নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

হরতাল নাইট সামুর ব্লগারদের জন্য উন্মুক্ত চাপাবাজী প্রতিযোগিতা !!! B-)B-);):)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

সুখবর! সুখবর! সুখবর! আগামীকাল হরতাল। এই উপলক্ষ্যে একটা আড্ডা পোষ্ট দিলাম। তবে কিছুটা ব্যতিক্রমি। এখানে বিভিন্ন বিষয়ে চাপাবাজি চলবে। তবে আঞ্চলিক ভাষায় চাপাবাজিকে বেশি উৎসাহ দেয়া হবে। B-):D



আমাদেরই আলোচনায় যাতে জানা আপু ব্যাঘাত না ঘটাতে পারেন তাই উনাকে কিছুক্ষন আগে কমেন্ট ব্যান করে এসেছি। B-) এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শরৎ ভাই আমাকে হুমকি দিয়েছেন আমার আসল পরিচয় ফাঁস করে দেয়ার। আমি এই ঘটনার বিচার চাই। X(X(



যাই হোক, এখানে মাল্টি নিয়েও আপনি আসতে পারেন। আমার দুটো মাল্টি আছে। এর মধ্যে একটা হইল দূর্যোধন আর একটা ফিউশন ফাইভ। তাই একটু খেয়াল কইরা কিন্তু ;) B-););)



সর্তকতাঃ জামাত শিবিরকে নিয়ে কোন প্রকার চাপাবাজী বরদাস্ত করা হবে না। আগামীকালকে এমনিতেই একটি ডিমপ্রাপ্ত ছাগুকে গলায় দড়ি দেয়ার ব্যবস্থা হচ্ছে। এই অবস্থায় তাহাদের চরিত্র ফুলের মত পবিত্র এই জাতীয় কোন প্রকার প্রকার চাপাবাজী গ্রহনযোগ্য নয়।



শুভ কামনা ঝাপিড়ে পড়ুন চাপাবাজিতে!

মন্তব্য ৩০৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

বোকামন বলেছেন: না খাইতে খাইতে চাপা ডা ভাঙ্গি গেছে ......... :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাসা নি?? ইগিন কিয়া কন আন্নে!!

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

প্রিন্স হেক্টর বলেছেন: এই নিকটা আমার মাল্টি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ডাইরেক্ট ব্যন করুম কইলাম!! আমার নিকে মাল্টি বাজি চলত না!! ;)

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

শিপন মোল্লা বলেছেন: হেই হেই মিয়া চাপাবাজি ধরা খায়া গেছেন এই মাল্টি তো আমার ফিউশন ফাইভ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ, কইছে আপনারে! বানান করেন দেহি !!! নিজে নিক খুলতে পারে না। আইসে আমার নিক লইইয়া ফাইজালামি করএত!

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

ঘুড্ডির-পাইলট বলেছেন:
শড়ৎ ভাইরে নিয়াও চিন্তা নাই তারেও ছুলেমানি ব্যান দিয়া আইছি আমি B-)) B-))

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

প্রিন্স হেক্টর বলেছেন: ভাই, একটু পরে আসি। কেবলই মাইক্রোসফট কিনে নিলাম, এখন বোর্ড মিটিং। আগামীকাল গুগল কিনে নিচ্ছি। তাই একটু ব্যস্ত। :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

ঘুড্ডির-পাইলট বলেছেন:
আমি কইলাম আসলেই মাল্টি !!!

বিশ্বাস না করলে আমার প্রফাইলে ঢুইকা দেখেন
B-)) B-)) B-))

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পাইলট ভাই হইল না তো!!
ডিসকোয়ালীফাইড। হাছা কথা কিল্লাই কন!!!

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

বনলতা মুনিয়া বলেছেন: একসময় জুকারবার্গের সাথে চুটাইয়া প্রেম করছি....... ;) ;) ;) ;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওহ, বুঝছি! আমার কাছে ছ্যাঁক খাঈয়া হের পর ঐ বার্গের দিকে গেস!!
এই কারনেই মাইয়াগো ভালা পাই না আমি। X( X(

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

স্বপনবাজ বলেছেন: শিবির পুলিশ ঢড়ায় ! নাকি পুলিশ শিবির ঢড়ায় ! বিরাট সন্ধেহ !

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা তো চাপাবাজি হইল না!!!! এটা তো সন্দেহ! এটা চাপাবাজী পোষ্ট, সন্দেহ মূলক পোষ্ট নহে :P :P

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

বোকামন বলেছেন: প্রিন্স হেক্টর কিন্তু মোর বিশ্বাসী কর্মকর্তা

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

শিপন মোল্লা বলেছেন: দেখনি চাপা মারার জায়গা পায়না মনলতা

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

ঘুড্ডির-পাইলট বলেছেন: @ বোকামন

পাওয়ার সাপ্লাই ঠিক হইছে ? ;)

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

স্বপনবাজ বলেছেন: "জানা" নিকটা আমার মাল্টি !

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মাইনাস! খালি অন্যের নিক নিয়া গুতাগুতি!! :P :P

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

গেন্জীর উপর বুকপকেট বলেছেন: আমি রাজাকার, আমি শিবির, আমি আর কি কমু.. সারা বছর ডেটিং করলাম শাকিরার সাথে .... আর এখন কেমনে বাচ্চা হইলো, তাই তো বুঝলাম না । যাই হোক আমি কালকে জামাতীদের সাথে রাজপথে থাকবো । আপনার কিছু বলার আছে ??

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শাকিরা দোষ দেয় নাই। তবে জামাতি গো বাচ্চা হইয়া গেলে কিন্তু আপনার উপর দোষ অ্যাঁইব।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

গেন্জীর উপর বুকপকেট বলেছেন: আমি ঘুড্ডির পাইলট এর মাল্টি নিক । খেয়াল কইরা........................

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

বোকামন বলেছেন: ঘুড্ডির-পাইলট >

সাপ্লাই চেন বন্ধ হইয়া গেছে । (কাম -কাইজ ফারে না কাম কইরতে আইছে)
তড়তরি ঠিক করেন

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

একজন ঘূণপোকা বলেছেন: বনলতা মুনিয়া বলেছেন: একসময় জুকারবার্গের সাথে চুটাইয়া প্রেম করছি...... B:-/ B:-/ B:-/

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

প্রিন্স হেক্টর বলেছেন: বোকামন আমার ঘোড়ার ড্রাইভার ;)

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

সিডির দোকান বলেছেন: ওই বেটা কাম কাজ ফালাইয়া রাইখা ব্লগিং করতাছস.. X(( X(( । বেটা ফাজিল,,তরে না কইছি..কাপড়গুলো ধুইয়া রোদে শুকাইতে?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি এত বড় কথা! বাজারের টাকা চুরী কইরা বেটা সিডির দোকান দিসস! আবার উল্টা ফাপর!!! :প ;প

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

জাহিদুল হাসান বলেছেন: সামুর আগের মত ব্যাবসা নাই, মডারেটর দের বেতন দিতে পারতেছিনা। লাষ্ট ৩ মাসের বাড়িভাড়া বাকি । বেইচ্যা দিমু ভাবতাছি, কেউ কিনলে আওয়াজ দিয়েন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

এ.ডি.এম শাফী বলেছেন: আমি টানা ছয়ঘন্টা যাবত্‍ সামুতে আছি,পড়তাছি আর কমেন্ট করতাছি! (এইডাকি আসলে চাপা হৈল কিনা বুঝতাছি না)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা। না এটা চাপা হয় নাই ভাই। মাইনাস

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

বোকামন বলেছেন: আমি ঘোড়া চালাতে পারি না :|| বহিস্কার করেন

২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

ঘুড্ডির-পাইলট বলেছেন: @ গেন্জীর উপর বুকপকেট


এইখানে যারে দেখতাছেন সে অলরেডি মাল্টি । বিশ্বাস না হইলে এই নিকের প্রফাইলে গিয়া দেখেন

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

বনলতা মুনিয়া বলেছেন: এয়ারটেল কোম্পানির মালিক আমার মামু লাগে ;) ;) ;) ;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কোনটা পেয়ারটেল!!!!!

২৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

শিপন মোল্লা বলেছেন:

সব মাল্টিদের হাত গুড়িয়ে দাউ ভেঙ্গে দাউ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাইয়া, এইটা নাকি বলে আপনার প্রেমিকা আসিল। আপনে বিয়া করার কতা কইয়া সৌদি চইলা গেসেন দেখে এয়ারপোর্টের সামনে প্রতিবাদ করছিল!!


করছেন কি ভাই??

২৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: চাঁপাঁডাঁঙ্গাঁর বঁউ মঁইরাঁ গেঁছেঁ, তাঁই চাঁপাঁয় জোঁরঁ নাঁই। /:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নাহ! আম ব্লগাররা চাপাবাজিতে খুবই খারাপ।

২৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

সামসজীব বলেছেন: বোকামন বলেছেন: না খাইতে খাইতে চাপা ডা ভাঙ্গি গেছে ......

২৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

বোকামন বলেছেন: 8-| :|| :-&

২৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

শিপন মোল্লা বলেছেন: সামুতে ব্লগিং করতে আমার ভাল লাগে না শুধু জানার রিকোয়েস্টের জন্য এখানে বরং টাইম পাস করি। সিট

২৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

শিপন মোল্লা বলেছেন: স্বামি স্ত্রী দুই জন মিলে ঘুরতে গেছে.
তো তারা ঘুরতে ঘুরতে একটি মাঠে গিয়ে দেখল,
একটা গাধা মাঠে ঘাস খাচ্ছে.
তা দেখে স্ত্রী স্বামিকে বলল,

স্ত্রী : ঐ দেখ, তোমার আত্মীয় ঘাস খাচ্ছে !!!!

স্বামি(গাধাটি বলল) : সালাম শ্বশুর আব্বা!!!!!!

৩০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

গেন্জীর উপর বুকপকেট বলেছেন: চাগুদের কালকে ফাসি হবে, তাই মডু আমাগোরে যা খুশী লিখতে বলছে । মডুরা খুব মৌজে আছে । আহেন, আপনারা যে যা খুশী লিখেন , কোন সেন্সরশীপ নাই ।
৥গুড্ডির পাইলট// আপনি আমি এক , আমরা ভাই ভাই

৩১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

প্রিন্স হেক্টর বলেছেন: আমি অনেক হ্যান্চাম :#> :#>

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঐ সত্য কথা এইখানে কওন যাইব না!!!!! মাইনাস!!

৩২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

ঘুড্ডির-পাইলট বলেছেন: @ আবুশিথি

আমরা মাল্টিরাও কম যাইনা । দেখেন কারে আনছি ।

৩৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

টয় বয় বলেছেন: মার্চ মাসের মধ্যে কাজ শুরু, আগামী ৩ বছরে পদ্মা সেতু কমপ্লিট হবে- সংসদে আবুল-মাল-আবদুল-মুহিত ও হাসিনা|


০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :|| :| :|

৩৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

প্রিন্স হেক্টর বলেছেন: ঘুড্ডির পাইলট আর কাল্পনিক_ভালবাসা আসলে নারী ব্লগার। ছেলেদের ভাব ধরে ব্লগিং করে। ;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিন্স হেক্টর , তুমি যে পাইলটরে প্রেম পত্র লিখছ, সেটা কিন্তু আছে!!!!

৩৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

শিপন মোল্লা বলেছেন: আমরা জেনেও যা করে থাকি........

১) সিগারেট খেলে ক্যান্সার হয় জেনেও সিগারেট খাই
২) প্রেম করলে কষ্ট পেতে হয়জেনেও প্রেম করি
৩) বাঁচতে পারব জেনেও প্রেমিক/ প্রেমিকা কে বলি "তোমাকে ছাড়া বাঁচতে পারবো না"
৪) আল্লাহ সবকিছু জেনেও আল্লাহকে ডাকি না
৫)ছবির কাহিনী মিথ্যা জেনেও তা দেখি
৬) ফেইসবুকে বসলে সময় নষ্ট হয় জেনেও ফেইসবুকে বসে থাকি............!!
৭) এখানে এই পোস্টে চাপাবাজি চলছে তারপরও আসছি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই, আপনে কিন্তু অনেক ভালো করতাছেন!!

৩৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

প্রিন্স হেক্টর বলেছেন: আমি এক্সট্রাটেরেষ্ট্রিয়াল স্বর্ণা আর ফিউসন ফাইভকে ফেস টু ফেস দেখছি। :D :D

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা হা হা। কি কি খাওয়াইসি সেটা তো বল্লা না??

৩৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

শিপন মোল্লা বলেছেন: প্রিন্স হেক্টর বলেছেন: ঘুড্ডির পাইলট আর কাল্পনিক_ভালবাসা আসলে নারী ব্লগার। ছেলেদের ভাব ধরে ব্লগিং করে।

৩৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

গেন্জীর উপর বুকপকেট বলেছেন: ৮) বিয়ে করলে বাচ্চা হবে, তারপর ও বিয়ে করি ।

৩৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

বোকামন বলেছেন: নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে :#)

৪০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

মাক্স বলেছেন: কোন ধরনের চাপাবাজি পছন্দ করিনা। আমি বিরাট ভদ্রলোক বিশ্বাস না হইলে প্রোপিকটা দেহেন! ;)

৪১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

ঘুড্ডির-পাইলট বলেছেন:
বর্তমানে এই মাল্টিটা জানা হ্যান্ডেল কর্তাছে । ;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি!! কমেন্ট ব্যন করা স্বত্তেও এই অবস্থা!!!

৪২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

গোলাপ ভাই বলেছেন: এইখানে দেহি মাল্টি আর মাল্টি। কাপা কি নিজের মাল্টি দিয়ে নিজেই কমেন্টস করতে আছে নাকি :P :P :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গোলাপ ভালো হবে না বলে দিচ্ছি কিন্তু!! তোমার সব কাটা আমি তুলে নিব!!!

৪৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

গোলাপ ভাই বলেছেন: মাক্স বলেছেন: কোন ধরনের চাপাবাজি পছন্দ করিনা। আমি বিরাট ভদ্রলোক বিশ্বাস না হইলে প্রোপিকটা দেহেন!


হয় আফনেরে কইসে আফনে বিরাট ভদ্দনোক ;)

৪৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

শিপন মোল্লা বলেছেন:

এক্সট্রাটেরেষ্ট্রিয়াল স্বর্ণার জন্য আমার খুব মায়া লাগে খুব কষ্ট করে অ্যামেরিকায় পড়াশোনা করে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনে মিয়া করতাছিলেন কি? বাইচ্চাটারে কোলে নিতে পারেন নাই?? আজাইরা!!!

৪৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

গোলাপ ভাই বলেছেন: এইখানে দেহি ভুতও চলে আসচে B:-/ B:-/ B:-/ B:-/

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ

৪৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

েশখ ইমরান আািজজ বলেছেন: মাঝে মাঝে অনিয়মিত ভাবে আসি ব্লগে, মাঝে মাঝে আসি না
তবে কিছুদিন পর পর আপনার লেখাগুলো আমি পড়ি। বলা যায় আপনার লেখার ভক্ত হয়ে গেছি ভাই। কবে থেকে? ঐ যে মধ্যবিত্তের ঈদ নিয়ে একটা লেখা দিছিলেন, তারপর থেকে।
মনটা ভাল নেই......এই যে হরতাল, অশান্তি। একজন লোক আগুনে পুড়ে মারা গেল, আজ তো হরতাল ছিল না, তবে?????
ভাল লাগে না রে ভাই......পাগল পাগল লাগে......
আমি জানিনা আপনি যে বিষয়বস্তু নিয়ে লেখা দিয়েছেন, সেখানে এই মন্তব্য মানায় না...তাও করলাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, ইমরান ভাই। আশা করি ভালো আছেন আপনি। আপনি সেই লেখাটি দুই বার পড়েছিলেন। আসলে আপনাদের মত পাঠক পেলে কিছু লিখতে ইচ্ছে করে।

আমাদের দেশ আসলে একটি কঠিন অবস্থা দিয়ে যাচ্ছে। এই অবস্থায় আসলে হয়ত অনেক কিছুই করার আছে। আবার কিছুই করতে পারছি না।

তাই সময় এবং অস্থিরতা কাটানোর জন্য এই প্রচেষ্টা। ভালো থাকবেন।

৪৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

শিপন ব্লগার বলেছেন: য়াচা য়েকানে সোভাই মিচা কোতা কেনো ভলছএ ? সোভাই কি পায়াগোল হোএ গেলও নাকি ?

৪৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩

মাক্‌স বলেছেন: আপনের মাল্টি আছে ছিহ B-) B-) B-) B-) B-)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :P :P :P :P :P :P

৪৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

একজন আরমানের আত্মা বলেছেন:
চাপা !
হোয়াট দা হেল ইজ দিস?
আমি জীবনেও চাপা মারি নাই। :P ;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই, আপনে বলে চাকরীর জন্য এক বড়লোকের মাইয়ার লগে প্রেম করতে গিয়া ধরা খাইছেন!!!!!

৫০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

ক্যাপ্টেন জুক বলেছেন: ফিউশন ফাইভ নিকটা দিয়া ব্লগিং করতে আর ভাল্লাগে না তাই এই নিকটা খুলছি ;) ;)

৫১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

বোকামন বলেছেন: চাপা= চাইলেই যা পাওয়া যায় !

৫২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শিপন ভাই, আপনে বলে সেদিন মাল্টি দিয়া ব্লগে 'ওয়েট ড্রীমের " সমাধান দিসিলেন?? এইটা কিছু হইল??

৫৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

আমিনুর রহমান বলেছেন: মাল্টি ক্যাচ করতে আছি আপডেট হবে


১। আবুশিথি

৫৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: হোয়াইট হাউস কিনার ব্যাপারে ওবামার সাথে কথা চলতাছে, দরদামে না হইলে শুধু আইফেল টাওয়ার, মাইক্রোসফট আর এ্যাপল কিনেই বাড়ি ফিরতে হবে। তাজমহল হাফ রেইটে সেইলে দিতাছে, কিন্তু কিনতাছি না!

হিটলারের রেকুয়েষ্টে ক্রিকেট খেলাটা ছাড়লাম তা না হলে টেন্ডুলকার আর মুরালি আমার প্যাড আর ব্যাগ বয়েই তাদের পুরা ক্যরিয়ার কাটাইতে হইতো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা । দারুন চমৎকার সামগ্রিক প্রতিযোগিতায় আপনার অবস্থান এখন পর্যন্ত ৪র্থ, উপরে আরো কিছু বড় চাপাবাজ দেখা গিয়েছে।

৫৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

বোকামন বলেছেন: মাসুম আহমদ ১৪ >

এখনো পৃথীবিতে আছেন ?

৫৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

খুব সাধারন একজন বলেছেন: এইখানে যে যেই নিয়তে আসছেন সবাই সোজা হইয়া বন।

ধন্যবাদ।

আহেম, আহেম,

বিষয় হইল, একা আমারই আধ্যাত্মিক পাওয়ার আছে এমনটা ভাবা ভুল।
প্রকৃতপক্ষে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই আধ্যাত্মিক পাওয়ার নিয়া পয়দা হয়েছেন।

কিন্তুক হেরা বিষয়টা লক্ষ্য করেন নাই, এই হইল সমস্যা।

আমি যেমন চাইলেই আপনাগর সবার মনের কথা বুঝতে পারি, আহেম, আহেম, তেমনি আপনারাও পারেন। এইজন্য প্রয়োজন মনের একাগ্রতা। মনকে যে কোন এক বিন্দুতে স্থির করতে হইবে।

আহেম, বিষয় হইল, বিন্দুটা মনের জগতের হইতে পারে, আবার ইহজগতের হইতে পারে।
তয় মনের জগতই বড় জগত।

জ্বে? কিছু বলছেন ভাইজান?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে!!! কোন বিন্দু? নায়িকা বিন্দু!!!

হেতিরে কিঞ্চিত ভালা ফাই। ;) :)

৫৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

মাক্স বলেছেন: ওহ নো ভূত প্রেত আত্মার জালায়তো সামু ছাইড়াই দিতে অইবো মুনে লয় X( X( X( :P :P :P

৫৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

শিপন ব্লগার বলেছেন: ও বাবা য়ামি টো বুলেই গেচিলয়াম । য়েকানে তো চাপা ভাঝি ছলচে ।

য়ামি য়েকটা ছাপা ভলতে চাই ।

য়াজকে কি অয়েচে জানেন ? য়ামি য়েকটা য়েকহাজার টাকার নট রাসতয়াই টোকাই পাচি।

য়েইরে ইমও দিতে বুলে গেচি য়াচাচ ইমও কিভবে দেয় ?

৫৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

ঘুড্ডির-পাইলট বলেছেন: @ আমিনুর রহমান

এইখানে একটা মাল্টি পাওয়া গেছে । B-)) B-))

৬০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬

গেন্জীর উপর বুকপকেট বলেছেন: আরিল দুলাভাই বর্তমানে গেন্জীর উপর বুকপকেট হেন্ডেল করতেছেন ।

৥ কাল্পনিক_ভালোবাসা//জনৈক তরুনীর পথ বিড়ম্বনা এবং আমার পা ধরার গল্প ---------- কপি পেন্ট করছি । ডোন্ট মাইন্ড । পোস্টে দেখেন আমার কমেন্টস আছে ।

৬১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

একজন আরমানের আত্মা বলেছেন:
মাক্স মিয়া তুমারে আমি দেইখা নিমু।
আরমান মিয়ার লগে খাতির করো?
তুমার ঘার মটকাইয়া তুমারেও আত্মা বানায়া দিমু কিন্তু। B-)) B-)) ;) ;)

৬২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

শিপন মোল্লা বলেছেন: আমি কোন মাল্টি চালাই না আগেই কয়ছি কয়লাম।

৬৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

খুব সাধারন একজন বলেছেন: জনাব ঘুড্ডির পাইলট,
প্রকৃতপক্ষে প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষের মাল্টি।
আপনি আমার প্রতি ইঙ্গিত করিয়া ভাল কাজ করেন নাই। এইমাত্র আপনার মনের ভাব আমি ধরতে পারলাম। আপনার মস্তিষ্কের স্পন্দন আমার মস্তিষ্কের স্পন্দনে পরিবর্তন করল। আমি মনের চক্ষে দেখতে পাইলাম, আপনে অন্তরের দিক দিয়া ভাল হইলেও মুক্তির পথ পাইতেছেন না।
বাবা আদম হইতেই একই প্রকার আডেনিন, গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন দিয়া শুধু মানুষ তৈরি হয়নাই,

একটা বটগাছ কি হাতি, ব্যাক্টেরিয়া কি শুয়াপোকা বা মটরশুটি- সবাই এটিসিজির তৈরি।
প্রকৃতপক্ষে মানুষ-বটগাছ-হাতি-ব্যাক্টেরিয়া-শুয়াপোকা সবই পরস্পরের মাল্টি। উপস্তিত জিববিগ্গানি ভাইরা কী বলেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :-B :-B :-B :-B :-B

৬৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩

বোকামন বলেছেন: @ কাল্পনিক_ভালোবাসা

চা-ফানির আয়োজুন কুথায় /:)

৬৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

গেন্জীর উপর বুকপকেট বলেছেন: কার কয়টা মাল্টি আছে, শো ডাউন করেন । জানা আপু কিচ্ছু কইবো না । দুলাভাই নাক ডাকতাছে । প্লিজ , শো-ডাউন ইউর মাল্টি ।

৬৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

প্রিন্স হেক্টর বলেছেন: ইয়া মাবুদ!!! B:-) B:-)

চিপন বাই কই ছিলেন এদ্দিন? B-)) কেমনে আইলেন? B:-/

৬৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

শিপন ব্লগার বলেছেন: ভুকা মওন বাই য়াপনাকে ভলচি ।

য়ামার ও কুব কিডা লাগচএ ।

৬৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০

ক্যাপ্টেন জুক বলেছেন: মাসুম আহমদ ১৪ ভাই, আইফেল টাওয়ার কিইনেন না, ওইটা আমি কিছুদিন আগে কিনসিলাম। পুরা জিনিষটাই এক্কেবারে ফালতু, কোন কাজের না। শেষে আমি কেজি দরে ফ্রান্সের কাছে বেইচ্যা দিসি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে রাখেন । আপনারা কি কিনবেন! এটা আমি কিনা জেলখানায় উপহার দিসি। রাজাকাদেরকে নাকি সকালে বিকালে এটার উপর বসায়!!!!

৬৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০

বোকামন বলেছেন: :#)

৭০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০

শিপন ব্লগার বলেছেন: পিন্চ য়েকটর বাই বালু য়াচেন ? য়াপনাকে দেকে কুব বালু লাগলও

৭১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার বলেছেন: আমার কোথাও কোন মাল্টি নাই :(

কেননা আমি নিজেই যে মাল্টি ;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঐ মিয়ারা মাল্টি আর চাপাবাঝি নাই? নাকি সব চাপাবাজি মাল্টি দিয়াই হয়। ;) ;) ;)

৭২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

রাইসুল সাগর বলেছেন: হরতালের মইধ্যে মাল্টি নিয়া কতা কেন? আসুন আমরা ছাগুদের বিষয় নিয়া কতা বলি ।

সকলের কাছে প্রশ্নঃ ছাগু নিধন করতে পুলিশ বাহীনি যথেষ্ট না প্রসিডেন্টসিয়াল অর্ডার ইশু করে আর্মির সহযোগিতা নিতে হতে পারে সরকারের...???

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে! চাপাবাজ হিসেবে আপনার খ্যাতিটি তাহলে মিথ্যা নয়। হা হা হা :P :P :P

৭৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

শিপন ব্লগার বলেছেন: গেন্জীর উপর বুকপকেট য়াবার নাম অয় নাকি ? য়ামার টো চুনেই য়াচি পাচে । য়ামি য়েকটা মালটই কুলভও লুংগইর ওপর পকেট

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~

৭৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ঘুড্ডির পাইলট আসলে মাল্টি ফাল্টি কিছুই না। মাঝে মইদ্যে আমিই ঘুড্ডির পাইলটের মাঝখানে হাইফেন ( - ) টা বসাই দিই। !:#P !:#P !:#P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওরিও দেশি আন্নে চলি আইছেন নি!!!

৭৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

গ্রাম্যবালিকা বলেছেন: কাল্পনিক_ভালোবাসা আমার মাল্টি, এই পোষ্ট আমি দিছি। আপনারা চাপা মারতে থাকেন নির্ভয়ে। ;) B-))

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আল্লাহ! দুষ্ট! এই ভাবে সব কথা কি বলতে হয়!। বললেই পারতে আমরা লংড্রাইভে যাচ্ছি। আর তুমি আমার হয়ে কমেন্টের উত্তর দিচ্ছি :P :P :P :P :P :P

৭৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

বোকামন বলেছেন: আমি আর খেলতাম না /:) ঘুম ফাইচে ...... ঘুমাইগিয়া :-0

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: টিভি তে আন্নে এগিন কিয়া ছানের লাই চলি যান এর?? =p~ =p~ =p~ =p~

৭৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

খুব সাধারন একজন বলেছেন: জনৈক জনাবেষু,
মাল্টির বিষয়টা তেষট্টি নাম্বার কমেন্টে ফয়সালা হয়ে গেছে।
তবে একখানা বিষয় সবাইকে জানানো পয়োজন বোধ করি।
আপ্নে যে নিজেরে গন্ডমুর্খ দাবি করেন, এইডা আপনের বিনয়। আর এইখানে যে গন্ডমুর্খের ছবি আছে হেইডাও আপ্নে না। আমি এইটা মানসিক সর্বশেষ স্তর সমাধি তে গিয়া জানতে পারছি।

৭৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

ঘুড্ডির-পাইলট বলেছেন:
যাই অনেক দিন দুর্যোধন নিকে লগইন হইনা একটু লইগ ইন হয়া কমেন্ট কইরা আসি ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ও ধার চাইতাছেন!!!!! ঠিক আছে দিলাম।

৭৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

রাইসুল সাগর বলেছেন: রাইসুল সাগর আমার মাল্টি। =p~ =p~ =p~ =p~ =p~

৮০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২

প্রিন্স হেক্টর বলেছেন: ঘুড্ডির পাইলট ভাই, আমাদের মতো ব্যাচেলর পুলাগো উপর এতো মানষিক অত্যাচার করেন ক্যান :(






আবার বড় বড় কথা বলেন X(




বিচার চাই :-0

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বলেন যে ব্যাচেলর হইলে এমন লাইক দেওয়া দেক্তে হইবো , তাই ব্যাচেলর জীবন বাদ দাও । =p~ =p~ =p~ =p~

৮১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

একজন আরমানের আত্মা বলেছেন:
হেই ম্যান লুক।
আমি চাকরির জন্য কারো মাইয়ার সাথে প্রেম কেন লাগলে বিয়ে করতেও রাজি আছি। B-) B-) ;) ;)

৮২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: @খুব সাধারন একজন, আপনার প্রো-পিকটা অনেক সোন্দর, এক্কেবেরে ইউনিক। আর কুতাও দেখি নাই :-P :-P :-P

৮৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

প্রিন্স হেক্টর বলেছেন: জনৈক গণ্ডমূর্খ বলেছেন: @খুব সাধারন একজন, আপনার প্রো-পিকটা অনেক সোন্দর, এক্কেবেরে ইউনিক। আর কুতাও দেখি নাই :-P :-P :-P


চরমজ =p~ =p~

৮৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

রাইসুল সাগর বলেছেন: লেখক বলেছেন: খাইছে! চাপাবাজ হিসেবে আপনার খ্যাতিটি তাহলে মিথ্যা নয়। হা হা হা

এইডা আমার খ্যাতি হেইডা আফনেরে কিডা কইলো মিয়া। আমার খ্যাতি আমি উন্মাদ।

৮৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

বনলতা মুনিয়া বলেছেন: শ্যাঁওঁড়াঁ ভূঁতঁ টারে বিশেষভাবে পছন্দ হইছে :!> :!> :!> :!> =p~ =p~ =p~ =p~ :P :P :P :P :P

৮৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

রাইসুল সাগর বলেছেন: ভাই এইডা কি আড্ডা পুস্টু বুঝলাম না , চা বিরি কই। হুদা মুখে কতখন চাপাবাজি করা যায়।

৮৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

রাইসুল সাগর বলেছেন: @ঘুড্ডির পাইলটঃ ভাই আফনে কই ? চাপাবাজীতে এতো পিছাই কে, আর চা বিরি কই, কাভা রে ধরেন সবাই।

৮৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন:

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই হেতে তো বিবাহিত। হেতে দেইলে আমগো কি! :( :(
আমরা তো অবিবাহিত!!

৮৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

রাইসুল সাগর বলেছেন: @আরমানঃ ঐ তোর কি ঘুরাই পেচাই খালি প্রেম আর মাইয়া গো বিষয়েই কথা কইতে হবে । বেডা চাকরী পাশ না পাবি, এর মইধ্যে আবার মাই্য়া আইলো কই থেইক্কা ।

৯০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

বনলতা মুনিয়া বলেছেন: হ্যালো শ্যাঁওঁড়াঁ ভূঁতঁ, আর ইউ দেয়ার....??? ;) ;) ;) ;) :!> :!> :!> :P :P :P :P B-)) B-)) B-)) B-)) B-)) B-)) =p~ =p~ =p~ =p~

৯১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে ভাই, আফনেগো লাইগা চা কফি আনতে গেসিলাম। লগে পিজ্জাও আনসি!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেরি কইরেন না!! ঠান্ডা হইয়া গেল গা তো!!

৯২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১

গেন্জীর উপর বুকপকেট বলেছেন: hi Bonolata munia, r u there

৯৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১

খুব সাধারন একজন বলেছেন: জনৈক ভাইজান,
পমাণিত, আপনি আমার বহু মাল্টি দেখে থাকবেন সমুতে।
আপ্নের জিবলা আমি তিন্বার দেখ্সি!

৯৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩

গেন্জীর উপর বুকপকেট বলেছেন: ধন্যবাদ , কাল্পনিক ভালবাসা , চা-কফির জন্য ।

৯৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

স্বপনবাজ বলেছেন: লেন সাগর ভাই , হুদা মুখে অয়না , কাভা দিবোনা জানি , নিজেরাই ইন্তেজাম করলাম , পরে বিল আদায় কইরা নিমুনে !




০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঐ ধুম পান খারাপ!!!!
আর আমি দিমু না মানে কি X(( X(( X(( X((

দিসি না!!

৯৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

গেন্জীর উপর বুকপকেট বলেছেন: তিন নম্বর আইটেমটা পিছলা পিছলা লাগলো কেন ? @কাল্পনিক_ভালোবাসা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কন কি!! ঐটা তো পিজ্জা!! পিছলা না =p~ =p~ =p~ =p~

৯৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

বনলতা মুনিয়া বলেছেন: থ্যাংক্স ফর দ্যা পিজা,
লাগছে ব্যাফুক ক্ষিদা.........

:(( :(( :((

কাল্পনিক ভাই

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহারে পিজ্জা খান !!! লাগলে কন আরো পাডাই।

৯৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

স্বপনবাজ বলেছেন: এত রাতে কোন পাগলে পিজা খাইবো ! চানাচুর খান , পিনিক লাগবো !

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গাঞ্জা আর কত কাল!!!! :প :প :প

৯৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

প্রিন্স হেক্টর বলেছেন: পিজ্জা পিজ্জা পিজ্জা পিজ্জা পিজ্জা :-B :-B :-B :-B

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:

১০০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: B-) B-)

১০১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭

বনলতা মুনিয়া বলেছেন: গেন্জি আমি তো আছি। এতো খুঁজাখুঁজি হোয়াই.....??? B:-) B:-) B:-)

১০২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭

প্রিন্স হেক্টর বলেছেন: @স্বপনবাজ, বেঞ্চু ভালো, বাট গুল্ডলিফ রকজ B-))

১০৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯

রাসেল৪৮ বলেছেন: তোগ সব কয়টার চাপার দাত হালাইয়া দিমু কইলাম।মুই কিন্তু ছাপা বাজি হুন্তে পহন্দ করি নে।তয় একহান কথা কই মুই কিন্তু একহান নতুন দল করচাছি।তোরা সবাই মুর লগে থাকিস।মাহিক বেতন ৩০০০,০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ আব্বে টাকা না দিনার।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে!!!!! ওরে কে আছিস!! আমারে ধর!!!!

১০৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০

খুব সাধারন একজন বলেছেন: নানা জনাব পোস্টার, অন্যের বিন্দু না। মনের একাগরো শক্তি উন্মোচন করলে আপ্নেও পার্বেন। সামনের যে কোন বিন্দু। মানে ইস্পট। সেদিকে এক ধিয়ানে চাইয়া থাকবেন। আর কিছু ভাববেন না। আমি এম্নেই শুরু করছিলাম।
নিজের উপ্রে বিষবাঁশ রাখেন।
যে কোন একটা বিন্দুতে মনোনিবেশ করেন। তারপর এক পর্যায়ে আমি যেমন আপনেগো বেবাক্তের মনের কথা বুঝতাছি, আপনেও পার্বেন।
প্রথমে দুনিয়ার সবার মনের কথা বুঝতে পেরে যদি বাবেন, অনেক কিছু হয়া গেছেন, বুল!
তখনো তাবৎ দুনিয়ার পত্যেকটা বিন্দুতে আপন নির্দেশ জাড়ি করা বাকি। আপনার আদেশে চলবে সৃষ্টিজগত।
তবে ওই ইস্ তরে যাইতে পারিনাই। চেষ্টায় আছি। দোয়া রাখবেন।

১০৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০

একজন আরমানের আত্মা বলেছেন:
@ সাগর ভাইঃ
ওই দেখো যতো দোষ নন্দ ঘোষ !
আমি কি আগে এই প্রসঙ্গ উঠাইছি নাকি? পোস্টদাতাই তো আগে বললো। আমার কি দোষ? /:)

@স্বপনবাজঃ
আপ্নারে ধইন্না ভাই। বেঞ্চু খাওয়ানের জন্নে। :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সাগর রে মাইনাচ!!!!! তুমি আগাওয়া যাও। কেউ না থাকুক আমি আছি।

১০৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০

গেন্জীর উপর বুকপকেট বলেছেন: আরে আফনেরে স্বপ্নে দেইখা লাফ দিয়া খাট থেকে মাটিতে পইড়া গেলাম , ভাবছিলাম আপনি বোধ হয় আমারে ধরবেন ।

১০৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১

স্বপনবাজ বলেছেন: সহমত @ প্রিন্স হেক্টর ! আসেন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :#/ B:-/ B:-/ B:#
বেঞ্চু বেশি ভালা

১০৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২

বনলতা মুনিয়া বলেছেন: কিতা স্বপ্ন? @গেঞ্জি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ, হেটাই কতা!! কি স্বপ্ন!!! :#/ B:-/ B:-/ B:-/

১০৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হাহাহাহা ঘুড্ডির পাইলট ভাইয়ের সব ফাঁশ!!!!!

১১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪

বনলতা মুনিয়া বলেছেন: আমিও ইকতু বিড়ি খাইতাম চাই ;) :P B-)) B-)) B-))

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা বিড়ি খাইনা!! আমরা সিগ্ররেট খাই

১১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪

প্রিন্স হেক্টর বলেছেন: @ স্বপনবাজ, এইটা কি হইলো? :||

৮ বছর আগের ঝালমুড়ি! B:-)

আমাগো কি মাইরালানের ধান্ধা নাকি? X( X(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~

১১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪

রাইসুল সাগর বলেছেন: @কাভা & সপ্নবাজঃ আফনেগরে ধইন্ন্যা।

আর সব পোলাপাইন দেহি ঘুড্ডি ভাইরে কি কি কইতাছে ঘটনা কিরে ।

১১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫

খুব সাধারন একজন বলেছেন: এইমাত্র ঢাকায় কী ফাটল? বোমা, না আতশবাজি?

১১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

স্বপনবাজ বলেছেন: @ প্রিন্স হেক্টর আরে মিয়া মাত্র বানাইসি !
আর কাভা যে হুদাই পিজ্জা ঝুলাইয়া খিদা লাগাইসে এর লাইগা ফাসি দাবি করছি !

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :( :( :( এই হইলো গিয়া অবস্থা না!!!!

১১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: @প্রিন্স হেক্টর

এরাম একটা লাইক দেওনের লাইগা কতু কষ্ট আর অত্যাচার সহ্য করতে হয় জানেন ?


অনেক কিচুর বিনিময়ে এমন একটা লাইক দেওয়া যায় ।

=p~ =p~ =p~ =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~=p~ =p~ =p~ =p~=p~ =p~ =p~ =p~

১১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০

*কুনোব্যাঙ* বলেছেন: নাহ চাপাবাজি করার টাইম নাই। ফিউশন ফাইভ ইদানিং ব্লগে না থাকায় দায়িত্ব অনেক বাইড়া গেছে। এইদিকে দূর্যোধনের ফাঁকিবাজিও বাইড়া গেছে। সব দিক আমার একা সামাল দিতে হয়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই। আমি ইদানিং আসতে পারি না। তাহলে বুঝে দেখেন আমাকে রেগুলার কি কষ্ট করতে হয়!!! এই দুটো নিক চালানো কি সহজ??

=p~ =p~ =p~ =p~

১১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: @ মাননীয় মন্ত্রী মহোদয়

আরে মিয়া এইডাতো আমার নাগুরিক অধিকার । B-)

এমুন একখান লাইক দিতে অইলে কতো কাঠখর পুরাইতে হয় জোনন মিয়া ?

১১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১

রাসেল৪৮ বলেছেন: ভাই মুই ছাহাডা যে ছাড়লাম তাতে মুই কত লাম্বার হইচ্ছি?পলাপল মুরডা মুই চাই।না দিলে তুকে আইজকা খুন করুম।

১১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২

প্রিন্স হেক্টর বলেছেন: আমি প্রিন্স হেক্টর সকল অবিবাহিত নিরীহ ব্লগারদের পক্ষ থেকে সকল জালেম বিবাহিত ব্লগারদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিচ্ছি।

প্রস্ততি হিসেবে ফেসবুকে সকল বিবাহিত ব্লগারদের পেজ লাইক কমেন্ট, ও ষ্ট্যাটাস সমগ্রের স্ক্রীনশট সংগ্রহ চলছে। যা দ্বারা প্রতিনিয়তই ঐ জালেম বিবাহিত ব্লগার সম্প্রদায় আমাদের মত নিরীহ ব্যাচেলরদের মানষিক নির্যাতন করে থাকেন।

এনাফ ইজ এনাফ। যুদ্ধে এবার খবর আছে। শীঘ্রই পোষ্ট আসছে। জাষ্ট ওয়েট এন্ড সি...............

১২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: @ গেঞ্জি, বনলতা মুনিয়া,, আফনারা আমাগো থুইয়া নিজেরা নিজেরা কি কর্তাছেন??? :-B :-B :-B

১২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩

খুব সাধারন একজন বলেছেন: যান, বুঝলেন না তো, কইয়া হালাই-
এইটা আমার চাইর নাম্বার নিক। হেই হিসাবে তিন নাম্বার মাল্টি। এম্নে হিসাব কর্তেথাক্লে দেহা যাইব, এই সাধারণ নিকটা আমি খয়রাতিতে পাইসি। নিজে খুলি নাই, একজনে আমার কিরিয়েটিব লেহা পছন্দ কইরা হুদাই দিয়া দিসে।

১২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৪

বনলতা মুনিয়া বলেছেন: =p~ =p~ =p~ =p~

১২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬

খুব সাধারন একজন বলেছেন: এহনো বিশ্বাস করলেন না? আইচ্ছা, এই নিকটায় যত পোস্ট আছে, তার কুনোডাই আমি দেই নাই।

১২৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭

প্রিন্স হেক্টর বলেছেন:

ভারত থেকে তারছেড়া লিমন কর্তৃক স্মাগলিং কৃত। B-))




আমার না পিজ্জা আর বার্গার দেখে সত্যি সত্যি ক্ষুধা লাগছে :( :|

১২৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০

স্বপনবাজ বলেছেন: ঝর্ণা বিড়ি কার লাগি @ হেক্টর ! সিডাই তো , আসেন কাভার ফাসির দাবিতে রাজপথ কাপাইয়া দেই , দরকার হলে সামুতে হরতাল , তারপর দেশব্যাপী হরতাল ,এত রাইতে ক্ষুধা লাগায় ! X( X( X( X( X( X(

১২৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০

ঘুড্ডির পাইলট বলেছেন: @ প্রিন্স হেক্টর

আমরাও বিবাহিতরা কথিত হিংসুটে ব্যাচেলরদের বিরুদ্ধে এটাকে নামবো ।

আমাদের লাইক দেয়া দেখে তারা হিংসা করে ।

১২৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩১

বনলতা মুনিয়া বলেছেন: :( :( :( :( :(

১২৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩১

খুব সাধারন একজন বলেছেন: এহনো বিশ্বাস আহে না? আইচ্ছা, আমি আইজকাই পরথম লগিন করলাম।

১২৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২

রাসেল৪৮ বলেছেন: @প্রিন্স হেক্টর সবগুলাইন বিড়ি কিন্তু মুই টানমু।ভাগ টাগ কইলাম দিমু না।

১৩০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২

খুব সাধারন একজন বলেছেন: তাও অয়না? এই নিক দিয়া আমি এই লগিন কইরা পরথম কমেন্ট মারসি এই পোস্টেই।
তাও চলে না? ভাইরে, আমি এমনি হাসা কতা কই, যে এই পুস্টেও কোন মিছা কতা কই নাই!

১৩১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমার ঘুম পাইতাছে, অখন ইট্টু ঘুমাই লই

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:

১৩২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

প্রিন্স হেক্টর বলেছেন: ঘুড্ডি ভাই জানেন, দেশে বিবাহিত ব্যাটার চেয়ে ব্যাচেলর বেশি?
যুদ্ধে জিততে পারবেন না। তাছাড়া আমি কিন্তু ট্রয়ের হেক্টর।

বাই দ্য ওয়ে, যতগুলা স্ক্রীনশট নিছি, ভাবিরে দেখাইলে কিন্তু পরদিন আপনেরে দেখতে সিসিইউতে যাওন লাগবো। ;)

১৩৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪০

রাইসুল সাগর বলেছেন: @হেক্টুঃ আমি কিন্তু এখনো ব্যাচেলর ডিগ্রি ছাড়ি নাই। অতএব ঘুপা সাবধান ;) ;) ;) ;) ;) ;) ;)

টেনশন লইয়েন না বেশি দিন নাই কিন্তু আমরাও লাইক দিমু কলাম।

১৩৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪২

রাসেল৪৮ বলেছেন: ইশ এত সুন্দর একটা পোস্ট,আর তাতা কেউ কমেন্ট করে না!!!!!!!!!!!!!যান ভাই জান আমিই ১ম মন্তব্য করলাম।ধন্যবাদ দিতে ভুলবেন না কিন্তু। ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনেরে অনেক অনেক ধইন্না

১৩৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪২

রাইসুল সাগর বলেছেন: হেক্টু এই গুলান ভাবিরে দেখাইচ না কলাম ভাই আমার । এমনিতেই ঘপা ভাইয়ে কয়েক কর্মে ভাবিজানের হাতে ধরা খাইয়া, বেফুক বিপদে আছে। :P :P :P :P :P :P :P

১৩৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

স্বপনবাজ বলেছেন: কাল্পনিক_ ভালোবাসা যে দূর্যোধন তার প্রমান কি? ঝাতি জানতে চায় ! হুদাই চাপার জোড়ে কইলে হইবোনা ! ঝাতি প্রমাণ চায় !

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোলাপাইন!! এক্কেরে পোলাপাইন!!! সময় আসুক বাছাধন ঠিকই টের পাবে!!

১৩৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

প্রিন্স হেক্টর বলেছেন: কাল্পনিক ভালোবাসা আপনি যে দূর্যোধন তার প্রমান কি?


প্রমান চাই!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রমান চাই!!!! বাচ্চা ছেলে তুমি প্রমান চাইছ!! সহ্য করিতে পারিবে কি??

১৩৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

ঘুড্ডির পাইলট বলেছেন: কাল্পনিক ভালো বাসা যে দুর্যোধন তার প্রমান কি ? কোন প্রমান আছে ?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে ভাই! আপনিও!!! ঠিক আছে। দেখেন! চলে কিনা!

১৩৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

রাইসুল সাগর বলেছেন: হ আমিও প্রমান চাই কাল্পনিক ভালোবাসা আপনি যে দূর্যোধন তার প্রমান কি?ঝাতির ঝানতে চায় । আফনে এখন প্রমান করেন !!! এইটা জন গনের একক দাবি। । ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দিয়েছি সাগর দিয়েছি। চেয়ার থেকে পড়ে যেও না কিন্তু। !

জারা সামহাল কে!!! :)

১৪০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কফিটা ভালু পাইলাম!!!! লন আপনার কাপ-পিরিচ লয়া যান =p~ =p~ =p~

১৪১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

রাসেল৪৮ বলেছেন: ধুর মিয়া আগে ভাবছিলাম চাপাবাজিতে ১ম হইলে পুরস্কার পামু,এহন দেহি পুরস্কার নাই।যান মাগনা মাগনা আর চাপা ছাড়ুম না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে পুরুষ্কার আছে। কে বলেছে নাই। জামাত শিবির বলেছে শ্রেষ্ঠ চাপাবাজকে তাদের দলের মুখপাত্রকে দৈনিক এক লাখ টাকার বিনিময়ে ভাড়া নিবে। :) :)

১৪২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

রাইসুল সাগর বলেছেন: @কাভাঃ ভাই হেক্টু বাচ্ছা না এরা এখন বড় হইয়া গেছেগা, ১৮+ অতএব আপনাকে উত্তর দিতে হইবেক। ঝাতি এইডা না জাইন্না আইজ কা যাইবো না।

১৪৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৫

গেন্জীর উপর বুকপকেট বলেছেন: স্বপ্নে দেখলাম, ঘুড্ডি ভাই বনলতারে নিয়া রিকশায় কইরা হুড ফালাইয়া কই যেন যাইতাছে । আর আমারে টা টা দিল । @ বনলতা মুনিয়া

১৪৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৫

প্রিন্স হেক্টর বলেছেন: আমি বাচ্চা ছেলে?

আগে প্রমান দেন আপনে দূর্যোধন। নাইলে কইলাম পুলাপান নিয়া টাইসা ধরমু, আপনেরে রিমান্ডে নিমু। B-)) B-))

ভালোয় ভালোয় প্রমান দেন :-0

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দিয়েছি বাচ্চু উপরে দেখ!! আবার দেখতে চাইছ!!

১৪৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

রাইসুল সাগর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাসেন কেন! এখন আর সন্দেহ! আছে!!

১৪৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৭

ঘুড্ডির পাইলট বলেছেন: জাহাপনা টুসি গ্রেট হো B:-) B:-) B:-) B:-) B:-)


:-B :-B :-B :-B :-B

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আর কোন সন্দেহ!!!

১৪৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

গেন্জীর উপর বুকপকেট বলেছেন: না, যা্ইগা, সকালে জামাতের মিছিলে যাইতে হবে । ৫০০ টাকা দিয়া গেছে । হেগো হরতাল সফল করতে হবে ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি কন মাত্র ৫০০ টাকা!! আমগোরে ৫০০০ টাকা কইয়া সাধছে! না কইরা দিসি!

১৪৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০০

স্বপনবাজ বলেছেন: আমআমারে কয় বাচ্চা বলে ! পেপার পত্রিকা না পড়লে যা অয় আরকি ! যাই হোক , প্রমাণ না দিতে পারলে কিন্তু ডাইরেক্ট একশ্যান এ নামুম ! পাইলটরে দেয়া প্রমাণ মানিনা !

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাও নিচে মন্তব্য করলাম! এখনও যদি প্রমান না পাও তাহলে রাস্তা মাপ!!

১৪৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন:
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমি কে ক্লিকাইলেই বুঝবেন :-B :-B :-B B-)) B-)) B-)) =p~ =p~ =p~ :-P :-P :-P :P :P :P

১৫০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০১

রাসেল৪৮ বলেছেন: ভাই জান পুরস্কার ঘোষনা করবেন কখন?আমার আর সহ্য হচ্ছে না যে।মুরে ১ম রাহনের চেস্টা কইরেন কিন্তু।কারণ মুই কিন্তু ১ম কমেন্ট করছিলাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এখন পর্যন্ত আপনিই ফাস্ট!!!

১৫১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০১

দূর্যোধন বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাধ্য হইলাম এই নিকে কমেন্ট করতে! পোলাপাইন গুলো অবুঝ!!

১৫২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০২

ঘুড্ডির পাইলট বলেছেন:
খাইছে এই তাইলে কাহিনি ! B:-) B:-) B:-)

আসল দুর্যোধন তাইলে এইখানে ?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

এতুদিন তাইলে এই কাহিনি চলছে ???????????????????

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহ! পাইলট! কি সব আলোচনা করছেন!! বাদ দেন তো!
এই সব প্রমান দিতে আমার বয়েই গিয়েছে। তারপরও আজকে দিলাম। আপনাদের ভালো পাই দেখে।

যাই হোক এই পরিচয় জনে জনে বলার দরকার নেই। ধর্মের কল বাতাসে যেমন নড়ে, তেমনি যারা জানার তারা এমনিতেই জানবে। :)

১৫৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

নিয়েল ( হিমু ) বলেছেন:
চাপা হিডাইতে হিডাইতে আর দাত বেগ্গুন হড়ি গেছে এই দেহেন :D দেইকছেন নি কি করুন দশা আর :(

১৫৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

প্রিন্স হেক্টর বলেছেন: দূজ্জোর আগমন ঘটেছে। নারী ব্লগারগন জলদি ভাগেন ;)


এইবার মমিন খাইবা ধরা :D :D

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি বলতে চাও তুমি স্পষ্ট করে বলে বাছা!

১৫৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

ঘুড্ডির পাইলট বলেছেন:
আরে দেখেন সবাই উপ্রে আইছে কেডায় !!!!!!!

১৫৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এট এ টাইম দুইটা নিক থেকে কমেন্ট কইরা গেলাম। খিকজজজজজজজ,,,,, খেয়াল কৈরা

১৫৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

রাইসুল সাগর বলেছেন: ভাই চাপা মারমু আরো একটা বিড়ি টাইন্না আসি । আর জানা আপু এহন আইবো কলাম । :) :) :) :) :-B :-B

১৫৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

দূর্যোধন বলেছেন: @ঘুড্ডির পাইলট,বাধ্য হইলাম এই নিকে কমেন্ট করতে! পোলাপাইন গুলো অবুঝ!!

১৫৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০

স্বপনবাজ বলেছেন: /:) /:) /:) /:) /:)
নিজ অস্তিত্ব রক্ষায় রিভিউ প্রতিভাধর দূর্যোধন এর বক্তব্য চাই !

১৬০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: @ঘুড্ডির পাইলট,বাধ্য হইলাম এই নিকে কমেন্ট করতে! পোলাপাইন গুলো অবুঝ!!

১৬১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২

রাসেল৪৮ বলেছেন: লেখক বলচে মুই কইলাম চাপাবাজিতে এহনও ১ম আচি,মুরে চিন্না রাহ।মুর লগে সাবদানে কতা কইও।

১৬২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৪

রাইসুল সাগর বলেছেন: ঐ পোলাপাইন এহনো বুঝনাই তোমাগরে অনেক অনেক বুদ্ধিমান মনে করছিলাম, যাও মাফ পাইবা তয় আমি গ্যারান্টি দিলাম আমাগো কাল্পনিক ভাই ই দূর্যোধন।


এতোক্ষনেও কেউ বুঝলো না। হে ব্লগমাতা আপনে কোতায়।

১৬৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৬

ঘুড্ডির পাইলট বলেছেন: @ সবাই

এতক্ষনে আসল ঘটনা বোঝা গেলো । আসলে দুর্যোধন কে ?


তবে এইটা নিয়া আর আলোচনায় দরকার নাই প্রমান হয়া গেছে , এখন আমরা মুল টপিকে ফিরা আসি । :D :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার ধারনা সেই ভালো। :) নিক যাই হোক, আমি তো আপনাদেরই মানুষ। :)

১৬৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৯

একজন আরমানের আত্মা বলেছেন:
আমি দুর্যোদার সাথে কথা কইলাম একটু আগে ফুনে। B-) B-)

১৬৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৯

স্বপনবাজ বলেছেন: এই বিষয়ে আর সন্দেহ নাই যে কাল্পনিক ই দূর্যোধন ! ব্যাপক জনচাপে কাল্পনিক_ভালোবাসা আর দূর্যোধন যে একই মাথা তা আজ প্রমাণিত !
ক্ষুদ্ধ পোলাপান পজিশনে !

B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

১৬৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: হপে না!!!!!!! মানি না!!!!!!!!!! কা_ভা এবং দূর্যোধন দুইটার ডিএনএ টেস্ট রিপোর্ট চাই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :) :) :)

১৬৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

রাইসুল সাগর বলেছেন: @ঘপাঃ ভাই আমি সবার প্রথম একটা কমেন্টে কইছিঃ সাবাই কি মনে করে আমাগো পুলিশ বাহিনি যথেষ্ট না এই ছাগুগরে ঠেকাইতে, প্রেসিডেন্টসিয়াল অর্ডার যারি কইরা আর্মি নামাইতে হবে কিনা।

১৬৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৯

রাইসুল সাগর বলেছেন: @জনৈক গণ্ডমূর্খঃ দরকার নাই আমি তোমারে গেরান্টি দিলাম । কাভা এবং দূর্যোধন একি মানুষ ।

১৬৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দূর্যোধন তো আমিই, কে আমার নাম নিয়া টানাটানি করে রে? এক্কেরে তার নামে খারাপ মুভি রিভিউ লিক্ষা দিমুনে! B-)) B-)) B-)) B-))

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :) সেটাই কথা। :)

১৭০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩

ঘুড্ডির পাইলট বলেছেন: @ দিকভ্রান্ত*পথিক

২০৫ নং কমেন্ট এর রিপলাই দেখেন ।

১৭১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫

স্বপনবাজ বলেছেন: যাই ঘুম ধরছে

১৭২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: দুইটা নিকেই যদি আমার ব্লগ ঘুইরা আসে তবেই আমি মাইন্যা নিমু কাভা এবং দূর্যোধন একি মানুষ। লগে হক্কলেরে "সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন" ঐটার ইসকিরিন শর্টও দেখামু।@ রাইসুল ভাই

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা। ;) ;) ;)

আসেন আমরা মজা করি।! পোষ্টের শিরোনামটা পড়ে নিয়েন আবার কিন্তু কইলাম। ;) :) ;)

১৭৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩

মাক্স বলেছেন: আমার দুর্যোধন নিকটা যে এত বিখ্যাত হইয়া গেছে আজজকে কা ভা মাল্টি দিয়া এই পোস্ট না দিলে বুঝতেই পারতাম না।
ঞঁ
B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা হা সহমত।!!

১৭৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯

রাইসুল সাগর বলেছেন: আড্ডা মারার লাইগ্গা তিন বার এটেম নিয়াও বিরি টানতে যাইতে পারি নাই...। পোলাপাইন আড্ডা চালাও আমি বিড়ি টাইন্না আসি।;

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চলেন আমিও যাই।

১৭৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫১

প্রিন্স হেক্টর বলেছেন: ঘুম আসতেছে |-)

১৭৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: পড়ছি। আপনার মুখ থেকে শেষ পর্যন্ত সত্যিটা বাইর কর্লাম :-B :-B :-B
হে হে হে হে

১৭৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

প্রিন্স হেক্টর বলেছেন: আমি কে জানেন তো?



ফিফা নিকে আর ফেরার ইচ্ছে নেই

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হ হা হা হা হা হা
জটিল রকস!!!!

১৭৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

বনলতা মুনিয়া বলেছেন: হ্যালো এভরিওয়ান,
অনেকক্ষন বাদে আইলাম।
নয়া লেখা পুস্ত কইরা আইলাম...........


:) :) :) :-B :-B :-B

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি খাইবেন কইয়া ফালান!!

১৭৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪

প্রিন্স হেক্টর বলেছেন: আমার ফিফার ব্যাপারটা জানা ও শরৎ জানতো। এখন সবাই জানলো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম। আমার টাও অনেকেই জানতেন না। আজকে জানল!!!

১৮০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯

বনলতা মুনিয়া বলেছেন: চটপটি খাইতে মুঞ্চাইতাছে। রোকেয়া হলের সামনের চটপটি :P :P :P :P ;) ;) ;) ;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিক আছে, এই লন!

১৮১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০১

প্রিন্স হেক্টর বলেছেন: ভাই চোখ মনে হয় দ্রুতই যাচ্ছে। আর পারছিনা। ব্যাথা করছে।

দুপুরে আবার আসবো :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিক আছে। শুভ রাত্রি।

১৮২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯

নোমান নমি বলেছেন: ধুর আইজকা একটু ঘুম ভাব পাইছিলো হের লাইগাই এই অবস্থা! জানা আপা এবং অরিলের কালকেই চাকরী নট করুম। একদিন ব্লগে আসি নাই তাতেই এই অবস্থা!
নাহ আমি হতাশ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: স্যার পিলিজ লাগে, আমার চাকরী টা নট কইরেন না!!!

১৮৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১২

রাইসুল সাগর বলেছেন: আড্ডা কি শেষ নাকি!!! হরতালতো আইজকা, অফিস যামু না, পোলাপাইন তোমাগোতো ক্লাস ও থাকার কথা না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না না। এই মাত্র আমি আর মুনিয়া চটপটি খেলাম। আপনিও খান

১৮৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৭

নোমান নমি বলেছেন: সব ব্যান করুম। আমার নিকসহ সব ব্যান। কাইলকা সামুতে শূণ্য ব্লগার হইবো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই লন, বাংলা ফাইভ। মাথা ঠান্ডা করেন।!

১৮৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৮

বনলতা মুনিয়া বলেছেন: ঘুমামু, খালি ঘুমামু............
সারাদিন ধইরা ঘুমামু..........

:-< :-< :-< |-) |-) |-) |-) |-) |-)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দিসি তো!!!

১৮৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২২

রাইসুল সাগর বলেছেন: @নমিঃ ভাই আফনে আবার চেতলেন কা ? আগে কন আচুইন কেমন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জিনিস দিসি এইবার ঠিক হইয়া যাইব গা।

১৮৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯

বনলতা মুনিয়া বলেছেন: মেনি মেনি থ্যাংকস ভাই :P :P :P :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভেচ্ছা সহকারে স্বাগতম। :)

১৮৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩০

রাইসুল সাগর বলেছেন: এই রাইতে চটপটি খাইলেন, দেইখেন আবার রুমের জায়গায়, বেরুম এ বসবাস করা লাগে কিনা আবার । :P :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না, আমরা ভালো জিনিস খাই X( X( X(

১৮৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬

বনলতা মুনিয়া বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৯০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৯১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

IN THE NAME OF INNOCENCE বলেছেন:

উপরে দেখি মাল্টি নিকের ছড়াছড়ি । আমরা আসল নিক দিয়াই পারিনা এরা আসছে আবার মাল্টি দিয়া।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ;) ;)

১৯২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

সব মনে থাকে বলেছেন: emon ekta post deyar idea amie to apnake dilam,seta bolen na keno sobai k??:@

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, হরতাল নাইট শেষ!! এখন আর এসব চলবে না! ;) ;)

১৯৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

আমি মুখতার বলেছেন: ও খোদা!!! হাসতেই আসি!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

চটপটির লগে ওরস্যালাইন ও আছে নাকি ভ্রাতা???

১৯৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

অনীনদিতা বলেছেন: হেলো:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যালো!!

১৯৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

মামুন রশিদ বলেছেন: মেলা দিন পর মাল্টি লইয়া আড্ডায় বইতে চাইলাম, হায় হায় আমার "আরিল" নিকের পাসওয়ার্ড কাজ করেনা ক্যান :(( :(( :P :P

১৯৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

সালমাহ্যাপী বলেছেন: ধুর আড্ডা দিতে পার্লাম না :(

তাই ভালো লাগা দিয়াই বিদায় হলাম :( :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মিস করেছেন! কাল হাতে সেই রকম মজা হয়েছি। ;) ২০৫ নাম্বার কমেন্ট থেকে পড়ে দেখেন।

১৯৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

অনীনদিতা বলেছেন: একজন আরমানের আত্মা
এটাকি একজন আরমান!!??

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, এটা জনৈক আরমান! ;) ;)

১৯৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

প্রিন্স হেক্টর বলেছেন: মেজাজ খারাপ। হতাশ। এবং চরম বিরক্ত। সাধারন মানুষের আবেগ নিয়ে রাজনীতি!!! ছিঃ ছিঃ ছিঃ

কবে বন্ধ হবে?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অবশ্যই প্রচন্ড মেজাজ খারাপ!!

রায়ের পরে খা-পো এর রিএকশন দেইখা মনে হইছে আমরা যতই ফালাফালি করি না কেন সেই জিতছে!

১৯৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

স্পাইসিস্পাই001 বলেছেন: কোনটা কার মাল্টি .. সব জানি ..... :|

কইয়া দিমু কিন্তু ..... /:)

সো খেয়াল কইরা..... B-))

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খবর দেখেন, সবচেয়ে বড় মাল্টি দেখতে পাইবেন! অন্য মাল্টির লাগবে না।

২০০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

জাকারিয়া মুবিন বলেছেন: হাসতে হাসতে পেট ব্যথা হইয়া গেল, ঐ আমারে কেউ ধর।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। ;) সামালকে!! ;)

২০১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

স্পাইসিস্পাই001 বলেছেন: খবর দেখে কি হইবো ..... কত খবরের জন্ম দিলাম.... B:-)

সব জানি....কইয়া দিমু কিন্তু .... /:)

২০২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

নীলঞ্জন বলেছেন: জেনে প্রীত হলাম দূর্যোধন/ফিউশন ফাইভ/কাল্পনিক_ভালোবাসা/আহমেদ জাদীদ ভাই।

শুভ আত্মপ্রকাশ। যুদ্ধের দামামার ঘোষণা মনে হয়। হা হা হা । মজা করলাম কা_ভা ভাই হিসেবেই। এই ক্যারেক্টরের সাথেই যতটা সখ্যতা।

ও দু'টো তেমন একটা অর্থ বহন করে না। রায়ে আপনাদের মত অনেকেই হতাশ। তবে - রাজনৈতিক খেলা আমাদের মত আমজনতা কি করে বুঝবো!

দেখা যাক নাটকের বাকী অংশে কি হয়। শুভ কামনা নিরন্তর।

২০৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

আমি মুখতার বলেছেন: যা হাসছিলেন বা হাসছিলাম, সব শেষ!!! পুরা মাথা খারাপ করা রায় দিসে। X(( X(( X((

২০৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

কস্কি বলেছেন: গুফন সুত্তে খবর পেলাম চে , শহুরেফূন আজকে রাত ১১-৬৯-৬৯ এ থ্রিজি চালু করে চাইতেছে

আফনেরা ধুমা য়া ডাউনলোড এর প্রস্ততি নিয়া রাহুন যে :D

২০৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

তারছেড়া লিমন বলেছেন: কি আর চাপামু ...................চাপাইলেই চবাই ক্যেমতে ঠাডার উপ্রে রাকে..............

২০৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

একজন আরমান বলেছেন:
@অনীনদিতাঃ
জি।
"একজন আরমানের আত্মা" এটা আমারই আত্মা। B-) B-)
আমিই সার্টিফাই করে গেলাম। ;) ;)

২০৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

শিপু ভাই বলেছেন:
শিরোনাম দেইখা পোস্টে আইলাম চাপাবাজী করতে।

কিন্তু এখন মনে পড়লো- আরে!!! চাপাবাজী কারে কয় -আমিতো সেইটাই জানি না!!! :(

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা, ভাই ফাস্ট প্রাইজ কিন্তু বিতরন করা শেষ! ;) নইলে আপনারে হতাশই করতাম না। হা হা

২০৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

অনীনদিতা বলেছেন: ফালগুনের শুভেচ্ছা:)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও বসন্তের শুভেচ্ছা।

চারিদিকে বইছে ফাগুন
বুকের ভিতর জ্বলছে আগুন। :)

আপনি কি এসেছিলেন পালা গানের আসরে??

২০৯| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

একাকী আমি বলেছেন: চাপাবাজী কেমনে করে?

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই যে, এই প্রশ্নটি যেভাবে করলেন, সেইভাবে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.