নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
বুকের ভেতর জ্বলছে আগুন,
চারিদিকে বইছে ফাগুন।
সে আগুনে পুড়িয়ে যাও,
ভালোবাসার আস্তনা।
জ্বালো রে জ্বালো, হৃদয় জ্বালো।
জ্বালো জ্বালো জ্বালো রে জ্বালো
হৃদয় জ্বালো। হৃদয় জ্বালো।
দিয়েছি তো রক্ত,
আর দেব রক্ত।
হৃদয়ের রক্তে,
তুমি হবে সিক্ত।
ব্যর্থ সব হাহাকার,
এই মুহুর্তে হৃদয় ছাড়।
হৃদয় হৃদয় হৃদয় চাই,
ভালোবাসার হৃদয় চাই।
লড়াই লড়াই লড়াই চাই
লড়াই করে হৃদয় চাই
মিথ্যে আশার ভালোবাসা
সত্য আশায় বদলে যা।
তুমি কে আমি কে
ভালোবাসার কাংগালী
একশ্যন একশ্যন
ডাইরেক্ট একশ্যন
হৃদয়হীনার বিরুদ্ধে
ডাইরেক্ট একশ্যন।
র তে হৃদয়হীনা
তুই হাহাকার
তুই হাহাকার।
ভ তে ভালোবাসা
তুই হাহাকার
তুই হাহাকার।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আন্দোলনের স্লোগানের মত। এটা কি অনীনদিতা থেকে ইন্সপায়ারড কবিতা? অনেক ভাল লাগল।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুধু অনীনদিতা কেন হবে, আমি সবার থেকে ইন্সপায়াড!! এমনকি আপনার থেকেও স্বর্না
ভালো লাগতেই হবে।
৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০১
সানড্যান্স বলেছেন: হাহাহাহাহ!!! কার উপরে খেপলেন?
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা!
৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৩
একজন আরমান বলেছেন:
ভ তে ভালোবাসা
তুই হাহাকার
তুই হাহাকার।
চেনা চেনা লাগে তবু অচেনা
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি ভাবছিলাম এটা তোমাকে উৎসর্গ করব।
৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৪
জাকারিয়া মুবিন বলেছেন:
ভালবাসার গুষ্টি কিলাই টাইপ কবিতা।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে! গুষ্টি কিলাই !!!
৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৫
রহস্যময়ী কন্যা বলেছেন: তুমি কে আমি কে
ভালোবাসার কাংগাল
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :!> :!> :!> :#> :#>
৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৫
প্রিয়তমেষূ বলেছেন: ভ তে ভালোবাসা
তুই হাহাকার
তুই হাহাকার।
ভাল্লাগছে!!!!!!!!!!!!!!!!
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ।
৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৯
অনীনদিতা বলেছেন: ভালোবাসারে তো পুরাই হাহাকার বানিয়ে দিলেন
ক তে কাল্পনিক
তুই হাহাকার
তুই হাহাকার
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা, মারছে সে!!!
রাজাকারকে ঘৃনা করুন,
রাজাকারের মেয়েকে নয়
তেমনি
হাহাকারকে ঘৃনা করুন
কাল্পনিককে নয়। :#> :#>
৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০
স্নিগ্ধ শোভন বলেছেন:
র তে হৃদয়হীনা
তুই হাহাকার
তুই হাহাকার।
ভ তে ভালোবাসা
তুই হাহাকার
তুই হাহাকার।
ভাললাগা রেখে গেলাম।
+++
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :#> :#>
ধন্যবাদ।
১০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১
আশিক মাসুম বলেছেন:
এই জিনিশ ও দেখার বাকি ছিলো,
ক তে কা'ভা
তুই সেইরাম
তুই সেইরাম
বিঃদ্রঃ শ্লোগানের স্বার্থে তুই বলিতে বাধ্য হয়েছি , রাগ করিলে কাচ্চি খাওয়াতে আপনি বাধ্য থাকিবেন
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। ঠিক আছে। চলিবে।
:#> :#>
১১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬
একজন আরমান বলেছেন:
নাহ থাক। আর উৎসর্গ করে কাজ নেই।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিক আছে মাফ করলাম। যাও এখন পানি খাও। একটা শান্তির নিশ্বাস ফেল।
১২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯
অনীনদিতা বলেছেন: রাজাকারকে ঘৃনা করুন,
রাজাকারের মেয়েকে নয়
তেমনি
হাহাকারকে ঘৃনা করুন
কাল্পনিককে নয়।
ঠিক তেমনি
হাহাকারকে ঘৃনা করুন
ভালোবাসা কে নয়।
আবার এটাও বলা যায়
হাহাকার কে ঘৃনা করুন
হৃদয়হীনা কে নয়
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা! বেশ বেশ সুন্দর সুন্দর!
রক্ত প্রবাহে স্লোগান উঠেছে,
তোমাকে তোমাকে চাই!!!
১৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২০
দি সুফি বলেছেন: এইটা দিয়া ভালো একটা র্যাপ বানানো যাবে
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা হা হা হা হা
১৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হা হা হা.......................... ..... কঠিন ছ্যাকামাইসিন খাইলেন নাকি!
অনিন্দিতা আপুর সাথে একমত!
প্লাস++ মজা পেয়েছি।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নাহে! এই সব সহজ রোগে আমি কাবু হই না। রোগ শোক আমার জন্য নয়।
মজা পেতেই হবে! আমি বলে কথা।
১৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০
রাতুল_শাহ বলেছেন: পুরাই অস্থির............
অনেক অনেক ভাল লাগা রইলো।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ রাতুল ভাই।
১৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১
বাংলাদেশী দালাল বলেছেন: প্রজন্মের ভালবাসা চত্তরে এত হাহাকার চলিতেছে কেন?
বিষয় কি?
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কোন বিষয় নাই। তাই এত হাহাকার।
১৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: জ্বালো রে জ্বালো, হৃদয় জ্বালো।
জ্বালো জ্বালো জ্বালো রে জ্বালো
হৃদয় জ্বালো। হৃদয় জ্বালো।
কবি এত দেখি হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছেন
আমার শুধু স্বর্ণকমল চাই।
ভাল বাসা আছে একটাই
আর কিছু নাইরে নাই
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাই নাকি? ভাই, আপনি তাড়াতাড়ি করেন। নইলে কিন্তু কইলাম মেয়াদউর্ত্তীন হয়ে যাবে।
১৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: সিরাম লাগছে!
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ।
১৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৮
টানিম বলেছেন: আন্দোলনের স্লোগানের মত। এটা কি অনীনদিতা থেকে ইন্সপায়ারড কবিতা? অনেক ভাল লাগল।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, আন্দোলনের স্লোগান থেকেই নেয়া।
সামগ্রিক বিষয়টির সাথে আন্দোলনের স্লোগান ও কিছু বিখ্যাত কবিতা জড়িত।
২০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০২
জনী_দা _ফাজিল বলেছেন: তুমি কে আমি কে
ভালোবাসার কাংগালী
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
২১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:০২
লাবনী আক্তার বলেছেন: দিন আসলেই বদলায়া গেছে। লড়াই কইরা মন পাওয়া লাগে। লড়াই চালায়া যান।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কিচ্ছু করার নাই। জিনিস কম, মানুষ বেশি। লড়াই তো লাগবই।
২২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১০
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: তোমার আমার ঠিকানা
এই মুহূর্তে কমুনা। ।
একটা একটা প্রেমিকা ধর
ধইরা ধইরা বিয়া কর। ।
প্রেমিকার হৃদয়খান
মেইড ইন পাকিস্তান। ।
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা হা হা অস্থির
পুরাই অস্থির!!! হা হা হা
২৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮
লক্ষ্মীপেঁচা বলেছেন:
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মাইরালা আম্রে মাইরালা!!! হা হা হা হা
তয়ে আফনের কোমরে হাত দেওয়া পোজ ভালো হইছে।
২৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১
বটবৃক্ষ~ বলেছেন: র তে হৃদয়হীনা
তুই হাহাকার
তুই হাহাকার।
হা হা প গে...
একশ্যন একশ্যন
ডাইরেক্ট একশ্যন
হৃদয়হীনার বিরুদ্ধে
ডাইরেক্ট একশ্যন।
একশনটা কি ছিলো ভায়া???
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা হা কঠিন প্রশ্ন করেছেন।
একটা একটা প্রেমিকা ধর
ধইরা ধইরা বিয়া কর।
২৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
শান্তা273 বলেছেন: র তে হৃদয়হীনা
তুই হাহাকার
তুই হাহাকার।
ভ তে ভালোবাসা
তুই হাহাকার
তুই হাহাকার।
এত ক্ষ্যাপছেন কার উপর???
ক্ষ্যাপা কবিতা ভালো পাইলাম।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি আর কই ক্ষেপলাম। ক্ষেপছে তো জনগন।
২৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০
মামুন রশিদ বলেছেন: দিয়েছি তো রক্ত,
আর দেব রক্ত।
হৃদয়ের রক্তে,
তুমি হবে সিক্ত।
হাঃহাঃহাঃ হাসতে হাসতে শ্যাষ ।
আরো রক্ত লাগলে সাপ্লাই দিমু ব্রো.. কিন্তু ভালোবাসাকে আজ কল্পনার কবল থেকে রক্তে-মাংসে নামিয়ে আনতেই হবে
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা! সে কি শুভবানী!!!!! সে কি শুভ কামনা!
ধন্য ধন্য।
সংগ্রাম সংগ্রাম
চলছেই চলবে!
২৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চরম হইছে
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! ধন্যবাদ।
২৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩
নিশীপাখি বলেছেন: কবিতা টা লাকি আপার কন্ঠে শ্লোগান হিসেবে চমৎকার মানাবে
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে রাখেন লাকি!
আমরাই বা কম কি! আমাদের কন্ঠে শুনলে তো খবর আছে!
গায়ের লোম দাঁড়িয়ে যাবে শিহরনে শিহরনে!
২৯| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪
দুঃখিত বলেছেন: র তে হৃদয়হীনা
তুই হাহাকার
তুই হাহাকার।
ভ তে ভালোবাসা
তুই হাহাকার
তুই হাহাকার।
[/sb
হাসি তো থামতেছে না ভাই খালি হাসতেই আছি
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আসতে আসতে দম নিয়ে হাসুন।
৩০| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১
লক্ষ্মীপেঁচা বলেছেন: কস কি মমিন :/
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ! হাচাই মমিনা! পুরাই মাস্ত ড্যান্স
৩১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২
লক্ষ্মীপেঁচা বলেছেন:
তো ভাই আপনার সেই হারামজাদীর চউক্ষে কি কবতে খান পরছে ???
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ! মনে তো পড়ছে! আইয়া মনে হয় পইড়াও গেসে!!
৩২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫২
বাংলার হাসান বলেছেন: ভাল ++
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে অনশনী নিউক্লিয়াস ভাই যে!! শরীর কেমন? কোথায় এখন বারডেমে নাকি হাহা!
ধন্যবাদ ভাই।
৩৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮
রুদ্র মানব বলেছেন: পুরাই সেইরম হইছে
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই।
৩৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৩০
রোমেন রুমি বলেছেন:
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা! রেড স্যালুট বস!!
৩৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৪১
*কুনোব্যাঙ* বলেছেন: ছ্যাকা যখন খেয়েছি ছ্যাকা আরো খাব, তবুও এবার একটা প্রেম করে ছাড়ব ইনশাল্লাহ। এবারের সংগ্রাম ভালোবাসার সংগ্রাম, এবারের সংগ্রাম হৃদয় হরণের সংগ্রাম (মুষ্টিবদ্ধ হাতের ইমো)
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জয় প্রেম! জয় প্রেমের বন্ধু!
৩৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৩
ফালতু বালক বলেছেন: কাল্পনিক ভাই, কবিতা খানা তারে দেখান
হৃদয়হীনা অবশ্যই হৃদয়বতী হইয়া যাইবো, যান সিওরিটি দিলাম
তুই ছাড়া হৃদয়ে
খুব জালা
মাইরালা আমারে তুই
মাইরালা।
তবুও হাতটা ধর
আমার
তোকে শিখামু ভালোবাসার
গ্রামার।
কাব্যখানা আপ্নারে উতসর্গ করালাম
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা! সুন্দর সুন্দর !
আপনে বস মানুষ! সেই কবিতা ম্যান!!!
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
৩৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:০৫
বোকামানুষ বলেছেন: ভালবাসার মধ্যেও এখন জোর জবরদস্তি খাইছে
ভয় পাইছি
৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অধিকার থেকে হরন করলে তো দ্রোহ জেগে উঠবেই।
৩৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:৪০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এইডা কিছু হইলো ???
৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কোনডা!!!! মন্ত্রী সাব??
৩৯| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৯
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:
ভ তে ভালোবাসা
তুই হাহাকার
তুই হাহাকার।
চরম
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
৪০| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫১
স্বপনবাজ বলেছেন: সিরাম হৈছে ! তয় কাউরে ডেডিকেট করলেন না যে ! কারে জানি করার কথা ছিল ! আই মিন ... এডিট করেন এই দ্রোহের আগুন আমাদের জনি ভাই আর আরমান ভাইয়ের জন্য ! কবিতা পড়ার পর ওদের দুজনের চেহারা ভেসে উঠলো ! লোক গুলার কত কষ্ট ! এত হাহাকার যে সাগরে পা দিলে সাগর শুকিয়ে যায় !
৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা! শরম শরম। এই ভাবে বলতে হয় না। :#> :#> :#>
আমার কোন দোষ নাই।
৪১| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৭
এম হুসাইন বলেছেন: ৯ম ভাললাগা।
চ্রম হইছে............
+++++++++++
ভ তে ভালোবাসা
তুই হাহাকার
তুই হাহাকার।
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ হুসাইন ভাই।
এই ভ এর আগে কিন্তু কাল্পনিক নাই।
৪২| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৬
শিপন মোল্লা বলেছেন: আরে এতো কাহিনী আমি তো মিস করেই গেছিলাম।
যায় যাক মানিব্যাগের মানি
তবুও ভালোবাসা জানি দামি।
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে বাবা! যায় যাক মানিব্যাগের মানি!
তবু ভালোবাসা জানি দামি!!
হা হা! সে কি ডায়লগ!
৪৩| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২৩
নোমান নমি বলেছেন: এই তাইলে অবস্থা। দেশের পরিস্থিতি খুব খ্রাফরে ভাই।
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব খারাপ অবস্থা! এখন আপনি আমাদের এক মাত্র ভরশা!
আপনার নেতৃত্বে পু-জাতি সামনে এগিয়ে যেতে চায়।
৪৪| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭
বাবুরাম সাপুড়ে বলেছেন: জটিল রে ভাই ! জটিল !
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্য রে ভাই ধন্য।
৪৫| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৭
স্পাইসিস্পাই001 বলেছেন: হা হা হা হা .........
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
৪৬| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
শহীদ রুমি স্কোয়াড এর সাথে সংহতি প্রকাশ করে আমরা ক’জন প্রতীকী অনশন এর আয়োজন ও অংশগ্রহণ এর কর্মসূচী ঘোষনা করছি।
প্রতীকী অনশনের সময়সূচী ও স্থানঃ
১- আজ Eastern Time মার্চ ৩০ রাত ১২ টা থেকে অনশন শুরু হবে যে যার বাসা ও কর্মস্থল এ থেকেই শুরু করবে
২- আগামীকাল Eastern Time মার্চ ৩১, ২০১৩ বিকেল ৪ টায় ড্যানফোর্থ এলাকায় অনশন মঞ্চে অংশগ্রহণকারীরা অবস্থান গ্রহণ করবে এবং বিকেল ৫ টায় এই প্রতীকী অনশন শেষ হবে
নিয়মাবলীঃ
অনশন চলাকালে পানি খাওয়া যেতে পারে
আপনাদের মধ্যে যে কেউই আমাদের সাথে এই সংহতি প্রকাশ ও প্রতীকী অনশনে অংশগ্রহণ করতে পারেন – যদি করতে চান তাহলে নিম্নে Comment এ আপনার নাম দিন এবং উপরোক্ত সময়সূচী অনুসারে অনশন শুরু ও আগামীকাল আম্মাদের অনশন মঞ্চে চলে আসুন
~ প্রজন্ম কানাডা
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মন্তব্য করলাম।
আমার নাম কাল্পনিক।
৪৭| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৫
শীলা শিপা বলেছেন: কার জন্য এই হাহাকার?
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাকারের জন্য এই হাহাকার।
৪৮| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালবাসার শ্লোগান!!!!
কবে না জানি অবোধ প্রমিকেরা পথেই নেমে পড়ে এই সব অনবদ্য শ্লোগানকে জিন্দা করতে
হৃদয় দিবি কিনা বল?
নইলে এই গেলুম
নিশি, হিমি, জিন্নু বসে
লয়ে প্রেম কমল!!
আপনার দেখাদেখি প্রসব যন্ত্রনায় অস্থির হয়ে
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা। হা হা হা
সুন্দর সুন্দর হইছে!
৪৯| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮
শায়মা বলেছেন: হা হা
মজার!!!
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যাবাদ আপু।
৫০| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩
হাসান মাহবুব বলেছেন: হাহা! শ্লোগানমুখ ছড়া। দারুণ হৈসে! গুড আইডিয়া।
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরো আছে ভাই,
একটা একটা প্রেমিকা ধর
ধইরা ধইরা বিয়া কর।
অনেক ধন্যবাদ ভাই।
৫১| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৬
ঘুড্ডির পাইলট বলেছেন:
এইটা গান নাকি কবিতা ?
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইহা দ্রোহের গান!
৫২| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬
মাক্স বলেছেন:
৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জীভ দেখাইও না মিয়া।
৫৩| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার নাম কাল্পনিক জানা ছিলনা আজ আবার নতুন করে জানলাম।
অন্য কিছু লিখতে ইচ্ছে করছিল না তাই শেয়ার করলাম।
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
মন্তব্যে অনেক অনেক প্লাস ভাইয়া!!
৫৪| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯
জনি_ইংলিশ বলেছেন:
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
৫৫| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১
টুনটুনি সুখি বলেছেন: কাল্পনিক ভাইয়া কেমন আছেন ?
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী ভালো আছি। আপনি কেমন আছেন??
৫৬| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩
টুনটুনি সুখি বলেছেন: লেখাটা জটিল হইছে +++
৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
৫৭| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
শ্রাবণ জল বলেছেন: মজা পাইসি
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ
৫৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৯
আমিভূত বলেছেন: আমি কিন্তু বলব
র তে হৃদয়হীন
তুই রাজাকার
তুই রাজাকার।
ভ তে ভালোবাসা
আমি করি হাহাকার
শুধুই হাহাকার
কবিতায় ++
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহা. বুঝতে পারছি! কি ঘটেছে!
দূর হয়ে যাক হাহাকার!
দুর হয়ে যাক গ্লানি।
জয় হোক ভালোবাসার
৫৯| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
আমি তুমি আমরা বলেছেন:
র তে হৃদয়হীনা
তুই হাহাকার
তুই হাহাকার।
ভ তে ভালোবাসা
তুই হাহাকার
তুই হাহাকার।
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
৬০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭
ড. জেকিল বলেছেন: ভাই, প্রতিভার তো বিষ্ফোরন ঘটায়ে দিলেন ............
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। বলেন কি!
ধন্যবাদ।
৬১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬
একজনা বলেছেন: আপনার এমন ঝাঁঝালো কন্ঠের জ্বালাময় প্রেমস্লোগান আবেদন শুনিয়া প্রেমিকা বেচারি রেসিং কার এর গতিতে ছুটে পালাইলেও পালাইতে পারে
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তখন বলব, পালাবে কোথায়??
তারপর ধরে এনে বলব,
নাচো সুন্দরী নাচো!
যতক্ষন নাচবি
ততক্ষন বাঁচবি।
৬২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: আমি তো ভেবেছিলাম কবিতা এখন শুনছি গান..এরপর কি বলবা?ভাব লও?এইটা মহাকাব্য লেখছো তুমি তাইনা? কবি গো ভাত মারবার চাও?গীতিকার গো ভাত মারবারবার চাও।এতলোক মারবার চাও কেন?
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
৬৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:২৪
গৃহ বন্দিনী বলেছেন: ২২ এবং ২৩ নম্বর কমেন্টে প্লাস টু দি পাওয়ার ১০০০। (দুই জনে ভাগ কইরা নিয়েন ) @জনৈক গণ্ডমূর্খ এবং লক্ষ্মীপেঁচা । আপ্নেদের কমেন্টে প্লাস মারার লাইগাই লগ ইন করলাম।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! আপনি দেখি লগ ইন করতে পারছেন!
যাক ধন্যবাদ আপনাকে তারা পৌঁছে দিবে।
৬৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫
দানবিক রাক্ষস বলেছেন: =pওয়ান মোর।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
৬৫| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২
মেহেরুন বলেছেন: ১৬ তম ভালোলাগা রইলো।
০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ
৬৬| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
আমি ইহতিব বলেছেন: হা হা হা ভাইয়া, এমন ঐতিহাসিক কবিতা কেমনে লিখলেন? এটা কি শাহবাগে বসে লেখা?
দারুন হয়েছে।
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তওবা তওবা আপু! আমি শাহবাগী নই।
৬৭| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! নাইস।
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ
৬৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
এম হুসাইন বলেছেন: ভ এর আগে কিন্তু কাল্পনিক নাই
তাইলে এই হাহাকার কার জন্যে???
আর "ভ" এর আগে কাল্পনিক না থাকলে কিভাবে বুঝা গেলো যে ভালুবাসা হাহাকার?
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা।
এই খানেই কবি নিরব!!
৬৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪
জুন বলেছেন: এইটা কি যাকে লিরিকস বলে সেরকম কিছু নাকি কাল্পনিক
যাক তবুও + দিলাম
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহ! আপু ইহা হইল, আন্দোলনের প্রেমের ছড়া। যুব সমাজ আজ বিক্ষুব্দ।
তাই এই আন্দোলনের ছড়া।
৭০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭
এ্যাপোলো৯০ বলেছেন: এত হাহাকার ................. !!!!
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুধু তুমিই বুঝলে হে!!!!!
৭১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮
এ্যাপোলো৯০ বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: আমি তো ভেবেছিলাম কবিতা এখন শুনছি গান..এরপর কি বলবা?ভাব লও?এইটা মহাকাব্য লেখছো তুমি তাইনা? কবি গো ভাত মারবার চাও?গীতিকার গো ভাত মারবারবার চাও।এতলোক মারবার চাও কেন?
সহমত
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
ডাক্তার দেখাও।
৭২| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮
~মাইনাচ~ বলেছেন: কঠিন জিনিসতো
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
আপনাকে আমার ব্লগে স্বাগতম।
৭৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৬
অন্তহীন বালক বলেছেন: সেই রকম!!
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ
৭৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩
সিয়ন খান বলেছেন: ব্যাপক মজা পেলাম। অনেক ভাল হইচে ++++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ।
৭৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আরাম পাইলাম.......++
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওখন টেকা দেন!
৭৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬
ভুং ভাং বলেছেন: ক তে কবিতা
তুই চমৎকার
তুই চমৎকার
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। এটাই সবচেয়ে সুন্দর হয়েছে।
৭৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০
এরিস বলেছেন: ইয়াল্লা... এখানেও চিল্লাচিল্লি... !!
সুন্দর শ্লোগান হয়েছে
+++++
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ। ধন্যবাদ।
পাঠে কৃতজ্ঞতা।
৭৮| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:১৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: র তে হৃদয়হীনা
তুই হাহাকার
তুই হাহাকার।
ভ তে ভালোবাসা
তুই হাহাকার
তুই হাহাকার।
২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ
৭৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫
তওসীফ সাদাত বলেছেন: মজার তো !!
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
কালোপরী বলেছেন: