নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

গুচ্ছ কবিতাঃ যে চোখে পৃথিবীর শুরু আর শেষ।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬





শুধু তুমি হাতটা বাড়াও...



তোমাকে একটা মন কিনে দিব,

যেখানে সারাদিন বইবে এলোমেলো বাতাস,

আর উড়ে বেড়াবে মন ফড়িং।



তোমাকে একটা কপাল কিনে দিব,

যেখানে উঠবে চাঁদের মত লাল টিপ

সেই চাঁদের থাকবে না কোন কলংক।



তোমাকে একজোড়া চোখ কিনে দিব

যে চোখে হবে পৃথিবীর শুরু আর শেষ।

সেই পৃথিবীর সীমানা হবে কাজল পরিবেষ্টিত।



তোমাকে একজোড়া ঠোঁট কিনে দিব

যা হবে কোন এক মরুদ্যানের শীতল জলাধার,

যেখানে আকুন্ঠ পানের পরও পিপাসা থেকেই যায়।



তোমাকে একটা হৃদয় কিনে দিব

যে হৃদয়ে থাকবে চিরবসন্ত আর পাখির গান

যেখানে থাকবে শুধু আমি আর আমার বসবাস।



তোমাকে একটা জীবন কিনে দিব

যে জীবনে থাকবে না কোন বিরহ,

বিষন্ন, একাকীত্ব আর বিচ্ছেদের দূঃখ বিলাস।

শুধু তুমি হাতটা বাড়াও...।





সন্ধি



বেঁচে থাকার জন্য ফুলেরা সন্ধি করেছে আজ তোমার সাথে,

তুমি কথা দিয়েছ তুমি হাঁটবে না আর ফুলের বাগানে।

তুমি নাকি হাটো আর ফুলেরা সব অকালে ঝরে পড়ে।

কেউ ফুল কিনে না, কেউ ফুল ভালোবাসে না

শহরে নেই কোন ফুলের দোকান-

শুধু তোমাকে দেখার পরে।



সবার নাকি একটা তুমি চাই,

তুমি চাই, তুমি চাই।

স্লোগানে স্লোগান ময়

অলিগলি রাজপথ।



এই শহর ছেড়ে পালিয়ে যাচ্ছি আমি

অনেকটা চুপে চুপে, চুপচাপে।

আর বুকের মাঝে সযত্নে লুকিয়ে রেখেছি তোমাকে,

কি ভাবে বুঝাই বল,

আমার যে একটাই তুমি।





ডুব



ভালোবাসার আগুনে তুমি নাকি পুড়ে গিয়েছ,

তোমার শরীর জুড়ে শুধু পোড়া পোড়া দাগ।

কেউ তো জানে না, এই বুকে রয়েছে

আজন্ম দগ্ধদের জন্য এক শীতল জলাধার।

সেই জলাধারে তোমাকে ডুব দেয়ার ছোট্ট আহবান।

ডুব দেবে তো তুমি?





যুদ্ধ



না,

আর না,

আর নয় অপেক্ষা।

হৃদয়ের এক চিলতে আকাশে

তোমাকে উড়তে দিব বলে,

রুমের এক ছোট্ট জানালার পৃথিবীতে

তোমাকে দেখব বলে,

ঝড়ো বাতাসের সাথে তোমার খোলা চুলের

যুদ্ধ দেখে আহত হব বলে

আর নয় কোন অপেক্ষা।



অপেক্ষার নির্যাতনে জর্জরিত এই হৃদয়

আজ সাহসী ভূমিকায় অবতীর্ন।

তোমার সাথে যুদ্ধ ঘোষনা করেছি,

যদি ভালোবাস তবেই হবে যুদ্ধ বিরতি।

অপেক্ষারা আজ শহীদ হবার জন্য প্রস্তুত



** প্রায় সবগুলোই ইতিপূর্বে ফেসবুকে স্ট্যাটাস হিসেবে প্রকাশ করেছিলাম।

মন্তব্য ৯৭ টি রেটিং +২২/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

কালোপরী বলেছেন: :)

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :)

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

রহস্যময়ী কন্যা বলেছেন: খুব খুব সুন্দর কবিতা।পোস্টে ভালোলাগা :)

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। :) :)

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

শান্তা273 বলেছেন: আর বুকের মাঝে সযত্নে লুকিয়ে রেখেছি তোমাকে,
কি ভাবে বুঝাই বল,
আমার যে একটাই তুমি।

অসাধারন লেগেছে লাইন গুলো।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাই, জেনে ভালো লাগল। :)
ধন্যবাদ। :)

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

এম হুসাইন বলেছেন: ৩য় ++++++++++++++++


০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ :)

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

জাকারিয়া মুবিন বলেছেন: ভালা হইসে :)

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :)

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক ভালো লাগলো। :) (সাথে হিংসাও লাগছে X( )

ভাল লাগা। প্রথম প্লাস।

অঠট: সন্ধিডা কেডায়? :P

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কেন কেন হিংসা কেন???

সন্ধি তো কেউ না, এটা শুধু মাত্র কবিতার নাম দিয়েছি আর কি। :) :)

বাই দ্যা ওয়ে, পাঠে ধন্যবাদ। :)

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
প্লাস +++++++++

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :)

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০২

shfikul বলেছেন: +++++++

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :)

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

ফালতু বালক বলেছেন: khub valo hoise.....+++

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ বালক ভাই। :)

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

বাংলার হাসান বলেছেন: দারুন।

ঐ কাল যে গল্পটা দিএছন সেটা কবে দিবেন?

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা। ঐটা আপাতত আমি হেফাজাতে নিয়েছি। ;)

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৪

আশিক মাসুম বলেছেন: +++++

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :)

১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫০

রোজেল০০৭ বলেছেন: গুচ্ছ কবিতায়, একগুচ্ছ ভালো লাগা রইল।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :)

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৩

একজন আরমান বলেছেন:
ভালোবাসার আগুনে তুমি নাকি পুড়ে গিয়েছ,
তোমার শরীর জুড়ে শুধু পোড়া পোড়া দাগ।
কেউ তো জানে না, এই বুকে রয়েছে
আজন্ম দগ্ধদের জন্য এক শীতল জলাধার।
সেই জলাধারে তোমাকে ডুব দেয়ার ছোট্ট আহবান।
ডুব দেবে তো তুমি?


সুন্দর সুন্দর। :)

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :) :)

ধন্যবাদ। :)

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কবিদের হিয়সা হয় তাই হিয়সা হচ্ছে! আমি মাথা কুটে ভেঙ্গে ফেললেও এত সুন্দর কবিতা বেরহবে না! :| :(( :(( :(( X(( X(( X((

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওহ! তাই নাকি? হায় আল্লাহ!। ;) :)

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


বাহ সুন্দর

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। যেখানেই থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
গা ঢাকা দিয়েন, সাবধানে। ;) ;)

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: সব গুলোই দারুন। ন্ধি আর যুদ্ধ বেশি ভাল লেগেছে।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :)

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯

মেহেরুন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো :)

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :) :)

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭

মাহতাব সমুদ্র বলেছেন: বাহ! বাহ! মারহাবা, এখন আমার মনে ফিলিংস জাগছে।। প্রেম দরকার।।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর ! লক্ষ বাস্তবায়ন হলো তাহলে। :)
ঝাপিয়ে পড়ুন। :)

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

শীলা শিপা বলেছেন: প্রথম টা খুব ভাল লেগেছে। বাকি গুলোও সুন্দর।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :)

২০| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

মামুন রশিদ বলেছেন: সবকটাই চমৎকার ।



সন্ধি আর ডুব অসাধারন ;) :)

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই। :)
পাঠে কৃতজ্ঞতা। :)

২১| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

ভিয়েনাস বলেছেন: পুরোটাই চমৎকার লেগেছে......

অবশেষে কতটা অপেক্ষা শহীদ হয়েছে :)

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ :)
আশা করি ভালো আছেন। :)

২২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮

নেক্সাস বলেছেন: তোমাকে একজোড়া ঠোঁট কিনে দিব
যা হবে কোন এক মরুদ্যানের শীতল জলাধার,
যেখানে আকুন্ঠ পানের পরও পিপাসা থেকেই যায়।

দারুন রোমান্টকতা।

কেমন আছেন।

ফেবুতে নক দিলে পাত্তা নাই কেন?

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ নেক্সাস ভাই।
ইদানিং বেশ সুন্দর বাতাস বইছে। :) মাতাল হাওয়া রোমান্টিকতা জন্য উপযুক্ত। :)

ভাই, আমার প্রচন্ড দাঁত ব্যথা। তাই ফেসবুকে অনেক সময় লগইন করে থাকলেও, পিসির সামনে থাকি না। তাই হয়ত পান নি। :(

২৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১

ঘুড্ডির পাইলট বলেছেন: সবচাইতে বেশি ভালো লাগছে সন্ধি !








এই নামে আপ্নের না একখান বান্দুবি আছে ?

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা, হ আছে!! ;)

২৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

স্বপনবাজ বলেছেন: অসাধারণ লাগলো !
অঃ টঃ আমারে কি দিবেন ??

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ।

কি দিমু তোমারে!!!!

২৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬

িনহাজ রিমন বলেছেন: প্লাস দিলাম।সুন্দর হয়েছে কবিতা :) :) :) :)

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :)

২৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭

আমি বাঁধনহারা বলেছেন:





ভালো লাগল।মন ছুঁয়ে গেল।
এক কথায় অসাধারণ:++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। :)
আপনিও ভালো থাকবেন। শুভেচ্ছা রইল। :)

২৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর!


০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :) অনেকদিন পর দেখলাম আপনাকে।

২৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

রুদ্র মানব বলেছেন: শুধু তুমি হাতটা বাড়াও... এই কবিতাটা ফাটাফাটি হইছে :) :) :)


পিলাস দিয়া গেলাম । ++++

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :)

২৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শেষটা চরম লেগেছে। এক্কেরে মার মার কাট কাট। :#> :#> :P

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা। সবই আপনার অনুপ্রেরনা!
ঐ যে বলেছিলেন, একটা একটা প্রেমিকা ধর, ধইরা ধইরা বিয়া কর!! ;)

৩০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: +++++++++++++++

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :) :)

৩১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৩

বটবৃক্ষ~ বলেছেন: আর বুকের মাঝে সযত্নে লুকিয়ে রেখেছি তোমাকে,
কি ভাবে বুঝাই বল,
আমার যে একটাই তুমি।
.......
তোমার সাথে যুদ্ধ ঘোষনা করেছি,
যদি ভালোবাস তবেই হবে যুদ্ধ বিরতি।
অপেক্ষারা আজ শহীদ হবার জন্য প্রস্তুত


++++ বিপুলভাবে প্লাসায়িত করা হলো
অসাধারণ.....!!অনেক অনেক ভালোলাগা নিয়ে গেলাম...

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ এবং পাঠে কৃতজ্ঞতা। :)
ভালো থাকবেন। :)

৩২| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০০

লক্ষ্মীপেঁচা বলেছেন: একগুচ্ছ ভালোলাগা । আর নয় কোন অপেক্ষা। আসলেই । চলেন অপেক্ষাকে দেশ থেকে বিতাড়িত করি।

কবিতা ভালো হইছে । স্পষ্ট উচ্চারন। জড়তা নেই।আপনার লেখা বরাবরই ভালা পাই ;) ;) ;)

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চলেন, অপেক্ষা দূরকরনের জন্য আমরা লংমার্চ করি। :)
এখন সময় অপেক্ষাকে হেফাজত করার। B-) ;) :-B =p~


পাঠে কৃতজ্ঞতা। এই ধরনের মন্তব্য চির অনুপ্রেরনাময়।
ভালো থাকবেন। শুভ ভোর। :)

৩৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৫

এ্যাপোলো৯০ বলেছেন: আমাকে একটা মন কিনে দিবে?
যেখানে সারাদিন বইবে এলোমেলো বাতাস,
আর উড়ে বেড়াবে মন ফড়িং।

আমাকে একটা হৃদয় কিনে দিবে?
যে হৃদয়ে থাকবে চিরবসন্ত আর পাখির গান
যেখানে থাকবে শুধু তুমি আর আমার বসবাস।

আমাকে একটা জীবন কিনে দিবে?
যে জীবনে থাকবে না কোন বিরহ,
বিষন্ন, একাকীত্ব আর বিচ্ছেদের দূঃখ বিলাস।
আমি বাড়িয়েছি আমার হাত...
তুমি হাত ধরবে তো ?

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা! মধু মধু! বেশ তো মন্তব্যেচ্ছলে প্রস্তাবই দিয়ে দিলে দেখছি হে!!
সুন্দর সুন্দর! এত ব্যকুল ডাকে সাড়া না দিয়ে যাই কই!!! :P :P B-) B-) B-) :#> :#> :#> !:#P !:#P =p~ =p~

৩৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬

স্পাইসিস্পাই001 বলেছেন: কবিতা গুচ্ছে +++++++++

অনেক ভাল লাগলো ভ্রাতা .....

ধন্যবাদ .... ভাল থাকবেন....।

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। আশা করি ভালো আছেন। :)

৩৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ভাল লেগেছে ভাইয়া!! ++++++++++

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

৩৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

B:-) B:-) B:-)

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি ভাই?? :-B :-B :-B

৩৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮

রাইসুল সাগর বলেছেন: কবিতায় +।

তবে ভাই দুঃখ কেন জানি আর ভালোলাগেনা। শুভকামনা সব সময়।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। এই খানে দুঃখ পাইলেন কই মিয়া!! হুর হুর! এইটা তো পুরাই নিখাদ প্রেম কবিতা।!! :)

৩৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮

এ্যাপোলো৯০ বলেছেন: ওহহহহহ,,,,,,,,,,,,,,,, সাড়া দিলে তাহলে :!> :#> :!> :#>

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :#> :#> :#> :#> B-) B-)

৩৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩

হাসান মাহবুব বলেছেন: আগে পড়িনাই। ভালো লাগলো। +++

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই। :)
ফেসবুকে স্ট্যাটাস এ দিয়েছিলাম আর কি। :)

৪০| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

বোকামন বলেছেন: সবার নাকি একটা তুমি চাই,
তুমি চাই, তুমি চাই।
স্লোগানে স্লোগান ময়
অলিগলি রাজপথ।


বাহ্ দারুন লিখে ফেললেন তো!

সম্মানিত কাল্পনিক_ভালোবাসা,
শুভকামনা জানবেন...

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার সম্বোধনটি শুনে কেমন যেন লাগছে, এত সম্মান করে কেউ ব্লগে মনে হয় না কেউ আগে ডেকেছে। হাহা!

অনেক ধন্যবাদ এবং পাঠে কৃতজ্ঞতা জানালাম। আমার ব্লগে স্বাগতম।
ভালো থাকবেন। শুভেচ্ছা।

৪১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো +

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই। :)

৪২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো +

৪৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

আমিভূত বলেছেন: সব গুলোতেই ভালোলাগা , তবে ১নং এ প্লাস ;)
ভালো আছেন নিশ্চয়ই !

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, অনেক ধন্যবাদ। আমার দোকানে স্বাগতম ;)
জি, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন।

৪৪| ১১ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৪

শিপন মোল্লা বলেছেন: সবার নাকি একটা তুমি চাই,
তুমি চাই, তুমি চাই।
স্লোগানে স্লোগান ময়
অলিগলি রাজপথ।
সন্ধিটা বেশি ভাল লাগলো

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :)

৪৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

প্রত্যাবর্তন@ বলেছেন: ডুবটা বেশি ভাল্লাগছে

১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :)

৪৬| ১৬ ই মে, ২০১৩ রাত ১২:৪৫

বাংলাদেশী দালাল বলেছেন:

সব গুলই অসাধারণ।

আপনার উপদেশ টা মাথায় আছে যা মনে আশে লিখে ফেলা।
এই রকম ভাল না হলে কিন্তু আপনার দোষ ;)

১৬ ই মে, ২০১৩ রাত ১১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা। ঠিক আছে আমি একশবার সেটা মাথা পেতে নিব। তবে আমি জানি, অবশ্যই সেগুলো ভালো হবে। :) ;)

৪৭| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:০৬

ফারজানা শিরিন বলেছেন: প্রথমটা ছাড়া সবগুলা ভালো লাগছে ।

২৫ শে মে, ২০১৩ রাত ১:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ :) :)

৪৮| ৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৩৫

অন্তহীন বালক বলেছেন: দারুন!

০১ লা জুন, ২০১৩ রাত ১২:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ :)

৪৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

আলম দীপ্র বলেছেন: বাহ ! বেশ হয়েছে তো !

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আলম। :) শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.