ছায়ার খেলা -২ ছবি আমার কাছে খুব ভালো লেগেছে অন্ধকারেও ফ্লাশের আলোয় পিচ্চিটা কি ভাবে তাকিয়ে আছে
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ রিংকু।
পিচ্চিটা এখন বেশ বড় হয়েছে, তার মোবাইলে এখন এই ছবি বিদ্যমান।
৩৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
অদ্বিতীয়া আমি বলেছেন: আলো ছায়ার খেলা , ছবি দুটো খুব সুন্দর ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫
বাঘ মামা বলেছেন: কাল্পনিক সত্যি সুন্দর হয়েছে সব গুলোই,
শুভ কামনা সব সময়
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ বাঘমামা! আপনাকে আমার ব্লগে স্বাগতম।
আপনার জন্যও শুভ কামনা রইল।
৪০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
অনীনদিতা বলেছেন: আহা! স্বাধীনতা!!
এটা বেশি ভালো লাগছে
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, হুমমম। দামম! দামম!!
৪১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
অনীনদিতা বলেছেন: ভামম!!ভামম!!ভামম!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দামম্মা দাম??
৪২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
রোকেয়া ইসলাম বলেছেন: অনেক ভালো লাগলো।
পোষ্টে +++++++++++++++
শুভ কামনা রইলো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইল।
৪৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
অনীনদিতা বলেছেন: মাসকালান্দার
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
৪৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
সালমাহ্যাপী বলেছেন: বাহ সুন্দর তো
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আপনাদের দোয়া আর কি।
৪৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
আরজু পনি বলেছেন:
১২ নম্বর ছবিটাতে মনে হয় পরিচিত কাউকে দেখলাম! :-&
গল্পচ্ছলে ছবি ব্লগ দারুন লাগলো!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা
কি যেন একটা গান আছে না আপু, চেনা চেনা লাগে, তবু অচেনা!!!
ঐ রকমই আর কি
ভালো লেগেছে জেনে সত্যি অনেক ভালো লাগল।
৪৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
জ্যাক রুশো বলেছেন: মাজাদার
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ
৪৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০১
খায়ালামু বলেছেন: অসুর ভিমের তো জোস.।.। বাকীগুলোও সুন্দর +++++++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ।
৪৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
আহমাদ জাদীদ বলেছেন: ভালো লাগল
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ জাদীদ ভাই। আমি অবশ্য বানানটা লিখি জাদিদ।
৪৯| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭
জাওয়াদ তাহমিদ বলেছেন: গল্প দিয়ে ব্লগ একেবারে জমিয়ে দিয়েছেন ভাইয়া।
অনেক শুভকামনা আপনার জন্য।
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫০| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭
শ্যাডো ডেভিল বলেছেন: ১২ নং ছবিতে আপনারে দেখলাম মনে হইলো.............
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহেম আহেম। কি কস এডি!!!
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
শিপন মোল্লা বলেছেন: অসুর-ভীমের লড়াইতে একজনরে হয় চিনতে পারছি।