নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
প্রিয় নীলা,
কখনও নীলিমা কিংবা আকাশনীলা বলেই ডেকেছি তোমায়,
যখন উত্তরের শীতল বাতাসে, জুবুথুবু জনজীবন,
তখন তোমার আধো খোলা ঠোঁট দেখে উপভোগ করেছি,
চৈত্রের তপ্ত দাহন।
যখন প্রবল শীতের রাতে,
আমি শৈত্যযুদ্ধের সম্মুখীন
তখন তোমার দুটি হাত ছিল,
আমার উষ্ণতার প্রধান অস্ত্র শিবির।
হাত ধরে কত হেঁটেছি আমরা এই নগরের পথে পথে, ফুটপাতে,
শত রক্ত চাহুনী আর মানুষের হিংসিত চোখ উপেক্ষা করে।
ক্যলেন্ডারকে বুড়ো আঙুল দেখিয়ে
প্রতিটি দিনকেই পরিনত করেছিলাম
আমরা এক একটি ভালোবাসার বিশ্ব দিবসে।
তোমার অতল কালো গভীর চোখ, যেন চির সম্মোহনের টেলিভিশন।
যেখানে প্রতিনিয়ত চলে, ভালবাসার পূর্নদৈর্ঘ্য চলচিত্র
যার একমাত্র দর্শক আমি এবং আমিই করি তা দর্শন।
আজ বিশ্ব ভালবাসা দিবস,
ভালবাসা কাতর মানুষগুলোর, ভালবাসা পাওয়ার বিশ্ব দিবস।
তোমার আমার পুরানো খেলা, নতুন করে খেলবার দিবস।
আজও আমার প্রভাত হয়েছে, তোমার কণ্ঠ রাগে
চিরচেনা সে নিরেট কপালে লাল সূর্য-টিপ দেখে।
আজও পথে তাই চলছি মোরা দুটি হাতে রেখে হাত ,
ভালবাসা দিবস ----
সে যে,
তোমার আমার ভালবাসা ময়
লক্ষ দিবস রাত
আজ বিশ্ব ভালবাসা দিবস। সবাইকে ভালবাসা দিবসের অনেক শুভেচ্ছা। ব্যক্তিগত ভাবে আমি অবশ্য এই দিবস পালন করার ব্যপারে খুব বেশি আগ্রহী নই। আমি মনেকরি ভালবাসাকে কোন নির্দিষ্ট দিবসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা উচিত নয় কারন এতে ‘ভালবাসা’ নামক অদ্ভুত মানবীয় আবেগটিকে ছোট করে ফেলা হয়।
ভালবাসা একটি সার্বজনীন ব্যাপার। প্রতিটি মানুষের জীবনেই বিভিন্ন পর্যায়ে ভালোবাসার স্পর্শ আছে, ভূমিকা আছে, দায়বদ্ধতা আছে এবং এই ভালোবাসা নিয়েই মানুষের মান অভিমান আছে। শুধু প্রেমিকাকে ভালবাসার মধ্যেই ভালবাসা সীমাবদ্ধ নয়, ভালবাসা হতে পারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, ভালবাসা হতে পারে পরিবারের প্রতি ভালবাসা, ভালবাসা হতে পারে সন্তানের প্রতি ভালবাসা, ভালবাসা হতে পারে নিজের কাজের সাথে ভালবাসা, ভালবাসা হতে পারে প্রকৃতির প্রতি ভালবাসা এমন কি ভালবাসা হতে পারে নিজের প্রতিও ভালবাসা।
ভালবাসা হচ্ছে মুক্ত, স্বাধীন, স্বার্থ ও শর্তবিহীন। তাহলে আমরা কিভাবে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ন ও অবিচ্ছেদ্য অংশকে শুধু মাত্র একটি দিনেই সীমাবদ্ধ রাখতে পারি? হ্যাঁ আমরা পারি। কারন আমরা ভালবাসতে বাসতেই ভালবাসি আবার এই ভালবাসতে বাসতেই ঘৃনা করি। একজীবনে আমাদের অনেকের হয়ত ভালবাসার স্বাধ মিটে না আবার এই এক জীবনেই আমরা অনেকেই ভালবাসার স্পর্শটুকু পাইনা। কবি বলেছেন, জীবন আরো দীর্ঘ হলে যে ভালবাসা আরো দীর্ঘ হত তা কিন্তু নয়। আসলে আমি মনে করি, মানুষ বেশিদিন ভালবাসতে পারেনা বলেই ভালবাসার প্রতি মানুষের এত হাহাকার এবং কোন একটি নির্দিষ্ট দিনে বন্দি করে ভালবাসা প্রকাশের মিথ্যে ও মেকি প্রচেষ্টা।
আমি নিতান্তই একজন সাধারন মানুষ। ইচ্ছে থাকলেও এই সব জাগতিক নিয়ম থেকে বের হতে পারি না। আর বের হতে পারি না বলেই ভালবাসার এই নির্দিষ্ট দিনে সবাইকে শুভেচ্ছা জানাই। প্রিয় মানুষগুলোর হাসিমাখা মুখ কল্পনা করতেই সব কিছু ভূলে যাই, আর বার বার বলি, ভালবাসি তোমাদের সবাই কে অনেক ভালবাসি।
ভালবাসা ছড়িয়ে পড়ুক সবখানে, মানুষের প্রতি মানুষের রাগ হিংসা, ক্ষোভ শেষ হোক চিরতরে। সুন্দর হোক আমার আপনার সবার জীবন। প্রতিটি দিনই হোক ভালবাসার বিশ্ব দিবস।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভ ভালোবাসাবাসির দিন।
শুভ হোক প্রতিদিন।।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ দূর্জয় ভাই। এইবারের ভালবাসার সাথে আমরা জানাব আমাদের ঘৃনার কথা। রাজাকারের বিরুদ্ধে আমাদের ঘৃনার কথা।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
আরজু পনি বলেছেন:
কবিতা হোক দ্রোহের
কবিতা হোক মুক্তির
কবিতা হোক গণ জাগরণের।
জয় বাংলা।।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই
কবিতা হোক দ্রোহের
কবিতা হোক মুক্তির
কবিতা হোক গণ জাগরণের।
কবিতা হোক আমাদের ভালবাসার
কবিতা হোক ঘৃনার-শুধু রাজাকারের জন্য।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮
গৃহ বন্দিনী বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
ভালুবাসা ভালুনা। সহমত
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অতিমাত্রায় ছ্যাঁকা কাতর ব্যক্তিরাই এই সব বিষয়ে সহমত জানায়।
তাই খেয়াল কইরা।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
অনীনদিতা বলেছেন: ভালো লাগা দিলাম
শুভ হোক প্রতিটিদিন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ অনীনদিতা।
শুভ কামনা আপনার জন্যও। ভালবাসাময় হয়ে উঠুক আপনার জীবন।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
লাবনী আক্তার বলেছেন: ভালবাসাকে কোন নির্দিষ্ট দিবসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা উচিত নয় কারন এতে ‘ভালবাসা’ নামক অদ্ভুত মানবীয় আবেগটিকে ছোট করে ফেলা হয়।
একদম ঠিক কথা। কবিতা ভাইয়া ভালো হয়েছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপু।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
আমিনুর রহমান বলেছেন: তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আমিনূর ভাই।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
জাকারিয়া মুবিন বলেছেন: প্রতিদিন নিয়ম করে হয়তো বউকে ভালবাসি বলা হয় না।
ভালবাসা দিবসকে স্বাগতম, বছরে অন্তত একবার হলেও মুখফুটে বলার তাড়নায় তাড়িত হই, ভালবাসি, বড় বেশি ভালবাসি তোমায়।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। আপনাকেও অনেক শুভেচ্ছা। ভালবাসা ময় হয়ে উঠুক জীবন।
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
শায়মা বলেছেন: তোমার যে এত সব মাল্টি ভাইয়া তা কেবল কাল রাতেই জানলাম!!!!
বড়ই দুস্কিত হইলাম আরও আরও অনেক অজানা দেশের নাজানা কাহিনী শুনে কাল থেকে যে মাথা ঘুরানো শুরু হয়েছে তার আর শেষ নাই ভাইয়াজী!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
শায়মা বলেছেন: অপস এক পোস্টের কমেন্ট আরেক পোস্টে দিয়েছি ভাইয়াজী!!!
দেখলে তো সত্যিই যে আমার মাথা কতখানি ঘুরেছে!!!!!!!!!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা। আপু তুমি তো আমাকে পুরাই ভয় পাইয়ে দিয়েছিলে। !!!
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
বাংলার হাসান বলেছেন: চমৎকার
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: +
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
লক্ষ্মীপেঁচা বলেছেন:
৭ম ভালোলাগা রইলো কবিতায় দেখতে পাচ্ছি ভালোবাসার সরল স্বীকারোক্তি ।
খুঁজে পাওয়া বই
রাত জাগা চোখ
আমি পড়বই
যন্ত্রণা হোক
কখনোই পাত্তা দাওনি যাকে
গোপনীয় আজও বইয়ের ফাঁকে
ভালবাসা বিবর্ণ পালকে
ভাল থেকো... শুভ জন্মদিন....!
লেখাগুলো আজও অমলীন
বেখেয়ালে খুঁজে পাওয়া বই
ভাল আর থাকতে দিচ্ছে কই.....???
বৃষ্টির জলে ধোঁয়া ছাদ....
ভুল করে ছুঁয়ে দেওয়া হাত....
এখনো ভুল করে তুই....
একা একা ভাবব না কিছুই....
ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইলো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
আশিক মাসুম বলেছেন: জাস্ট +++++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২
স্বপনবাজ বলেছেন: ভ্যালেন্টাইন ডে নিয়ে আমার কোনো আগ্রহ বা উচ্ছ্বাস নাই।
কারণ আমার আশে পাশের প্রতিটা মানুষ সব সময় আমার ভালোবাসায় সিক্ত থাকে।
হুদাই বিদেশি সংস্কৃতির এই দিনটিকে আলাদা গুরুত্ব দিয়া লাভ নাই।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তা বাবা সকালে যেন কোথায় যেন গিয়েছিলে??
১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮
মাক্স বলেছেন: ভালবাসা দিবসের শুভেচ্ছা!!!!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তোমাকেও অনেক শুভেচ্ছা মাক্স।
১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ভালো লাগলো। +
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২২
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++++
কেমন আছেন ভ্রাতা ?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ, আমি ভাল আছি। আপনি কেমন আছেন??
১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালবাসা ছড়িয়ে পড়ুক সবখানে, মানুষের প্রতি মানুষের রাগ হিংসা, ক্ষোভ শেষ হোক চিরতরে। সুন্দর হোক আমার আপনার সবার জীবন। প্রতিটি দিনই হোক ভালবাসার বিশ্ব দিবস।
চমৎকার লেগেছে কথাগুলো। সাথে কবিতাটাও ভালো পাইলাম++++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ দেশী ভাই। আশা করি ভাল আছেন।
২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
মেহেরুন বলেছেন: ভালবাসা হচ্ছে মুক্ত, স্বাধীন, স্বার্থ ও শর্তবিহীন। একমত ভাইয়া।
কেমন আছেন??? পোস্ট এ ভালোলাগা রইলো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ মেহেরুন। আমি ভাল আছি। আশা করি আপনিও ভাল আছেন।
২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
রাতুল_শাহ বলেছেন: ++++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভালবাসার লেখা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। অনেক দিন পর আপনাকে দেখতে পেলাম। আশা করি ভাল আছেন।
২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২২
ইখতামিন বলেছেন: ++++++++++++++++
হুমম.
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
তবু গল্প লিখছি আমি বাঁচবার! বলেছেন:
হুম,
বুঝলাম।
কবিতা!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি বুঝলেন??
২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: কথাগুলো ভাবিয়েছে বেশ!
শুধু প্রেমিকাকে ভালবাসার মধ্যেই ভালবাসা সীমাবদ্ধ নয়, ভালবাসা হতে পারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, ভালবাসা হতে পারে পরিবারের প্রতি ভালবাসা, ভালবাসা হতে পারে সন্তানের প্রতি ভালবাসা, ভালবাসা হতে পারে নিজের কাজের সাথে ভালবাসা, ভালবাসা হতে পারে প্রকৃতির প্রতি ভালবাসা এমন কি ভালবাসা হতে পারে নিজের প্রতিও ভালবাসা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
মেহেরুন বলেছেন: Click This Link
২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
মেহেরুন বলেছেন: Click This Link
২৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩১
বনলতা মুনিয়া বলেছেন: ভালোবাসার ক্ষ্যাতা পুড়ি.................
ভালোবাসা ভালো না....................
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাল করে পুড়।
২৯| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১২
একাকী আমি বলেছেন: ভালো কবিতা
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালুবাসা ভালুনা।