নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

হরতাল নাইটঃ উন্মুক্ত বিতর্ক প্রতিযোগিতা- মেয়েদের ভালোবাসা ছেলের মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৭

প্রিয় ব্লগারগন শুভেচ্ছা নিন। ফুল ফুটুক বা না ফুটুক ফেব্রুয়ারীর ১৩ তারিখ যেমন পহেলা বসন্ত, তেমনি বোমা ফুটুক বা না ফুটুক আগামী কাল হরতাল। এটাই বাস্তব। আগামী কাল হরতাল উপলক্ষে অনেকেই দেরী করে অফিসে যাবেন। অনেকেই আবার হয়ত ব্যক্তিগত নিরাপত্তার অজুযাতে অফিসেই যাবেন না। এই উপলক্ষে বিবাহিত ব্যক্তিবর্গ আজকে অধিক রাত পর্যন্ত নিজেও জাগবেন, ভাবিকেও জাগিয়ে রাখবেন ;)B-) প্রেমিকরাও স্বীয় স্বীয় প্রেমিকাদের জাগিয়ে রাখবেন। তবে এই জেগে থাকা অর্থহীন। "উত্তপ্ত বাক্য" বিনিময় ছাড়া আর জাগতিক কোন কোন লাভ নেই। :P ;)। লাভ ক্ষতি যাই হোক, গভীর রাত পর্যন্ত জেগে থাকার কারনে শহরবাসী দেরী করে ঘুম থেকে উঠবেন। ফলে রাজপথ থাকবে কোলাহল এবং জনমানবহীন। হরতাল আহবানকারী রাজনৈতিক দল সমূহ সকালের এই শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখে, সাধারন জনগন হরতালের প্রতি সমর্থন আছে বলে পুলকিত হবে। এবং ফলশ্রুতিতে আগামীতে তারা আবার হরতালের জন্য আগ্রহী হইবে।



যাই হোক, অগ্রিম ছুটির দিনকে বরন করে নিতে সামুবাসী একটি উন্মুক্ত বির্তক প্রতিযোগিতার আয়োজন করেছেন। আজকের মূল বিষয়ঃ মেয়েদের ভালোবাসা ছেলের মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক। নারীপুরুষ নির্বিশেষে সবাই এতে অংশগ্রহন করতে পারেন। হোক সে পক্ষে আর হোক সে বিপক্ষে। যার যুক্তি এবং ব্যখ্যা সর্বাধিক গ্রহনযোগ্যতা পাবে, তার একটি মাল্টি নিক সেফ করার ব্যাপারে উপযুক্ত মাধ্যমে সুপারিশ করা হইবে।



তো প্রিয় ব্লগারগন দলে দলে অংশগ্রহন করুন আজকে হরতাল নাইটের বিশেষ বিতর্কঃ মেয়েদের ভালোবাসা ছেলের মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক।



বিঃদ্রঃ কোন প্রকার ব্যক্তি আক্রমন করা হলে, কারো প্রকার অনুভুতিতে সুরসুড়ি, আঘাত কিংবা চুলকানী ইত্যাদি স্বরুপ কোন মন্তব্য করলে তা উপযুক্ত গদাম সহকারে মুছে দেয়া হবে।

মন্তব্য ২৪৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪৫) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০

মিনেসোটা বলেছেন: ভুল, পুরুষত্ব থাকলে প্রেমিকা পেতে পয়সা লাগে না। যেসব ছেলে পয়সার বিনিময়ে মেয়ে পেতে চায়, তাদের সাথে পতিতাদের খদ্দরদের কোন অমিল নেই

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। আরে মিনেসোটা ভাই, এই গুলো তো কথিত বাক্যালাপ। আমরা একটু রম্য করতেছি আর কি। :) সিরিয়াস হইয়েন না। :) :)

২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১

একজন আরমান বলেছেন:
ভাইয়া আমার তো বউ ও নেই, আর জিএফও নেই। এখন আমার কি হপে? :| :| :|

(ব্যাপক আপচুচের ইমো হবে।) ;) ;) ;)

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কারন তোমার মানিব্যাগ হারিয়ে গিয়েছে। তাই সবই হারিয়েছে। আংকেলের কাছে খবর গেসে তুমি টাকা দিয়া কি কর ।;) :)

৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২

শ্রীঘর বলেছেন: "মোটা ম্যানিব্যাগ দেখে তোমাকে সাইডে রেখে

সোজা, সোজা দৌড়াবে প্রেম।"

-নচিকেতার একটা গান।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :) :) :)

৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২

নিয়েল ( হিমু ) বলেছেন: আমি আছি

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: থাকলে তো হবে না হিমু। দূর্জনের কালো থাবা ভেঙ্গে দাও!!!

৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪

বাংলার হাসান বলেছেন: একজন আরমান বলেছেন:
ভাইয়া আমার তো বউ ও নেই, আর জিএফও নেই। এখন আমার কি হপে? :| :| :|

(ব্যাপক আপচুচের ইমো হবে।) ;) ;) ;)

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অধিক যোগ্যতার কারনে তারে হাফ ডিসকোয়ালিফাইড করা হইল!!! ;) :)

৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫

মামুন রশিদ বলেছেন: যাদের বউ বা জিএফ নেই (যেমন একজন আরমান) তাদের এই বিতর্কে ডিসকোয়ালিফাই ঘোষনা করা হউক :P :P

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মামুন ভাই, ও তো এমনিতেই ডিসকোয়ালিফাইড। ;)
এত টাকা খরচ করছে, এখন আর কোন লাভ নাই। ওরে কইছি, মানিব্যাগে আপাতত পাতা ভইরা রাখ! ;) :)

৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৮

অনীনদিতা বলেছেন: কইতে থাকেন।আমি আছি।সবার মতামত আগে দেখে নেই।
আরমান মিয়ারে মাইর।;)
আপনারেও দিমু;)
একটু পরে

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আবারও সুযোগ সন্ধানী চরিত্র প্রকাশ পেয়ে যাচ্ছে!!!!
ওহ মেয়ে! কি হবে!! ;) :) ;)

৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৮

আশিক মাসুম বলেছেন: @ মিনেসোটা

ভাই মনে হয় মঙ্গল গ্রহে থাকেন, যারা পুরুষত্তের বিনিময়ে বউ পাইতে চায় তাদের বউরাই পতিতা হয়( খেয়াল কইরা ) X( X( X(

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না না, ভাই ভালো কথাই কইছে। সেটা সত্যই। কিন্তু আমাদের আজকের এই রম্যের সাথে ঠিক মানান সই নয়। :) :)

৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১

মিনেসোটা বলেছেন: সিরিয়াসলি নেই না, ছেলেপুলেদের ভুল ভাঙাচ্ছি। আমি দেখতে অতটা সুদর্শন না, পয়সাও অত নেই, প্রেম করার জন্য প্রেমিকার অভাব হয়নি কোনদিন। ধনী গরীব সব টাইপেরই প্রেমিকা জুটেছে।

এইসব টাকা হলে প্রেমিকা হবে টাইপের হাহুতাশ করা ছেলেপেলে লুজার হয়। এগুলাকে এমনিতেই ভালো মেয়েরা পাত্তা দেয় না, হটাৎ করে এদের পকেটে অনেক টাকা আসলেও পাত্তা দেবে না

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মাশাল্লাহ! ভাই ইহাকে বলে রাজ কপাল।
তবে ইদানিং ছেলেপেলেদের প্রেম হয়ে যাচ্ছে শর্ত ও স্বার্থ নির্ভর। :) :)

মন্তব্যে +

১০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১

আশিক মাসুম বলেছেন: মেয়েদের ভালোবাসা ছেলের মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক।



চরম ভাবে সহমত , তয় আমার তিনি কিন্তু এরকম না। খালি মাসে ৩/৪ বার শপিং-এ যায়। আর একবার শপিং মানে আমার অর্ধ মাসের ভেতন হাওয়া।


তাই মাসের শেষ সময়টা বেসির ভাগ সময় না খাইয়া কাটে , আফসুস।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাই না?? হা হা হা হা হা হা হাহা হা

আল্লাহ বাচাইছে!!!!! আমার কোন গার্লফ্রেন্ড নাই।

১১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২

মামুন রশিদ বলেছেন: আশিক মাসুম@,


মন্তব্যে ঝাঁঝা ;) B-)) :P

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোলাত নয় যেন আগুনেরই গোলা!!

১২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২

পথের পাঁচ . .. বলেছেন: তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ



মানিব্যাগের পুরুত্বতো বেশিই ছিল ভাইয়া

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বলেছেন: তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ

কি সর্বনাশের কথা!!!!! ;) :)

বোকা মানিব্যাগ। ;)

১৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

নোমান নমি বলেছেন: ভালোবাসার ওজন মানিব্যাগ দিয়ে হয় না ছৌধুঢ়ী ছাহেব। ভালোবাসার ওজন হয় মোটা মানিব্যাগ দিয়ে :D

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা। হে ভালোবাসা বিশারদ! আপনাকে আমি এই পোষ্টের মাননীয় মডারেট করিলাম। মাঝে মাঝে ছেলেপেলেদের মাঝে কিছু ভালোবাসার বানী দিয়ে যাবেন। :) ;) ;) :P:P:P:P

১৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

মামুন রশিদ বলেছেন: মানিব্যাগ চিরকালই পাতলা আছিলো । দরকারও ছিলোনা, জিএফ দের পার্টস থাকতো যে সাথে :P :P

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সাবাস। এই তো ছেলে!!! রিয়েল ম্যান।

১৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

বাংলার হাসান বলেছেন: বিঃদ্রঃ কোন প্রকার ব্যক্তি আক্রমন করা হলে, কারো প্রকার অনুভুতিতে সুরসুড়ি, আঘাত কিংবা চুলকানী ইত্যাদি স্বরুপ কোন মন্তব্য করলে তা উপযুক্ত গদাম সহকারে মুছে দেয়া হবে।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, ইদানিং মানুষের দুটো অনুভূতি প্রবল। একটা ধর্মানুভুতি আর একটা হলো যৌনানুভূতি। আপনি যে কোন একটাতে আঘাত করলেই কিন্তু খবর আছে। ;)

১৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

মিনেসোটা বলেছেন: "প্রেমিকারে সুখী রাখার জন্য নিজে না খেয়ে থাকে", এমন ভুদাইরে আরও বেশি করে ছিল দেওয়াই উচিত।

১৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

আসফি আজাদ বলেছেন: সমস্যা কি সঠিকভাবে সংজ্ঞায়িত করা হয়েছে? এটা মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক না হয়ে মনে হয় ব্যস্তানুপাতিক হবে :D

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হে হে হে, থাক যা হইছে হইছে। এইটা লইয়া কথা চলুক। :P:P

১৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: সবাই এক না মিয়া /:) /:) কতিপয় ললনা উত্তম আখলাকের অধিকারী :#>

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অবশ্যই। ভাবি তো মনে হয় ব্লগে আছে তাই না?? ;) ;) :P
আহারে চেয়ারম্যান পোলাডা এক্কেরে ভালা হইয়া গেল গা। :P:P

১৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আমার বৌ খুব ভাল মেয়ে কই আমিত ওর কাছ থেকেই টাকা চেয়ে চেয়ে চলি যদি ওর কাছে যে টাকা সবই আমার দেয়া চাকরীর বেতনের টাকা তাই আমি মনে করি
আমার ভালোবাসা বউয়ের পার্টসের পুরুত্বের সমানুপাতিক। :P :P :P

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা! কি আমার লক্ষী জামাই রে!!!!
আমার ভালোবাসা বউয়ের পার্টসের পুরুত্বের সমানুপাতিক।

হা হা হা হা হা। জটিল

২০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯

অনীনদিতা বলেছেন: আগে শুনতে হবে কার কার জি এফ আছে;)
তারপর বুঝতে হবে কে এক্সপিরিয়েন্স নিয়ে বলছে।আর কে আন্দাজে বলছে;)

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা!! তাই নাকি!!! এখন কি আর সেই দিন আছে!!! দিন বদলাইছে না!! আসে পাসে দেইখাই তো মানুষ চিনে!!! ;) :P

২১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১

আশিক মাসুম বলেছেন: @ মিনেসোটা

যদি প্রেম করার কথা কন , ঐ টাইম পাস আর মজা লওয়া সেই হিসাব আপনার লগে না ক্রাই ভাল ধারে কাছেও আসবেন্না সিউর।


প্রেম করবেন আর মজা লিবেন , ৫ টাকার বাদাম খাইয়া হারাদিন পার কইরা দিবেন ভালতো চায়ের দামে শরবত পাইলে সবাই খায়, তয় পুরুষত্তের মানে মনে হয় আপনার যানা নাই, খালি মোটা হইলেই পুরুষত্ত হয়না। আপ্নের ব্যক্তিত্ব ও এখানে ইনক্লুড হওয়ার কথা।

একটা মেয়েকে সুখি করতে হলে টাকাটা বিরাট ফ্যাক্ট???

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইয়া আল্লাহ! এত জটিল কেন!!!! ভালো আছি। একাই আছি। ;) :P

২২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২

একজন নিশাচর বলেছেন: ভাই আমার তো মানিব্যাগই নাই। আমি কি এই আলোচনায় অংশগ্রহন করতে পারব?

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অবশ্যই । আপনি ডেবিট কার্ড, কিংবা ক্রেডিট কার্ড দিয়ে অংশগ্রহন করতে পারেন।

২৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

গ্রাম্যবালিকা বলেছেন: আমার তিনি খুব কিপটা। মাসে ৮/৯ বার শপিং এ যাই তাই বলে আমি নাকি
একটু বেশি শপিং করি! :(

বাসায় মাত্র তিনটা কাজের লোক, আমি আরেকটা আনতে চাইছি বলে সে বলেছে, সোনামনি, একটু খরচ কমাও :-* :((

সে বেশি ঘরে খেতে চায়, মাসের মধ্যে দুই তিন বলে, জান আজ একটু ঘরে রান্না করো! X(


বিঃদ্রঃআমার কল্পিত বরের কথা ;)

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: B:-) B:-) B:-) B:-) :-/ :-/ :-/ :-/ :-& :-& :-& :-&
হে পরমকরুনাময়! তুমি এই বালিকার বিবাহ রোধ করিয়া একজন পুরুষের জীবন বাঁচাইও ।

এই কাহিনী শুনলে কল্পিত বর, চিরকালই কল্পিত থেকে যাবে। ;) ;)

২৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেখি একটু চা পানির ব্যবস্থা করি।

২৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০

মামুন রশিদ বলেছেন: অনার্স ফাইনাল এক্সামের সময় আমার জিএফ আমার পড়াশোনা নিয়া খুব টেনশন খাইতো । হলের ক্রিং ক্রিং ফুনে কল দিয়া জিগাইলো, কোন সমস্যা হচ্ছেনাতো সোনা.. আমি কইলাম সিগারেট নাই, সিগারেট খাইতে মুন চায় ;)


কিছুক্ষন পরে দেহি হলের মামা ডাক পাড়ছে, ২২৫ এর মামুন মামা আপনের লেডী গেস্ট । হল গেটে গিয়া দেখি এক প্যাকেট বেনসন & হেজেস হাতে আমার জিএফ দাঁড়িয়ে ;)

এই মায়া এক জীবনে ভূলবি কি করে মমিন :( :-/

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা! মধু মধু!।
এমন গার্লফ্রেন্ড বার বার ফিরে আসুক। বাংলার প্রতিটি ঘরে ঘরে এমন গার্ল ফ্রেন্ড হোক। ;) ;)

২৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২

অচিন.... বলেছেন: মেয়ে তুমি কার পিছনে ঘুরো..… তার মানিব্যাগ কি আমার চেয়ে বড়.… তার মানিব্যাগ কি আমার চেয়ে বড়.…(এইখানে লম্বা টান হবে)

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। দারুন। আপনাকে ব্যকগ্রাউন্ড মিউজিকের দায়িত্ব দেয়া হল!!!

২৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

একজন নিশাচর বলেছেন: ডেবিট কার্ড আছে বৈকি। কিন্তু এইটা দেইখা মাইয়ারা কেমনে বুঝব ডেবিট কার্ডে টাকা আছে নাকি নীল?

বুদ্ধি দিয়া তাড়াতাড়ি উদ্ধার করেন? ( বিয়াফুক টেনশন এর ইমো হইবেক)

[ ক্রেডিট কার্ড কি জিনিস ভাই? খায় না মাথায় দেয়? :P ]

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইহা মেয়েরা নিজ দায়িত্ব বুঝিয়া লইবে। তুমি শুধু দেখাইও। ;)

২৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

মিনেসোটা বলেছেন: মামুন৬৫৩


এটা কিছুই না, নিউইয়র্ক থেকে উড়ে এসেছিল আমাকে বার্থডের সারপ্রাইজ দিতে। মেয়েরা যখন প্রেমে পড়ে, পাগলের মতোই থাকে ;)

আর যখন প্রেমে পড়ে না, তখন আপনার টাকা নিয়ে জুতা শপিং এ যাবে

২৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

আমি ব্লগার হইছি! বলেছেন: বিতর্কের বিষয় এর সাথে আমি একমত নই। লোভী টাইপের মেয়ে হলে কথাটা ঠিক আছে কিন্তু বেশীরভাগ মেয়ের ক্ষেত্রে মানি ব্যাগের পুরুত্বের চেয়েও আরো অনেক কিছু বেশী গুরুত্ব পূর্ণ। সেগুলো মনে হ্য় মেয়েরা ভালোকরে গুছিয়ে বলতে পারবে।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাই নাকি! ঠিক আছে :)
মাইয়ারা পারতাসে না তো। একটু অগো পক্ষ লন তো ভাই। ;) ;)

৩০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

একজন আরমান বলেছেন:
আরে হুরর হাতের মুঠোয় ব্যাঙ্কিং !
ডেবিট কার্ড তো আর হারায় নি ! ;)


অনীনদিতাঃ


কেন আপনি কি আপনার গুরুর জন্য জিএফ বা বউ খুঁজে দিবেন?
একা একা খুব কষ্ট লাগে। ;) ;) ;)

৩১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

তারছেড়া লিমন বলেছেন: মানিব্যাগ তুমি কুন হানে হারায গেছ............... :( :( :( :( :( :(

৩২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

একজন নিশাচর বলেছেন: @ আরমান, ভাল কথা মনে করিয়ে দিয়েছো তো। আমার ত বিক্যাশ এ একাউন্ট আছে। এখন চারপাশের শুভাকাঙ্ক্ষীরা একটু সুনজর দিলেই একাউন্ট টা "আঙ্গুল ফুলে কলাগাছ" টাইপ কিছু একটা হয়ে যেত। কা_ভা ভাই কিন্তু আমার অন্যতম কাছের একজন শুভাকাঙ্ক্ষী ;)

৩৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

একজন আরমান বলেছেন:
গ্রাম্যবালিকাঃ

তলে তলে এতোদূর তাই না? B:-) B:-) B:-)
সত্যি কথা মুখ ফসকে বলে শেষে আবার শাঁক দিয়ে মাছ ঢাকছেন?
তা আপনার তিনির সাথে আমাদের পরিচয় করিয়ে দিবেন না? ;)

আর আপনি যে আরেক বড় ভাইয়ের মন ভাঙলেন এখন কি হবে? ;) ;) ;)

৩৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: চেয়ারম্যানের লগে একমত।

আমার মত কতিপয় ললনা উত্তম আখলাকের অধিকারী B-)) B-))

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কলিকাল, ঘোর কলিকাল!!!!

৩৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গলা শুকিয়ে গিয়েছে, আসেন একটু গলা ভিজিয়ে নিই। :) ফ্রেস অরেঞ্জ ও লেবুর জুস।

৩৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১

একজন আরমান বলেছেন:

@একজন নিশাচর ঃ
ভাই ফ্রিতে যখন কিছু মনে করাই দিলাম তখন ভাগ দিয়েন কিন্তু। আর আফটারঅল আপনে তো আমার পাড়াতো বড় ভাই ;) ;) ;)

৩৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪

লক্ষ্মীপেঁচা বলেছেন: আমি আইছি ... চা চু খাওয়ান /:) /:) /:) /:) /:) /:)

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উপরে দেখেন, ফ্রেস জুস দিসি। আরো রাত বাড়ুক চা কফি খাওয়ামুনে

৩৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪

একজন আরমান বলেছেন:

লেখক বলেছেন: আহা! মধু মধু!।
এমন গার্লফ্রেন্ড বার বার ফিরে আসুক। বাংলার প্রতিটি ঘরে ঘরে এমন গার্ল ফ্রেন্ড হোক।


পুরাই সহমতরে মোমিন। ;) ;) ;)

৩৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪

অদ্বিতীয়া আমি বলেছেন: মেয়েদের ভালোবাসা ছেলের মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক।

আমি বিপক্ষে - ইহা অতি মিথ্যা কথা । ছেলেরা ভালোবাস তে জানেনা দোষ মানিব্যাগের X(

উদাহরণ - অমর প্রেম কাহিনী দিয়ে প্রমাণ করে দিচ্ছি । লাইলি মজনু কাহিনী তো সব্বাই জানে । মজনু র কোন মানিব্যাগ না থাকলেও লাইলি মজনুকে ভালবাসছিল ।

তাই মেয়েদের ভালোবাসা ছেলের মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক নয় ।



:P :P

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা। সে কি উদহারন দিলেন!!! ঐ সময়ে তো মানিব্যগ ছিল না। তখন ছিল টাকার বস্তা! তখন প্রবাদটি ছিল

মেয়েদের ভালোবাসা ছেলের টাকার বস্তা আর গলার দামি পাথরের ঘনত্বের সমানুপাতিক ;) ;) ;)

৪০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৬

গ্রাম্যবালিকা বলেছেন: @আরমান!!!! খামোশ! বড় বোনের লগে মুখ সাম্লায়ে কতা কও। নাইলে আমার কল্পিত তিনি যে তার শালাকে যে গিফট দিতে চাইছিলো সেটা পাবেনা।

এখন বুঝো। ;) =p~

@কাল্পনিক, শকুনের দোয়ায় গরু মরেনা। সেই পোলা হয়তো আমার সাথে শপিংএর ব্যগ নিয়ে ঘোরার জন্য অস্থির হয়া আছে! ;) B-)) :#>

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহারে পোলাডার কষ্টে আমার চোক্ষে জল আইসা পড়ছে। ;) ;) ;)

৪১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮

তারছেড়া লিমন বলেছেন: আমার এক দুস্ত কইল যে ট্যাকা না থাকলি প্রেরেম হয়না আমি ট্যাকাই খুজি যখন পকেট বোঝাই তখন ও একা যখন পকেট ফাঁকা তখন ও একা তাই লে কন বিষয়ডা সমানুপাতিক না ব্যাস্তানুপাতিক....উল্লেখ্য যে আমার এই দুস্ত ও একজন মেয়ে।।।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হে হে হে। তাই নাকি??

৪২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১০

স্বপ্নবিলাসী আমি বলেছেন:





"অদ্বিতীয়া আমি" প্রমাণ করেন, মজনু সাহেবের মানিব্যাগ ছিলনা!!! X( ;)





(লেখক, ব্যাক্তিগত আক্রমন করছি। কমেন্ট মুছতে পারেন কিন্তু গদাম দিয়েন না!!! :P )

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা, এটা বৃহত্তর স্বার্থে রহিত করা হইল।
এই প্রশ্ন থেকে ঝাতির অনেক কিছু জানার আছে। ;) ;)

৪৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩

মামুন রশিদ বলেছেন: ঢাকা-ন্যুয়র্ক ফ্লাইট দিয়া ভালোবাসা মাপা বেকুবী রে মমিন :P

পার্টসে উদ্বৃদ্ধ ডলার আর অতিরিক্ত চুলকানি থাকলে ঢাকা-ন্যুয়র্ক হামেশাই করা যায় । যে জিএফ সিগারেট ছাড়ানোর জন্য দিনে দশবার কিরা দেয় আর সিগারেট ছাইড়া দিসি কইলে দশটা কিস বোনাস দেয়, সেই জিএফ তার বিএফের এক্সাম ভালো হওয়ার জন্য পুরা সিগারেটের প্যাকেট নিয়া হাজির হয়, তার ভালোবাসার মুল্য বুঝা সবার কম্ম নয় রে মমিন :P









মিনেসোটা@ ।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা। দারুন!!!!!

৪৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:




১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বাহ! বাহ! দারুন! অতি চমৎকার।
এটাই হোক সকলে স্লোগান।

৪৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪

একজনা বলেছেন: মেয়েদের ভালোবাসা ছেলের মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক।

আপ্নের বিতর্কের টপিক এর মইধ্যে পুরুষবাদী পুরুষবাদী গন্ধ পাওয়া যায়। নাচতে না জানলে পরে উঠান বাঁকা কইলেই আমরা মাইনা লইতাম না।

অদ্বিতীয়া আমি বলেছেন: আমি বিপক্ষে - ইহা অতি মিথ্যা কথা । ছেলেরা ভালোবাস তে জানেনা দোষ মানিব্যাগের X(


চেয়ারম্যান০০৭ বলেছেন: সবাই এক না মিয়া /:) /:) কতিপয় ললনা উত্তম আখলাকের অধিকারী :``>>

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা আবার কি বললেন!! ছি ছি ছি! কি সংকীর্ন দৃষ্টিভঙ্গি। ;) ;) পুরুষদের গায়ে পুরুষের গন্ধ হবে এটাই স্বাভাবিক। ;) ;) ;)

আপনারা প্রমান করেন বিতর্কের বিষয় মিথ্যে। আমি তো আর কইনাই, এইটাই সত্য। আপনারা নতুন কিছু বলেন। ;) ;)

৪৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১

এ্যাপোলো৯০ বলেছেন: মানিব্যাগ দিয়ে কাজ হবে না, আমার একটা এ.টি.এম বুথ চাই

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাই নাকি!!!!!!!!!! এই তো লাইনে আইসা পড়ছে। আপনাকে স্যলুট। আপনি অন্তত সত্য বলেছেন। ;) ;)

৪৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

আশিক মাসুম বলেছেন: আসল কথায় আসি, জীবন আসলে অনেক জটিল একটা যায়গা। তাই এখানে আবেগের চেয়ে বাস্তবতার মুল্য বেশী।


আজকের বিতর্কের বিসয়>>>>>
মেয়েদের ভালোবাসা ছেলের মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক।


কথাটা পুরা সত্যি না হইলেও ঘুরে ফিরে সত্যি। অভাব যখন দরজায় এসে দাড়ায় ভালবাসা জানলা দিয়া পালায় ( আমার কথানা গুরু জনের কথা) কেউ আবার লাইলি মজনুর প্রেমের কথা কইলেন তাহাদের উদ্দেশ্যে বলি এটা লাইলি মজনুর যোগ না এটা ২০১২ সাল সো এটা হইলো রুমি আর নওসিন দের যোগ (খেয়াল কইরা)।

এবার আসল কথা বলি, ধরেন ১ দের বছর প্রেম করার পর প্রেমিকা বিয়া করতে কইলো আপ্নের টাকা নাই , কি করবেন ভীর পুরুষের মত কইবেন আই এম সরি ??? তাইলে প্রেমিকারে হারাইলেন( অমানুষ না হইলে সারাজিবন কানবেন)। আর যদি সেই অবস্থায় বিয়া করেন বড়জোর বছর খানেক ভালা থাকবেন তার পর দুনিয়ার তামাম যন্ত্রণা আপ্নের ( প্রেম করা অবস্থায় কি কি করেন্নাই সেটাও শুনবেন)।

সবচে বড় কথা প্রিয় মানুষের মন কি চায় আপনি যদি সত্যি ভাল বাসেন বুঝবেন , আর যদি সত্যি বুঝেন তা না করতে পারলে খুব কষ্ট পাবেন । নিজেকে অসহায় লাগবে। সারাজিবন নিজের কাছে ছোট থাকবেন ( যদি আপনার আত্ন সম্মান থাকে আরকি)।


তাই ভাল বাসার পরি পূর্ণতা বলেন আর সুখ বলেন সব কিছুর সাথে টাকা লাগবেই ( পরিমানে সেটা কম হোক আর বেশী হোক)।


=p~ =p~ :P :-B খেয়াল কইরা

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! চমৎকার রচনা। আসলে জীবনে সব কিছুরই দরকার আছে। কিন্তু ব্যালেন্স ওয়েতে। :)

৪৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

অদ্বিতীয়া আমি বলেছেন: হবে না বিতর্কের বিষয় একটু চেইঞ্জ করে দিলেন যে । ;) ;) ;)

@ স্বপ্নবিলাসী আমি , X( X(

আপনার কাছে কোন প্রমান আছে যে মজনুর মানিব্যাগ ছিল ? :P :P
ওই যুগে মানিব্যাগ ছিল না । কিন্তু প্রেম তো ছিল ? সো .... :P


তবে আসল কথা হল
,চেয়ারম্যান০০৭ বলেছেন: সবাই এক না মিয়া / / কতিপয় ললনা উত্তম আখলাকের অধিকারী

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিও চেয়ারম্যানভাই এর সাথে একমত। উনার মন্তব্য প্লাস।



(গুজবঃ
চেয়ারম্যান ভাই সদ্য প্রামার্সিবাদ প্রাপ্ত হয়েছেন।মানে সদ্য তিনি ভাবীর সঙ্গ পেয়েছেন। তাই ইয়ে মানে আর কি :#> :-P :P :P )

৪৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪২

নিকষ বলেছেন: "বিবাহিত ব্যক্তিবর্গ আজকে অধিক রাত পর্যন্ত নিজেও জাগবেন, ভাবিকেও জাগিয়ে রাখবেন"

লাইনখানা পড়িয়া, বুকের উপর দিয়া ৫ টনি ট্রাক চলিয়া গেল।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কেন ভাই!!!!! নাই নাকি দূরে আছে???? :P :P :!> :!> :| :| :| :-B :-B B-) ;)

৫০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




ধরি,
মজনুর মানিব্যাগ ছিল। (প্রমাণিত) ;)



................প্রমান হয়ে গেছে মজনুর মানিব্যাগ ছিল।







"অদ্বিতীয়া আমি" আপু, আমার কনসেপ্ট নকল না করে আপনি এবার প্রমাণ করে দিন যে মজনুর মানিব্যাগ ছিলনা!!! B-)) ;)

৫১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

এ্যাপোলো৯০ বলেছেন: কতিপয় নারী পুরুষ উত্তম হতেই পারে কিন্তু শুধু কতিপয়ের উদাহরন দিয়ে বিতর্ক হয় না। বিতর্কের প্রধান অস্ত্র হলো যুক্তি। পক্ষে বা বিপক্ষে শক্ত যুক্তি দিতে হবে।বহু কাল আগে লাইলি মজনু কি করেছিলো সেটা দিয়ে তো ২০১৩ সাল চলবে না, তখনকার সময় মেয়েরা ঘর থেকে বের ই হতে পারতো না। কিন্তু এখন সমসয় বদলেছে,বদলেছে আমাদের চিন্তাভাবনা।বদলেছে ভালোবাসার ধরনও।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সাবাশ।! দারুন। লুতুপুতু জবাবের চাইতে বাস্তব ও গ্রহন যোগ্য জবাব দিয়েছেন আপনি। এখন পর্যন্ত আপনিই এগিয়ে আছেন। ;) :)

৫২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

ইন্সিত বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: সবাই এক না মিয়া / / কতিপয় ললনা উত্তম আখলাকের অধিকারী

হ, ঠিক কথা। যাদের বউ বা গার্লফ্রেন্ড ব্লগে আছে তারা এইরকম বলতে বাধ্য। তথাপিও .০১ % ললনা উত্তম আখলাকের অধিকারী।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা হা। যাদের বউ বা গার্লফ্রেন্ড ব্লগে আছে তারা এইরকম বলতে বাধ্য


তবে বাকি যেটা বললেন, সেটা মানতে পারলাম না। :) বর্তমান সময়ে সকল সম্পর্কে শর্ত এবং স্বার্থ আগে স্থান পায়। তাই এত সমস্যা। তবে আমাদের মধ্যে ভালো মানুষের সংখ্যাই বেশি। :)

৫৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:

যখন আমার ঘরেতে আঁধার নেই এক ফোঁটা কেরোসিন
পাওনা দারের অভিশাপ ঝেলে বুড়ো বাপ
তখন আমি তোমার সাথে পারবনা খেতে চাইনিজ বা চাওমিন
হেই তুমি কি আমায় ভালবাস
যদি না বাস তবে পরোয়া করিনা

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নচিকেতা!!!!!!!!!!!!!!!!!

৫৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: কিছুই বুঝলাম না, একটা চিরন্তন সত্য জিনিস নিয়ে বিতর্কের কি আছে? :-B


রবি টেলিকমের ভাষায়, Truth মানে সত্য, আর Universal Truth মানে সেইরাম সত্য ! =p~

৫৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫০

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ভালোই তো বিতর্ক/আড্ডা চলছে।
চা-সিগারেটের ব্যাবস্থা থাকলে একটু আরাম করে বসতাম :D

৫৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

সমানুপাতিক বলেছেন: আমাকে নিয়ে আবার টানাটানি কেন? /:) /:) /:)

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা হা , আসলেই তো!!!!!
আপনাকে নিয়েই টানাটানি হচ্ছে!!!!

৫৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

লিন্‌কিন পার্ক বলেছেন:
আবার জিগায় ! /:)

৫৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৫

স্বপনবাজ বলেছেন: মেয়েদের ভালোবাসা নয় , মেয়েদের সস্তা প্রেম ছেলেদের মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক ! একমত না হলে কন যুক্তি নিয়া হাজির হই ! তার আগে একটু ধূম্পান করেন ! টপিক টা সেই রকম ! লজিক এলোমেলো করতে নিকোটিনের সাহায্য লাগবি ! তাই...

১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি ধুমপান ছেড়ে দিচ্ছি। :( :( :( :) :) :)

৫৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

নিকষ বলেছেন: সমানুপাতিক বলেছেন: আমাকে নিয়ে আবার টানাটানি কেন? /:) /:) /:)


=p~ =p~ =p~ =p~

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি হাসতে হাসতে গড়াগড়ি!!!

৬০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খালি ফাপড় বাজি!!!!!!! :-P :-P :-P :-P :P :P

৬১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

লক্ষ্মীপেঁচা বলেছেন: জদ্দুর দেখলাম বুঝলাম ..... মিনেসোটা ভাইজান চাপার উপ্রেই আছেন । :-& :-& :-& :-& চাপা মারতে মারতে চাপার দাঁত খুইলা না পইরা যায় হেই চিন্তায় আছি আমি /:) /:) /:) /:) /:) /:) /:)

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হে হে হে হে হে হে হে হে হে হে হে হে।
আস্তে আস্তে!!!

৬২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৪

ইন্সিত বলেছেন: হাল ফ্যাশনের আমলে পুরু মানিব্যাগ না হলে আপনার প্রিয় গার্লফ্রেন্ড / হবু বউ অথবা সস্থা প্রেমের প্রেমিকার আবার স্ট্যাটাস মেনটেইনে ছেদ পড়েতো।

বাবা/মা-র কাছ থেকে টাকা চেয়ে নেওয়ার চাইতে প্রেমিকের যেচে পাওয়া টাকা অদিক সহজলভ্য বলিয়াই প্রমাণিত।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :-B :-B :-B B:-) B:-) B:-) :> :> :|| :|| :|| :| :| :| :| #:-S 8-|

৬৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫

স্বপনবাজ বলেছেন: যে যাই বলেন যারা প্রেমের মজা বুঝে নাই, বা প্রেমে পড়ে নাই , বা ছ্যাকা খাইসে হুদাই তারা এই কথা বলে ! অবাক হইলাম যখন দেখলাম এই মহা গুরুত্বপুর্ণ বিষয় টি নিয়া কোন মানী লোক কিছু বলে নাই !
দেখেন অবস্থা !

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি এডা!!!!!!

৬৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭

নিকষ বলেছেন: ফেবু ওপেন করিয়াই, স্ট্যাটাস দেখিলাম,

"মেয়েরা প্রেম করে সুন্দর ছেলে দেখে আর বিয়ে করে প্রতিষ্ঠিত ছেলে দেখে"

আপনারা কি যে শুরু করিলেন?

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা। অতি বাস্তব সত্য কথা। :) :)

৬৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯

স্বপনবাজ বলেছেন: কোন মানী লোক এই বিষয় নিয়া এর আগে বানী দেয় নাই , গুগল মামু খুইজা পায়না , এখান থেকে যে সেরা বানী দিবে তাকে মনিষী উপাধি দেয়ার দাবী জানাচ্ছি !
একটাই দাবী !

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দাবি রে দাবি!!!!!

৬৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯

আশিক মাসুম বলেছেন: লক্ষ্মীপেঁচা বলেছেন: জদ্দুর দেখলাম বুঝলাম ..... মিনেসোটা ভাইজান চাপার উপ্রেই আছেন । :-& :-& :-& :-& চাপা মারতে মারতে চাপার দাঁত খুইলা না পইরা যায় হেই চিন্তায় আছি আমি /:) /:) /:) /:) /:) /:) /:)



হাহাহহা আপু আপনি না, খালি সত্যি কথা বইলা ফেলেন । কিযে করেননা :P :P ;)

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :) ;) :)

৬৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:১০

ভুল উচ্ছাস বলেছেন: সব মেয়েরা সিমিলার না, আর যেসব মেয়ে সিমিলার না আই মিন ছেলের মানিব্যাগ গুরুত্ব না দিয়া রিয়েল লাভ করে সেই মেয়েরা আরো ভয়াবহ, মে বি সারাদিন আপনার সাথে থাকতে চাইবে, যেটা বিরক্তিকর। /:)

৬৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:১১

অদ্বিতীয়া আমি বলেছেন: @স্বপ্নবিলাসী আমি X( X(



লাইলি মজনু লেখার সময়কাল 12 সেঞ্চুরি ।
মানিব্যাগের ব্যাবহার শুরু হয় আরও পরে । :> :> B-)) :D


@এ্যাপোলো৯০ আপু , আপনি ঠিক , মজা করার জন্য ই এমন বলা । :)

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা। দারুন! একদম ছবি সহ তথ্য নির্ভর জবাব।
দেখি কি রিপ্লাই আসে!!!

৬৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫

রহস্যময়ী কন্যা বলেছেন: মেয়েদের ভালোবাসা যদি ছেলেদের মোটা মানিব্যাগ এর উপরই নির্ভর করতো তাহলে তো আর কেউ স্কুলে বা কলেজে সমবয়সী কারো সাথে প্রেম করতো না যেটা আজকাল অনেক কমন........

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভুল বললেন, স্কুল কলেজের সমবয়সীদের প্রেম বাবার মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক ;) :P :P B:-) :-B :-B =p~ =p~

৭০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২০

লক্ষ্মীপেঁচা বলেছেন: আপ্নে কইছেন মেয়েদের ভালোবাসা ছেলের মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক।

আর আমি কইলাম

পলাগো ভালোবাসা মাইয়ার অর্থ উপার্জনের ক্ষমতা ও মাইয়ার বাপের টেকার সমানুপাতিক

একটু ব্যাখ্যা দেইঃ

১)আজকালকার পোলারা প্রেম করে মাইয়া ভালো কোথাও জব করে কিনা সেইটা দেইখা ।

২) মেয়ের সাথে প্রেম শুরুর দুই একদিনের মধ্যেই মেয়ের ফ্যামিলির ডিটেইল চামে চিপায় যাইনা লয়। :-&

৩) ছেলের যেটুকু যোগ্যতা তার দ্বিগুণ যোগ্যতার মেয়ে খুজে প্রেম অথবা বিয়ে করতে। X((

৪) ঠিক তেমনি ছেলের পরিবারের আর্থিক অবস্থা যা ঠিক তার দ্বিগুণ ভালো আর্থিক অবস্থাসম্পন্ন পরিবারের মেয়েকেই বর্তমানে ছেলেরা প্রেম অথবা বিয়ে করতে চায়। X(

৫) আজকালকার ছেলেরা জি এফ / বউ চায় কর্মজীবী নারী । মেয়েকে ঘরে বসে ঘরকন্যা করতে দিতে ছেলেরা একদম নারাজ। অনেকটা কাজের বিনিময়ে খাদ্য টাইপ :(

আর কিছু কইলাম না /:) /:) /:) /:)

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! বাহ! বেশ বেশ!!! দারুন!!!! সুন্দর যুক্তি
দেখি এর বিপক্ষে কি আসে!!!

৭১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২১

মিনেসোটা বলেছেন: লক্ষ্মীপেঁচা

আপনি মেয়ে হলে তিনদিন সময় দেন, এমন প্রেমের সবক দিয়ে দেব, ঘর সংসার ছেড়ে আমার সাথে রাস্তায় চলে আসতে চাইবেন ;)

৭২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৩

মিনেসোটা বলেছেন: প্রেমিকাদের জন্য একটা কবিতা আরজ করি


"আছেন নাকি কোন হৃদয়েশ্বরী, লাস্যময়ী ?
চাইলেই পাবেন এই মনটাকে
খেলবেন ফুটবল, তারপরে নাহয় ফেলে দিলেন ফুটপাতে
(নাহয় তখন আর কেউ কুড়িয়ে নেবে)
তারপরও হতে চাই দাসানুদাস আপনার

নাহয় সাময়িক, ভাল না লাগলে পয়সা ফেরৎ
গ্যরান্টিযুক্ত ভালবাসা দেব
চিকেন ফ্রাই, কোক আর চাইনীজ তো আছেই
মাগনা চাইলে দু-একটা চুমু, বাকিটা যাচাই করে দেখবেন
আর যদি ভাল লাগে, দাসখত লিখে দেব তিন জনমের তরে,
(তবে পরজনমে আমাকে খুজে নেবার দায়িত্বটা আপনারই থাক)

আছেন কোন হৃদয়হরিনী, মায়াবিনী, অন্তঃপূরবাসিনী?
নারীমুক্তি বা হিজাবওয়ালী, বিবাহিতা ও ডিভোর্সওয়ালী
রবীদা বা তিশমার ফ্যান, গুলশান বা আজিজের কবি
যা চান হতে পারেন, দাস হিসেবে শুধু আমাকেই নেন!

পাগলা গাতক জেমস গেয়েছেন, দ্যাশে ভালবাসা নাই
আমি কজমো থেকে ওয়েস্টিন হয়ে, গুলিস্তান টু গুলশান চড়ে বেড়াচ্ছি
কেউ কি আছেন? কাছে ডেকে প্রমান দেবেন, জেমস শালা মিছা কথা কয়?
এবুকে ভালবাসা আছে, সেটা যদি না পাই,
এটুকুই আবেদন, সাময়িক বান্ধবী হিসেবে আপনাকেই চাই
"

৭৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৫

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




"অদ্বিতীয়া আমি" আপু, আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের ফল কতটা পারফেক্ট এটা নিয়ে তর্কে না গিয়ে ঘুমাতে যান!! ;) B-)) তবে মজনুর ম্যানিব্যাগ না থাকতে পারে, তার পকেটে বহুত ট্যাকা ছিল- এটা তো স্বীকার করবেন?? ;) নাকি এত রাত্রে আবার উইকিতে ঝাঁপাইয়া পড়বেন জামায় পকেট আবিস্কারের কাহিনী উদ্ধারের জন্য!!!! ;) B-))

৭৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৫

এ্যাপোলো৯০ বলেছেন: আমি তোমাকে কত্ত ভালোবাসি,কোনোদিন টাকা চেয়েছি তোমার কাছে???সেদিন তুমি আমাকে এটা সেটা কিনে দিলে কতবাআআআআআআআআআআআর নিষেধ করলাম তবুও শুনলে না তুমি
আর খালি মাঝে মাঝে নিচে যেতে ভালো লাগে না বলে তোমাকে দিয়ে ফ্লেক্সি করাই, আর মাঝে মাঝে তোমার সাথে একটু লান্চ করতে যাই,আর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি,এইতো। তোমার যদি খারাপ লাগে তো বলে দিও।আমি "একজন আরমান"এর সাথে বের হবো

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :!> :#> :#> :#> :#>
থাক থাক এইগুলো বলতে হয় বেইবী। ;) শরম শরম।

আর আরমান তো তোমার ছোট ভাই এর মতই। ভাইয়ের সাথে ঘোরাঘুরি তো ভাল। ;) পারিবারিক বন্ধন দৃঢ় হয়। ;) :P :P :-B B-) ;)

৭৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬

নোবিতা রিফু বলেছেন: আমি বহুত আগেই ব্লগে একবার ডিক্লিয়ার করেছিলাম যে আমার বেশিরভাগ রেস্টুরেন্টের বিল আমার উনি দেয়... তাইলে আমি বিতর্কের কোন টিমে খেলমু? :!> :#> :-B

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা। তুমি বিজয়ী। তুমি আমার টিমে খেল!!!!!!!

৭৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৭

লক্ষ্মীপেঁচা বলেছেন: আস্তে কিউ ???? দাঁত যদি অক্ষনতরি না ভাঙছে তো কি কইছি । :#> দেখেন গিয়া বান্দরিরে থুক্কু বান্ধবিরে ফুন দিসে আর বান্দরি থুক্কু বান্ধবি পেলেনে ডাক্তার নিয়া ছুঁইটা গেছে তার চাপার দাঁত বান্দাইতে :-< :-< :-< । তাও যেই সেই দাঁত না এক্কেরে সোনা দিয়া বান্দানু দাঁত /:) /:) /:)

বিশ্বাস না হইলে জিগান হেরে /:) /:) /:)

৭৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

নোবিতা রিফু বলেছেন: হায় হায়, এই কালজয়ী পোস্টে দেড়শটা কমেন্ট আর একটাও প্লাস পড়ে নাই! :-* চিন্তা নাই, রিফু ইজ হেয়ার... B-) কমপক্ষে দেড় দুইটা প্লাসের ব্যবস্থা আমি নিজেই কৈরা দিবো ইনশাল্লাহ... ;)

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওহ নোবিতা!!!!!!! তুমিই আমার আশা ভরশা!!!!!

৭৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




"রহস্যময়ী কন্যা" আপু, এখনকার স্কুল-কলেজ পড়ুয়া ছেলের পকেটে যে পরিমান টাকা থাকে তা ঐ পোলার সমবয়সী গার্লফ্রেন্ডের জন্য যথেষ্ট!!! ;)

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~

৭৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

অনীনদিতা বলেছেন: আড্ডা বহুত হইছে,এখন কিছু খেয়ে নেন:)
নেন সবাই ঝাল মুড়ি খান;)


এই ঝাল মুড়ি কে বানিয়েছে জানেন?;)
দেখেন ছবি;)

বলেনতো দেখি এইটা কে?


থাক ভাবতে হবেনা;)
এইটা লেখক নিজে;) :P :P

কাল্পনিক মুড়িওয়ালা :P :P

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মুড়ি খাওয়াইলেন, সাথে চা ও খান সবাই। ভালো করে দেখেন আমাদের ব্লগার অনিনদীতা নিজ হাতে আপনাদের জন্য চা এর পাতা তুলছেন। সেই কারনে আমরা চা এ চিনি ব্যবহার করি নি। স্পর্শেই মিষ্টি হয়ে গিয়েছে।

৮০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

স্বপনবাজ বলেছেন: @ লক্ষীপেচা : সমঅধিকার চাওয়ার সময় এগুলা মনে থাকেনা !

৮১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




"লক্ষ্মীপেঁচা" আপু আপনার মন্তব্য-১১৪ এর ব্যাখ্যার সাথে কোন পাল্টা যুক্তি প্রদর্শন না করেই সরাসরি প্রত্যাখান করলাম!!! দেখি আমাকে ক্যাম্নে আপনার যুক্তি মানাইতে পারেন!!! (তালগাছবাদী পোলার ইমো হইবে) /:) B-) B-))

৮২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৫

লক্ষ্মীপেঁচা বলেছেন: হায়রে মিনেসোটা /:) এমুন নামের শানে নুজুল খানা কি কইনছেন দেহি । মনে লয় মিনেসোটা না হিংসুটা /:)

জাউজ্ঞা .... আফনে যে প্লেবয় ফুরুষ মানুষ এইডা আমগোর বুঝতে কুনো বাকি নাই :-& :-& :-& :-& :-& :-& :-& । আফনে রাস্তাত থাহেন নি ? :-& :-& :-&

মিনেসোটা আফনে দৌড়ের উফ্রে থাহেন । বুইজ্জেন্নি ।

৮৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৭

অদ্বিতীয়া আমি বলেছেন: @ স্বপ্নবিলাসী আমি :-0 :-0 :-0 , আপনে ই বরং নেটে সার্চ দিয়ে গল্পটা পইড়া আসেন । মজনুর টাকা পয়সা ই ছিল না ।

যাই হোক , অনেক মজা পেলাম পোস্টের কমেন্ট গুলো পড়ে ।

৮৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৪০

মিনেসোটা বলেছেন: পৃথিবীর সেরা সেরা প্রেমিকারা, রাধা, লাইলী, শিরি, জুলেখা, জুলিয়েট সবাই প্রেমের জন্য ঘর ছেড়েছে। প্রেমিকের হাত ধরে রাস্তায় আসতে যে মেয়ে রাজি না, তার প্রেম দুই নাম্বার।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে! ভাই তো মনে হয়, তামাতামা কইরা ফালাইছেন!!!!!

৮৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৪২

অনীনদিতা বলেছেন: করো শুধু কিপটামি
খরচ করনা একদমই
ভাবছো কি তুমি
সব মেনে নেব আমি

চিকেন ফ্রাই খাইতে চাই
পিজা হইলেও মানা নাই
শপিং এ নিয়া যাবা
এটা সেটা কিনা দিবা

দিবা অনেক সারপ্রাইজ
হইবো তোমার পকেট সাইজ
ভালোবেসে হবা দেউলিয়া
ঘুরতে নিয়া যাবা আসুলিয়া

যদি এমনটা না করো
তবে আমার পেছন ছাড়ো
অনেকে আছে লাইনে
কিপটে আমি চাইনে
করলাম তোমায় পাস্ট
দেখি কাকে করা যায় ফার্স্ট
;) :P

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওরে কবিটা!!!!!!!!!!!!
:P :P :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~
দিবা অনেক সারপ্রাইজ
হইবো তোমার পকেট সাইজ
ভালোবেসে হবা দেউলিয়া
ঘুরতে নিয়া যাবা আসুলিয়া

হা হা হা হা হা হা হা হা হা
জটিল!!

৮৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৪

রহস্যময়ী কন্যা বলেছেন: আজকাল কিন্তু এর উল্টাটাও হচ্ছে.......অনেক ছেলেই দেখা যায় যে বড়লোকের মেয়ে দেখে প্রেম করে আর মেয়ের থেকে টাকা নেয় এবং শ্বশুরের টাকায় বড়লোক হবার স্বপ্ন ও দেখে...সেখানে কি এটা বলা যায় না যে..ছেলেদের ভালোবাসা মেয়ের বাবার মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক :P :P

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অবশ্যই হইতে পারে। বুঝেন না, পোলাপাইন কি বেহুদাই ইনভেস্ট করবে নাকি ;) ;) ;)

৮৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫

এ্যাপোলো৯০ বলেছেন: পোলাপাইন আজাইরা কথা কয় কেন??
এরা মনে হয় প্রেম বুঝছে কিন্তু ভালোবাসা বুঝে নাই

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই। তুমি আর আমি ই তো উদহারন!!!! মুখে মুখে রটে যাবে, আমাদের প্রেম কাহিনী ;) ;)

৮৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫

মিনেসোটা বলেছেন:
রাধা কি চেয়েছিল চিকেন ফ্রাই খেতে?
জুলিয়েট কি চেয়েছিল শপিংমলে যেতে?
দুষ্টু মেয়ে, ভালবাসা দিতে কিপটেমি করিনি কখনো
ভালবাসাটাকে ছুড়ে ফেলে তুমি কেবল পয়সাটাকেই চেনো?

৮৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

কাল্পনিক মুড়িওয়ালা থুক্কু কাল্পনিক ভালোবাসা ভাই একটা কাল্পনিক ট্রফির ব্যাবস্থা করেন যে বিতর্কে জয়ী হবে তাকে দিতে হবে।

এখন পর্যন্ত যা দেখছি তাতে করে এই পোষ্ট এ শেষে না আবার রাজনৈতিক মোড় নিয়া ফালায় সেটা খুব সাধারন ব্যাপার হইলেও হইতে পারে।

আর যদি নাও লাগে আমি একটু লাগাই দিয়া যাই

যেনারা এই তর্কের বিপক্ষে কইতাছেন হেরা হইলেন ভালোবাসার পক্ষের শক্তি
আর যেনারা এই তর্কের পক্ষে কইতাছেন হেরা হইল

"তুই হাহাকার, তুই হাহাকার" মানে ভালোবাসার বিপক্ষের শত্রু।

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা সবাই বিজয়ী হব ইনশাল্লাহ! ;) :)

আপনি রাজনৈতক চাল নিয়ে দুরে থাকেন মিয়া। আপনার অশুভ উদ্যেশ্য আমরা কখনই বাস্তবায়ন হতে দিব না।

হু হা হা হা হ।

৯০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৭

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




"অদ্বিতীয়া আমি" আপু, কন কি??!! B:-) মজনুর বাপরে বহুত রিকুয়েষ্ট কইরা মজনুরে যে মাঝে মধ্যে ট্যাকার ইন্তেজাম কইরা দিতাম, ঐটা উইকিতে লেখা নাই!!!??? B:-) B:-) ;) আহারে ইতিহাসের এই বিকৃতির জন্য ধরা খাইয়া গেলাম!!! :(( :(( B-)) ;) ঠিক আছে, আপনাকেই জয়ী ঘোষনা করলাম। তবে ইতিহাস সাক্ষী থাকল যে কতবড় মিথ্যাচারের কারনে "স্বপ্নবিলাসী" নামের পোলাটা ধরা খাইল!!! :(( :((

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~

৯১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৫২

এ্যাপোলো৯০ বলেছেন: কান্ডারি , তুমি কিন্তু এসব কথা বলবা না। একে তো আমার জন্মদিনে কম দামি মোবাইল কিনে দিছো।হোক না হয় শুধু তোমার সাথে কথা বলার জন্য,তাই বলে কি একটা আই ফোন দেওয়া যেত না ??

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ;) ;) ;) :)

৯২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আমার বৌ বলেছে মরতে হবে জীবন রাখতে পারব না
রেল লাইনে বডি দেব মাথা দেব না

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চামে চামে কাহিনী করেন, আবার বড় বড় কথা না?? :P :P :P =p~ =p~ =p~ =p~

৯৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৬

আশিক মাসুম বলেছেন:



হায় কেও কেও লাখ টাকার বিনিময়ে GF চায়, আফসুস আর আফসুস
( আপনেরা সিরিয়াস লি নিয়েন্না মজা করলাম :P :P =p~ =p~ =p~ )



@ লেখক পছন্দ না হইলে ডিলেট করতে পারেন মাইন্ড করুম না :P =p~

১২ ই মার্চ, ২০১৩ রাত ২:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা হা হা হা

ধুরও মিয়া! এইডা একটা কাম করলা!!! এইভাবে ভরা মজলিশে!!!!! তুমি না পোলাডা!!!!!

৯৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৬

অদ্বিতীয়া আমি বলেছেন: =p~ =p~ =p~ =p~ :P

৯৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৮

মিনেসোটা বলেছেন: কি যে বলেরে ছেলেপুলে, কয়েক লাখ টাকা তো পানি গরম করতেই লাগে, ওয়েস্টিন কি মাগনা ??

১২ ই মার্চ, ২০১৩ রাত ২:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কিসের কথা বলছেন আপনি?

৯৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:০০

রহস্যময়ী কন্যা বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
যেনারা এই তর্কের বিপক্ষে কইতাছেন হেরা হইলেন ভালোবাসার পক্ষের শক্তি
আর যেনারা এই তর্কের পক্ষে কইতাছেন হেরা হইল

"তুই হাহাকার, তুই হাহাকার" মানে ভালোবাসার বিপক্ষের শত্রু।

:P :P :P

১২ ই মার্চ, ২০১৩ রাত ২:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভ তে ভালোবাসা
তুই হাহাকার তুই হাহাকার
ভ তে ভ্যালেন্টাইন
তুই হাহাকার তুই হাহাকার

৯৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

@ এ্যাপোলো৯০, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী
তুমি হৃদয়ের তালা
মানিব্যাগের পুরুত্ব নয় যে আমার ভারী
কিনে দেব তোমায় ফুলের মালা
কন্যা ফিরা চাও চল আমরা ভালোবাসি

৯৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:০৮

সমানুপাতিক বলেছেন: মিনেসোটা বলেছেন:
রাধা কি চেয়েছিল চিকেন ফ্রাই খেতে?
জুলিয়েট কি চেয়েছিল শপিংমলে যেতে?


মিনেসোটা , আপনি এগিয়ে চলেন, জনগণ আছে আপনার সাথে ।
খাঁটি প্রেমের অপবাদ দেক্তারিনা ।

৯৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:০৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: এই ফুস্ট দেহি ইতিহাসের খাতায় নাম লেখাইবো।;) সব লুলের আসর বৈছে :)
আমি আইছিলাম যে এইডা যাতে কেউ না জানে ;) কাল্পনিক ভাই
তয় আমি যা কৈছি ডরাইয়া কৈ নাই B-) কথা সইত্য

আরমান মিয়ার পারফর্ম্যান্স আইজকা ভালানা :( তামিম মিয়াও গায়েব।নোবিতা মিয়াও বান্ধা :( বেঈমান গায়েব,ঘুড্ডিরে বউয়ে ধরাইছে।মানিক মিয়া চাকরি নিয়া বিজি। সামু বুঝি সাধু সন্যাসি গো ব্লগ হৈয়া গেলো :(

১২ ই মার্চ, ২০১৩ রাত ২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
ভাই এডি কি কইলেন, আরমান মিয়ার পারফ্যরমেন্স ভালো না। হেতের তো মনের উন্নয়ন কাম চলতেছে।

বাকিদের না দেইখা আসলে খুব কষ্ট পাইছি। তারউপর আপনেও নাই। আমি একা মানুষ কেমনে কি! তয় বিখ্যাতদের অবর্তমানে তরুনরা বেশ ভালো পারফরম্যন্স দেখিয়েছেন।

আর আপনি যে বেদ বাক্য দিয়েছেন, আমিও তাহা মানি!!! ;) :)

১০০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:১২

ভুল উচ্ছাস বলেছেন: চেয়ারম্যান সাব, মাইয়া মাইনসের সাথে তর্ক কৈরা জিতছে এমুন কেউ আছেন নি?

দেখাইতে পারবেন কন?


হেতেরা এনি হাউ, লজিক , এন্টি লজিক, নাকের পানি, চোখের পানি এক কৈরা হইলেও তাল গাছের দখল নিবেই।


তাই হেতেগো কিছুই কইলাম ন।


জিতুক, তাও যার যার ঘরে শান্তি রক্ষা করুক।

১২ ই মার্চ, ২০১৩ রাত ২:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লাইক। সুপার লাইক।
কি খাইবেন কন। =p~ =p~ =p~ !:#P !:#P !:#P :-B :-B

১০১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:১৩

এ্যাপোলো৯০ বলেছেন: হায়রে হায় কান্ডারি শুনালো এ কোন কথা
কথা শুনে হৃদয়ে জেগে উঠলো পুরানো ব্যাথা :(
চাইনা আমার মানিব্যাগ ,চাইনা ফুলের মালা
বাসবো ভালো তোমায় যদি দাও শাড়ি ,চুড়ি আর বালা :P

১০২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:

@ এ্যাপোলো৯০

কিনে দিব রেশমি চুড়ি
চলে যেওনা বাপের বাড়ি
আলতা দেব, কাজল দেব আনব গরুর গাড়ি
তবু কেন প্রেমের জন্য কর বাড়াবাড়ি

১০৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২১

ভুল উচ্ছাস বলেছেন: আপাতত একটা বেনসন লাইট হইলেই চইলত। :)

১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নেন, এক প্যাকেটই দিলাম। :)

১০৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:২৪

মিনেসোটা বলেছেন: এই খানে ইংগিতের কি দেখলেন, যা বলার ডাইরেক্ট বলা হয়েছে

১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাহলে এমনটা আপনি বলবেন না। কারন মজা করতে গিয়ে ব্যাপারটা বেশি বেশি হোক তা আমি চাই না। আশা করি বুঝতে পেরেছেন।

১০৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: খাইছে ! আমি তু পুস্টে নয়ন বুলাইতেই মিস্টেক খাইছিলাম।লুলদের সাথে পাল্লা দিয়ে আমাগো আফামনিরা যে হারে আড্ডাইতাছেন বুঝা যায় সামু মেলা দূরে আউগায়া গেছে।এই জন্যই কবি চের্মেনানন্দ বলেছিলেন

একদিন আসবে সুদিন, লুলেদের হবে জয়
আজিকে সেদিন ওরে,কর লুলামি ছেড়ে ভয় ;)

১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একদিন আসবে সুদিন, লুলেদের হবে জয়
আজিকে সেদিন ওরে,কর লুলামি ছেড়ে ভয়

মারহাবা মারহাবা!!!!!!!!!!
কবি চের্মেনানন্দ এর জয় হোক।!!!

১০৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৪১

আশিক মাসুম বলেছেন: আহা মজারে মজা, কেউ এক জন নিজের লুলামি ময় কাব্য দিয়ে এবং তার প্রোফাইল এর পোষ্ট দিয়ে নিজেকে লুজার প্রমানিত করিতে সামর্থ হয়েছেন সবাই বলেন মারহাব :P :P :P


কোথায় যেন পড়ে ছিলাম মানুষ তাই বলে চাপা মেরে শান্তি পায় , যা সে কোন দিন পায়না। বড়ই আফসুসের বিষয় =p~ =p~ :-P

এসব দেখিয়া সেই লুজার প্লে ব্যের জন্য আমার কিঞ্চিৎ মায়া হইলো। ;) ;)

১০৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৫

মাক্স বলেছেন: কই ছিলাম এতক্ষণ? :(

১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটা তো আমারো প্রশ্ন!!!

১০৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৫১

অনীনদিতা বলেছেন: একদিন আসবে সুদিন, লুলেদের হবে ক্ষয়
আজিকে সেদিন ওরে,ছেড়ে লুলামি কর ভয়

এইটা কেমন হলো?;)

১০৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৩

মাক্স বলেছেন: মাইনাচ X(X( @অনীনদিতা

১১০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৪

মাক্স বলেছেন: লুলদের জয়
চিরদিন হয়:P:P:P

১১১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:১০

আরজু পনি বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :-B :-B :-B B:-) B:-) B:-) B:-) :|| :|| :| :| B-) :P

১১২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৪

মাক্স বলেছেন: এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে! হাসতেই আছি :P:P:P:P:P

১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাসবা না! মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন। =p~ =p~ =p~ :P :P :P :P :P

১১৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:২১

তিমিরবিদারী বলেছেন: কমেন্টগুলো পড়তে পড়তে পেটের চামরা ব্যথা হয়ে গেল। /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:) দেখি শেষে কোন দল জিতে। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই, কাউরে বিজয়ী ঘোষনা দেয়া মানে হইল একটা যুদ্ধ সৃষ্টি করা আর কি। ;) :)

১১৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:২২

ধূসরধ্রুব বলেছেন: অনেক সময় কিন্তু ছেলেদেরও ভালোবাসা মেয়েদের পার্সের পুরুত্বের সমানুপাতিক । সো খুব খিয়াল কইরা ;) ;)

১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, খেয়ালেই আছে!!

১১৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৪

মিনেসোটা বলেছেন:

ছি ছি, আধাপেট খাওয়া পোলাপান গার্লফ্রেন্ড এর শপিং বজায় রাখার জন্য শেষমেষ রোজা রাখা শুরু করলো নাকি? মেয়েদেরকে ভালবাসা দিয়েই জয় করতে হয় রে বোকারাম, যে মেয়েকে শপিং করার টাকা দেয়ার জন্য খালি পেটে থাকে, টাকা ফুরালে সেই মেয়েও ফুরুৎ করে আমার মতো সাচ্চা দিলের প্রেমিকের কোলেই উড়ে আসবে ;)

১১৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৬

কাজী মামুনহোসেন বলেছেন: আমি নেগেটিভ পজিটিভ সবার চৌদ্দ গোষ্ঠির পক্ষে, আমার ব্যাক্তিগত কোন মন্তব্য নাই জনাব, কারন একেকটা নিরপেক্ষ মন্তব্য সমান এককটা কোপ............... :D :D :D :D


(জনাব আমি কোপকে ভয় পাই না সরকারকে ভয় পাই, কারন সরকার কোপের বিপক্ষে কোন পদক্ষেপ নিচ্ছে না)

১১৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৪

বনলতা মুনিয়া বলেছেন: ভালুবাসা ভালু না.................
:( :( :( :( :(

১১৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৬

টানিম বলেছেন: আমার মানিব্যাগ তো পুরু কিন্তু আমার তো মেয়ে জোটে না । কি ফালতু কথা বলেন ?????

১১৯| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫০

আমিভূত বলেছেন: পোস্টে এত মন্তব্য ভালো লাগা একটাই ,আমি একটা দিয়ে দুইটা প্লাস।
মেয়েদের ভালোবাসা ছেলের মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক। বিতর্কে বিপক্ষে মত দিয়ে গেলাম , একজন বন্ধু হিসেবেও আমি কোনদিন আমার ছেলে বন্ধুকে রিক্সাভাড়া দিতেও দিতাম না পাছে লোকে বলে এই মেয়ে পকেটভারী ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করে , আর প্রেমিকা হইনি কারো তবু বলতে চাই মেয়েদের ভালোবাসা ছেলের ব্যাক্তিত্তের পূরুত্বের সমানুপাতিক মানিব্যাগের নয় ,সময় বদলে গেছে কাল্পনিক ভাই ।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সব কিছুই বদলেছে :) সময়ের সাথে সাথে সব কিছুই বদলেছে। আলোচ্য বিষয়ের সাথে কিছুটা দ্বিমত তো আছেই। সবাই তো আর এক নয়। যাদের বৈষয়িক চিন্তাভাবনা বেশি তারা নারীপুরুষ নির্বিশেষে এই ধরনের সমস্যায় পড়ে। ব্যতিক্রম চিরকালই থাকবে। তবে ব্যতিক্রম উদহারন নয়। :)

১২০| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯

এ্যাপোলো৯০ বলেছেন: কি ব্যাপার??? আমার এ.টি.এম বুথ পাচ্ছি না কেনো?????????

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তোমার কার্ড ভালো না। :) ;)

১২১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫

সিয়ন খান বলেছেন: মেয়েদের ভালোবাসা ছেলের মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক। সহমত :P :P

১২২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৬

একজন আরমান বলেছেন:
সেই দিন কি আর আছে?
দিন বদলাইছে না?
ছোট বড় ডাজেন্ট ম্যাটার। ;)
আর এপেলো ৯০ হলো আপনার ভাতিজির মতো। ;)

@ এপেলো ৯০ঃ

তোমার মুখে ফুল চন্দন পরুক। বল কবে কোথায় ঘুরতে যাবে? তোমার জন্য আমি ২৪ ঘন্টাই ফ্রি। ;) ;) ;)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে রাখ! যেখানে তোমার মনে উন্নয়ন কাজ দূর্নীতির কারনে বছরের পর বছর আটকে আছে, সেখানে নতুন কোন প্রজেক্টে হাত দেয়া খুবই লোভী আচরন। মনে রাখবে, মেয়েদের ভালোবাসা ছেলের মনের দূর্নীতির পরিমানের ব্যস্তানুপাতিক। ;) ;) :) :)




আর বাকি যা বললে তা কোন ব্যাপারই না। আফটার অল মানি টকস ;) ;) :)

১২৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

আমি সাজিদ বলেছেন: এই বিষয়ে বিতর্কের অবকাশ নেই।

মেয়েদের ভালোবাসা ছেলের মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক



ইহা একটি ধ্রুব সত্য বলে জানি।:)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :)

১২৪| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

মামুন রশিদ বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: এই ফুস্ট দেহি ইতিহাসের খাতায় নাম লেখাইবো।;) সব লুলের আসর বৈছে :)
আমি আইছিলাম যে এইডা যাতে কেউ না জানে ;) কাল্পনিক ভাই
তয় আমি যা কৈছি ডরাইয়া কৈ নাই B-) কথা সইত্য

আরমান মিয়ার পারফর্ম্যান্স আইজকা ভালানা :( তামিম মিয়াও গায়েব।নোবিতা মিয়াও বান্ধা :( বেঈমান গায়েব,ঘুড্ডিরে বউয়ে ধরাইছে।মানিক মিয়া চাকরি নিয়া বিজি। সামু বুঝি সাধু সন্যাসি গো ব্লগ হৈয়া গেলো :(


চিয়ারম্যান সাব@ জায়গা খালি থাকেনারে ভাই । দেখেননা অল্পলুল সাধু-সন্যাষী ব্লগাররাই পোস্টটাকে টাইনা দুইশ কমেন্ট পার করছে । পুরো পোস্টে লুলরসও কম ঝরায়নি । ;) :P

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হে হে হে হে হে। অতি সহিকথা!!!! ;) ;)

১২৫| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫০

ইখতামিন বলেছেন:

৯০০ বার পড়া হলো. ২১২ কমেন্ট, ভালোলাগা দিলাম ৩ নম্বর :||

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হে হে হে। :)

১২৬| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

অনীনদিতা বলেছেন: আড্ডা কি খতম হয়ে গেছে? :P :P
নাকি এখনো চলছে?:)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আসলে রাতের আড্ডা কি আর দিনে জমে?? তাই এখন সব মনে হয় পলায়ন। :)

১২৭| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১২

ইখতামিন বলেছেন:
@ অনীনদিতা:
আপনি কার সাথে আড্ডা দেবেন? :#> :P

১২৮| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

একজন আরমান বলেছেন:
এইটা কি হইলো?
আমার ফেবুর ইস্কিন সট ! /:) /:) /:)

আর আমি বেকার বইলা কি একটা প্রেমও করতে পারুম না? :| :| :(( :(( :((


কই গেলিরে সেলুকাসের বাচ্চা দেইক্ষা যা আমার মতো নাদান পুলা খালি একটা চাকরির লেইজ্ঞা প্রেম করতে পারতাছে না। ( ব্যাপক দুক্কময় আপচুচের ইমো হইবে )

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হে হে হে হে হে হে হে। ;)

১২৯| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

স্পাইসিস্পাই001 বলেছেন: Universal Truth টাইপ উক্তি নিয়ে আবার বিতর্ক কিসের .... :P ;) :P

১৩০| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

অনীনদিতা বলেছেন: @ইখনমিতা
আপনি কই ছিলেন কাল?
ভয়ে আগেই পলায়ন করেছিলেন নাকি?;)

১৩১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৩

ইখতামিন বলেছেন:
আমাকে তো কেউ ইনভাইট ই করে নাই.

১৩২| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! পোষ্ট এবং পোষ্টের কমেন্ট পড়ে হাসতেই আছি! =p~ =p~

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মিস করছেন ভাই। থাকলে আরো বেশি জমজামট হইত। মজার বিষয়, অনেকেই আবার ফান বুঝেন নাই। তারা আবার সিরিয়াস হয়ে আমাকে ইনবক্স করেছেন। হা হা হা। বিনোদন মানে পুরাই বিনোদন।

১৩৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

ফারজানা শিরিন বলেছেন: হরতাল জ্যামে পরীক্ষা সব জমে জমে গেছে !!!

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বহুত মুসিবতে আছি। :(

১৩৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০

মিনেসোটা বলেছেন: কবিতা লেখার পরে দেখি আমার ব্লগে নারী ব্লগারদের আনাগোনা বেড়ে গেছে, সবাই কবিতা ভালবাসে?

১৩৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

দূর্যোধন বলেছেন: হাজিরা দিয়া গেলাম ...... :)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে মিস করেছি! হরতাল নাইটে আপনাকে না পেলে আসলে জমে না। ;) :)

১৩৬| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬

নিস্প্রভ নীল বলেছেন: মজা পেলুম! :P

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :)

১৩৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭

শায়মা বলেছেন: আজকেও হরতাল নাইট.......


আজকের টপিক কি হবে ভাইয়া?

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, না আপু, আজকে আর দিব না। আগামি সাপ্তাহে দিব। ;)

১৩৮| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৯

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগল:+++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি তো মনে রাখতেই চাই। কিন্তু আপনার পোষ্টে তো দেখি কমেন্ট করা যায় না। :( মনে রাখার প্রমান দিতে না পেরে আমি বড়ই হতাশ!

১৩৯| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯

ভিয়েনাস বলেছেন: বিতর্কের ফলাফল কি বের হয়েছে নাকি এখনও বিতর্ক চলছে?? :D

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা আজীবন চলবে। ;) তবে চাইলে নতুন করে শুরু করা যেতে পারে। কোন সমস্যা নেই। ;)

তবে এখন পর্যন্ত দুই পক্ষই বেশ সুন্দর অবস্থান বজায় রেখেছেন।

১৪০| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬

নেক্সাস বলেছেন: মেয়েদের ভালোবাসা ছেলের মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :P :P :P :P

১৪১| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮

এম হুসাইন বলেছেন: ভালবাচা ভালু না রে মমিন...... বহুত খ্রাপ :-* B:-) ;) =p~




তয় ফলাফল কি হইল ভাইজান?

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অল্পের জন্য মনে হল ড্র হচ্ছে না। ;)

১৪২| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০

মেহেরুন বলেছেন: কিছু পোড়া দেহ ... কিছু জীবনের অর্থহীন সমাপ্তি

১৪৩| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭

শীলা শিপা বলেছেন: বেশ ভাল লাগল।অন্যরকম 8-|

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওহ! তাই বুঝি! তা কি রকম? ;)

১৪৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২

ShusthoChinta বলেছেন: আজকে তো হরতাল নাইট,চলবে নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.